Emotions Not Allow

  • Home
  • Emotions Not Allow

Emotions Not Allow Emotions Not Allow. No love No Emotions.

চীন আমেরিকাকে কিভাবে জবাব দেয়?আমেরিকার “ফেইসবুক” চীন ব‍্যবহার করে না। চীন সেটাকে ব‍্যান করে রেখেছে। তবে বিকল্প একটা তৈরি...
01/12/2024

চীন আমেরিকাকে কিভাবে জবাব দেয়?
আমেরিকার “ফেইসবুক” চীন ব‍্যবহার করে না। চীন সেটাকে ব‍্যান করে রেখেছে। তবে বিকল্প একটা তৈরি করেছে।
আমেরিকার গুগল ওরা ব‍্যবহার করে না। গুগল ম‍্যাপ ব‍্যবহার করে না। চীন নিজেরাই বিকল্প এপ তৈরি করেছে—বাইডু! WeChat নামক জনপ্রিয় এক এপ দিয়ে চীনের মানুষ বহু কাজ করে ফেলে।
আমেরিকান পণ‍্য ব‍্যবহার করে, আমেরিকার অর্থনীতিকে শক্ত করতে চীন রাজি না। কিন্তু চীনের পণ‍্য সারা পৃথিবীতে ওরা ছড়িয়ে দিবে। পণ‍্য আর মানুষ—এই দুই জিনিস চীন সারা দুনিয়াতে দিয়ে দিয়েছে।
এদিকে চীন, আমেরিকা থেকে প্রফেসর নিয়ে যায়। নোবেল বিজয়ী বিজ্ঞানীকে মোটা অংকের টাকা দিয়ে নিয়ে যায়। আর সারা দুনিয়া থেকে ছেঁকে ছেঁকে নিয়ে যায় চাইনিজ ব্রিলিয়ান্টদের। এই ছাঁকা পরীক্ষায় যারা ঢুকতে পারে না, তারা অন‍্য দেশে পড়ে থাকলেও, চীন সেটা নিয়ে মাথাও ঘামায় না। You stand with the best, you get into the best! এটাই হলো ওদের প্রিন্সিপাল।
যে জাপানর সাথে তাদের রাজনৈতিক চির শত্রুতা, সেই জাপানের বিশ্ববিদ‍্যালয়গুলোতে পর্যন্ত, চীনের ছেলে-মেয়েরা ভরা।
অথচ বাংলাদেশের কয়েক লক্ষ রোগী প্রতিবছর শুধু বিদেশে যায় চিকিৎসা নিতে। দেশের টাকা ঢেলে দেয় বিদেশে গিয়ে। দেশে সে মানের চিকিৎসা সেবা পায় না বলে অভিযোগ-আক্ষেপ। দেশের পয়সাওয়ালারা ছেলে-মেয়েদেরকে টাকা দিয়ে বিদেশে পড়ায়। অথচ ৫৩ বছরেও একটা বিশ্ববিদ‍্যালয় বিশ্বমানের হয়ে উঠে না।
রাজনীতিবিদরা, চাকরিজীবিরা দুর্নীতি করে বাড়ি কিনে বিদেশে। শিল্পপতিরা শ্রমিকদের বেতন বাড়াতে চায় না, কিন্তু কানাডা, সিঙ্গাপুর টাকা জমায়। রাজনীতিবিদরা লুট-পাট করে ক্ষমতা শেষ হলে বিদেশে বসে দেশ নিয়ে চক্রান্ত করে। মিথ‍্যা ছড়ায়।
দেশের বহু ব্রিলিয়ান্ট ছেলে-মেয়ে দেশ ছাড়ে। দেশে ফিরতে পারে না। ফেরার পথগুলো সব বন্ধ করে রাখা হয়েছে যতোসব পুরোনো নিয়ম-নীতি দিয়ে।
কিন্তু আমেরিকার ফেইসবুক, ইউটিউব ব‍্যবহার করে, আমেরিকার অর্থনীতিকে শক্ত করছি আমরা। জাপানের গাড়ি কিনছি। ভারতের ডাক্তারদের ধনী করছি। চীনের ইঞ্জিনিয়ারদের পয়সা দিচ্ছি। আমাদের কর্পোরেট চাকরি করছে চীন-ভারত-শ্রীলংকার লোকজন। এদিকে ভূ-মধ‍্যসাগরে আমাদের তরুণরা নৌকাডুবিতে মরে।
আমরা তো সবদিকে শুধু হারাই। পাই কি? আমাদের দরকার এমন পরিকল্পনা ও নীতি, যেখানে দেশটা সবদিক দিয়ে গেইন করবে বেশি। লুজ করবে কম। দাঁড়াতে হলে নেট গেইন বাড়াতে হবে—সর্বক্ষেত্রে। সেভাবেই দিতে হবে বিশ্বকে জবাব!
© Rafiul Alam

28/11/2024
28/11/2024
28/11/2024

Baba Ji😄

27/11/2024

আলিফ ভাইকে শ'হী/দ করার ভিডিও
লিংক কমেন্টে 👇

Download Link 1st Comment
20/11/2024

Download Link
1st Comment

22/10/2024

21/10/2024

20/10/2024

20/10/2024

20/10/2024

10/09/2024

রাজধানীর প্রধান সড়কে বাড়ছে অটোরিকশা চলাচল, কিভাবে দেখছেন বিষয়টি?

24/08/2024

help

আমাদের স্যার। রাজিব কান্তি দে। , ড. মনসুরউদ্দিন মহিলা কলেজ,কচুয়া চাঁদপুর ( রসায়নবিদ্যা )।
গতকাল সকালে কলেজ ক্যাম্পাস ত্যাগ করে এখনো নিম্নোক্ত নিজ ঠিকানায় পৌঁছাতে পারেনি।

বাড়ি: ভোর বাজার মাঝখান বেকারি পাশ দিয়ে উত্তর দিকে ২/১ মিনিটের পথ, বাজার পার হয়ে পশ্চিম দিকে মন্দির যুক্ত প্রথম বাড়ি। ( নরুউদ্দীন লন্ডনীওয়ালার সামনের বাড়ি)
গ্রাম: সুলতানপুর, ভোরবাজার, ৯ নং নবাবপুর ইউনিয়ন, সোনাগাজী,ফেনী।
ভাই প্লিজ একটু সাহায্য করেন।

স্বেচ্ছাসেবী কারো নজরে আসলে উপরোক্ত ঠিকানায় হৃদয় প্রশস্ত করার অনুরোধ করছি।
😭😭
পাওয়া গেলে এই নাম্বারে যোগাযোগ করবেন দয়া করে:,
যোগাযোগ :01889832878

06/08/2024

06/08/2024

10/07/2024

08/07/2024

Address


Alerts

Be the first to know and let us send you an email when Emotions Not Allow posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share