21/03/2021
ভােরের কাগজ রবিবারের লাইফস্টাইল সাময়িকী " ফ্যাশন"
২১ মার্চ ২০২১
খুব সহজেই হোক শিশুর পড়ালেখা...
ডা. আশরাফুন্নাহার চৈতী
মডেল : স্মৃতি লস্কর এবং তার মেয়ে আইদাহ ও মুসকান
প্রতিটি শিশুই পরিবারের আগামী দিনের ভবিষ্যৎ। তাই তার বেড়ে ওঠা হওয়া প্রয়োজন সুষ্ঠ ও সুন্দরভাবে। বাচ্চাদের সামনে টেনশন করবেন না, আতঙ্কে ভুগবেন না। ওর সামনে অন্তত মনের ভাব চেপে স্বাভাবিক থাকার চেষ্টা করুন। না হলে ওর মধ্যেও এক ধরনের অস্থিরতা জন্ম নেবে। বাড়ির পরিবেশ যদি শান্ত স্বচ্ছন্দ থাকে, বাচ্চার স্বভাবেও তার প্রভাব পড়ে। তবে পড়ালেখা শেখার শুরুতে কোন কোন শিশুকে নিয়ে নানা রকমের ঝক্কি ঝামেলা পোহাতে হয় বাবা মায়েদের। যেহেতু শিশু অবস্থায় থাকে তাই তারা মনোযোগী হতে চায় না বা আগ্রহী বোধ করে না। ফলে কখনো কখনো কোনো কোনো বাবা-মা হতাশ হয়ে পড়েন। শিশুকে শেখানোর ব্যাপারে বা পড়াশোনা করানোর ব্যাপারে হতাশ না হলে কিছুটা কৌশলে কাজ করলে শিশুকে পড়ালেখা খুব সহজেই শেখানো যায়।
ভিন্ন কৌশলে পড়াশোনা
গল্পের মাধ্যমে, ছড়ার মাধ্যমে বাচ্চাকে পড়াশোনা শেখানো চেষ্টা করুন। এমনকি কোথাও যদি বেড়াতেও যান সেখানে তাকে কোন বিষয়ে বোঝান, প্রশ্ন করুন এবং তাকে ভাবনার খোরাক দিন যাতে সে নিজেই বুঝতে পারে। ধরুন আপনার বাচ্চাকে নিয়ে আপনি চিড়িয়াখানায় গিয়েছেন, বাঘের খাঁচার সামনে গিয়ে এবার বাচ্চাকে বলুন এখানে কয়টি বাঘ আছে। এভাবে আশেপাশের নানা বিষয় নিয়ে তার সামনে তুলে ধরুন এবং তাকে ভাবনার খোরাক দিন।
বাংলা দিয়ে হোক শুরু
বর্তমান সময়ে কোন কোন অভিভাবক বাচ্চাদের ইংরেজিতে আগ্রহী করার জন্য ছোটবেলা থেকেই নানা ধরনের ইংরেজি শব্দ বা ইংরেজিতে কথা বলার চেষ্টা করেন। যা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমাদের মাতৃভাষা বাংলা। স্বাভাবিকভাবেই সন্তানকে শুদ্ধ বাংলা শেখানোই আমাদের দায়িত্ব। আর যেহেতু শিশু চারিদিকে বাংলা শব্দ শুনতে পায় ফলে শিশু যখন আবার ইংরেজি শব্দ শুনতে পায় তখন সে দ্বিধান্বিত হয়। সুতরাং আমাদের শুরু করাই উচিত বাংলা দিয়ে।
বিচিত্র সব অভিজ্ঞতার মুখোমুখি করুন
বুদ্ধিমান শিশুদের উদ্বুদ্ধ রাখতে, আগ্রহী রাখতে তাদেরকে অভিনব সব অভিজ্ঞতার মুখোমুখি করতে হয়। জীবনের বিচিত্র সব অভিজ্ঞতা শিশুদের আত্মবিশ্বাস বাড়ায়। সাহস বাড়ায়। মনোবিজ্ঞানীরা বলেন, দিনের পর দিন একইরকম গতানুগতিক জীবন আলস্য, স্থবিরতা ডেকে আনে।
উপযুক্ত পরিবেশ প্রদান করুন শিশুকে
তিন থেকে পাঁচ বছর বয়সের মধ্যেই অধিকাংশ শিশুর লেখাপড়া হাতে খড়ি শুরু হয়। শিশুদের লেখাপড়া শেখার জন্য পরিবেশ সবসময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আসলে শিশুরা অনুকরণ প্রিয়। চারিপাশে যা কিছু দেখে তারা তাই শেখে এবং তাই করতে চায়। আপনি হয়তো বাচ্চাকে পড়তে বসিয়েছেন কিন্তু নিজে টিভি দেখছেন বা অন্য কোনো কাজ করছেন। তাই আপনার সন্তান ঘুরেফিরে আপনি যেখানে মনোযোগ দিচ্ছেন সেখানেই মনোযোগ দিচ্ছে। এরকম আরো অসংখ্য বিষয় রয়েছে যা পড়ার উপযুক্ত পরিবেশকে নষ্ট করে। তাই সন্তানের জন্য উপযুক্ত পরিবেশ প্রদান করুন।
মাকে হতে হবে সহনশীল
বাচ্চার সঙ্গে কথা বলুন। আর ওর কথা মন দিয়ে শুনুন। মা-বাবা ধীরস্থির হয়ে, মন দিয়ে বাচ্চার কথা শুনলে স্বভাবতই ওর অতিরিক্ত ছটফটে ভাব কমে আসবে। দেখা যাচ্ছে বাচ্চা পড়তে চাইছে না, কান্না করছে অথবা অন্য কোন একটি বিষয় নিয়ে খেলা করতে চাইছে। পরিস্থিতি যাই হোক না কেন ধৈর্য ধারণ করতে হবে। বিরক্ত হলে চলবে না। কখনো কখনো কেউ বলে থাকে যে, বাচ্চা সারাদিন মনের আনন্দে স্বাভাবিক চঞ্চলতা নিয়ে ঘোরাঘুরি করছে, দুষ্টুমি করছে, কিন্তু যখনই পড়তে বসে তখনই সেই শিশুরই মনোযোগ পড়ার দিকে থাকছে না। সে হয়তো অন্য কোন দিকে তাকিয়ে থাকে অথবা ঘুমিয়ে যাচ্ছে কিংবা টিভি দেখার বায়না ধরছে। এইরকম যেকোনো পরিস্থিতিতেই মাকে ধৈর্যশীল হতে হবে। শাসনের নামে চিৎকার- চেঁচামেচি কাম্য নয়। মমতায়, ভালবাসায় পরিপূর্ণ করে দিন সন্তানের হৃদয়। এর ফলে সন্তানের সাথে আপনার আত্মিক বন্ধন আরো অনেক সুদঢ় হবে।
ফিচার -০২
চাকরিপ্রার্থীদের পথ দেখাবে ‘চাকরির চাবিকাঠি’
চাকরিপ্রার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এমন সব নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ও কৌশল এবং চাকরির বাজারের জন্য তৈরি করার কায়দাকানুন নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে আরাফাত শাহরিয়ারের লেখা ক্যারিয়ারবিষয়ক বই ‘চাকরির চাবিকাঠি’। বইটি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা ‘অন্যধারা’।
ছাত্রাবস্থাতেই ক্যারিয়ার পরিকল্পনা করে সে অনুযায়ী নিজেকে তৈরি করতে পারলে চাকরির পেছনে ছুটতে হবে না, চাকরিই খুঁজে নেবে। বইটির শুরুতেই রয়েছে ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে দরকারি পরামর্শ। তুমুল প্রতিযোগিতামূলক সব নিয়োগ পরীক্ষার জন্য কোন কোন বই পড়তে হবে, এ নিয়ে আলোচনা করা হয়েছে বইটির দ্বিতীয় অধ্যায়ে। বইটির একটি অধ্যায়ে রয়েছে প্রথমবার পরীক্ষা দিয়েই চাকরি হয়েছে এমন কয়েকজন তরুণের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প।
তুমুল প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষায় সাফল্যের চাবিকাঠি কী হতে পারে, কীভাবে প্রস্তুতি নিতে হবে এ নিয়ে আলোচনা করা হয়েছে একটি অধ্যায়ে। বিভিন্ন সরকারি ব্যাংকে অফিসার, সিনিয়র অফিসার নিয়োগ এবং বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ও ভালো করার টেকনিক নিয়েও পরামর্শ আছে বইটিতে।
সারা দেশে আছে প্রায় ১৯ হাজার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, সাড়ে তিন হাজার কলেজ ও সাড়ে ৯ হাজার মাদ্রাসা। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগপ্রক্রিয়া, শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভালো করার কৌশল ও প্রস্তুতিসহ নিয়ে দরকারি আলোচনা আছে ‘চাকরির চাবিকাঠি’ বইটিতে।
সাব-ইন্সপেক্টর, সার্জেন্ট ও কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে তথ্যবহুল আলোচনা রয়েছে বইটিতে। সাব-রেজিস্ট্রার নিয়োগ পরীক্ষা নিয়ে পরামর্শ দিয়েছেন ২০১৬ সালের সাব-রেজিস্ট্রার নিয়োগ পরীক্ষায় মেধাতালিকায় প্রথম নিয়োগপ্রাপ্ত মো. হযরত আলী। বইটির একটি অধ্যায়ে মিলবে সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, আবেদন প্রক্রিয়াসহ বিস্তারিত তথ্য। আইন পেশায় নিয়োজিত হতে কী করতে হবে, সে বিষয়েও দরকারি তথ্য আছে বইটিতে।
বাংলাদেশ বিমানসহ বিভিন্ন দেশি-বিদেশি বিমান সংস্থার পাইলট হতে চাইলে কী করতে হবে এ নিয়ে ‘চাকরির চাবিকাঠি’ বইটিতে দরকারি নির্দেশনা পাওয়া যাবে। বিমান, নৌ ও সেনাবাহিনীর রোমাঞ্চকর পেশায় যারা নাম লেখাতে চান, তাদের জন্য একটি অধ্যায়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে। এনজিও বা বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজের সুযোগ অনেক। বইটিতে এ নিয়েও রয়েছে দরকারি তথ্য।
উন্নত দেশগুলোতে দক্ষ কর্মীর চাহিদা অনেক, বেতনও কয়েক গুণ। তাই দেশে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাওয়া উচিত। নানা কারিগরি বিষয়ে সরকারের বিমেটের প্রশিক্ষণ, প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা, ফোন নম্বরসহ দরকারি তথ্য মিলবে বইটিতে। নিজেকে তৈরি করলে চাকরিই খুঁজে নেবে। হোটেল ম্যানেজমেন্ট, এয়ার হোস্টেস, কেবিন ক্রু, নার্সিং, পোশাকশিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প, মানবসম্পদ ব্যবস্থাপনা, ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, মোবাইল ইঞ্জিনিয়ারিং, কল সেন্টার, বিউটি পার্লার, হস্তশিল্প, সাংবাদিকতাসহ নানা বিষয়ে প্রশিক্ষণের খোঁজ দেওয়া হয়েছে বইটির শেষ অধ্যায়ে।
বেকারদের জন্য দরকারি ১৪৪ পৃষ্ঠার ‘চাকরির চাবিকাঠি’ বইটির মুদ্রিত মূল্য ২৭০ টাকা। বইমেলায় অন্যধারার স্টলে (১৪৪, ১৪৫, ১৪৬ ও ১৪৭) বইটি পাওয়া যাচ্ছে। অনলাইনে www.rokomari.com/book/210991 লিংক থেকেও সংগ্রহ করা যাবে। অন্যধারা প্রকাশনীর বিক্রয়কেন্দ্র ৩৮/২-ক, বাংলাবাজার, ঢাকা-থেকেও বইটি সংগ্রহ করা যাবে।
news link :: https://www.ebhorerkagoj.com/city/2021/03/21/9