চোখে লাগার মতো অনেক মানুষ খুঁজে পাবা এই দুনিয়ায়। যেদিকে তাকাবা দেখবা একজনার চেয়ে আরেকজন আরো বেশি সুন্দর। যোগ্যতা খুঁজতে গেলেও তালিকা শেষ করতে পারবা না মানুষের।
সমানে সমান খুঁজতে চাইলে সারাজীবন একা বসে থাকা লাগবে এইটুকু নিশ্চিত। যুক্তি দিয়ে সব বিচার করতে গেলে সম্পর্ক বা সুখ শেষে কিছুই পাবা না।
সবকিছুর বাইরে গিয়ে একটা কথা বলি, মানুষকে ভালোবাসা খুজতে হয় না বরং ভালোবাসা মানুষকে খুঁজে নেয়। এই ধরো মনে ধাক্কা লাগার মতো একজন মানুষ আসেই সবার জীবনে।
তুমি নিজেও জানবা না কী দেখলা তার মাঝে। শুধু মনে থাকবে তারে একবার দেখছিলা আর কখনো ভুলতে পারার ক্ষমতা তোমার হয়নি। যদি পারো সেই মানুষটারে ধইরা রাইখো।
যদর জন্য তোমার চোখে মুগ্ধতা বিরাজ করে কিংবা যে তোমারে মুগ্ধতার নজরে দেখতে পারে। দেখবা জীবনে এর চেয়ে ভালো কোয়ালিটি একজন মানুষের মাঝে অন্যকিছু খুঁজতে হয় না।
শুধু ওই
কাউকে উড়তে দেখে তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে, নিজেও উড়তে চেষ্টা করেন। দেখবেন #জীবন সুন্দর।
আসি আসি বলে নভেম্বর তুমি চলেই এলে, ভোরের ধোঁয়া ওড়া চায়ের কাপে কথবা বিকেলের আলসেমি'তে!! এসেই যখন পড়েছ চলো দু'কাপ “চা" হয়ে যাক তোমার সাথে!! ☕
অক্টোবর মাস'টা অন্যরকম। একটা শান্তি শান্তি ফিল হয় এই মাসে। অক্টোবরের শেষ দিয়ে হালকা শীত পড়তে শুরু করে। নতুন ঋতুর আগমন হওয়া এই মাস'টা অন্যসব মাসের চেয়ে একটু আলাদা'ই হয়।
কিন্তু
অক্টোবরের বিষন্ন সন্ধ্যায় মৃদু ঠান্ডা বাতাস'টা মনে করিয়ে দেয়, এক জীবনে মানুষের সবকিছু পেতে হয় না।
অক্টোবর-🌫️
°
°
📷: Me
শীতকাল আসবে আসবে এমন
বিকেল-গুলো ভয়ানক হয়!
বাতাসে বিষাদ আর শীত শীত গন্ধ...
.
.
.
অক্টোবর।
❝আপনার উপন্যাসের শেষ অধ্যায় হবো। যেখানে অনেকটা ভিড়ভাট্টা কম। সূচনাতে তো অনেকেই থাকে, আমি না হয় উ'প'সং'হা'র হয়েই থেকে যাবো।❞
বিষাদ বৃক্ষের যতো শত ফুল, তোমারে দেখিতে হইলো ব্যাকুল।
.
.
.
.
.
🏵️🦋...
যারা ছেড়ে গেছে, বেই-মা-নি করেছে তাদের কে আর কি দোষ দিবো? সেখানে নিজের ভাগ্য'ই সঙ্গ দেয়'নি! 3
-কঙ্কাল