kaniz's lifestyle

  • Home
  • kaniz's lifestyle

kaniz's lifestyle প্রতিটি শেষই একটি নতুন শুরু°°°🖤

10/12/2024

আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। যার যা নেওয়ার, নেওয়া হয়ে গেছে। এখন তাদের অনেক চাওয়া থাকলেও, আমার দেওয়ার আর কিছু নেই।এখন আমাকে তারাতে পারলেই বাচে। কারণ গলায় কাটা আটকে থাকলে কেউই সহ্য করতে পারেনা।

বুকের ভেতর যে চঞ্চল পাখিটা অনবরত ডানা ঝাপটাতো সে মরে গেছে! 🙂💔
10/12/2024

বুকের ভেতর যে চঞ্চল পাখিটা অনবরত ডানা ঝাপটাতো সে মরে গেছে! 🙂💔

07/12/2024

তীব্র ভাবে পাওয়া আর তীব্র ভাবে হারানোর ব্যাপার গুলোর সাথে কীভাবে কীভাবে যেন শীতকাল আর নভেম্বর - ডিসেম্বরের একটা সম্পর্ক আছে।।

ডিসেম্বর এসেছে, কিন্তু আমাদের জীবন থেকে যে ডিসেম্বর হারিয়েছি, সে ডিসেম্বর আর আসেনি...🌫️
04/12/2024

ডিসেম্বর এসেছে, কিন্তু আমাদের জীবন থেকে যে

ডিসেম্বর হারিয়েছি, সে ডিসেম্বর আর আসেনি...🌫️

02/12/2024

চোখে লাগার মতো অনেক মানুষ খুঁজে পাবা এই দুনিয়ায়। যেদিকে তাকাবা দেখবা একজনার চেয়ে আরেকজন আরো বেশি সুন্দর। যোগ্যতা খুঁজতে গেলেও তালিকা শেষ করতে পারবা না মানুষের।

সমানে সমান খুঁজতে চাইলে সারাজীবন একা বসে থাকা লাগবে এইটুকু নিশ্চিত। যুক্তি দিয়ে সব বিচার করতে গেলে সম্পর্ক বা সুখ শেষে কিছুই পাবা না।

সবকিছুর বাইরে গিয়ে একটা কথা বলি, মানুষকে ভালোবাসা খুজতে হয় না বরং ভালোবাসা মানুষকে খুঁজে নেয়। এই ধরো মনে ধাক্কা লাগার মতো একজন মানুষ আসেই সবার জীবনে।

তুমি নিজেও জানবা না কী দেখলা তার মাঝে। শুধু মনে থাকবে তারে একবার দেখছিলা আর কখনো ভুলতে পারার ক্ষমতা তোমার হয়নি। যদি পারো সেই মানুষটারে ধইরা রাইখো।

যদর জন্য তোমার চোখে মুগ্ধতা বিরাজ করে কিংবা যে তোমারে মুগ্ধতার নজরে দেখতে পারে। দেখবা জীবনে এর চেয়ে ভালো কোয়ালিটি একজন মানুষের মাঝে অন্যকিছু খুঁজতে হয় না।

শুধু ওই টান টুকুনই তোমাদের একসাথে পুরো একটা জীবন পার করার জন্য যথেষ্ট একেবারে। ব্যস! মনে যে কড়া নাড়বে, হারাই যাইতে দিবা না তারে নিজের জীবন থেকে কোনোভাবে।

29/11/2024

কাউকে উড়তে দেখে তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে, নিজেও উড়তে চেষ্টা করেন। দেখবেন #জীবন সুন্দর।

26/11/2024

“আকাশের দিকে তোমার

বার বার তাকানোকে আমি অবশ্যই লক্ষ করি"!

[সূরা বাকারা-১৪৪]

09/11/2024

একাকিত্ব সুন্দর!

আমার অবহেলা ভালো'লাগে না। মানুষের নাক ছিটকানো পছন্দ না। মানুষের খোঁচা মেরে কথা শুনতে ভালো'লাগে না। মানুষের মিথ্যা অপবাদ ভালো'লাগে না। কথা দিয়ে কথা না রাখা মানুষ ভালো'লাগে না।

তাই আমি এখন একা থাকার চেষ্টা করি। আমি নিজেকে সময় দিচ্ছি।

আমার একাকিত্বে কোন অবহেলা নেই, অপমান নেই, অপবাদ নেই।

একাকিত্বেই সুখ!

আলহামদুলিল্লাহ্।।

06/11/2024

আসি আসি বলে নভেম্বর তুমি চলেই এলে, ভোরের ধোঁয়া ওড়া চায়ের কাপে কথবা বিকেলের আলসেমি'তে!! এসেই যখন পড়েছ চলো দু'কাপ “চা" হয়ে যাক তোমার সাথে!! ☕

02/11/2024

যেদিন আমি টের পাইলাম, আমার বুকে সমুদ্র সমান আফসোস।
যে আফসোসকে প্রশ্রয় দিলে আমি ধীরে ধীরে তলিয়ে যাবো, নিঃশেষ হয়ে যাবো।
ঠিক সেদিন থেকে আমি না পাওয়ার সমস্ত আফসোসকে উড়িয়ে দিলাম। আমি ভেবে নিলাম, যা কিছু আমার হয় নাই, তা কখনোই আমার হওয়ার ছিলোনা।
যা কিছু আমি পাই নাই, তা পাইলে বরং আরো কষ্ট হইতো। এইটারে মিথ্যা সান্ত্বনা বলাই যায়, কিন্তু যে মিথ্যা আমারে ভালো থাকতে দেয়, সে মিথ্যারে আমি চোখ বুঁজে ভালোবাসি।
যা কিছু আমার হয় নাই, তা কখনোই আমার হওয়ার ছিলোনা। 🧡

29/10/2024

অক্টোবর মাস'টা অন্যরকম। একটা শান্তি শান্তি ফিল হয় এই মাসে। অক্টোবরের শেষ দিয়ে হালকা শীত পড়তে শুরু করে। নতুন ঋতুর আগমন হওয়া এই মাস'টা অন্যসব মাসের চেয়ে একটু আলাদা'ই হয়।

কিন্তু

অক্টোবরের বিষন্ন সন্ধ্যায় মৃদু ঠান্ডা বাতাস'টা মনে করিয়ে দেয়, এক জীবনে মানুষের সবকিছু পেতে হয় না।

অক্টোবর-🌫️

°
°

📷: Me

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
26/10/2024

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

25/10/2024

শীতকাল আসবে আসবে এমন
বিকেল-গুলো ভয়ানক হয়!
বাতাসে বিষাদ আর শীত শীত গন্ধ...
অক্টোবর।

24/10/2024
সাম্প্রতিক জীবন।
24/10/2024

সাম্প্রতিক জীবন।

23/10/2024

21/10/2024

পৃথিবীতে দুইজন মানুষের খুশির জন্য কখনো কখনো তৃতীয় কাউকে দুঃখী হতে হয়।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when kaniz's lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share