03/04/2024
চট্টগ্রামে যারা বসবাস করেন তারা জানেন সিআরবি চট্টগ্রাম বাসীর জন্য কতটুকু স্বস্তিদায়ক একটি জায়গা। পুরো সিআরবি এরিয়াটাই এরকম শতবর্ষী বৃক্ষ দিয়ে ঘেরা, সকালে, দুপুরে, বিকেলে অথবা সন্ধ্যায় যখনি যান কখনোই সিআরবি আপনাকে নিরাশ করবে না আপনাকে, সিআরবি সৌন্দর্য আপনাকে বারবার বিমোহিত করবে। পুরো মরুভূমি শহরে সিআরবি যেনো এক টুকরো প্রশান্তিময় স্থান। চট্টগ্রামের মানুুষ বুক পেতে আগলে রেখেছিলো এই সিআরবিকে। এখন আবারো ভিন্ন এক ইস্যুতে ওরা সিআরবিকে মরুভূমি বানাতে চায়, ১০০ বছরের ও বেশি পুরাতন বৃক্ষ গুলোকে শেষ করে দিতে চায়। বিগত ৫ বছরে চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে প্রায় ১ কোটির ও বেশি গাছ কেটে ফেলা হয়েছে, বাকি আছে শুধু এই সিআরবি টা, চট্রগ্রামের শেষ সম্বল। সিআরবি ধ্বংস করে ফেলা হলে চট্টগ্রাম মরে যাবে। চট্টগ্রামের ফুসফুস কে বাঁচিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব।
©