26/09/2022
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড ভূঁইয়াদাম গ্রামে রূপনা চাকমার বাড়ি। পরিবারের চার ভাই-বোনের মধ্যে রূপনা চাকমা সবার ছোট। পরিবারের একমাত্র অভিভাবক রূপনা চাকমার মা। ছোটবেলা থেকেই প্রতিকূল পরিবেশে তাদের বেড়ে ওঠা। নেই ভালো ঘরবাড়ি, পারিবারিক সচ্ছলতা। নানান প্রতিকূলতা ও সমাজের টিপ্পনীকে ডিঙিয়ে যখন দেশের জন্য সাফ জিতিয়ে নিলেন, সেরা গোল রক্ষক হলেন- তখন সকলের মুখেমুখে প্রশংসার জুড়ে নেই, অথচ রূপনাদের বেড়ে উঠা ও এই পর্যায়ের আসা পথ কখনোই মসৃণ ছিল না।
গত সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ-নেপালের মধ্যে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপার জয়ী হয় বাংলাদেশ নারী ফুটবল দল। এই ফুটবল টিমেই আছেন পাহাড়ের ৫ কৃতী ফুটবলার। রাঙ্গামাটির দুইজন, খাগড়াছড়ির তিনজন ও একজন সহকারী কোচ। পাহাড়ের প্রত্যন্ত গ্রাম থেকে ওঠে আসা রূপনা-আনাইয়ের সাফল্যে ভাসছে পুরো দেশ।
এদিকে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতায় বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও রূপনা চাকমা পরিবারকে মঙ্গলবার দেড় লাখ টাকা করে ৩ লাখ টাকা দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। এদিন বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান রূপনা চাকমার বাড়িতে যান। এসময় তিনি রূপনা চাকমার মায়ের হাতে দেড় লাখ টাকার চেক হস্তান্তর করেন। তখন পরিবার ও রূপনাদের ঘরবাড়ির অবস্থা দেখে ঘর দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। পাশাপাশি রূপনা ও ঋতুপর্ণা চাকমার বাড়িতে যাওয়ার রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণের আশ্বাসও দিয়েছেন ডিসি। অন্যদিকে রূপনা চাকমার ঘরের সামনে দাঁড়ানো অবস্থায় তার মায়ের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এটি দেখে অনেকেই পরিবারের এমন অবস্থা দেখে দুঃখ প্রকাশ ও সমালোচনা করেছেন।