06/04/2025
ফি'লি'স্তি'নি সাংবাদিক খালিল আবু ইলি/য়াস ফেস/বুকে লিখেছেন:
"মাত্র কয়েক ঘণ্টা বাকি, এরপর গা'জা এই পৃথিবী থেকে মুছে যাবে। তখন আমাদের শুধু বেহেশতেই খুঁজে পাবে। বিদায়, তোমাদের যারা ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর 'আরব' হিসেবে পরিচিত হবে।"
একজন ফি'লি'স্তি'নি মেয়ে গা'জা থেকে লিখেছে:
"আমাদের খবর আর তোমাদের বিরক্ত করবে না। আর মাত্র কয়েক দিন, সব শেষ হয়ে যাবে।"
আল্লাহ যেন তাকে কখনো ক্ষমা না করেন, যে আমাদের নিপীড়নের সময় নীরব থেকেছে।
একজন ফি'লি'স্তি'নি শাইখ বলেন:
"আমি ঠিক এখনই আমার মেয়েকে দা'ফন করলাম—শরীর ছিল, কিন্তু মাথা ছিল না।"
😥😥😥