মেডিসিন মিডিয়া

  • Home
  • মেডিসিন মিডিয়া

মেডিসিন মিডিয়া মেডেসিন বিষয় সকল ধরনের আপডেট তথ্য ও নিউজ সবার আগে পেতে এই পেইজের সাথে থাকুন ধন্যবাদ।।
এ পেইজে ভাইরাল Funni vidio দেওয়া হয় মন খুলে হাসার জন্য....
(3)

04/02/2025
সরকার কর্তৃক অনুমোদিতমেডিকেল কোর্সে প্রশিক্ষণ নিন, বদলে যাবে আপনার দিন।ভর্তিমুন পল্লীডাক্তার ট্রেনিং সেন্টারপরিচালনায়ঃক্...
02/02/2025

সরকার কর্তৃক অনুমোদিত

মেডিকেল কোর্সে প্রশিক্ষণ নিন, বদলে যাবে আপনার দিন।

ভর্তি

মুন পল্লী

ডাক্তার ট্রেনিং সেন্টার

পরিচালনায়ঃ

ক্যান-ফাউন্ডেশন

চাকুরিজীবিদের জন্য শুক্রবার ও শনিবার ক্লাসের ব্যবস্থা আছে। বিস্তারিত জান্তে....
01831724230

যোগাযোগের ঠিকানাঃ লাকসাম আমীর হোসেন টাওয়ার (৭ম তলা), বাইপাস লাকসাম জেনারেল হসপিটালের রাস্তার বিপরীত পার্শ্বে।

ভর্তি চলছে

D.M.S : (১ বছর)

L.M.A.F : (৬ মাস)

* জুনিয়র নার্সিং কোর্স ১ বছর

প্যাথলজি কোর্স ১ বছর

(MCH) মা ও শিশু স্বাস্থ্য কোর্স ৬ মাস

(FMC) ফ্যামিলি মেডিসিন কোর্স ৬ মাস

02/02/2025

আজ অনলাইনে দেখলাম
মাছ কাটার সাদা ছাই বিক্রি করতাছে 😃

01/02/2025

যাদের কানে ভোঁ ভোঁ শব্দ হয় তাদের জন্য....
এছাড়াও এটি মস্তিষ্কের রক্তপ্রবাহ উন্নত করে....

আমরা অশ্লীল কে না বলি  ভালো কনটেন্ট যারা তৈরি করে তাদেরকে সাপোর্ট করি।  কৃষি ও পরিবেশ উন্নয়নের জন্য নীরলস পরিশ্রম করে যা...
01/02/2025

আমরা অশ্লীল কে না বলি ভালো কনটেন্ট যারা তৈরি করে তাদেরকে সাপোর্ট করি।


কৃষি ও পরিবেশ উন্নয়নের জন্য নীরলস পরিশ্রম করে যাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উম্মে কুলসুম পপি! উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেছেন প্রিমিয়াম ফ্রুটস লিমিটেড।

নিজের নিজস্ব ফেসবুক পেজ ও ইউটিউবে কৃষি, পরিবেশ সংরক্ষণ, পশু পালন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও জ্ঞানমূলক আলোচনা করে ইতোমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছেন পপি। কৃষি নিয়ে তার মানসম্মত কন্টেন্ট যে কারো নজর কাড়তে বাধ্য। এছাড়াও নিজস্ব প্রতিষ্ঠান প্রিমিয়াম ফ্রুটস এর মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বিশুদ্ধ ফলমূল সহ অন্যান্য কৃষি পণ্য। কন্টেন্ট ক্রিয়েশন যখন বাংলাদেশে দিনে দিনে সমালোচনার জন্ম দিচ্ছে সেখানে পপির কৃষি নিয়ে অভিনব কন্টেন্ট বানিয়ে চলেছেন।

কৃষি প্রধান বাংলাদেশে কৃষি নিয়ে যে অনেক কিছু করার সুযোগ আছে বাংলাদেশের মানুষের কাছে যেন সেই সম্ভাবনার আশা জাগিয়ে চলেছেন পপি।

একজন স্ট্রোকের রোগীর জন্য এক মাসের ঔষধ প্রয়োজন। রোগীটি স্ট্রোকের পর আর কথা বলতে পারে না।গত ৪-৫ বছর যাবত পারিবারিক খরছ সহ...
29/01/2025

একজন স্ট্রোকের রোগীর জন্য এক মাসের ঔষধ প্রয়োজন। রোগীটি স্ট্রোকের পর আর কথা বলতে পারে না।
গত ৪-৫ বছর যাবত পারিবারিক খরছ সহ ঔষধের টাকা মেটাতে অনেক কষ্ট হচ্ছে... তাই আপনাদের নিকট সাহায্যের আবেধন করছে.....
যদি কোনো দয়াবান ব্যাক্তি অথবা প্রবাসী ভাই এগিয়ে আসতেন তাহলে পরিবারটার অনেক উপকার হতো...
কেউ ছাইলে এক মাসের ঔষধ ক্রয় করে দিতে পারেন অথবা ৫০-১০০-৫০০ যা পারেন পাঠাতে পারেন... এক মাসের ঔষধের দাম প্রায় ২০০০টাকা
01831724230 বিকাশ....
বিস্তারিত জান্তে কথা বলতে পারেন
01889669994 রোগীর স্ত্রী

25/01/2025

সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৯৯ পেয়ে বিভাগে প্রথম ঢাবি শিবিরের প্রচার সম্পাদক বুঝি না মানুষ শিবিরে ডুকলে মেধাবী হয় নাকি মেধাবীরা শিবির করে...💞💞🇧🇩

25/01/2025

উপদেষ্টারা প্রতিদিন রাতে পালিয়ে যায়, আবার সকালে এসে অফিস করে 😂

24/01/2025

নাহিদ ইসলামকে ট্রল কইরো না, বন্ধু। এক দফার ঘোষণা আর ঈদের পরের আন্দোলন এক বিষয় নয়।

19/01/2025

গত কয়েক দিন ধরে একটা কথা মনের মধ্য বিষন ভাবায়...

উপজাতিরা বাংলাদেশী না হয়ে আদিবাসী হতে চায় কেন? প্রশ্ন করেছেন কখনো?
করেন নাই, কারণ আপনি জানেন না আদিবাসী দাবির পেছনে কী ষড়যন্ত্র লুকানো আছে!
এছাড়া তারা দেশে এক আইন ও একই রকম অধিকার চাইতে পারতো কিন্তু তাও তারা চায় না। তারা চায় আদিবাসী স্বীকৃতি। কিন্তু কেন?
এর কারণ হচ্ছে-
আদিবাসী স্বীকৃতি আদায় করতে পারলে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে তারা আরেকটা নতুন রাষ্ট্র তৈরি করার সুযোগ পাবে, (জাতিসংঘের ২০০৭ সালের ঘোষণা অনুযায়ী)।
হ্যাঁ এটাই তাদের মনের ভেতর লুকানো আসল উদ্দেশ্য। এজন্যই তারা আদিবাসী স্বীকৃতি চায়। এর বাইরে আর কোন উদ্দেশ্য নাই। দেশি-বিদেশি অনেকেই এখানে জড়িত।
অথচ নৃতত্ত্ব ও ইতিহাস বলছে, পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা বাংলাদেশে অভিবাসী হয়ে এসেছিল ঠিক রোহিঙ্গাদের মতো এবং ফিলিস্তিনের বুকে ইজরাইলীদের মতো আজ থেকে প্রায় একশ দুইশ বছর আগে। অথচ আজ সেইসব অভিবাসীরা ই স রা ই লি দের মত বাংলাদেশের আদিবাসী দাবী করে বসছে। কী আশ্চর্য! তাই না! বাংলাদেশের আদিবাসী তো আমরা বাঙালিরাই।
যাইহোক, এই সময়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের উস্কানিতে উপজাতিরা এই দাবি নিয়ে হাজির হচ্ছে, আর পাহাড়ে উদ্দেশ্যমূলকভাবে অশান্তি তৈরি করছে, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আর উপজাতিরা নির্যাতিত নিপীড়িত এরকম নানান বানোয়াট ছবি ভিডিওর গুজব অনলাইনে ছড়াচ্ছে!
কাজেই, আদিবাসী দাবি করা রাষ্ট্রদ্রোহিতা। এর বিরুদ্ধে প্রত্যেকটা বাংলাদেশীকে অবশ্যই সরব হতে হবে। নইলে ভবিষ্যতে পাসপোর্ট নিয়ে পার্বত্য চট্টগ্রামে যেতে হবে।

আমরা অশ্লীল কে না বলি  ভালো কনটেন্ট যারা তৈরি করে তাদেরকে সাপোর্ট করি।  কৃষি ও পরিবেশ উন্নয়নের জন্য নীরলস পরিশ্রম করে যা...
17/01/2025

আমরা অশ্লীল কে না বলি ভালো কনটেন্ট যারা তৈরি করে তাদেরকে সাপোর্ট করি।


কৃষি ও পরিবেশ উন্নয়নের জন্য নীরলস পরিশ্রম করে যাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উম্মে কুলসুম পপি! উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেছেন প্রিমিয়াম ফ্রুটস লিমিটেড।

নিজের নিজস্ব ফেসবুক পেজ ও ইউটিউবে কৃষি, পরিবেশ সংরক্ষণ, পশু পালন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও জ্ঞানমূলক আলোচনা করে ইতোমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছেন পপি। কৃষি নিয়ে তার মানসম্মত কন্টেন্ট যে কারো নজর কাড়তে বাধ্য। এছাড়াও নিজস্ব প্রতিষ্ঠান প্রিমিয়াম ফ্রুটস এর মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বিশুদ্ধ ফলমূল সহ অন্যান্য কৃষি পণ্য। কন্টেন্ট ক্রিয়েশন যখন বাংলাদেশে দিনে দিনে সমালোচনার জন্ম দিচ্ছে সেখানে পপির কৃষি নিয়ে অভিনব কন্টেন্ট বানিয়ে চলেছেন।

কৃষি প্রধান বাংলাদেশে কৃষি নিয়ে যে অনেক কিছু করার সুযোগ আছে বাংলাদেশের মানুষের কাছে যেন সেই সম্ভাবনার আশা জাগিয়ে চলেছেন পপি।


Address

Cumilla

3570

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেডিসিন মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share