রাব্বাতুল বাইত

  • Home
  • রাব্বাতুল বাইত

রাব্বাতুল বাইত আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য ।

11/07/2023

এই গরমে ঝটপট বানিয়ে ফেলুন আমের পিউরি দিয়ে ভীষণ মজার মেঙ্গু মালাই আইসক্রিম❤️

06/07/2023

পাঁউরুটি দিয়ে দুনিয়ার সবচেয়ে সহজ অসম্ভব লোভনীয় স্বাদের ব্রেড মালাই Bread Malai Easy Dessert
#রাব্বাতুল_বাইত



#পাঁউরুটি




22/05/2023

মাশরুম ফ্রাই ৫ মিনিটে #মাশরুম ভাজা মুখে লেগে থাকার মতোন স্বাদ mashroom fry recipe

#রাব্বাতুল_বাইত







08/04/2023

রমজানে ইফতারে প্রাণ ঠান্ডা করা সাবুদানার ডেজার্ট - সবাই রেসিপি জানতে চাইবে

#ইফতার #ইফতাররেসিপি #রমজান #রাব্বাতুলবাইত

13/03/2023

Iftar Recipes | Ramzan Special Recipes | Ramadan Recipes 2023 | Ramzan Recipe | Iftar Special/Snacks

#রাব্বাতুল_বাইত










06/03/2023

কোনরকম ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে ফেলুন মজাদার এই নাস্তাটি \new snacks recipe\ jhotpot nasta recipe\











#রাব্বাতুল_বাইত

27/02/2023

খুব সহজেই বানিয়ে ফেলুন বিকেলের জন্য পারফেক্ট একটি নাস্তা চিজি বক্স পেটিস|| cheesy box patties||

#রাব্বাতুল_বাইত










27/01/2023

১ কাপ ময়দা ও ১ টুকরো মাংসের পুর দিয়ে বানিয়ে ফেলুন মজাদার একটি ইউনিক নাস্তার রেসিপি




19/01/2023

Lush Omelette- দেখতে যেমন সুন্দর বানানো ততোই সোজা/ডিম আর দুধের তৈরি ভিন্ন স্বাদের রেসিপি-লাস অমলেট।

Crispy chiken Donuts🥯
12/10/2022

Crispy chiken Donuts🥯

সুবহানাল্লাহ 🌸
08/10/2022

সুবহানাল্লাহ 🌸

06/10/2022

নিচু লোকের প্রধান হাতিয়ার হল অশ্লীল বাক্য।
-হযরত আলী(রাঃ)

05/10/2022

খুব সহজে বানিয়ে ফেলুন ড্রাগন ফল দিয়ে মজাদার এই রেসিপিটি।
Dragon fruit Jelly and yummy dessert //ড্রাগণ ফল জেলি// মজাদার ডেজার্ট

03/10/2022

বৃষ্টির দিনে মুচমুচে চিরে ভাজা 🌧️

🌸🌸
02/10/2022

🌸🌸

🌸 হযরত মুহাম্মদ (সা) বলেছেন,"যে পুরুষ স্বামী হিসেবে তার স্ত্রীর কাছে বেশি প্রিয়,সে পুরুষ বান্দা হিসেবে আল্লাহর কাছে অতি...
29/09/2022

🌸 হযরত মুহাম্মদ (সা) বলেছেন,
"যে পুরুষ স্বামী হিসেবে তার স্ত্রীর কাছে বেশি প্রিয়,সে পুরুষ বান্দা হিসেবে আল্লাহর কাছে অতি প্রিয়। "🌸
একজন সুন্দর হ্যান্ডসাম জীবনসঙ্গী পাওয়ার থেকে, দায়িত্ববান ও কেয়ারিং জীবনসঙ্গী পাওয়াটা প্রতিটি মেয়েরই ভাগ্যের ব্যাপার।
স্ত্রী অসুস্থ হলে খুব কম সংখ্যক স্বামী তার পাশে থেকে সেবা-যত্ন করে থাকেন। তারা সব সময় ভাবে স্ত্রীর সেবা করলে সমাজে তারা ছোট হয়ে যাবে,তাদের পার্সোনালিটি নষ্ট হয়ে যাবে, মানুষ বউ পাগল বলে হেয় করবে!অথচ তারা ভুলে যায় স্বামী-স্ত্রী হলো একে অপরের পরিপূরক।স্বামীর অসুস্থতায় যেমন স্ত্রী সেবা করবে, তেমনি স্বামীরও উচিত স্ত্রীর সেবা করার।
একজন মেয়ে তার পার্টনারের কাছ থেকে ছোট ছোট বিষয়গুলোর প্রতি কেয়ার চায়,ও চায় তার প্রতি যত্নবান হোক।
কিন্তু স্বামী আছে এগুলো তো তারা ভাবেই না বরং কেউ কেউ আছে স্ত্রীকে খোঁচা দিয়ে কথা বললে এক ধরনের বিকৃত আনন্দ পান। নিজের স্ত্রীকে ছোট করলে নিজেকেও ছোট হতে হয়। এটা অনেকে বুঝতে পারেন না।
বিয়ের পর যদি বৌকে মানসিক শান্তি না দিতে পারেন, তাহলে আপনার কোন অধিকার নেই বিয়ে করার। একটা মেয়ে শুধুমাত্র ভাত কাপড়ের জন্য আপনার ঘরে আসেনি। সে অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে আপনার ঘরে এসেছে। ভাত কাপড়ের অভাবে কোন মেয়ে মরে যায় না।
মনে রাখবেন মানসিক শান্তির বিনিময়ে মানসিক শান্তি পাওয়া যায়। আর আপনার বাজে আচরনে বৌ যদি একবার ত্যাড়ামি শুরু করে তখন তাল সামলাতে পারবেন তো?

Pizza🍕🍕
28/09/2022

Pizza🍕🍕

27/09/2022

ভিন্ন স্বাদের মাসালা থাই নুডুলস রেসিপি// Masala Thai Noodles// Easy Recipe

Dragon fruit jelly!! ড্রাগণ ফ্রুটস জেলি ☺️
24/09/2022

Dragon fruit jelly!!
ড্রাগণ ফ্রুটস জেলি ☺️

🤲
20/09/2022

🤲

18/09/2022

🌸আল্লাহ সুবহানাল্লাহ তা'আলা আমাদের দু'আর জবাব যেভাবে দেয়-

আমরা কতটা মগ্ন জীবনের তাগিদে ছুটছি কিন্তু আল্লাহর জন্য কি করছি??আখিরাতের জন্য কি করছি??দুনিয়ায় চিন্তায় আমরা এতটাই মগ্ন থ...
15/09/2022

আমরা কতটা মগ্ন জীবনের তাগিদে ছুটছি কিন্তু আল্লাহর জন্য কি করছি??
আখিরাতের জন্য কি করছি??
দুনিয়ায় চিন্তায় আমরা এতটাই মগ্ন থাকি সবকিছুই ভুলে যাই।
আপনি যখন কোন সৃষ্টিকে ভয় করবেন তখন তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন। আপনি যখন আল্লাহকে ভয় করবেন তখন তাকে ভালোবাসবেন এবং তার সাথে ঘনিষ্ট হওয়ার চেষ্টা করবেন।

নিজেকে আল্লাহর রাহমাতসমূহের কথা বেশি করে স্মরণ করিয়ে দিন, কেননা যিনি বেশি বেশি স্মরণ করেন তার কৃতজ্ঞতা প্রকাশ করার সম্ভাবনাও বেশি থাকবে।
🌸আল্লাহ আমদের সবাইকে গুনাহ থেকে দূরে রাখুক ও নেক আমল করার তৌফিক দান করুক🌸

আমিন 🤲

14/09/2022

বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে কি চলে !!

11/09/2022

"নিয়মিত অল্প আমল মহান আল্লাহর নিকট অনেক পছন্দনীয়।"❤
(বুখারী-৬৪৬৪)

09/09/2022

জামাতের সাথে মসজিদে নামাজ আদায় করা অনেক সওয়াব এর একটি কাজ। জুম্মার দিনে সবার সাথে একসাথে নামাজ পড়া আরো বেশি সওয়াবের।
আমাদের প্রিয় নবী হযরত মুসা আলাই সাল্লাম একটি হাদিসে বলেছেন যে-
“মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়,সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকী দান করেন এবং একটি করে গোনাহ মোচন করেন।”
সুবহানাল্লাহ
🌸জুম্মা মোবারক 🌸

07/09/2022
05/09/2022

অবসর সময় আমার সুতার কাজ করতে অনেক ভালো লাগে ।তাই সুতার তৈরি এই কাবা শরীফটি তৈরি করলাম।
হজ্বে গিয়ে কাবা শরিফ দেখার ইচ্ছা সবার আছে।আমারও অনেক ইচ্ছে হজ্বে গিয়ে কাবা শরিফ দেখব।আল্লাহ সবার নেক আশা পূরন করবে একিদন ইনশাআল্লাহ।

জুম্মা মোবারক 💜💜
02/09/2022

জুম্মা মোবারক 💜💜

01/09/2022

হে ঈমানদাররা!তোমরা ধৈর্য্য ধারণ করো, ধৈর্যে প্রতিযোগিতা করো এবং সর্বদা আল্লাহর পথে প্রস্তুত থাকো, আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো।
- সুরা আল ইমরান( আয়াতঃ২০০)

30/08/2022

বিফ মমো🥟🥟 আমার খুব পছন্দের একটি খাবার। আলহামদুলিল্লাহ 💜

আল্লাহ তাআলার স্মরণই হচ্ছে জিকির। তা হতে পারে নামাজ আদায়ের মাধ্যমে, হতে পারে তাসবিহ-তাহলিলের মাধ্যমে, হতে পারে দান খয়রাত...
27/08/2022

আল্লাহ তাআলার স্মরণই হচ্ছে জিকির।
তা হতে পারে নামাজ আদায়ের মাধ্যমে, হতে পারে তাসবিহ-তাহলিলের মাধ্যমে, হতে পারে দান খয়রাতের মাধ্যমে।
আল্লাহ তাআলাকে যে যেভাবে স্মরণ করবে আল্লাহ তাআলাও তাঁর বান্দাকে সেভাবে স্মরণ করবে। কুরআন ও হাদিসে তাঁর প্রমাণ পাওয়া যায়।
আল্লাহ বলেন, ‘যারা ঈমান এনেছে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে, জেনে রাখ, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়।’
(সুরা রাদ : আয়াত ২৮)

25/08/2022

🌸 দোয়া কবুল হওয়ার একটি উপায় 🌸

কোন একদিন হযরত জিবরাঈল ( আঃ) নবী করিম ( সাঃ) এর কাছে বসে ছিলেন। হঠ্যাৎ প্রচন্ড একটি শব্দ শোনা গেল। হযরত জিবরাঈল ( আঃ) নিজের মাথা উচু করে বললেন, এটা আকাশের সেই দরজা খোলার শব্দ যা আজকের পূর্বে আর কখনো খোলা হয় নি।
উক্ত দরজা দিয়ে একজন ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেছেন, যিনি ইতিপূর্বে আর কখনো পৃথিবীতে আগমন করেন নি। সে ফেরেশতা নবী করিম ( সাঃ) এর কাছে এসে বললেন, আপনার জন্য দুটো নূরের সুসংবাদ রয়েছে। সূরাতুল ফাতিহা ও সূরাতুল বাকারার শেষ দুটো আয়াত উক্ত দুটো নূর। যা আপনার পূর্বে অন্য কোন নবীকে প্রদান করা হয় নি।

সূরা ফাতিহা ও সূরাতুল বাকারার শেষ দুটো আয়াত থেকে একটি অক্ষরও পড়ে আল্লাহ তায়ালার কাছে আপনি যা প্রার্থনা করবেন তা প্রদান করা হবে।ইনশাআল্লাহ।🤲

23/08/2022

প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।
আমি তোমাদের ভালো খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করি। আর আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে।
🌸-সূরা আম্বিয়া, আয়াতঃ৩৫🌸

আল্লাহ আমাদের জীবন দান করেছেন। আবার তিনি আমাদের মৃত্যু ঘটাবে।তারপরও আমরা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ।
তাই আসুন আমরা সব সময় মৃত্যুর কথা স্মরণ করব।এবং আল্লাহর ইবাদত পালন করব।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when রাব্বাতুল বাইত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রাব্বাতুল বাইত:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share