এ যেন এক স্বপ্নের বিদায়!
অবরুদ্ধ উপত্যকার খান ইউনিসে প্রায় ভেঙে পড়া দুটি ভবনের মাঝে এক ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধার জীবনের এমনই এক মূহুর্ত ধরা পড়েছে ইসরায়েলি ড্রোনের ক্যামেরায়।
ভগ্নপ্রায় দেওয়ালে দুহাত ছড়িয়ে রক্তক্ষরণের মধ্য দিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার প্রহর গুনছিলেন সেই যোদ্ধা। বুলেট তাঁর পিঠ ছিদ্র করে বের হয়ে গেছে। আশপাশে কোনো সাহায্যকারীর দেখা নেই। বিদায়ের মূহুর্ত সন্নিকটে বুঝতে পারলেন তিনি।
আচমকা ডান হাতের তর্জনী তুলে ধরলেন। এরপর জীবনের শেষ শক্তিটুকু ব্যয় করে সোজা হয়ে বসলেন আর রাস্তার রক্ত মাখা কংক্রিটের মাঝে সিজদায় লুটিয়ে পড়লেন এবং এভাবেই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন।
এমন বিদায় মানুষের স্বপ্ন হয়ে থাকে! খুব কম মানুষই এমন সৌভাগ্য আর মর্যাদা পূর্ণ বিদায় নিয়ে যেতে পারেন পৃথিবী থেকে। উত্তপ্ত রণাঙ্গনের মাঝে গুলির আঘাতে সিজদারত অ
মালিয়ায় শেখ শরিফ আব্দিনুর মিলিটারি ক্যাম্প থেকে একদল মুজা/হিদ তাদের ট্রেনিং সম্পন্ন করেন।
ইনশা আল্লাহ আমাদের দ্বিতীয় ইমারাহ হবে সোমালিয়া।
©
❝তারা কুরআনের কপি ছিঁড়েছে এবং কুরআনের উপর প্রস্রাব করেছে❞
ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের মারধর, ধর্ষণ, যৌন হয়রানি এবং এমনকি হত্যা করেছে ইহুদীবাদীরা।
গতকাল ইসরায়েলি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি নাগরিক রামযি আল-আব্বাসি এমনই ভয়াবহ সাক্ষ্য দেন।
টেলিগ্রাম: t.me/doamuslimsbangla
📌
পিতার দুর্দিনে সন্তানরা এভাবেই পাশে থাকে। চিরকাল অটুট থাকুক পিতা-পুত্রের এই ভালোবাসার বন্ধন❤️🥀
আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন
-----------
Alhamdulillahi Rabbil Alamin
ইয়েমেনের হুথিদের নিক্ষিপ্ত মিসাইল এলিয়াত শহরে হিট করেছে।
-----------------
Missiles fired by Yemen's Houthis hit Ilyat city.
সাকরাতুল মাওতের সময় বাচ্চাটি জিজ্ঞেস করছে আমি কোথায়؟
পাশের ব্যক্তি বলছে তুমি হসপিটালে।
বাচ্চাটি বলছে না আমি আল্লাহর নিকট আছি। আমি আসমানে আছি। এই তো মসজিদে আকসা। আমি আল্লাহর নিকট আছি। আমি আসমানে আছি। এই তো হযরত মূসা আ: এই তো হজরত ইব্রাহিম আ:। এই তো হজরত আদম আ: এই তো হযরত হাওয়া রা:
পাশের ব্যক্তিটি বারবার বলছে তুমি হাসপাতালে আছো। সে বারবার বলছে আমি আল্লাহর নিকট আছি। আমি আসমানে আছি। আমি আল্লাহর নিকট আছি। আমি আসমানে আছি। আর মৃত্যুর স্বাদ আস্বাদন করে নেয়।
আল্লাহু আকবার
সুবাহানাল্লাহ
--------------
During Sakratul Mawt the child is asking where am I?
The person next door says you are in the hospital.
The child does not say I am with Allah. i am in heaven This is Aqsa Mosque. I am with Allah. i am in heaven This is Hazrat Musa, this is Hazrat Ibrahim. This is Hazrat Adam, this is Hazrat Hawa.
The person next to you keeps saying you are in the hospital. He keeps saying I am with Allah. i am in heaven I am with Allah. i am in heaven And taste death.
Allahu Akbar
Subhanallah
গাজার উত্তর-পশ্চিমে ইজরাইলের যানবাহন ধ্বংস করা হয়েছে এবং তাদের অনেক সৈন্যকে হত্যা করা হয়েছে।
-----------------
Israeli vehicles were destroyed in northwest Gaza and many of their soldiers were killed.
আল্লাহু আকবার
-----------------
Allahu Akbar
আলহামদুলিল্লাহ
একইসাথে ইজরায়েলের ১৯ স্থানে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
: আল জাজিরা
------------------------------
Alhamdulillah
At the same time, Hezbollah launched rocket attacks on 19 places in Israel.
: Al Jazeera
ঘুমানোর আগে মনকে একটু প্রশান্ত করে ঘুমাতে পারেন।
Before going to sleep you can calm your mind and sleep.
গত কয়েকদিনে দখলদারদের ট্যাংক ধ্বংসের কিছু ভিডিও।
Some videos of Occupiers destroying tanks in the last few days.
এটা আমাদের ভীরুতার দলিল হয়ে থাকুক। আরবদের নপুংসকতার প্রমাণ হয়ে থাকুক।
Let it be a document of our cowardice. Let it be proof of Arab impotence.
সাংবাদিক বেলাল খালিদ গতকাল নিউজ কভার করছিলেন। এ সময় তিনি দেখতে পান, ভাঙ্গা দেয়ালের নিচে এক মেয়ে চাপা পড়ে আছে। যে নড়াচড়া করতে পারছিল না। বেলাল তাকে বারবার কালিমায়ে শাহাদাত পড়তে বলেন এবং উদ্ধারকারী দল আসা পর্যন্ত নিজে হেল্প করার ট্রাই করেন। ভিডিওতে আশেপাশে চাপা পড়া সদ্য শহীদ কিছু মানুষকেও দেখতে পাওয়া যাচ্ছে।
Journalist Belal Khalid was covering the news yesterday. At this time, he saw a girl buried under the broken wall. That could not move. Belal asks him to recite Shahadat in Kalima repeatedly and tries to help himself till the rescue team arrives. In the video, some of the newly martyred people can also be seen lying around.
সিভিল ডিফেন্স টিম গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসে ধ্বংসস্তূপের নীচে থেকে গুরুতর অবস্থায় বের করে আনা একটি নিষ্পাপ মেয়ের জীবন বাঁচানোর চেষ্টা করছে।
A civil defense team tries to save the life of an innocent girl who was pulled out in critical condition from under the rubble in Khan Yunis, south of the Gaza Strip.
এই লোক ইসরাইলি সাংবাদিক এফ্রাইম মোর্দেচাই। কয়েকদিন আগে তিনি এই ভিডিওটিতে দাবি করেন যে তেল আবিবের একটি হাসপাতালে কয়েক ডজন ইসরাইলি সৈন্যের মৃতদেহ দেখেছেন।
এখন কিছু কিছু মিডিয়া বলছে যে তার সেই খবরের কারণে ইসরাইলের নিরাপত্তাবাহিনী তাকে গ্রেফতার করেছে।
This man is Israeli journalist Ephraim Mordechai. A few days ago, he claimed in this video that he saw the bodies of dozens of Israeli soldiers in a hospital in Tel Aviv.
Now some media are saying that the Israeli security forces arrested him because of his news.
এই নারীরা একেকজন কথিত মুসলিম শাসকদের থেকেও বেশি সাহসী। মাঝে মাঝে বলে কথিত শাসকরা নাকি নারীদের মত হয়ে গিয়েছে। কিন্তু এ কথার সাথেও আমি একমত না, সত্যিকারের উম্মাহর নারীদের কলিজা এদের থেকেও বড়।
These women are braver than any of the so-called Muslim rulers. Sometimes it is said that rulers have become like women. But I do not agree with this statement, the liver of the women of the true Ummah is bigger than them.
A biblical prophecy is a major factor shaping US foreign policy on the Israel-Palestine conflict. Here's a look at the history of America's Christian Zionists and their relationship with Israel.
( ইংরেজি বুঝলে এটা দেখুন। এটা দেখলে খুব পরিষ্কার হয়ে যাবেন যে আমেরিকা কেন ইসরায়েলকে এতটা সার্পোট করে। এবং এসব গুলোই ধর্মীয় কারণ। এটা সময়ে সময়ে আমরেকিন প্রেসিডেন্টরাও স্বীকার করেছে। দিনশেষে ওরা ওদের ধর্মীয় কারণেই এসব করে থাকে। আরো একটা ভিডিওর লিংক দিচ্ছি। ওটা আরেকটু জটিল আলোচনার: https://t.me/ManyProphetsOneMessage_Dawah/17 )