TDG SAGOR

TDG SAGOR Reality is harmful for us.

15/05/2024

ডা. তুমি পাগল হলে কীভাবে ?
পাগল: পাগল হইছি কি সাধে?
আমি এক বিধবা মহিলাকে বিয়ে করে ছিলাম!!!
তার এক যুবতী মেয়ে ছিল। তাকে বিয়ে করল আমার বাবা!!!
আমার মেয়ে হয়ে গেল আমার মা!!!
আমি হয়ে গেলাম আমার বাবার শশুর!!!
তার ঘরে হল একটা মেয়ে,সে হলো আমার বোন!!!
কিন্তু আমি তার নানীর জামাই!!!
সেদিক থেকে সে আমার নাতনীও!!!
এভাবে আমার একটা পোলা হল!!!
আমার পোলা হইল আমার বাপের শালা!!!
আর আমি আমার পোলার ভাগিনা!!!
ডা. চুপ কর ভাই,তুই আমারেও পাগল বানাইয়া ফেলবি!!

14/05/2024

এতো ইসলামিক হইও না আমরা জানি অতীতে তুমি কেমন ছিলে ,

হযরত মুহাম্মদ (সা:) বলেন :

অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবে না , কেননা মানুষ বদলাতে শেখে।

08/05/2024

" রাতের বেলা শাড়ি পড়ে ছবি তুলে মেয়েটি ফেসবুকে

প্রোফাইল পিকচার আপলোড করে ঘুমোলো । ঘুম ভেঙে আবিষ্কার করবে ছবিতে শতশত লাইক কমেন্টের বন্যা। কিন্তু সকাল হতেই মেয়েটিকে গোরস্থানে পাঠানোর তোড়জোড় শুরু হল।

তার নিদ্রাভঙ্গ হলো কবরের নিচে মাটির সঙ্গে প্রথম গভীর আলিঙ্গনে। ফেসবুকে অচেনা শুভাকাঙ্ক্ষীরা তখনো তার শাড়ির ভাঁজ, দেহের খাঁজ নিয়ে প্রশংসায় মুখর। সাড়ে তিনহাত মাটির নিচে মেয়েটি বলছে, 'দোহাই লাগে তোমাদের। আমার আযাব বাড়িও না।' এই কবরের একটি মাত্র চাপ তোমাদের সকল হাসি নিঃশেষ করে দিতে যথেষ্ট।

কবরের প্রথম চাপ দুনিয়ার সকল দুঃখকে হার মানায়।

06/05/2024

সারারাত উলঙ্গ ছবি কেন দেখলা ভাই/বোন আমার..
আহ বন্ধু..
ধরতেও পারলা না ছুইতেও পারলা না..
শুধুমাত্র ছায়া আর ধোকা এ মোবাইল দেখে
টাকাও শেষ এমবি ও শেষ
শরীর ও শেষ যৌবনও শেষ...
যৌবনের ক্ষমতা ও শেষ..
দুনিয়া শেষ আখিরাতও শেষ...
দুনিয়া নষ্ট করলা আখিরাতও নষ্ট করলা..
তোমার মত ফালতু আর কে হতে পারে..

কথা : আনিসুর রহমান আশরাফী (হাফি:)

05/05/2024

বেয়াই এর কাছে মেয়ের বাবা জানতে চাইলো,😢😓

বিয়েতে কি কি জিনিসপত্র দিতে হবে ?💔

ছেলের বাবা উত্তর দিলো,👇

ঘরে একটা মেয়ের অভাব। আপনার মেয়েটাকে দিলেই হবে!😊😊

মেয়ের বাবা আনন্দে কেঁদে দিলো এবং ঐ পরিবারের জন্য মন থেকে দোয়া করলো 😢❤️🤲

এরকমই তো হওয়া উচিত ✅✅

05/05/2024

এতো অনিশ্চয়তা!

দুশ্চিন্তা আর হতাশা দিয়ে জীবন কেটে যাচ্ছে।

হয়তো এক রুপকথার গল্পের মতো বদলে যাবো

এ জীবন শেষে!🥹❤️‍🩹

02/05/2024

- অতিরিক্ত চিন্তা বাদ দাও,

যা তকদীরে আছে তাই হবে,

- আলহামদুলিল্লাহ্ বলে মুচকি হেঁসে দাও!😊

- আলহামদুলিল্লাহ্-!🖤🌸

01/05/2024

★...যদি বিচ্ছেদ টা.. 💔
★...পরিবার বা পরিস্থিতির কারণে হয়..🙁
★...তাহলে মানুষ টা কে আজীবন ভালোবাসা যায়,,,🥰
★...কিছু বিচ্ছেদ টা যদি সে অন্য কাউকে পেয়ে করে,,,😔
★....তাহলে সে ঘৃণা ও যোগ্য নয়,,,🙏🙏

01/05/2024

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Md Mosharof Bhuiyan, Arzoo Bhai, Asha Moni, Sameera Sameera

30/04/2024



–বেশি গরম লাগলে চার হাত পা ছেরে দিয়ে অজ্ঞান হয়ে পরে থাকুন..!😉

–দেখবেন আশে পাশের সবাই বাতাস করতেছে...!🙃

28/04/2024

এক আকাশে যেমন তারার অভাব নাই 💫

তেমনি

আমার জীবনে crush এর অভাব নাই 🥱

22/04/2024

তুমি কেঁদেছিলে নিরবে কোনো অবহেলায়

আমি বুঝিনি কি শূন্যতা হাসির আড়ালে।
🖤🫶🏻

06/04/2024

আমি খুব শীঘ্রই তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, তোমরা তোমাদের ঈমানের যত্ন নিও।

মাহে রমাদান

03/04/2024

বউ ছাড়া আরো একটি ঈদ 😌

01/04/2024

°

বাবার নামে ID খুলে,,বাবার বন্ধু কে SMS দিলাম, কিরে তোর মেয়ে দেখতে তো মাশাল্লাহ! আমার ছেলের সাথে বিয়ে দিবি?🙂

°

31/03/2024

যে ব্যক্তি রমজান মাসের শেষ ১০ দিন ইতেকাফ করবে সে দুটি ওমরাহ ও দুটি হজ আদায় করার সওয়াব পাবে। ' অন্য এক হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি একদিন ইতেকাফ করে আল্লাহপাক তাঁর এবং জাহান্নামের মধ্যে তিন খন্দক দূরত্বের ব্যবধান রাখবেন।

31/03/2024

Oii🫠

তাকিয়ে আছো কেন..!!🙃🌹

মার্কেট করে দিবা নাকি..!! 🙈🙈

30/03/2024

😇‘বয়স বাড়ছে, বন্ধু কমছে;

দায়িত্ব বাড়ছে, আদর কমছে;

চাপ বাড়ছে, সুখ কমছে;

হ্যাঁ এটাই জীবন।’🙂😌😌😅

30/03/2024

- বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার অভাব আছে..!!🙂🖤🥀

29/03/2024

🧕 নারী যদি মহিলা হয়, 😂
🧍পুরুষ তাহলে কি 🤔

29/03/2024

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আল রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।

১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

২. প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)

আল্লাহ্ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।

28/03/2024

১) আমি পুরুষ হিসেবে সবসময় গর্বিত কারন প্রতিদিনই বহুবার অনুভব করি জীবনটা অন্যদের জন্য।

২) পুরুষ তার উপার্জনের কত ভাগ নিজের জন্যে ব্যয় করে সেটা ফিল করার পর গর্ব আরো বাড়ে।

৩) কত পুরুষ কত ঝুঁকিপূর্ণ পেশায় নিজেকে জড়ায় সেটা ভালোবাসাহীন চোখে কেউ কোনদিন অনুভব করতে পারবে না।

বি দ্র : অনুভূতির প্রকাশ ঘটালাম৷ এন্টি ফেমিনিজম টাইপ কিছু না কিন্তু। ঝুঁকিপূর্ণ জীবিকায় থাকা পুরুষদের অন্তহীন সংগ্রাম অনেকেই দেখতে পাচ্ছে না ইদানিং। জীবিকার বিষক্রিয়ায় ব্যাটা মাইনষের জীবন সারাদিনে বহুবার মরে।

আবারো বলি ব্যাটা মানুষ হইয়া গর্বিত।

25/03/2024

প্রিয় মশা,,,😻🤬
🦟হালার ঘরের হালা🦟

রোজা রাখতে পারিস না
এতো রক্ত খাস কেন সারা হ্মন 😒🔪

25/03/2024

আজ রমজানের শেষ দশকের একটি বিজোড় রাত। সম্ভাব্য আজকেই হতে পারে 'কদর' রাত। আমরা যেন এ কথা ভুলে না যাই।
শরীর ক্লান্ত?
—শুয়ে শুয়ে ইসতেগফার পড়ুন।
ভালো লাগছে না?
—মনে মনে জিকির করুন।
একটু ভালো লাগলে তেলওয়াত করুন৷ নফল নামায পড়ুন। দ্বীনি ইলমের চর্চা করুন।💙

আল্লাহ তায়ালা আমাদের 'শবে কদর' পাওয়ার সৌভাগ্য নসিব করুন।🤲

24/03/2024

আসলে বিষয়টা বোঝার বিষয় আছে । যা বোঝার আছে, তাও বোঝার আছে । যা বোঝার নেই, তাও বোঝার আছে । বুঝতে পারলেও বোঝার কিছু আছে, না বুঝতে পারলেও বোঝার কিছু আছে । যে বোঝে তার বোঝার আছে, যে বোঝে না, তার ও বোঝার আছে ।কিন্তু আমি নিজেই বুঝিনি, তাই আপনাদের বোঝাতে পারলাম না।

24/03/2024

রাসূল (সা:) রমাযানের শেষ দশদিন ইবাদাতের জন্য জোর প্রস্তুতি নিতেন,রাত জেগে থাকতেন,
পরিবার কে জাগিয়ে দিতেন। (বুখারীঃ২০২৪)

24/03/2024

শবে ক্বদর এর করণীয় আমল

'শবে ক্বদর' শব্দটি ফরাসি, আরবি "লাইলাতুল ক্বদর" । শব ও লাইলাত শব্দের অর্থ রাত আর ক্বদর শব্দের অর্থ মাহাত্ব ও সম্মান । এ রাতের মাহাত্ব ও সম্মানের কারণেই এ রাত কে শবে ক্বদর বা লাইলাতুল ক্বদর বলা হয়ে থাকে । ক্বদর শব্দের আর এক অর্থ তাকদীর ও আদেশ । এ রাতে যেহেতু পরবর্তী এক বছরের হায়াত, মওত, রিযিক প্রভৃতি যাবতীয় বিষয়ের তাকদীর লিখা হয় ( অর্থাৎ লওহে মাহফূজ তা নকল করে সংশ্লিষ্ট ফেরেশতাদের কাছে সোপর্দ করা হয়) তাই এ রাত কে শবে ক্বদর বা লাইলাতুল ক্বদর বলা হয়ে থেকে ।

* লাইলাতুল কদরের ইবাদত হাজার মাস ইবাদত করার চেয়েও উত্তম । (সূরা ক্বদর)

* রমজান মাসের শেষ দশকের যেকোন বিজোড় রাত তথা ২১/২৩/২৫/২৭/২৯ তারিখের রাতে শবে ক্বদর হতে পারে আর এইটা ই সবচেয়ে প্রসিদ্ধ মত । তবে ২৭শে রাতের কথা হাদিসে বিশেষ ভাবে এসেছে ।

* শবে ক্বদরে নফল নামায, তিলাওয়াত, যিকির, উমরি ক্বাযা নামাজ যে কোন ইবাদত করা যায় । কত রাকাত নফল বা কি কি সূরা দিয়ে পড়তে হবে এমন নির্দিষ্ট কোন রাকাত বা সূরা নির্দিষ্ট নেই । যত রাকাত ইচ্ছা বা যে কোন সূরা দিয়ে ইচ্ছা পড়া যায় ।

* শবে ক্বদরে বিশেষ কোন নিয়াত নেই , ঈশা থেকে সুবহে সাদেক পর্যন্ত যেকোন নফল নামাজ তাহাজ্জুত হিসেবে গন্য হয়, তাই নফল বা তাহাজ্জুত এর নিয়তে পড়তে পারবে ।

* নফল নামাজ যেহেতু ঘরে পড়া উত্তম তাই এ রাতেও ঘরে নামাজ পড়া উত্তম । তবে ঘরে পড়ার পরিবেশ না থাকলে মসজিদে পড়তে পারবে ।
খেয়াল রাখা জরুরী, বর্তমানে শবে ক্বদরে মসজিদে গিয়ে নামাজ পড়া রছম হয়ে গিয়েছে তাই কোন কোন মুফতি এই নামাজ কে মসজিদে পড়া বাধ্যতামূলক করাকে মাকরূহ বা বিদয়াত বলেছেন, তাই সব চেয়ে উত্তম হল ঘরে পড়া ।

* শবে ক্বদরে বিশেষ ভাবে দোয়া কবুল হয় , তাই এ রাতে বেশি বেশি দোয়া করা চাই ।

وَعَنْ عَائِشَة رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ : قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَرَأيْتَ إِنْ عَلِمْتُ أَيُّ لَيلَةٍ لَيْلَةُ القَدْرِ مَا أَقُوْلُ فِيهَا ؟ قَالَ: «قُولِي: اَللهم إنَّكَ عَفُوٌ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنّي». رواه الترمذي، وقال: حديث حسن صحيح
আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে আরও বর্ণিত, তিনি বলেন, একদা আমি নিবেদন করলাম, হে আল্লাহর রসূল! আপনি বলুন, যদি আমি (ভাগ্যক্রমে) শবে কদর জেনে নিই, তাহলে তাতে কোন (দোয়া) পড়ব? তিনি বললেন, এই দোয়া, “আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী।”

বাংলায় অর

23/03/2024

লাইলাতুল ক্বাদরে সবচেয়ে ভালো দো‘আসমূহের মধ্যে একটি পাঠ করা যায় যা ‘আয়েশাহ্‌ রাদিয়াল্লাহু ‘আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন। আত-তিরমিযী এটি ‘আয়েশাহ্‌ রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণনা করেছেন এবং একে সহীহ বলে চিহ্নিত করেছেন।
তিনি বলেছেন :
আমি বললাম, “হে রাসূলুল্লাহ যদি আমি জানি কোন রাতে লাইলাতুল ক্বদ্‌র তবে আমি সেই রাতে কি বলব?”

তিনি বললেন, বল:

«اللهم إنك عفو تحب العفو فاعف عني »

“আল্লাহুম্মা ইন্নাকা ‘আফুউউন তুহিব্বুল ‘আফওয়া ফা ‘ফুউ ‘আন্নী”

(হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন।)”

(তিরমিযী: ৩৫১৩)
হাদিস সহিহ

23/03/2024

'সেই ব্যক্তি ধ্বংস হোক নবীজি বলেছেন'
"যে ব্যক্তি রমজান মাস কে পেয়েছে
রমজান মাস পেয়েও আল্লাহর ইবাদত করে তার গুনাহ মাফ করাতে পারে নাই"
' সেই হতভাগা ধ্বংস হয়ে যাক
নাউজুবিল্লাহ '

আল্লাহপাক আমাদের সবাইকে রমজানে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন।

22/03/2024

আমার মতো পাকা দাঁড়ি বুড়ো ফরজ,নফল,তাহাজ্জুদ পড়ে যে সওয়াব পাবে,

একজন যুবক শুধু ফরজ নামাজ পড়লে এর চেয়ে বেশি সওয়াব পাবে।

খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when TDG SAGOR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share