Joy Tripura News Express

Joy Tripura News Express The third-smallest state in the country, it covers 10,491 km2(4,051 sq mi)

Tripura matite jhonmo nihe ami dhono holam, ami nijeke bhagobhan monekori, ami ei tripurar matir upor chirorini hola, karon sekan teke ami jibon gorlam,
DANGER ALTON SARKAR

নাম - সন্দীপ দাসপিতা - দীপক দাস মাতা - স্বপ্না দাস ঠিকানা - কিনাইচরআজ সকাল ১০ ঘটিকা থেকে কৈলাসহর থানা সংলগ্ন এলাকায় নিজ...
08/11/2024

নাম - সন্দীপ দাস
পিতা - দীপক দাস
মাতা - স্বপ্না দাস
ঠিকানা - কিনাইচর

আজ সকাল ১০ ঘটিকা থেকে কৈলাসহর থানা সংলগ্ন এলাকায় নিজ টুকটুক ঠিক করতে যাওয়ার পর থেকে তাঁকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আপনাদের কারো নজরে আসলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন

মোঃ - 7640803874

আজ দুপুর ২ ঘটিকায় ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের,পাশের জঙ্গলে মুর্শিদাবাদের এক মুসলিম যুবক অন্য এ গৃহবধূকে নিয়ে এস...
23/08/2024

আজ দুপুর ২ ঘটিকায় ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের,পাশের জঙ্গলে মুর্শিদাবাদের এক মুসলিম যুবক অন্য এ গৃহবধূকে নিয়ে এসে অশালীন কাজে করার সময় স্থানীয় যুবকদের হাতে ধরা পড়ে।
স্থানীয় এলাকাবাসীর বক্তব্য এই ছেলেটির সঙ্গে তিনটি মোবাইল ফোন পাওয়া গেছে একটি মোবাইল ফোনের চেটিং এ ছেলেটি অনেক হিন্দু মেয়েদের সঙ্গে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্কের সঙ্গে লিপ্ত এবং বহি রাজ্যে মহিলা পাচারের সঙ্গে ও সে যুক্ত প্রমাণ পাওয়া গেছে।
কিভাবে ষড়যন্ত্র চলছে বহি রাজ্য থেকে এসে ত্রিপুরা রাজ্যের হিন্দু মেয়েদেরকে নিয়ে যাচ্ছে সাবধান হতে হবে আমাদের।

Status of government Hindu employees of Bangladesh. So far the Hindus who have been forced to resign.          1.  Gauta...
23/08/2024

Status of government Hindu employees of Bangladesh.

So far the Hindus who have been forced to resign.

1. Gautam Chandra Pal, Department of Chemistry, Azimpur Girls School and College, Azimpur, Dhaka.
2. Bhavesh Chandra Roy, Principal, Police Line School and College, Thakurgaon
3. Sonali Rani Das, Associate Professor (Nursing) Bangladesh Red Crescent Society, Moghbazar Dhaka
4. Professor Dr. Satya Prasad Majumder, Vice-Chancellor, Buet
5. Professor Dr. Banga Kamal Bose, Principal, Gazi Medical College, Khulna.
6. Prof. Dr. Kanta Roy Mimi, Principal (Former) and Head of Department, Department of Anatomy, M Abdur Rahim Medical College, Dinajpur.
7. Adrish Aditya Mandal, Principal, Kapotaksha Mahavidyalaya, Koira, Khulna.
8. Professor Amit Roy Chowdhury, Treasurer, Khulna University
9. Suben Kumar, Resident Teacher, Rajshahi University
10. Dilip Kumar, Resident Teacher, Rajshahi University
11. Acting Principal Keka Roy Chowdhury, Vikarunnisa School and College, Bailey Road.
12. Professor Dr. Deepika Rani Sarkar
Begum Fazilatunnessa Provost of Mujib Hall, Jagannath University
13. Professor Dr. Mihir Ranjan Halder, Vice-Chancellor,
Khulna University of Engineering and Technology (KUET)
14. Professor Soumitra Shekhar, Vice-Chancellor, National Poet Kazi Nazrul Islam University, Trishal,
15. Radha Govind, Head Teacher, Ashraf Ali Multipurpose High School, Dhaljora Union, Kaliakair Upazila.
16. Dipan Dutta, Principal, Kishoreganj Nursing College
17. Beauty Majumder, Principal, Feni Nursing College
18. Alpana Biswas, Principal, Jahrul Hall Institute of Nursing
19. Khuku Biswas, Principal, Jessore Nursing Institute
20. Tapsee Bhattacharya, Principal, Anwar Khan Modern Nursing College
21. Prof. Benu Kumar Dey, Vice-Chancellor, Chabi
22. Gitanjali Barua, Principal, Azimpur School

(3). There are many others whose names are not yet known.
And College, Dhaka.
Hindu student Deepta Dey, Rudra Sen did not give his life for this discrimination.

21/08/2024

Not only is a living Hindu teacher forced to resign, but the students are also being subjected to gang-washing.
The army is standing by. This is the case of Banglades

BSNL ধ্বংস হওয়ার পেছনে সরকার নিজে দায়ী, Airtel, Vodafone, idea, ইত্যাদি যে‌ কোম্পানি ছিল তারা টাওয়ার বসাতে ৩০ বছর লেগ...
10/07/2024

BSNL ধ্বংস হওয়ার পেছনে সরকার নিজে দায়ী, Airtel, Vodafone, idea, ইত্যাদি যে‌ কোম্পানি ছিল তারা টাওয়ার বসাতে ৩০ বছর লেগে গেল তবুও ভারতের চারিদিকে কভারেজ করতে পারেনি, কিন্তু জিও লঞ্চ হওয়ার সাথে সাথেই এক বছরের মধ্যেই গোটা ভারতে 4g কভারেজ এটা কি করে সম্ভব। BSNL কোম্পানি নিজে ৮০ হাজারেরও বেশি টাওয়ার বস করিয়েছে কিন্তু সেই টাওয়ারের ব্যবহার এখন jio কোম্পানি করছে, সরকারের হাত না থাকলে এত তাড়াতাড়ি নিজেকে গড়ে তোলা অসম্ভব। (এইসব কথা বলতে গেলেই বলা হবে তুমি পাকিস্তানি‌/ দেশবিরোধী বলে চুপ করে দেওয়া হবে, আমরা সবাই ট্যাক্স দিই জনগণের আওয়াজ কখনই দাবানো যাবে না) ।

26/05/2024
 #রাজ্যে_পেট্রোল এবং  #ডিজেলে_রেশনিং চালু করল খাদ্য ও ভোক্তা বিষয়ক দপ্তর। ১ লা মে থেকে বাইক ও তিন চাকার যানবাহনে দিনে ২০...
01/05/2024

#রাজ্যে_পেট্রোল এবং #ডিজেলে_রেশনিং চালু করল খাদ্য ও ভোক্তা বিষয়ক দপ্তর। ১ লা মে থেকে বাইক ও তিন চাকার যানবাহনে দিনে ২০০ টাকার পেট্রোল, চার চাকার যানবাহনে দিনে ৫০০ টাকার পেট্রোল নেওয়া যাবে। ডিজেলের ক্ষেত্রে ১২ চাকার লরিতে দিনে ৮০ লিটার, ১০ চাকার লরিতে দিনে ৬০ লিটার এবং ৬ চাকার লরিতে দিনে ৪৫ লিটার ডিজেল নেওয়া যাবে।

❝রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের লেখা চুরি করতেন...?❞শিরোনাম পড়েই আপনারা হয়তো বুঝে গেছেন পোস্টটি কী ব্যাপারে করা ...
11/04/2024

❝রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের লেখা চুরি করতেন...?❞

শিরোনাম পড়েই আপনারা হয়তো বুঝে গেছেন পোস্টটি কী ব্যাপারে করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে কিছু অজ্ঞ মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের নামে দেদারসে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কেউ আবার বিতর্কিত মন্তব্য করে ভাইরাল হওয়ার চেষ্টা করছে। কেউ বলছে, রবি ঠাকুর কাজী নজরুল ইসলামের লেখা চুরি করে নিজের নামে প্রকাশ করত। তাই তিনি সাহিত্যের সর্বোচ্চ নোবেল পুরস্কার পান। অনেকে বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর বিরোধিতা করেছিলেন এবং বলেছিলেন, মূর্খের দেশে আবার কীসের বিদ্যালয়? আজ এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই না।

কথা বলতে চাই লেখা চুরির বিষয়ে। আসলেই কি রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলের লেখা চুরি করেছেন? আপনার কী মনে হয়? আমি নিশ্চিত। আপনি আমাকে মনে মনে গালাগালি দিচ্ছেন। আর বলছেন, নজরুলের লেখা চুরি না করলে রবীন্দ্রনাথ নোবেল পেতেন না। হাস্যকর। আপনারা আসলেই মহামূর্খ। কেন বলছি? জিজ্ঞেস করবেন না? আচ্ছা থাক। আমিই বলছি...

১.
কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত।
তিনি বাংলাদেশের জাতীয় কবি। মাত্র আট বছর বয়সে পিতাকে হারিয়ে কবির পরিবার চরম দারিদ্র্যে পতিত হয় । ১৩১৬ বঙ্গাব্দে গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারি পাস করে সেখানেই এক বছর শিক্ষকতা করেন নজরুল । বারো বছর বয়সে তিনি লেটোর দলে যোগ দেন এবং দলের জন্য পালাগান রচনা করেন ।লেটো দলেই তিনি সাহিত্য চর্চা শুরু করেন।

সেই অল্প বয়সেই তার নাট্যদলের জন্য বেশকিছু লোকসঙ্গীত রচনা করেন। এর মধ্যে রয়েছে চাষার সঙ, শকুনীবধ, রাজা যুধিষ্ঠিরের সঙ, দাতা কর্ণ, আকবর বাদশাহ, কবি কালিদাস, বিদ্যাভূতুম, রাজপুত্রের গান, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ এবং মেঘনাদ বধ।

২.
রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়।
আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। ১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার "অভিলাষ" কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।

কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ১৮৯৯ সালে।সাহিত্য চর্চা শুরু করেন ১২ বছর বয়সে। রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন ১৮৬১ সালে। সাহিত্য চর্চা শুরু করেন ৮ বছর বয়সে।নজরুল যখন জন্মগ্রহণ করেন তখন রবি ঠাকুরের বয়স ৩৮ বছর।

রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান ❝গীতাঞ্জলি❞ কাব্যগ্রন্থের জন্য। ১৯১৩ সালে এশীয়দের মধ্যে সর্বপ্রথম তিনি এই পুরস্কার পান। যখন তিনি এই পুরস্কার পান তখন নজরুলের বয়স ছিল ১৪ বছর। অর্থাৎ নজরুল সাহিত্য চর্চা শুরু করার ২ বছর পর। আর রবি ঠাকুরের বয়স তখন ৫২ বছর। একদম বৃদ্ধ। অপরদিকে নজরুল নাবালক একটি তরুণ ছেলে।

যে মানুষটি ৫২ বছর নিরবচ্ছিন্নভাবে সাহিত্য সাধনা করে গেল। সেই মানুষটি কীভাবে একজন নাবালকের(নজরুলের) লেখা চুরি করবে? যাঁর সাহিত্য চর্চার বয়সই তো মাত্র ২ বছর।মানে নজরুলের যখন ১৪ বছর চলে তখন তিনি নোবেল পুরস্কার লাভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের দেখা হয় ৭ জানুয়ারি, ১৯২২ সালে। তখন নজরুলের বয়স ২৩ বছর।

অতএব, রবি ঠাকুরের নামে লেখা চুরির অভিযোগ এনে মিথ্যা অপপ্রচার চালানো কতটা যুক্তিযুক্ত বলে মনে করেন?

আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে নিজেকে প্রশ্ন করুন।

©️Romanath Nishi

প্রতিটি বাবা-মার উদ্দেশ্যে একটি কথা, মেয়েকে ভাল মানুষ দেখে বিয়ে দিন, সরকারি চাকরি আর দালানকোঠা দেখে বিয়ে দিবেন না, দা...
21/03/2024

প্রতিটি বাবা-মার উদ্দেশ্যে একটি কথা, মেয়েকে ভাল মানুষ দেখে বিয়ে দিন, সরকারি চাকরি আর দালানকোঠা দেখে বিয়ে দিবেন না, দালান কোটার মানুষটা কি সঠিক মানুষ না অমানুষ সেটাকে যাচাই বাছাই করুন, আপনাদের কাছে তো বিয়ের প্রস্তাব নিয়ে কেউ আসলে আগে দেখেন ছেলে কি চাকরি করে, কত টাকা স্যালারি ইত্যাদি, ছেলের কয়টা গাড়ি আছে, কয়টা বাড়ি আছে, কিন্তু একটা বার এই কথাটা চিন্তা করেন না যে ছেলেটা কি মানুষ নাকি আসলেই অমানুষ, ছেলেটি কি গাজা খায় নাকি মদ খায় নাকি কোন বাজে নেশার সাথে জড়িত, তার চরিত্র কেমন, দয়া করে এটা একবার চিন্তা করবেন তারপরে মেয়ে বিয়ে দিবেন, তাই প্রতিটি বাবা-মার উদ্দেশ্য একটি কথা ভালো মানুষ দেখে মেয়েকে বিয়ে দিন, টাকা পয়সা গাড়ি বাড়ি দেখে নয়, টাকা পয়সা গাড়ি বাড়িতে সুখ থাকেনা যদি সেখানে প্রকৃত ভালোবাসা না থাকে ...😊🥺
Copied

29/02/2024

Address


Alerts

Be the first to know and let us send you an email when Joy Tripura News Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Joy Tripura News Express:

Videos

Share