শরীয়তপুর.২৪ঘন্টা

  • Home
  • শরীয়তপুর.২৪ঘন্টা

শরীয়তপুর.২৪ঘন্টা মোঃ রোমান সরকার
শরীয়াতপুর সম্পর্কে ?

https://youtu.be/dT2kxhRbfMo
09/07/2023

https://youtu.be/dT2kxhRbfMo

নিউজ ভিউজ 24 | News Views 24 | 9 July 2023 | Channel 24 BulletinWelcome to the Official YouTube Channel of Channel24Bulletin»» One-Click Subscription Link: h...

আলহামদুলিল্লাহ ❤️❤️❤️ আমার বইটি এখন রকমারি থেকে সংগ্রহ করতে পারবেন E-bookআমার শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা বইটির ই-ভার্সন...
05/07/2023

আলহামদুলিল্লাহ ❤️❤️❤️ আমার বইটি এখন রকমারি থেকে সংগ্রহ করতে পারবেন E-book

আমার শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা বইটির ই-ভার্সন ক্রয় করবেন কবে আশাকরি।❤️

লেখকঃ মোঃ রোমান সরকার, ক্যাটাগরিঃ প্রসেসিং, মূল্যঃ 78.0, লিংকঃ www.rokomari.com/book/324605 , সার সংক্ষেপঃ এই বইটিতে আলোচনা করা হয়েছে ডি...

rokomari.com এর ওয়েব সাইটে আপনাদের জন্য খুব দ্রত আসবে “ডিজিটাল মার্কেটিং পথচলা” । Name of the Book (English) : Digital m...
02/07/2023

rokomari.com এর ওয়েব সাইটে আপনাদের জন্য খুব দ্রত আসবে “ডিজিটাল মার্কেটিং পথচলা” ।
Name of the Book (English) : Digital marketing trends
Book Name (বাংলা) : ডিজিটাল মার্কেটিং পথচলা
Name Of the Author (English): MD ROMAN SARKAR
Author Name (বাংলা) : মো: রোমান সরকার
Place of Publication: Dhaka
Year of Publication : ৮ আষাঢ় ১৪৩০ / 2023-06-22
ISBN Number: 978-984-35-4564-0
বইটির প্রিন্ট কপি পাবেন “ একুশে বইমেলা ২০২৪ “
বইটির অনলাইন কপি পাবেন “ Rokomari.com " অনলাইন শপে
* এই বইটির কভার ডিজাইনে সহযোগিতা করেছেন Humaira Maimuna
আপনাদের সাথে পথচলা ২০১৫ সাল থেকে । এই পথচলায় সঙ্গী হয়েছেন অনেক সহকর্মী বন্ধু, ভাই, বোন, শুভাকাঙ্ক্ষী। পরিবার সব সময় সাথে ছিল,আছে,থাকবে। নিজের ভুল সিদ্ধান্ত, মানুষকে চিনতে না পারা বিভিন্ন কারণে পরিচিত হয়েছে কিছু প্রতারক,বাটপাড় ও ঠকবাজ । ভুল গুলো থেকে শিক্ষা গ্রহণ করে, সব প্রতিকূলতার মধ্যে দিয়ে ডিজিটাল দুনিয়ায় টিকা থাকার চেষ্টায় আমি অনেকটায় ” অসফল, সফল” ও মহান আল্লাহর কৃপায় ব্যক্তি জীবনে সফল। আমার ব্যক্তিগত ভুল কখনো আপনারা লক্ষ করলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এই পথচলায় অন্যতম শুভাকাঙ্ক্ষী প্রিয় শিক্ষকগণ ও প্রিয় প্রতিষ্ঠান গুলো এর প্রতি আমি কৃতজ্ঞ। মহান স্রষ্টা আল্লাহর কৃপায় সৎ কর্ম,সততা ও ধৈর্য এর একটি বড় সফলতা আমার এই ছোট্ট বই। আপনাদের সকলের দোয়া সব সময় আমার পাশে ছিল। সব সময় আপনাদের জন্য শুভকামনা । আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়ায় ভালো কিছু করার জন্য সর্বদা চেষ্টা করি।

একটি ছেলে পাওয়া গেছে, শিবচর,  তালুকদার কান্দি জেলা : মাদারীপুর ছেলেটি সঠিক ভাবে ঠিকানা বলতে পারে না ।  ছেলেটির দাদা বাড়ি...
07/02/2022

একটি ছেলে পাওয়া গেছে,

শিবচর, তালুকদার কান্দি
জেলা : মাদারীপুর
ছেলেটি সঠিক ভাবে ঠিকানা বলতে পারে না ।
ছেলেটির দাদা বাড়ি একবার বলছে শরিয়াতপুর।
ছেলেটির নাম : ফাহিম
ছেলেটির পিতার নাম : সুহেল
মাতার নাম : ফাহিমা,
দাদার নাম : মান্নান মাদবর।
যদি কেউ ওরে চিনেন থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করেন।
01789655212
01777827719

দোওয়া করে সবাই শেয়ার করবেন।

আলহামদুলিল্লাহ!  ২০২২ সালের জানুয়ারী মাসের প্রথম কর্মদিবসেই  আমাদের নবীণ শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হলো। #শুভউদ্বোধনজান...
03/01/2022

আলহামদুলিল্লাহ!
২০২২ সালের জানুয়ারী মাসের প্রথম কর্মদিবসেই আমাদের নবীণ শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হলো।

#শুভউদ্বোধন
জানুয়ারি -জুন, ২০২২ সেশনের কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার সম্মানিত

চেয়ারম্যান জনাব চেমন আরা তৈয়ব,স্যার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাকিউন নাহার বেগম এনডিসি নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) স্যার, জাতীয় মহিলা সংস্থা।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রকল্পের প্রকল্প পরিচালক, মো মনিরুজ্জামান স্যার।

এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত জেলা চেয়ারম্যানগণ, সম্মানিত সদস্যগণ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নবীন প্রশিক্ষণার্থীরা।

শরীয়তপুর জেলার পক্ষ থেকে যুক্ত ছিলেন..
জাতীয় মহিলা সংস্থার সম্মানিত
চেয়ারম্যান: এড্য.রওশন আরা বেগম।

সহকারী প্রোগ্রামার:
মোঃহাফিজুর রহমান মিশু

প্রশিক্ষক( কম্পিউটার)
খন্দকার মিজানুর রহমান।

আরো উপস্থিত ছিলেন,,
ইন্টারনি...ও ছাএীরা

ছবিঃ শরীয়তপুর জেলা শাখা। (৬৪জেলা)

স্থানঃ জুম প্লাটফর্ম
তারিখঃ ০২/০১/২০২২ খ্রিঃ

আজ ০৩ জানুয়ারি ২০২২ জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষ, শরীয়তপুরে গোসাইরহাট উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দের শ...
03/01/2022

আজ ০৩ জানুয়ারি ২০২২ জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষ, শরীয়তপুরে গোসাইরহাট উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাহিম রাজ্জাক, মাননীয় সংসদ সদস্য, শরীয়তপুর-০৩।

সভাপতিত্ব করেন জনাব মোঃ পারভেজ হাসান, জেলাপ্রশাসক, শরীয়তপুর।

এছাড়াও উপস্থিত ছিলেন জনাব আবেদা আফসারী, উপপরিচালক, স্থানীয় সরকার, শরীয়তপুর; জনাব অনল কুমার দে, সাধারণ সম্পাদক, শরীয়তপুর জেলা আওয়ামী লীগ; জনাব ফজলুর রহমান, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, গোসাইরহাট; জনাব মোঃ আলমগীর হুসাইন, উপজেলা নির্বাহী অফিসার, গোসাইরহাট এবং জনপ্রতিনিধিগণ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে আজ ৩০ ডিসেম্বর ২০২১ দেশব্য...
31/12/2021

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে আজ ৩০ ডিসেম্বর ২০২১ দেশব্যাপী 'বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা' অনুষ্ঠিত হয়।

এরই ধারাবাহিকতায় জেলাপ্রশাসকের কার্যালয় সম্মুখস্থ আম্রকাননে জেলা প্রশাসন, শরীয়তপুর কর্তৃক আয়োজন করা হয় 'বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা'। র‍্যালী ও আলোচনা সভার মাধ্যমে বইমেলার শুভ উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ শামীম হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, শরীয়তপুর; জনাব তানভীর হায়দার শাওন, অতিরিক্ত পুলিশ সুপার, শরীয়তপুর সদর; জনাব অনল কুমার দে, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, শরীয়তপুর জেলা; জনাব মোঃ রাজিবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, শরীয়তপুর; জনাব তৌছিফ আহমেদ, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক); জনাব মনদীপ ঘরাই, উপজেলা নির্বাহী অফিসার, শরীয়তপুর সদর; বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থীগণ ও স্কাউট সদস্যগণ।

পরবর্তীতে অতিথিগণ স্টল পরিদর্শন করেন। এরপর জনাব মনদীপ ঘরাই, উপজেলা নির্বাহী অফিসার, শরীয়তপুর সদরের মনোমুগ্ধকর উপস্থাপনায় বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়াও জেলা শিল্পকলা একাডেমী, শরীয়তপুর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের উপহার দেয়।

নানান আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে বইমেলার প্রথম দিন অতিবাহিত হয়। সবাইকে বইমেলায় স্বাগতম।

তাড়াশে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রশাসনের...
14/12/2021

তাড়াশে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও মো. মেজবাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদৌস, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁ , মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, অফিসার ইনচার্জ তাড়াশ থানা ফজলে আশিক, বীরমুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক , সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ প্রমুখ। ইউএনও মো. মেজবাউল বলেন,শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা আর বিনয়ে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে পুরো জাতি। ১৯৭১ সালের এ দিনে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে স্তুপ করে লাশ ফেলে রাখা হয়েছিল সারা বাংলাদেশ বিভিন্ন এলাকায়। বৃদ্ধিজীবীদের হত্যার পর দখলদার পাকহানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা তাদের মৃতদেহকে বিকৃত করে ফেলার চেষ্টা করেছিল। চূড়ান্ত বিজয়ের ঠিক দুইদিন আগে এই নারকীয় হত্যাকান্ডের মাধ্যমে পুরো জাতিকে মেধাশূন্য করে দেওয়ার চক্রান্ত করেছিল পরাজিত দখলদার পাকহানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদরা।

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে অপরুপ সাজে সজ্জিত প্রিয় ক্যাম্পাস,😊 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি...
12/12/2021

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে অপরুপ সাজে সজ্জিত প্রিয় ক্যাম্পাস,😊
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ, শরীয়তপুর 😊

এই উন্মুক্ত পাঠাগারটি ছিল বইয়ে ভরপুর.. কথা ছিল আমাদের সাথে.. পড়া শেষ করে বই ফেরত আসবে এখানেই.. কিন্তু প্রায় এক বছরে ঘ...
28/10/2021

এই উন্মুক্ত পাঠাগারটি ছিল বইয়ে ভরপুর.. কথা ছিল আমাদের সাথে.. পড়া শেষ করে বই ফেরত আসবে এখানেই.. কিন্তু প্রায় এক বছরে ঘটনা ঘটেছে তার উল্টো.. শরীয়তপুর বাসি হিসেবে আমি লজ্জিত...(সেই যে গেল আর ফিরে এলোনা)

19/10/2021

আজ ১২ ই রবিউল আউয়াল.
আমাদের প্রিয় বিশ্ব নবী
হযরত মোহাম্মদ (সাঃ)এর
🥀 জন্মদিন🥀

14/09/2021

আলহামদুলিল্লাহ
✌️✌️বেস্ট বিউটি এক্সপাট ২০২১ এর ইন্টারন্যাশনাল ফ্রী ওয়ার্কশব ও প্রতিযোগিতার
প্রস্থতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে শরিয়তপুর জেলায়।

শিশুদের আনন্দক্ষণে আমরা হলাম অংশীদার….আজ ১২/০৯/২০২১ কোভিড-১৯ চলাকালীন দীর্ঘ বিরতির পর শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় পাঠদান শ...
12/09/2021

শিশুদের আনন্দক্ষণে আমরা হলাম অংশীদার….

আজ ১২/০৯/২০২১ কোভিড-১৯ চলাকালীন দীর্ঘ বিরতির পর শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় পাঠদান শুরুর মুহূর্তে জেলা সদরের ০৪ টি স্কুলে কাপড়ের তৈরি মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করেন জনাব মোঃ পারভেজ হাসান, জেলাপ্রশাসক, শরীয়তপুর।

এসময় সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি স্কুলে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে গোলাপ ও বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন এর লোগো সম্বলিত মাস্ক দিয়ে শিক্ষার্থীদের বরণ করা হয়।

জেলাপ্রশাসক, শরীয়তপুর প্রতিটি শ্রেণি কক্ষে স্বাস্থ্যবিধি প্রতিপালনের উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়া প্রতিটি স্কুলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দকে সচেতন করতে স্বাস্থ্যবিধির উপর সরকারি নির্দেশনা সম্বলিত ড্রপ-ডাউন ব্যানার সরবরাহ করা হয়।

করোনা পরিস্থিতির দীর্ঘ বিরতির পর শিক্ষা কার্যক্রম শুরুর প্রস্তুতি সম্পন্ন করার প্রচেষ্টা।মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড...
11/09/2021

করোনা পরিস্থিতির দীর্ঘ বিরতির পর শিক্ষা কার্যক্রম শুরুর প্রস্তুতি সম্পন্ন করার প্রচেষ্টা।

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সম্মানিত সভাপতি, বাংলাদেশ পুলিশের সাবেক সফল আইজিপি, কমিউনিটি পুলিশিং এর প্রবক্তা ও সফল রূপকার জনাব একেএম শহীদুল হক বিপিএম পিপিএম মহোদয় আজ স্কুল ও কলেজ খোলার পূর্ব প্রস্তুতি ঘুরে দেখেন।

আগামীকাল স্বাস্থ্য বিধি মেনে শ্রেণি পাঠে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনার প্রস্তুতিতে স্যার সন্তুষ্টি প্রকাশ করেছেন।
পরে স্যার পরিবহন স্টাফদের প্রয়োজনীয় ব্রিফিং করেন।

আজ ০৭ সেপ্টেম্বর ২০২১ মাঝিরকান্দি ফেরিঘাট, জাজিরা, শরীয়তপুর পরিদর্শন করেন জনাব মোঃ পারভেজ হাসান, জেলাপ্রশাসক, শরীয়তপুর।
11/09/2021

আজ ০৭ সেপ্টেম্বর ২০২১ মাঝিরকান্দি ফেরিঘাট, জাজিরা, শরীয়তপুর পরিদর্শন করেন জনাব মোঃ পারভেজ হাসান, জেলাপ্রশাসক, শরীয়তপুর।

22/08/2021
11/07/2021

একটি শোকাহত খবরঃ-
শরীয়তপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক জিনাত জাহান কোলন ম্যাডাম ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ দুপুর ১২:১৫টায় মিরপুরের আজমল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

ম্যাডামের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত
শরীয়তপুর সরকারি কলেজ একাদশ ও দ্বাদশ শ্রেনীর সকল ছাত্রছাত্রীবৃন্দ।

আল্লাহ যে ম্যাডামকে জান্নাতবাসী করেন
আমীন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when শরীয়তপুর.২৪ঘন্টা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শরীয়তপুর.২৪ঘন্টা:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

শরীয়তপুর বাত্রা

সবূদা সঠিক তথ্য পেতে যোগাযোগ করুন আমাদের সাথে । যে কোন নিউজ দিতে 24 ঘন্টা আমাদের সেবা খোলা আছে আপনাদের জন্য ।