হরাইজন: বাংলাদেশের বৃহত্তম সায়েন্স ফিকশন ম্যাগাজিন

  • Home
  • হরাইজন: বাংলাদেশের বৃহত্তম সায়েন্স ফিকশন ম্যাগাজিন

হরাইজন: বাংলাদেশের বৃহত্তম সায়েন্স ফিকশন ম্যাগাজিন শুধূমাত্র সায়েন্স এবং সায়েন্স ফিকশন নিয়ে একটি পত্রিকা এই হরাইজন।

মানুষ কল্পনাপ্রবন। মানুষ বাস্তবের বাইরে কল্পনা করতে চায়। তাই যুগযুগ ধরে মানুষ রূপকথা তৈরী করেছে, শুনেছে, উপভোগ করেছে। রূপকথায় মূলত প্রতিফলিত বাস্তব জীবনেরই নানা দিক। ঠিক তেমনি বৈজ্ঞানিক কল্পকাহিনী।

মেরি শেলি যখন প্রথম সায়েন্স ফিকশন লেখেন, তখন এটাকেও রূপকথাই বলা হয়েছিল। আসলে সায়েন্স ফিকশন আধুনিক রূপকথাই। তবে রূপকথার সাথে সায়েন্স ফিকশনের একটি মোটা দাগের পার্থক্য, সায়েন্স ফিকশন যুক্তি নির্ভ

র। একটি শক্তিশালী যুক্তি নির্ভর কাঠামো ছাড়া সায়েন্স ফিকশন হয় না। এই যুক্তিও অনেকটা বিজ্ঞানের নিয়মে এগোয়।

বিজ্ঞানের অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে পাল্টে গেছে আথুনিক সাই-ফাই গল্পগুলোও। আজ আমরা বিজ্ঞান ও বিভিন্ন বৈজ্ঞানিক সম্ভাবনা নিয়ে সায়েন্স ফিকশন পড়ি, হারিয়ে যাই মহাকাশের দুর দুরান্তে, আলোর থেকেও বেশি গতিতে, ভ্রমন করি সমান্তরাল মহাবিশে।

বিজ্ঞান মানুষকে যুক্তির সীমাবদ্ধ কাঠোমোয় বাধতে চেয়েছে। কিন্তু মানুষের কল্পনা কি তাতে আটকে থাকতে চায়? তাই সায়েন্স ফিকশন এর পাশাপাশি ধীরে ধীরে জন্ম নিল আরেকটি ধারা, সায়েন্স ফ্যান্টাসী। এটা এমনই একটা ধারা, যার শুরু বিজ্ঞানে কিন্তু বিজ্ঞান যেখানে থমকে দাড়ায়, যুক্তির বেড়াজাল ভাঙ্গতে ইতস্তত করে, তখন অনায়াসেই তাকে টপকে এগিয়ে সে যায় কাহিনীর প্রয়োজনে।

এটা ঠিক, সায়েন্স ফ্যান্টাসী হল বিজ্ঞানের এক অবাধ্য অনুসারী, সুযোগ পেলেই বিজ্ঞানকে রেখে ছুটে যেতে চায় দুর কোন অসম্ভবের খোজে, তারপরেও অনেক অসাধরন সত্যের জন্ম দিয়েছে এই সায়েন্স ফ্যান্টাসী। আমাদের চির পরিচিত জুলভার্ণের লেখাগুলো সে সময়ের আষাড়ে গপ্প বলেই পরিচিত ছিলো। আজ আমরা জানি, তার চিন্তা কতটা সঠিক ছিল। কিভাবে তিনি একশ বছরেও আগে বলে গিয়েছিলেন এই সব কথা? আসলে তিনি পেরেছিলেন কারন তিনি কখনও তার কল্পনাপ্রবন মনটাকে বেধে রাখেন নি। তিনি ছিলেন বিজ্ঞানমনষ্ক। সমকালীন বিজ্ঞানের খোঁজ খবর তিনি রাখতেন। এর উপরে ভিত্তি করে কল্পনার লাগাম ছেড়ে তার সাথে যুক্ত করেছিলেন সাহিত্য।

এক সময়কার কল্পনা, আগামীর বাস্তবতা। এই কল্প বাস্তবতার জগতে আমাদের পদচারনা সীমিত। আমাদের দেশে সফল সায়েন্স ফিকশন লেখক আছেনই মাত্র কয়েকজন। পাঠক ও পাঠকের পাঠ সীমানাও সীমিত। নতুন আঙ্গিক এবং নতুন চিন্তার ভীষন অভাব। এই অবস্থা ঘুচানোর একটা উপায় হতে পারে শুধু সায়েন্স ফিকশন লেখার এবং পড়ার জন্য একটি জায়গা তৈরী করতে পারলে।

সেই চিন্তা থেকেই জন্ম হরাইজন সায়েন্স ফিকশন পত্রিকার।

কি থাকবে এতে?

সায়েন্স ফিকশন ছোট গল্প মৌলিক/ অনুবাদ
সায়েন্স ফিকশন বড় গল্প মৌলিক / অনুবাদ
সায়েন্স ফিকশন বই পরিচিতি ও বিস্তারিত সমালোচনা
সায়েন্স ফ্যাক্ট ও কাটিং এজ সায়েন্স ফিচার
বিশেষ ক্রোড়পত্র
বাংলাদেশের সায়েন্স ফিকশন ব্যক্তিত্ব এবং এর সাথে জড়িতদের সাক্ষাৎকার।
এবং আরও অনেক কিছু।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when হরাইজন: বাংলাদেশের বৃহত্তম সায়েন্স ফিকশন ম্যাগাজিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share