11/12/2023
সিইএইচআরডিএফ এক্টিভিস্ট অব দ্যা ইয়ার'২৩ এমদাদ।
প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গবেষণা প্রতিষ্ঠান এবং পরিবেশ, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার ও টেকসই উন্নয়ন বিষয়ক প্ল্যাটফর্ম, গ্লোবাল সাউথের ভয়েস সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম - সিইএইচআরডিএফ এর ২০২৩ সালের বর্ষসেরা এক্টিভিস্ট হিসেবে নির্বাচিত হয়েছেন এমদাদুল হক।
তিনি সিইএইচআরডিএফ এর কাউন্সিল পর্যায়ের জনশক্তি, বোর্ড অব অপারেশনস এর সদস্য (আগস্ট'২২-ডিসেম্বর'২৩) ও কক্সবাজার সদর এরিয়া সেক্রেটারি হিসেবে বর্তমানে দায়িত্বরত আছেন।
সংস্কার ডিভিশনের এক বিবৃতিতে বলা হয়,
এমদাদুল হক গত ১ বছরে সংগঠনের সার্বিক কর্মকান্ডের নানা পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
২০২৩ সালে তিনি সংগঠনের সিদ্ধান্ত গ্রহণে, কেন্দ্রীয় দায়িত্ব পালন, বোর্ডে অংশগ্রহণ, অতিরিক্ত দায়িত্ব, প্রোগ্রাম বাস্তবায়ন, উপস্থিতি ও অংশগ্রহণ, আর্থিক অবদান ও তৃণমূল পর্যায়ে সংগঠন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
এসময়ে তিনি সংগঠনের সার্বিক পরিকল্পনা ও সাংগঠনিক সক্রিয়তায় সবচেয়ে গতিশীল অবস্থানে ছিলেন।
তাঁর এই অবদানের ফলে আর্থ-সামাজিক রুপান্তর, গণ সচেতনতা, তারুণ্য এনগেজমেন্ট, নারী ও যুব উন্নয়ন ত্বরান্বিত হয়েছে।
এবছর তাই সিইএইচআরডিএফ জুরি বোর্ড তাঁকে "এক্টিভিস্ট অব দ্যা ইয়ার-২৩" ঘোষণা করছে।
শুভেচ্ছান্তে-
সহকারী প্রধান পরিচালক
কেন্দ্রীয় স্বীকৃতি কতৃপক্ষ
জেনারেল হেডকোয়ার্টার- জিএইচকিউ
সিইএইচআরডিএফ
#
#সিইএইচআরডিএফ