Deshi Media

Deshi Media দে‌শি মি‌ডিয়া , মোবাঃ 01730542630

14/01/2025

এ‌তো টাকা খরছ ক‌রে ডাক ঢোল পি‌টি‌য়ে সে‌লি‌ব্রিটি‌দের না‌চি‌য়ে মা‌টে নাম‌লো সা‌কিব খা‌নের দল ঢাকা ক‌্যা‌পিট‌্যাল্স, কি...
10/01/2025

এ‌তো টাকা খরছ ক‌রে ডাক ঢোল পি‌টি‌য়ে সে‌লি‌ব্রিটি‌দের না‌চি‌য়ে মা‌টে নাম‌লো সা‌কিব খা‌নের দল ঢাকা ক‌্যা‌পিট‌্যাল্স, কিন্তু টানা ৬ ম‌্যা‌চে হা‌রের স্বাদ পে‌তে হ‌লো দল‌টির, BPL 2025 সিজ‌নে সব চে‌য়ে বা‌জে দল সা‌কিব খা‌নের দল। আপনা‌দের মতামত কি?

হ‌য়ে যাক FB জ‌রিপ , সবাই জ‌রি‌পে অংশ নি‌বেন।     #
10/01/2025

হ‌য়ে যাক FB জ‌রিপ , সবাই জ‌রি‌পে অংশ নি‌বেন।

#

🚨দীর্ঘদিন পর রানে ফিরা ৯ ছক্কায় মাত্র ৩৩ বলে ৮২ রানের বিধ্বস্ত একটি ইনিংস খেললেন সাব্বির রহমান! 🤯🔥*৩৩ বল ৮২ রান_৩ চার, ...
09/01/2025

🚨দীর্ঘদিন পর রানে ফিরা ৯ ছক্কায় মাত্র ৩৩ বলে ৮২ রানের বিধ্বস্ত একটি ইনিংস খেললেন সাব্বির রহমান! 🤯🔥

*৩৩ বল ৮২ রান
_৩ চার, ৯ ছয়
_স্ট্রাইক রেট ২৪৮🔪🔥

Really outstanding performanc ❤️‍🔥

সি‌লে‌টের বিশাল টা‌র্গেট ২০৫ রান‌কে তাড়া ক‌রে রংপু‌রের অ‌সাধারন জয়। সি‌লে‌টের দূর্বলকা কি? আপ‌নারা  কি ম‌নে ক‌রেন?
06/01/2025

সি‌লে‌টের বিশাল টা‌র্গেট ২০৫ রান‌কে তাড়া ক‌রে রংপু‌রের অ‌সাধারন জয়। সি‌লে‌টের দূর্বলকা কি? আপ‌নারা কি ম‌নে ক‌রেন?

নতুন ক‌রে রংপুর রাইডার্সের একাদশে দুইটি এবং সিলেট স্ট্রাইকার্সের একাদশে একটি পরিবর্তন হ‌য়ে‌ছে,
06/01/2025

নতুন ক‌রে রংপুর রাইডার্সের একাদশে দুইটি এবং সিলেট স্ট্রাইকার্সের একাদশে একটি পরিবর্তন হ‌য়ে‌ছে,

স্মিথা চৌধুরীর পাশাপা‌শি এবার নতুন ভা‌বে যুক্ত হ‌লেন বিলাল আহমদ মুরাদ,  সিলেট স্ট্রাইকার্স BPL এ দর্শক মাতা‌তে এ আ‌য়োজন...
05/01/2025

স্মিথা চৌধুরীর পাশাপা‌শি এবার নতুন ভা‌বে যুক্ত হ‌লেন বিলাল আহমদ মুরাদ, সিলেট স্ট্রাইকার্স BPL এ দর্শক মাতা‌তে এ আ‌য়োজন।

মাঠের ভেতরে শুরুটা খুব একটা সুখকর না হলেও ফ্যানদের সংযুক্ত রাখতে কমতি রাখছে না সিলেটের ফ্র‍্যাঞ্চাইজিটি, দে‌খাযাক সাম‌নের ম‌্যাচ গু‌লি‌তে দর্শক মন জয় কর‌তে পা‌রে কি না সি‌লেট স্ট্রাইকার্স

দে‌শি মি‌ডিয়া নতুন রু‌পে পথ যাত্রা শুরু কর‌তে যা‌চ্ছে, যে কোন প্রচার প্রচারনায় বা অনুষ্টা‌নে যোগা‌যোগ কর‌তে পা‌রেন আম...
03/01/2025

দে‌শি মি‌ডিয়া নতুন রু‌পে পথ যাত্রা শুরু কর‌তে যা‌চ্ছে, যে কোন প্রচার প্রচারনায় বা অনুষ্টা‌নে যোগা‌যোগ কর‌তে পা‌রেন আমা‌দের সা‌থে।

সামান্য একটা পাখির ধাক্কায় কয়েকশ টনের এরোপ্লেন কিভাবে ভেঙে পড়ে! পাখির ধাক্কায় প্লেন ভেঙে পড়ার ঘটনা খুব বিরল হলেও, কিছু ন...
01/01/2025

সামান্য একটা পাখির ধাক্কায় কয়েকশ টনের এরোপ্লেন কিভাবে ভেঙে পড়ে!
পাখির ধাক্কায় প্লেন ভেঙে পড়ার ঘটনা খুব বিরল হলেও, কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে পাখির ধাক্কা এরোপ্লেনের জন্য ধ্বংসাত্মক হতে পারে।
আসল কারণ হল প্লেনের প্রচন্ড গতি, আকাশে এরোপ্লেন নূন্যতম ১৫০-২৫০ মিটার প্রতি সেকেন্ড বেগে গতিশীল থাকে, কখনও আরও বেশি, এইজন্য ১ থেকে ৫ কেজির একটি পাখির ধাক্কা কামানের গোলার মত আঘাত করে।
এরফলে দুটি ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয় - এরোপ্লেনে জেট এঞ্জিনের রোটরের ব্লেডগুলো প্রচন্ড বেগে (কয়েক হাজার আরপিএমে) ঘোরে এবং বাতাসের বিশাল শক্তিশালী একটা ঝটকা তৈরি করে, ফলে এঞ্জিনের সামনে কোন পাখি চলে এলে বেশিরভাগ ক্ষেত্রেই পাখি জেট এঞ্জিনের রোটর ব্লেডে আঘাত করে, এতে অনেক ক্ষেত্রেই এক বা একাধিক ব্লেড ভেঙ্গে যায় এবং সেই ভাঙ্গা ব্লেড গুলোর সঙ্গে ঘুরন্ত ব্লেড গুলোর ধাক্কা লেগে অন্য ব্লেডগুলো ও ভেঙে যায় অথবা ক্ষতিগ্রস্ত হয়, এতে পুরো জেট এঞ্জিন কার্যকারিতা হারিয়ে ফেলে যা দুর্ঘটনার মূল কারণ।
যদিও বড় এরোপ্লেনে একাধিক এঞ্জিন থাকে, একটা এঞ্জিনের ক্ষতি হলে সামাল দেওয়া যায়, তবে বিমানবন্দরে প্লেন ওঠা-নামার সময় এরোপ্লেন অনেকসময় পাখির ঝাঁকের সম্মুখীন হতে পারে, বা আকাশে উচুঁতে ওড়ার সময় পরিযায়ী পাখিদের ঝাঁকের সম্মুখীন হতে পারে, ফলে একাধিক এঞ্জিনে পাখি ঢুকে সমস্ত এঞ্জিন বন্ধ হয়ে যায়, তখন আর কিছু করার থাকেনা।
এরোপ্লেনের বডি ও কন্ট্রোল সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়া: এরোপ্লেনের পাখা, নোজ, বা রাডারের মতো গুরুত্বপূর্ণ অংশে পাখি আঘাত করলে এর গঠনগত স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
ককপিট উইন্ডো ভেঙে যাওয়া: আকাশে উচুঁতে ওড়ার সময় পরিযায়ী পাখিদের আঘাতে ককপিটের উইন্ডো ভেঙে যায়, যা এরোপ্লেনের ভিতরে বাতাসের চাপের কারণে ধ্বংসাত্মক প্রতিক্রিয়া ঘটায়, পাইলটদের কাজে বাধা সৃষ্টি করে এবং নিরাপদে এরোপ্লেনকে নিরাপদে নামানো কঠিন হয়ে উঠতে পারে।
আবার এরোপ্লেনের ডানায় তেলের ট্যাঙ্ক থাকে, যেটা পাখির আঘাতে ফুটো হয়ে যেতে পারে, তাতে প্লেনে আগুন ধরে যেতে পারে।

সংগৃহিত- বিজ্ঞানকথা

গত ম‌্যা‌চে সি‌লেট হারার কারন আপ‌নি কি এই দুই তারকা কে ম‌নে ক‌রেন?
01/01/2025

গত ম‌্যা‌চে সি‌লেট হারার কারন আপ‌নি কি এই দুই তারকা কে ম‌নে ক‌রেন?

আস্সালামু আলাইকুম,সি‌লেট জেলার গোলাপগঞ্জ উপ‌জেলার ৫নং বুধবারী ব‌াজার ইউ পি এর ৪নং ওয়ার্ড কা‌লিজুরী‌তে, আগামী ৩০‌শে ডি‌স...
28/12/2024

আস্সালামু আলাইকুম,
সি‌লেট জেলার গোলাপগঞ্জ উপ‌জেলার ৫নং বুধবারী ব‌াজার ইউ পি এর ৪নং ওয়ার্ড কা‌লিজুরী‌তে,
আগামী ৩০‌শে ডি‌সেম্বর রোজ সোমবার, কা‌লিজুরী প্রভাতী সং‌ঘের উ‌দ্যো‌গে আ‌তিকুর রহমান ২য় মেধাবৃ‌ত্তি প‌রীক্ষা অনু‌ষ্টিত হ‌বে।
পৃষ্ট‌পোষকতায়ঃ মোঃ আ‌তিকুর রহমান, ইউ পি সদস‌্য ৪নং ওয়ার্ড,
উক্ত প‌রিক্ষায় গ্রা‌মের ৩‌টি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের ৪র্থ ও ৫ম শ্রেণির ছাত্র ছাত্রী অংশ গ্রহন কর‌বে।

28/11/2024

কুশিয়ারা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে

ইসলামিক সেমিনার,রোজ বুধবার
বিকাল ৪ ঘটিকা হইতে রাত ১১ ঘটিকা পর্যন্ত
স্থান: বুধবারী বাজার ইউনিয়ন সংলগ্ন মাঠ।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Deshi Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deshi Media:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share