সদৃসবিধান ও ভারতীয় ভৈষজ্যতত্ত্ব -imh

  • Home
  • সদৃসবিধান ও ভারতীয় ভৈষজ্যতত্ত্ব -imh

সদৃসবিধান ও ভারতীয় ভৈষজ্যতত্ত্ব -imh Information on Homoeopthy. Page is dedicated to late Dr. J B. Dewan and Acharya Bal Krishna.

নাগকেশর (মেসুয়া ফেরিয়া , আয়রন উইড,) প্রাচীন কাল হইতে আয়ুর্বেদে ইহা ত্রিদোষনাশক (বাত, পিত্ত, কফ) হিসাবে ব্যবহৃত হইয়া...
13/04/2023

নাগকেশর (মেসুয়া ফেরিয়া , আয়রন উইড,) প্রাচীন কাল হইতে আয়ুর্বেদে ইহা ত্রিদোষনাশক (বাত, পিত্ত, কফ) হিসাবে ব্যবহৃত হইয়া আসিতেছে। রক্তস্রাব, প্রস্রাবথলির পীড়া, বাত, শোথনাশক, ক্ষত শুকাইবার নিমিত্তে ব্যবহৃত হয়। তিক্ত, কষায় রস, লঘু গুন, রুক্ষ বীর্য, ও উষ্ণ গুন সম্পন্ন। ইহাতে এসেনশিয়াল অয়েল, রেজিন আছে। আয়ুর্বেদিক ব্রহ্মরসায়ন, চবনপ্রাস প্রভৃতি অনেক ঔষধির ইহা একটি মূল উপাদান। এক হইতে তিন গ্রাম শুষ্ক চূর্ণ ঔষধি রূপে ব্যবহৃত হয়। এই বৃক্ষের বিভিন্ন অংশ বিভিন্ন রোগের ঔষধ। ইহার ফুল সংকোচনকারী, শোথনাশক, পরিপাক ক্রিয়া বর্ধক। কফ, রক্তস্রাবী অর্শ, মহিলাদের গর্ভাশয় হইতে রক্তস্রাব, প্রভৃতি রোগের মহৌষধ। ফুল হইতে প্রস্তুত তেল ছত্রাক ও বিশানুনাশক। পুষ্পাঙ্কুর আমাশয় রোগের ঔষধ। রক্তরোধক, পাকস্থলী, অর্শ, জরায়ু প্রভৃতি অংগ হইতে রক্তস্রাব।
নাগকেশর চূর্ণ, মেথি ও তেজপাতার সহিত দুগ্ধ বা ভাতের ফ্যানের সহিত সুতিকাগৃহে প্রসুতিদের ক্লেদস্রাব ত্বরান্বিত করিবার নিমিত্ত গ্রাম গঞ্জে ব্যবহৃত হয়।পূর্বত্তরের আদিবাসী অঞ্চলে ফুলবাটা এক চামচ, মধুর সহিত প্রত্যহ দুইবার অর্শের রক্তস্রাব না কমা পর্যন্ত দেওয়া হয়। ইহা গর্ভপাত কারক তাই গর্ভাবস্থায় ব্যবহার নিষিদ্ধ। হাত পায় জ্বালাপোড়ায় শুষ্ক ফুল চূর্ণ ঘির সহিত মিশ্রিত করিয়া বাহ্যিক ব্যবহৃত হয়। ইহা ক্ষতনাশক, রক্তপ্রবাহ সহায়ক, তাই দ্রুত ক্ষত শুনাইতে সহায়তা করে। ইহার পাতা গরম করিয়া বুকে বা মাথায় পুলটিস দিলে ঠান্ডা লাগা কমে। কাঁচা পাকা ফল হজম সহায়ে,ক্ষত, পাঁচড়া, ও চর্মরোগে ব্যবহৃত হয়। ইহার তেল বাতরোগে ব্যবহার করা হয় । থাইল্যান্ডে ইহার পাতা, ফুল, ফল খাদ্য হিসাবে গ্রহণ করে। ফুল মৌ-পালনে, বীজ পোলট্রির খাদ্য রূপে, কাঠ আসবাবপত্র বানাইবার নিমিত্তে, বিভিন্ন সৌন্দর্য বর্ধক সামগ্রীতে ব্যবহৃত হয়। বীজ শক্তিবর্ধক, প্রটিন, তাই বিভিন্ন খাদ্যদ্রব্যতে ব্যবহৃত হয়।
Ayurvedic Properties of Mesua ferrea (Nagkesar) Stamen

Mesua ferrea (Nagkesar) is used in Ayurveda for time immemorial. The dried stamens are used in bleeding disorders, gout and diseases of urinary bladder. The dried stamens are referred as Kesar.
Rasa (Taste): Tikta/Bitter, Katu (pungent) kashaya/Astringent
Guna (Characteristics): Laghu/Light, Ruksha/Dry
Virya (Potency): Ushna/Hot
Vipaka (Post Digestive Effects): Katu/Pungent
Constituents of Stamen- Essential oil and Oleo-resin.

Ayurvedic medicines containing Mesua/Nagkesara: Brahma Rasayana, Chyawanprash, Chandanbalakshadi Taila, Kumariasava, Nagkesaradi churna

The dosage of Mesua ferrea (Nagkesar) Stamen/Kesar: 1-3 g. of the drug in powder form.
Medicinal uses of Nagkesar

Various parts of Mesua tree are used for treating variety of ailments. Its flowers has astringent/constricts tissues, anti-inflammatory and digestion improving properties. The flowers are beneficial in cough, bleeding piles and in abnormal bleeding from the womb. The oil obtained from flower’s stamen has antibacterial and anti-fungal properties. The flower buds are antidysenteric and used to treat the same.

Every medicinal plant exhibits different therapeutic value due to presence of different phytochemicals. In Mesua tree, various parts of tree show haemostatic property which means it acts as agent to arrest bleeding. Due to this property it is used in treatment of bleeding piles and abnormal bleeding from uterus.

In Bihar, for cleaning uterus after delivery, Nagkesar powder is mixed with Methi seeds, Vijaysar seeds and tejpatta. This is given two times a day with rice water or cow’s milk for five days. Tribal of Tripura, take a spoonful of its flower paste mixed with honey twice daily in bleeding piles till the piles is cured.
Nagkesar shows abortifacient activity and must not be used in pregnancy.

Bleeding piles
The dried flowers are ground to make very fine powder. This is given in dose of 1/4 teaspoon with one cup hot water.
Topical application in bleeding piles, burning of the feet
The dried flower powder is mixed with ghee and applied at affected body part.

Cold
In cold the leaves are heated and applied on chest area.
In severe cold, the leaves poultice is applied on head.

Gastric troubles
Ripe and unripe fruits are given for gastric troubles.
Scabies, wounds, skin diseases
The oil obtained from seeds are used externally on affected areas.

Rheumatism
The seed oil is applied on affected joints.

Other Uses of Mesua

Mesua tree is a non-toxic plant. Its ripe fruits, flowers and leaves are edible. In Thailand, the flowers are eaten.

Mesua heartwood is very strong and used for constructing columns, beams, flooring and furniture. The seeds are edible and can be used as feed for poultry and animals. The seeds are good source of energy and protein. The flowers are used for stuffing pillows, dyeing purpose and in many cosmetic products.

বেলীফুল (বন মল্লিকা, মোগরা, ইং-আরাবিয়ান জেসমিন Arabian Jasmine. বৈ- জেসমিনাম সেমব্যাক Jasminum sambac. গৌ- ওলিয়াসিই Ol...
05/09/2022

বেলীফুল (বন মল্লিকা, মোগরা, ইং-আরাবিয়ান জেসমিন Arabian Jasmine. বৈ- জেসমিনাম সেমব্যাক Jasminum sambac. গৌ- ওলিয়াসিই Oleaceae. শ্রে- ম্যাগনোলিওপ্সিডা Magnoliopsida ) ইহা একটি গন্ধযুক্ত সপুষ্পক গুল্ম জাতীয় উদ্ভিদ। সুগন্ধি, সৌন্দর্য বর্ধক, বয়স জনিত চর্মের কুঞ্চন রোধক, এবং নানা ধরনের রোগে ঔষধ হিসেবে ব্যবহার হয়। ভারত,বাংলাদেশ মালয়েশিয়া, চীন, থাইল্যান্ড , ইন্দোনেশিয়া, ফিলিপাইন, প্রভৃতি স্থানে ঔষধি রূপে ইহা একটি বহুল ব্যবহৃত ভেষজ।
বেলী পাতার কাত্থ জ্বরে অভ্যন্তরীণভাবে ব্যবহৃত হয়। মূল হইতে প্রস্তুত টিংচার শক্তিশালী বেদনানাশক, চেতনানাশক, ক্ষত নিরাময়কারি। মূলবাটা মচকানো ও হাড়ভাঙায় পুলটীস হিসাবে ব্যবহৃত হয়। মূল ও ফুলের কাত্থ ফুসফুসের সর্দি, হাঁপানি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিসে আভ্যন্তরীণ ভাবে ব্যবহৃত হয়। পাতা ও ফুল শুকিয়ে চূর্ণ করে দুগ্ধ বর্ধক হিসেবে স্তনে ব্যবহৃত হয়। ফুল বাটা কাত্থ চক্ষুপত্রের চর্মের কুঞ্চন রোধক। ইহার পাতা কোষ্ঠকাঠিন্যকারী তাই আমাশয় রোগের প্রতিষেধক হিসেবে বা চিকিৎসায় ব্যবহৃত হয়। তাজা মূল রতিজ চিকিৎসা, ও জ্বরের চিকিৎসায় ব্যবহৃত হয়। ফুল শুকিয়ে চূর্ণ করে গরম জলের সাথে সেবন করলে ক্রিমিরোগে উপকার করে। মূলবাটা আতপচাল ধোওয়া জলে চিনি মিশিয়ে সেবন করলে বমি ভাবের উপশম হয়। পাতা থেতো করে ক্ষতে প্রলেপ দিলে ক্ষত দ্রুত আরোগ্য হয়। পাতা বাটা জলে গুলে সেবন করলে অনিদ্রা দুর হয়।

ব্যকাউরিয়া রেমিফ্লোরা(Baccaurea Ramiflora,  গৌত্র- ইউফরবিয়াসিই,লটকা ) লটকা, দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত, বাংলাদেশ, থাইল...
01/08/2022

ব্যকাউরিয়া রেমিফ্লোরা(Baccaurea Ramiflora, গৌত্র- ইউফরবিয়াসিই,লটকা ) লটকা, দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত, বাংলাদেশ, থাইল্যান্ডে প্রভৃতি সব জায়গাতেই উপলব্ধ। বার্মিজ গ্রেপ নামেও এই ফল পরিচিত। অম্লমধুর স্বাদ। এই ফলে পরিমিত পরিমাণে কার্বহাইড্রেট, প্রটিন, ফ্যাট, খাদ্যপ্রাণ বি১, বি ২ , সি, ক্যালশিয়াম, এনজাইম, খনিজ ক্রমিয়ম, পটাসিয়াম, বাইয়ো- ফ্লাভিনয়েড, ফ্লাভিনলস, ফেনল, প্রোএন্থসাইনিডিনস ও প্রচুর পরিমাণে ফাইবার ও লৌহথাকে। এই বৃক্ষের পঞ্চাঙ্গই বিভিন্ন ঔষধিগুণ সম্পন্ন এবং আয়ুর্বেদে দীর্ঘকাল ধরিয়া বিভিন্ন ঔষধি উপাদানে ব্যবহৃত হইয়া আসিতেছে। বাত, ফোড়া, সেলুলাইটিস, চোট, ক্ষত, কোষ্ঠকাঠিন্য, বহুমূত্র প্রভৃতি রোগে ব্যবহৃত হয়। ইহা মূত্রকারক,শক্তিবর্ধক, ভাইরাস প্রতিরোধক। প্রচুর এন্টিঅক্সিডেন্ট বর্তমান। সাইটোটক্সিক ক্রিয়া, ক্রিমিনাশক, ছত্রাকনাশক, শোথনাশক, হিমোলাইটিক গুণসম্পন্ন। আয়ূর্বেদে ন্যাবা, কোষ্ঠবদ্ধতা, ফোলা, বদহজম, বাত, গুল্মবাত, এবং সর্পবিষ প্রতিসেধক রূপে ব্যবহৃত হয়। ইহা
রোগ প্রতিরোধ , সর্দি, ফ্লূ প্রতিরোধ, হাড়ের ক্ষয় প্রতিরোধ, চামড়ার ভাঁজ প্রতিরোধ হাড় মজবুত করা, মেদ নিয়ন্ত্রণ ইত্যাদি বিশেষ গুন সম্পন্ন। ,মূল ও ছাল চর্মরোগ প্রতিরোধ, ক্ষত শুনাইতে সহায়তা করে।

এন্ডারসোনিয়া রোহিতকা (Andersonia Rohituka Roxb) রয়না , পীতরাজ, স্ং- অনাবল্লভা, রক্তবৃক্ষ ,)  গৌত্র- মেলিয়াসিই, বৈঃ- এ...
30/07/2022

এন্ডারসোনিয়া রোহিতকা (Andersonia Rohituka Roxb) রয়না , পীতরাজ, স্ং-
অনাবল্লভা, রক্তবৃক্ষ ,) গৌত্র- মেলিয়াসিই, বৈঃ- এফানামিক্সিস পলিসিসটাচিয়া,
আয়ূর্বেদে ইহা প্রধানত যকৃত ও প্লীহা রোগে ব্যবহৃত হয়।
ইহা ব্যতীত অর্বূদ, ক্ষত, বদহজম, চর্মরোগ, কৃমি, কুষ্ঠরোগ, বহুমূত্র, চক্ষুরোগ, ন্যবা, অর্শ, জ্বালাপোড়া, বাত, ও শ্বেতপ্রদর ইত্যাদি রোগে ব্যবহৃত হয়।
ইহার ফলে এন হেক্সেন, ইথাইল এসিটেট, মিথাইল, মিথানল বর্তমান, ইহা এন্টিঅক্সিডেন্ট, ও থ্রম্বোলাইটিক। কান্ড এবং ফলে ডিক্লোরোমিথেন, ইথাইল এসিটেট, এন হেক্সেন মিথানল বর্তমান, ইহা কর্কট রোগ প্রতিরোধক। বীজে পেট্রোলিয়াম, ইথার, এসিটোন ইথানল বর্তমান, ইহা বিজানু ও পতঙ্গ নাশক। কান্ডের ছালে পেট্রোলিয়াম, ইথার, মিথানল,ক্লোরোফরম, ইথানল,হাইড্রোমিথানল, ডিক্লোরোমিথেন বর্তমান, ইহা মলকারক ও এন্টিমাইক্রবিয়াল।

সদৃশবিধানে ঔষধটি পরীক্ষাকালে প্লীহা, যকৃত, অন্ত্র, পরিপাক যন্ত্র ক্রমশ আক্রান্ত হইয়াছিল, ইহার অল্পমাত্র ঔষধ ব্যবহারে স্বভাবসিদ্ধ কোষ্ঠকাঠিন্য পীড়া দেখা দেয়, যকৃতের পিত্ত নিঃসরণ ক্রিয়ার সহজেই বাধা পড়ে। বিস্বাদ, মুখে পচা পচা ভাব, তিক্ত আস্বাদ, যকৃতদোষের লক্ষণ, কোষ্ঠবদ্ধতা, প্রাতে আলস্য বোধ, গাত্রবেদনা, বিকালে চোখ মুখ হাত পা জ্বালাসহ জ্বরবোধ, ঠাণ্ডায় আরাম ইত্যাদি পিত্তাধিক্কের লক্ষণ এই ঔষধের অন্তর্ভুক্ত। সাধারণত প্লীহা ও যকৃত দোষ সংযুক্ত নানাবিধ পুরাতন জ্বর, শোথ, ন্যাবা, কোষ্ঠবদ্ধ, অজীর্ণ, অম্ল, অক্ষুধা বূকজ্বালা, অর্শ, ঘৃতপক্ক দ্রব্য, দুধ হজম না হওয়া ইত্যাদি ও যকৃত স্থানে খোঁচামাড়া বেদনা প্রভৃতি রোগে ব্যবহৃত হয়।

গোফুল, ইং: এলেন উইড, ল্যানটানা ক্যামারা,(Lantana Camara) হিং: রাইমুনেরিয়া, ঘনেরি সং: অগ্নিমান্থ : ইহা একটি বিষাক্ত উদ্ভ...
01/05/2022

গোফুল, ইং: এলেন উইড, ল্যানটানা ক্যামারা,(Lantana Camara) হিং: রাইমুনেরিয়া, ঘনেরি সং: অগ্নিমান্থ : ইহা একটি বিষাক্ত উদ্ভিদ, সাধারণত গবাদি পশু ইহা খায়না। আসামের বন্যার সময় খাদ্যের অভাবে অনেক পশুর মৃত্যু হয়েছিল পরে জানা যায় তাদের অনেকেই এই গাছ খেয়ে ফেলায় জন্ডিস সদৃশ রোগে মারা গেছে। এই গাছের পাতার রস জলে মিশিয়ে ছিটিয়ে দিলে মশার লার্ভা নষ্ট হয়। পাতার ধোঁয়া মশা তাড়ায়। এর গন্ধ আছে। পাতা ও ফুল পিশে গন্ধ শুঁকলে মাথা ব্যথা ও সর্দি কমে। পাতা ও ফলের রসের বাহ্যিক ব্যবহারে মাইগ্রেন কমে, নিয়মিত কিছুদিন লাগালে শ্বেতী কমে। গ্রামে অনেকে দন্ত বেদনায় এর রস জলে মিশিয়ে কূলি করে। তবে মনে রাখতে হবে এই দ্রবন যেন কোন ভাবেই পেটে না যায়। ফোড়া, ফুস্কুড়ি, কাটা, ফোলা, রক্তপাতে এর বাহ্যিক ব্যবহার করা হয়।

স্কুকাম -চক(Skookum Chuck)  ওয়াশ স্পোকেন নামক পশ্চিম আমেরিকার ঔষধিগুণ সম্পন্ন একটি হৃদের জল হইতে প্রস্তুত লবণ হইতে বিচূ...
18/03/2022

স্কুকাম -চক(Skookum Chuck) ওয়াশ স্পোকেন নামক পশ্চিম আমেরিকার ঔষধিগুণ সম্পন্ন একটি হৃদের জল হইতে প্রস্তুত লবণ হইতে বিচূর্ণকরন পদ্ধতিতে প্রস্তুত ঔষধ। ইহা একটি এন্টিসোরিক ঔষধ। প্রধানত চর্ম্ম ও শ্লৈষ্মিক ঝিল্লীর উপর ক্রিয়া করে। মধ্যকর্ণের প্রদাহ প্রচুর পরিমাণে কলতান বা রসানির মত দুর্গন্ধ স্রাব, কুষ্ঠ, একজিমা, চর্ম্মের শুষ্কতা, প্রতিশ্যায় লক্ষণ জ্বর। , নাক হইতে প্রচুর , পরিমাণে জলের মত স্রাব, ও অনবরত হাঁচি,।মূত্রে লিখিত এসিড, সর্দি,শীতপিত্ত, হস্তপদাদিতে বাত বেদনা, স্তনের অর্ব্বুদ ইত্যাদি পীড়া গুলিতে সাফল্যের সাথে ব্যবহার হয়। নিম্ন শক্তি 3x.।

27/10/2021

সুপ্রারেণাল (Suprarenal) এই ঔষধটি পিটুইটারি গ্রন্থির পুরোভাগে উৎপন্ন উত্তেজক রসের সহায়ক। ইহার আর একটি উপযোগিতা আছে। আঘাত জনিত কারণে হোক বা বিষক্রিয়ার ফলে হোক বা অন্য যে কোন কারণে হোক যখন মানুষের স্নায়ু কেন্দ্রের উপর অস্বাভাবিক চাপ উপস্থিত হয় তখন এই ঔষধটির প্রয়োগ বিশেষ ফলপ্রদ। এই জন্য হঠাৎ হাঁপানির আক্রমণ, বায়ুনলীর আক্ষেপ প্রভৃতি অবস্থায় ইহা উপযোগী। চোখের কোণ, মুখ, ঠোঁট, জিহ্বা প্রভৃতি স্থানে ঘন কালো দাগ, রক্তের চাপ কমে আসে, পেশী শিথিল হয়, রক্তহীণতার ভাব দেখা দেয়, শরীরের অবসন্নতা প্রভৃতি লক্ষণে ইহা ব্যবহৃত হয়। ইহার ২x ৩x শক্তি সাধারণত বেশি উপযোগী।

ওভারি (O***y) ডিম্বকোষজাত উত্তেজনক রসের দ্বারা যৌবনে যোনি, জরায়ু, স্তন প্রভৃতির শ্রীবৃদ্ধি আংশিকভাবে প্রভাবান্বিত হইয়া...
08/10/2021

ওভারি (O***y) ডিম্বকোষজাত উত্তেজনক রসের দ্বারা যৌবনে যোনি, জরায়ু, স্তন প্রভৃতির শ্রীবৃদ্ধি আংশিকভাবে প্রভাবান্বিত হইয়া থাকে। ইহার অভাব জনিত কারণে নারীদের নারীত্ব বিকাশে ব্যঘাত ঘটে। অত্যন্ত কামনা থাকা সত্ত্বেও তাহাদিগের বন্ধ্যাত্ব ঘটে; এবং দৈহিক অবসন্নতা এবং দুর্বলতা ভাব দেখা দেয়। সদৃশবিধান মতে প্রস্তুত ওভারি নামক ঔষধটি এমত অবস্থায় বিশেষ উপযোগী। ঋতুস্রাব এবং স্বামী সংসর্গ হওয়া সত্ত্বেও নারী গর্ভবতী হয়না অথবা অসময়ে গর্ভস্রাব হইবার আশঙ্কা থাকে। এই ক্ষেত্রেও ঔষধ টি কার্যকর বলিয়া প্রমাণিত। এই ঔষধের যথার্থ প্রয়োগে নারীসুলভ বিভিন্ন অঙ্গের শ্রীবৃদ্ধি, জরায়ুর দুর্বলতা দূর এবং গর্ভসঞ্চার ও গর্ভরক্ষা প্রভৃতি কাজগুলি সুচারুভাবে সম্পন্ন হয়। ইহার 2x এবং 3x শক্তি বেশি উপযোগী।

ফর্ম্মালিন (Formalin) ফরম্যালডিহাইড গ্যাস শতকরা ৩৫ ভাগ জলে দ্রব করিয়া প্রস্তুত হয়। ইহা একটি শক্তিশালী সংক্রমণ নিবারক ও দ...
16/02/2021

ফর্ম্মালিন (Formalin) ফরম্যালডিহাইড গ্যাস শতকরা ৩৫ ভাগ জলে দ্রব করিয়া প্রস্তুত হয়। ইহা একটি শক্তিশালী সংক্রমণ নিবারক ও দুর্গন্ধ হারক ঔষধ এবং উগ্র বিষ। রোগকারক জীবাণুসমূহের প্রায় অধিকাংশকেই ইহা ধংস করিয়া থাকে। ইহার একটি বিশেষ ক্ষমতা যে ইহা সাঙ্ঘাতিক ধরণের অর্বুদ সমূহকে ধ্বংস করিয়া ফেলে, কিন্তু চারিপাশের সুস্থ তন্তু সমূহ পোড়াইয়া বা নষ্ট করিয়া ফেলে না। একখন্ড সুতা বা গরম কাপড় শতকরা ২০ ভাগ ফর্ম্মালিন দ্রবণে ভিজাইয়া, কয়েকঘন্টা লাগাইয়া রাখিলে অর্বুদের পচা বস্তুসমূহ বা ক্ষত পর্দার মত জমিয়া উঠিবে। ঐ গুলি চাঁচিয়া ফেলিয়া দ্বিতীয়বার ঔষধ ব্যবহার করিতে হইবে, নচেৎ ঐগুলি শক্ত হইয়া উঠিব। ফর্ম্মালিন গরম জলে মিশাইয়া উহার ধোঁয়া গ্রহণ হুপিং কাশি, থাইসিস ও শ্বাসপথের উপরাংশের সর্দ্দিজ পীড়ায় একটি সুন্দর ব্যবস্থা।
সুস্থ দেহে পরীক্ষাকালে প্রকাশিত লক্ষণসমূহ :
মন : বিস্মরণশীল , উৎকণ্ঠা, অচৈতন্য অবস্থা।
মস্তক : সর্দ্দি, চোখ দিয়ে জল পড়ে, শিরঘূর্ণন।
মুখগহ্বর : অতিশয় লালাস্রাব , গাঢ় লালা , আস্বাদহীণতা।
উদর গহ্বর : মলত্যাগের প্রবল বেগ , জলবৎ মল।
মূত্র যন্ত্র : মূত্রনাশ , অণ্ডলালময় মূত্র।
শ্বাসযন্ত্র : শ্বাসকষ্ট, কণ্ঠনলীর দ্বারে আক্ষেপ, হুপিং কাশি।
জ্বর : মধ্যাহ্ন পূর্বে শীতবোধ , তার পর দীর্ঘস্থাযী জ্বর। জ্বরকালে অস্থিবেদনা। জ্বর ভোগ কালে মনে করিতে পারেনা যে সে কোথায় আছে।
চর্ম্ম : জুতার চামড়ার ন্যায় কোঁচকানো, বন্ধুর চর্ম্ম খসিয়া পড়ে। ক্ষতের পার্শ্বে একজিমা।দক্ষিণ পার্শ্বে ঊর্ধ্বাঙ্গের উপর ঘর্ম্মে ভিজা ভিজা থাকা একটি প্রকৃষ্ট লক্ষণ।
মাত্রা : শ্বাসযন্ত্রের পীড়ায় উত্তপ্ত জলে মিশাইয়া বাষ্প গ্রহণের জন্য ব্যবহার করিতে হয়। স্প্রে করিবার জন্য শতকরা ১ভাগ দ্রবণ। অন্যথায় ৩x শক্তি।

27/01/2021
27/01/2021

Uncaria tomentosa (Cat's claw) Cat's claw is native to Amazon rainforests and other parts of Central and South America. It is an impressive vine that can reach over 100 ft long, and has curved hooks and soft flowers. It is bitter, cooling, drying. Cat's claw is Analgesic, vulnerary, anti inflammatory, immunomodulatory, antiviral, adaptogegic, and anti tumoral. It has been widely used by the natives for reducing joint inflammation, arthritis, bone pains, dysentery, shingles, cirrhosis, and as general tonic. It is cardioprotective, also showing good effects on AIDS. Regulates digestion, soothes angry stomach and heals ulcers. Stimulates immuno response to viral infection. Eases symptoms of asthma. Enhances DNA repair/acts as buffer to oxidative stress. Reduces side effects of chemotherapy.
It should not be used while taking immunosuppressives or any type of blood thinner, or stomach acid blocker drugs; during pregnancy, or heading for surgery.

27/01/2021

Uncaria laevigata (Smooth Uncaria N.O. Rubiaceae Assamese : Boroki ankora) Smooth Uncaria is a large climber with elliptic leaves and prominent hooked spines. Flowers are stalkless, flat faced hairless outside with a narrow tube. Flowers are seen in a round ball in leaf axis and in branch end clusters , It is found in forests at altitudes of 600 - 1300 meters from North East India to China and South Asia. Flowers during May - November. Stem bark is used as medicine.
Smooth Uncaria is commonly used in traditional Chinese medicine to treat diseases of the cardiovascular and central nervous systems like hypertension, light headedness, numbness and convulsions.

ষ্টেভিয়া রিবাউডিয়ানা (Stevia Rebaudiana)বার্টনি: দক্ষিণ আমেরিকার এক প্রাচীন প্রচলিত গুল্মজাতীয় ভেষজ। এই কন্দমূল সূর্যমুখ...
06/10/2020

ষ্টেভিয়া রিবাউডিয়ানা (Stevia Rebaudiana)বার্টনি: দক্ষিণ আমেরিকার এক প্রাচীন প্রচলিত গুল্মজাতীয় ভেষজ। এই কন্দমূল সূর্যমুখী(এষ্টেরাসিইই)সম পরিবারভুক্ত , কম্পসিটেই গৌত্র ও ইউপেটোরিই উপগৌত্রিয় উদ্ভিজ্ব প্রধানত প্যারাগুয়ে ও ব্রাজিল দেশে দেখিতে পাওয়া যায়। মধূমেহ রোগীদের চিনির এক পার্শ্বপ্রতিক্রিয়াহীণ প্রাকৃতিক বিকল্প , যাহা চিনি হইতে প্রায় ৩০০গুন মিষ্টতা সম্পন্ন ও নিম্ন ক্যালরি যুক্ত। ইহাতে খাদ্যপ্রান -গ , ফলিক এসিড, প্রয়োজনীয় অ্যামাইনো এসিড , এন্টিঅক্সিডেন্ট বর্তমান। ইহা বিজানু, ছত্রাক, বিষানু , আব নাশক, মূত্রকারক, হজম সহায়ক। ইহার মিষ্টি উপাদান ষ্টেভিয়োসাইভ ও রিবাইডিওসাইভ যাহা অগ্নাশয়ের ক্রিয়া বর্ধিত করিয়া প্রয়োজনীয় ইনসুলিন উৎপাদনে সহায়তা করে ও রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক করিতে সহায়তা করে। আগে বিভিন্ন খাদ্যদ্রব্য মিষ্টতা বৃদ্ধির নিমিত্তে ব্যবহৃত হইতে। ইহা রক্তবহা নলীগুলির স্থিতিস্তাপকতা বৃদ্ধি করে।রক্তচাপ নিয়ন্ত্রণ করে। মূত্র যন্ত্র ও গ্রন্থিগুলিকে সক্রিয় করে। অপ্রয়োজনীয় কোষবৃদ্ধি রোধ করে। কোষগুলিকে উজ্জীবিত করে। ইহা রক্তচাপ ও শর্করা যুক্ত বহুমূত্র নিয়ন্ত্রণ করে। যকৃত, প্লীহা, অগ্নাশয় উজ্জীবিত করে। ত্বকের ক্ষত , ও দন্তক্ষয় রোধ করে। স্থূলকায়ত্ব কমাইতে সহায়ক। ইহার পত্র বাটিয়া পুলটিস বাধিয়া দিলে কাটাছেড়া শুকাইতে সহায় করে। ইহার পত্র স্নায়ুশূল , কটিবাত , বাত , রক্তাল্পতা , স্মৃতিভ্রংশ , কমাইতে ব্যবহৃত হয়। ইহাতে কোন বিষাক্ততা প্রমাণিত হয়নাই । ইহা দ্বারা কোষগত ,কর্কট জাতীয় বংশগত, জিনগত কোন ক্ষতিসাধন হয়না।

05/10/2020

Stevia Rebaudiana (Bertoni ) an ancient rhizomatous perennial shrubs of south America of sunflower family Asteraceae (Compositae, tribe: Eupatorieae.) native to Paraguay,and Brazil,
Used as suger substitute for diabetics. It is low calorie sweetner 300 times sweeter than saccharose. Contains folic acid, vit-C , and essential amino acids.
Stevia possess therapeutic Antioxidant, Antimicrobial, antifungal, antiviral, antitumor, diuretic and gastroprotective activities. And to have immunomodulatory effects and positive influences on renal function, blood pressure and blood glucose, It suppress neoplastic growth, improve cell regeneration, strengthen blood vessels. Stevioside and rebaudioside are two thermostable sweetner of stevia. Used in diabetes because of its hypoglycaemic activity, stevioside is not toxic mutagenic or teratogenic. It is also have protective effects against hyperglycaemia, hypertension, Inflammation, tumor and diarrhoea. The use of steviol glycosides as a sweetner can be particularly beneficial to people suffering from obesity, diabetes type II , hypertension, cardiovascular diseases, hypoglycaemia, dental carries and candiasis. It's leave can be used for dressing and healing wounds and skin abrasion (eczema and dermatitis )moreover stevia leave extract seem to have a positive therapeutic effects in treatment of neuralgia. Anaemia, lumbago, rheumatism and amnesia. Stevia glycosides are considered as non carcinogenic, non genotoxic and are not associated with any reproductive/developmental toxicity in humans.

01/08/2020

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when সদৃসবিধান ও ভারতীয় ভৈষজ্যতত্ত্ব -imh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share