13/04/2023
নাগকেশর (মেসুয়া ফেরিয়া , আয়রন উইড,) প্রাচীন কাল হইতে আয়ুর্বেদে ইহা ত্রিদোষনাশক (বাত, পিত্ত, কফ) হিসাবে ব্যবহৃত হইয়া আসিতেছে। রক্তস্রাব, প্রস্রাবথলির পীড়া, বাত, শোথনাশক, ক্ষত শুকাইবার নিমিত্তে ব্যবহৃত হয়। তিক্ত, কষায় রস, লঘু গুন, রুক্ষ বীর্য, ও উষ্ণ গুন সম্পন্ন। ইহাতে এসেনশিয়াল অয়েল, রেজিন আছে। আয়ুর্বেদিক ব্রহ্মরসায়ন, চবনপ্রাস প্রভৃতি অনেক ঔষধির ইহা একটি মূল উপাদান। এক হইতে তিন গ্রাম শুষ্ক চূর্ণ ঔষধি রূপে ব্যবহৃত হয়। এই বৃক্ষের বিভিন্ন অংশ বিভিন্ন রোগের ঔষধ। ইহার ফুল সংকোচনকারী, শোথনাশক, পরিপাক ক্রিয়া বর্ধক। কফ, রক্তস্রাবী অর্শ, মহিলাদের গর্ভাশয় হইতে রক্তস্রাব, প্রভৃতি রোগের মহৌষধ। ফুল হইতে প্রস্তুত তেল ছত্রাক ও বিশানুনাশক। পুষ্পাঙ্কুর আমাশয় রোগের ঔষধ। রক্তরোধক, পাকস্থলী, অর্শ, জরায়ু প্রভৃতি অংগ হইতে রক্তস্রাব।
নাগকেশর চূর্ণ, মেথি ও তেজপাতার সহিত দুগ্ধ বা ভাতের ফ্যানের সহিত সুতিকাগৃহে প্রসুতিদের ক্লেদস্রাব ত্বরান্বিত করিবার নিমিত্ত গ্রাম গঞ্জে ব্যবহৃত হয়।পূর্বত্তরের আদিবাসী অঞ্চলে ফুলবাটা এক চামচ, মধুর সহিত প্রত্যহ দুইবার অর্শের রক্তস্রাব না কমা পর্যন্ত দেওয়া হয়। ইহা গর্ভপাত কারক তাই গর্ভাবস্থায় ব্যবহার নিষিদ্ধ। হাত পায় জ্বালাপোড়ায় শুষ্ক ফুল চূর্ণ ঘির সহিত মিশ্রিত করিয়া বাহ্যিক ব্যবহৃত হয়। ইহা ক্ষতনাশক, রক্তপ্রবাহ সহায়ক, তাই দ্রুত ক্ষত শুনাইতে সহায়তা করে। ইহার পাতা গরম করিয়া বুকে বা মাথায় পুলটিস দিলে ঠান্ডা লাগা কমে। কাঁচা পাকা ফল হজম সহায়ে,ক্ষত, পাঁচড়া, ও চর্মরোগে ব্যবহৃত হয়। ইহার তেল বাতরোগে ব্যবহার করা হয় । থাইল্যান্ডে ইহার পাতা, ফুল, ফল খাদ্য হিসাবে গ্রহণ করে। ফুল মৌ-পালনে, বীজ পোলট্রির খাদ্য রূপে, কাঠ আসবাবপত্র বানাইবার নিমিত্তে, বিভিন্ন সৌন্দর্য বর্ধক সামগ্রীতে ব্যবহৃত হয়। বীজ শক্তিবর্ধক, প্রটিন, তাই বিভিন্ন খাদ্যদ্রব্যতে ব্যবহৃত হয়।
Ayurvedic Properties of Mesua ferrea (Nagkesar) Stamen
Mesua ferrea (Nagkesar) is used in Ayurveda for time immemorial. The dried stamens are used in bleeding disorders, gout and diseases of urinary bladder. The dried stamens are referred as Kesar.
Rasa (Taste): Tikta/Bitter, Katu (pungent) kashaya/Astringent
Guna (Characteristics): Laghu/Light, Ruksha/Dry
Virya (Potency): Ushna/Hot
Vipaka (Post Digestive Effects): Katu/Pungent
Constituents of Stamen- Essential oil and Oleo-resin.
Ayurvedic medicines containing Mesua/Nagkesara: Brahma Rasayana, Chyawanprash, Chandanbalakshadi Taila, Kumariasava, Nagkesaradi churna
The dosage of Mesua ferrea (Nagkesar) Stamen/Kesar: 1-3 g. of the drug in powder form.
Medicinal uses of Nagkesar
Various parts of Mesua tree are used for treating variety of ailments. Its flowers has astringent/constricts tissues, anti-inflammatory and digestion improving properties. The flowers are beneficial in cough, bleeding piles and in abnormal bleeding from the womb. The oil obtained from flower’s stamen has antibacterial and anti-fungal properties. The flower buds are antidysenteric and used to treat the same.
Every medicinal plant exhibits different therapeutic value due to presence of different phytochemicals. In Mesua tree, various parts of tree show haemostatic property which means it acts as agent to arrest bleeding. Due to this property it is used in treatment of bleeding piles and abnormal bleeding from uterus.
In Bihar, for cleaning uterus after delivery, Nagkesar powder is mixed with Methi seeds, Vijaysar seeds and tejpatta. This is given two times a day with rice water or cow’s milk for five days. Tribal of Tripura, take a spoonful of its flower paste mixed with honey twice daily in bleeding piles till the piles is cured.
Nagkesar shows abortifacient activity and must not be used in pregnancy.
Bleeding piles
The dried flowers are ground to make very fine powder. This is given in dose of 1/4 teaspoon with one cup hot water.
Topical application in bleeding piles, burning of the feet
The dried flower powder is mixed with ghee and applied at affected body part.
Cold
In cold the leaves are heated and applied on chest area.
In severe cold, the leaves poultice is applied on head.
Gastric troubles
Ripe and unripe fruits are given for gastric troubles.
Scabies, wounds, skin diseases
The oil obtained from seeds are used externally on affected areas.
Rheumatism
The seed oil is applied on affected joints.
Other Uses of Mesua
Mesua tree is a non-toxic plant. Its ripe fruits, flowers and leaves are edible. In Thailand, the flowers are eaten.
Mesua heartwood is very strong and used for constructing columns, beams, flooring and furniture. The seeds are edible and can be used as feed for poultry and animals. The seeds are good source of energy and protein. The flowers are used for stuffing pillows, dyeing purpose and in many cosmetic products.