কেন বাংলাদেশে প্রতিবছরই ঘূর্নিঝড় আঘাত হানে?
শান্ত চোখ জুড়ানো সমুদ্র। কিন্তু এই সমুদ্র আবার হিংস্র দানবীরূপে মানুষের স্বপ্ন, প্রাণ কেড়ে নেয়। ঘূর্ণিঝড়, সাইক্লোন, পূর্ব এশিয়া অঞ্চলের টাইফুন বা প্রতীচ্যে বলা হয় হারিকেন এটি আদতে গ্রীষ্মমন্ডলীয় ঝড়। ঘূর্ণিঝড়ের সাথে টর্নেডো বা কালবৈশাখীর সবচেয়ে বড় অমিল হচ্ছে ঘূর্ণিঝড় বা সাইক্লোন সৃষ্টি হয় সমুদ্রে এবং টর্নেডো যে কোনো স্থানেই হতে পারে। সাধারণত নিম্নচাপের ফলেই ঘূর্ণিঝড় সংঘটিত হয়ে থাকে। এটা একটা ঘূর্ণিঝড়ের কারণ।
Please also subscribe to our YouTube Channel. Thanks 🙂 🤗.
https://bit.ly/WondersWorldOfficial
ঘূর্ণিঝড় আম্পান স্থল নিম্নচাপে পরিণত হয়েছে
সারা রাত তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড় আম্পান এখন একেবারেই দুর্বল হয়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোরের দিকে ঘূর্ণিঝড় আম্পান স্থল নিম্নচাপে পরিণত হয়ে আরও উত্তর–পূর্ব দিকে সরে গেছে।
আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ প্রথম আলোকে এই তথ্য জানান।
সামছুদ্দীন আহমেদ বলেন, স্থল নিম্নচাপে পরিণত হয়ে আম্পান আজ সকাল পৌনে ৯টার দিকে রংপুর অঞ্চলের দিকে অবস্থান করছিল। এটি আরও উত্তর–পূর্ব দিকে সরে যাবে।
সামছুদ্দীন আহমেদ আরও বলেন, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা, পায়রা সমুদ্রবন্দরসহ যেসব এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত ও ৯ নম্বর বিপদ সংকেত ছিল, সেটি তুলে ফেলা হয়েছে। তার পরিবর্তে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
#cyclone
#amphan
#আম্পান
Cyclone amphan live satellite view
১৬ বছর আগে নামকরণ হয় ‘আম্পান’সাগরে সৃষ্টি হয় ১৪ মে শুরুতে এর গতিবেগ ছিল ১৮০ কিলোমিটার/ঘণ্টা। ২০ মে বিকেল ৫টায় সুন্দরবন–সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে ঢোকে আম্পান সাতক্ষীরা, খুলনা, যশোর হয়ে নড়াইল, রাজবাড়ী, সিরাজগঞ্জের দিকে এগিয়ে যাবে এসব জেলায় প্রবল বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে ঝোড়ো বাতাস। সবশেষে জামালপুরের দিকে এগিয়ে যাবে আজ রাত ১২টা থেকে ১টার মধ্যে। এরপর বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল হয়ে ভারতের উত্তর–পূর্বাঞ্চলে গিয়ে হারিয়ে যাবে।
Cyclone Amphan live satellite view
১৬ বছর আগে নামকরণ হয় ‘আম্পান’
সাগরে সৃষ্টি হয় ১৪ মে
শুরুতে এর গতিবেগ ছিল ১৮০ কিলোমিটার/ঘণ্টা
আজ ২০ মে বিকেল ৫টায় সুন্দরবন–সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে ঢোকে আম্পান
সাতক্ষীরা, খুলনা, যশোর হয়ে নড়াইল, রাজবাড়ী, সিরাজগঞ্জের দিকে এগিয়ে যাবে
এসব জেলায় প্রবল বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে ঝোড়ো বাতাস
সবশেষে জামালপুরের দিকে এগিয়ে যাবে আজ রাত ১২টা থেকে ১টার মধ্যে।
এরপর বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল হয়ে ভারতের উত্তর–পূর্বাঞ্চলে গিয়ে হারিয়ে যাবে