Alisa Anjum Vlog

  • Home
  • Alisa Anjum Vlog

Alisa Anjum Vlog Follow me

25/04/2024
পল্লী বিদ্যুৎ এর প্রতি মাসে ডিমান্ড চার্জ ওভ্যাট চার্জ বন্ধ করুন।
25/04/2024

পল্লী বিদ্যুৎ এর প্রতি মাসে ডিমান্ড চার্জ ও
ভ্যাট চার্জ বন্ধ করুন।

✅ভালো তরমুজ চেনার উপায়:🍉-১। তরমুজের বোটা সবুজ হলে বুঝবেন গাছপাকা। বোটা কালো বা হলুদ হলে তরমুজ অনেক দিন আগে কাটা।২। চার ...
25/04/2024

✅ভালো তরমুজ চেনার উপায়:🍉-
১। তরমুজের বোটা সবুজ হলে বুঝবেন গাছপাকা। বোটা কালো বা হলুদ হলে তরমুজ অনেক দিন আগে কাটা।

২। চার আঙুল দিয়ে আঘাত করলে মোটা শব্দ হলে তরমুজ পাকা চিকন শব্দ হলে তরমুজ কাচা। কারণ তরমুজ পাকলে সুগার বেড়ে মাঝে ভ্যাকিউল তৈরি হয় তাতে শব্দ বাড়ে।

৩। ভ্যারিগেটেড তরমুজ যেটা কৃষক বাংলালিংক বলে সেটার ডোরা কাটা গুলোর মাঝে ফাঁক বেশি হলে তরমুজ ভালো হবে।

৪। তরমুজ মাটির সাথে লেগে থাকা অংশ হলুদ হলে তরমুজ পাকা। ওই অংশ সবুজ হলে ওটা কাচা।

৫। হলুদাভ ফিল্ড স্পট আছে এমন তরমুজ কিনবেন।

৬। ডেনসিটি বেশি মানে সাইজের তুলনায় ওজন বেশি এমন তরমুজ কিনবেন।
৭। তরমুজের গায়ে বাদামী বর্ণের জালিকা থাকলে কিনবেন।

৮। সিমেট্রিকাল সাইজ শেপ দেখে কিনবেন।

৯। ক্ষত, ডিপ্রেসড থাকলে কিনবেন না।©️

25/03/2024

See the Difference....

A heartbreaking

 # **১৮৬০ সালের ধানমন্ডি ****এলাকার এই ছবিটিতে ধারণ করা লোকগুলির কেউ নিশ্চয়ই বেঁচে নেই। আমরাও আমাদের সেসময়কার কোন আত্মীয়...
22/02/2024

# **১৮৬০ সালের ধানমন্ডি **

**এলাকার এই ছবিটিতে ধারণ করা লোকগুলির কেউ নিশ্চয়ই বেঁচে নেই। আমরাও আমাদের সেসময়কার কোন আত্মীয়স্বজনকেও হয়তো চিনিনা। সময় থেমে নেই, গড়িয়ে চলছে দ্রুত - বর্তমানও অতীতের গহ্বরে বিলীন হয়ে যাবে। এই নিয়মের ব্যত্যয় নেই এবং এটি পাশ কাটাবারও কোন অবকাশ নেই।

- ছবিটি বৃটিশ লাইব্রেরীর সৌজন্যে।**

Courtesy: Abul Quasem Mohammad Saleh

সোনালী দিনের সোনালী সময়ের কিছু সুপরিচিত মুখচ্ছবি ,,,,,,,,বাম দিক হতে ,,,,জেমস (তৎকালীন ফিলিংস ও বর্তমানে নগরবাউল ), ফজল ...
22/02/2024

সোনালী দিনের সোনালী সময়ের কিছু সুপরিচিত মুখচ্ছবি ,,,,,,,,

বাম দিক হতে ,,,,জেমস (তৎকালীন ফিলিংস ও বর্তমানে নগরবাউল ), ফজল (নোভা ), পার্থ বড়ুয়া (সোলস),নকিব খান (তৎকালীন সোলস ও বর্তমানে রেনেসাঁ ), আজম বাবু (শব্দ প্রকৌশলী ), প্রয়াত কিংবদন্তি আইয়ুব বাচ্চু (এল , আর, বি ), বাবনা করিম (ওয়ারফেজ ) এবং প্রিন্স মাহমুদ (শিল্পী , গীতিকার ও সুরকার )

Photo Source: newsg24
সৌজন্যে – সোনালি দিনের গান

নিউইয়র্কের স্থায়ী হয়েছি। জ্যামাইকায় বিশাল বাড়ি ভাড়া করেছি। দোতলা বাড়ি বেসমেন্ট আছে, এটিক আছে। বাড়ির পিছনে বারবিকিউ করার ...
21/02/2024

নিউইয়র্কের স্থায়ী হয়েছি। জ্যামাইকায় বিশাল বাড়ি ভাড়া করেছি। দোতলা বাড়ি
বেসমেন্ট আছে, এটিক আছে। বাড়ির পিছনে বারবিকিউ করার জায়গা আছে। নানান আসবাবে বাড়ি সাজানো হয়েছে। শোবার ঘরে কিছু যন্ত্রপাতিও বসানো হয়েছে। শাওন চেষ্টা করে যাচ্ছে জীবন যাত্রা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার। তার ধারণা, যেই মূহুর্তে আমি কাগজকলম নিয়ে বসব সেই মাহেন্দ্রক্ষনেই সব সাভাবিক হয়ে যাবে। আমার রোগের প্রকোপ কমতে শুরু করবে।
আমার মা' রও দেখি একই ধারণা। তিনি শাওনকে টেলিফোন করে প্রথমেই বলেন, বৌমা!! হুমায়ূন কি কাগজ কলম নিয়ে বসেছে? শাওন হতাশ গলায় বলে, না।
তার হাতের কাছে কাগজ কলম আছে তো?
সব আছে।সে চেয়ার - টেবিলে বসে লিখতে পারে না, মাটিতে বসে লেখে। ওর লেখার জন্য টুল কিনেছি। টুলের সামনে শ্যাগ কার্পেট বিছিয়ে রেখেছি।
মা বললেন, চেষ্টা করে দেখ ওকে ভুলিয়ে-ভালিয়ে লেখার টেবিলে বসাতে পার কিনা। একবার কলম হাতে নিলেই সব ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ। আমার সমস্যা হচ্ছে, কলম কে আমার বিষাক্ত মনে হচ্ছে।
কিছুই লিখতে ইচ্ছে করছে না, বরং মনে হচ্ছে এক জীবনে অনেক লিখেছি আর কত? প্রথম যৌবনে রাত জেগে পাতার পর পাতা লিখেছি।
সন্ধায় লেখার টেবিলে বসে ফজরের আজানের পর টেবিল ছেরে উঠেছি। এক রাতে উপন্যাস শেষ করেছি। উপন্যাসের নাম --- অচিন পুর। এখন বিশ্রাম।
শাওন আমার লেখার টুল আর শ্যাগ কার্পেট যেখানে বসিয়েছে, সেই জায়গাটাও আমার পছন্দ না
এখান থেকে জানালা দিয়ে প্রকান্ড একটা ম্যাপল ট্রি দেখা যায়।সেই বৃৃক্ষের দিকে তাকালেই কেমন যেন লাগে আসন্ন শীতের কারণে গাছ দ্রুত পত্রশূন্য হচ্ছে। আসি নিজের ছায়াই যেন ম্যাপল গাছে দেখতে পাচ্ছি।
এক সন্ধায় নিজের ইচ্ছার বিরুদ্ধেই লেখার টেবিলে বসলাম। হাতে কলম তুলে নিলাম।
সঙ্গে সঙ্গে শাওন আমার মা' কে টেলিফোন করে গলা নামিয়ে উত্তেজিত ভঙ্গিতে বলল, মা! সুসংবাদ আছে। ও লিখতে বসেছে।
মা কী বলল শুনতে পেলাম না। নিশ্চই দোয়া–দরুদ পাঠ করলেন।”
—হুমায়ূন আহমেদ (নিউইর্কের আকাশে নীল ঝকঝকে রোদ)

সাউথের কয়েকটি আপকামিং সিনেমাতে বলিউড অভিনেতাদের নেগেটিভ রোল প্লে করতে দেখা যাবে-1. Emran hashmi(OG & Goodachari 2)2. San...
21/02/2024

সাউথের কয়েকটি আপকামিং সিনেমাতে বলিউড অভিনেতাদের নেগেটিভ রোল প্লে করতে দেখা যাবে-

1. Emran hashmi
(OG & Goodachari 2)

2. Sanjay dutt
(Double ismart & KD the devil)

3. Boby deol
(Kanguva, hari hara Vera mallu & NBK 109 )

4. Saif Ali khan
(Devara -part 1)

ছেলের নাম অকায়...
21/02/2024

ছেলের নাম অকায়...

১৯৯৪  সালে প্রয়াত নায়ক জসিমের ছবিতে সাইড আর্টিস্ট হিসেবেকাজ করেন বলিউড অভিনেতা চাংকি পান্ডে (অনন্যা পান্ডের বাবা)
21/02/2024

১৯৯৪ সালে প্রয়াত নায়ক জসিমের ছবিতে সাইড আর্টিস্ট হিসেবে
কাজ করেন বলিউড অভিনেতা চাংকি পান্ডে (অনন্যা পান্ডের বাবা)

সবাইকে ধন্যবাদ
30/01/2024

সবাইকে ধন্যবাদ

07/01/2024

কেন্দ্রে প্রবেশ করলেন মাহিয়া মাহি

07/01/2024

পুরুষ কখনো নিজের জন্য বাঁচে না

22/12/2023

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Alisa Anjum Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share