Habib rohoman

  • Home
  • Habib rohoman

Habib rohoman nothing is permanent

15/02/2024

--১ রাতের জন্যে বউ হবি আমার।

--হতে পারি, কিন্তু আমার রেট একটু বেশি দিতে পারবি এতো টাকা তুই।

--কতো টাকা লাগবে শুধু বল।

--সবার কাছে যেমন টাকা নেই তোর কাছেও তেমনি নিবো। আমি প্রতি রাতের জন্যে ৩ হাজার টাকা করে নেই।

--ঠিক আছে চল আমার সঙ্গে বাসায়।

"তো এর পরে হাসিব মেয়েটিকে বাসায় নিয়ে এসে জিঙ্গেস করে।

হাসিব : তোমার নাম কি জানতে পরি।

--হুমম আমার নাম হলো পৃতি।

হাসিব : চলো খাওয়া দাওয়া করে নেই আমরা।

পৃতি : আমার খিদে নেই। আপনি খেয়ে নেন।

হাসিব : আরে চলো সমস্যা নেই।

"এর পরে হাসিব পৃতিকে নিয়ে খাওয়া দাওয়া করে রুমের ভিতরে চলে আসে "

পৃতি : হুমম এখন শুরু করুন।

হাসিব : হুমম ওয়েট ( কথাটি বলেই হাসিব একটি কুরআন নিয়ে এসে বলতে থাকে ) জানো পৃতি এই কুরআন সম্পর্কে।

পৃতি : হুমম জানি।

হাসিব : জানো এই কুরআনে বলা আছে আমরা যেন খারাপ কাজ থেকে দুরে থাকি। যেনা থেকে দুরে থাকি। পরকীয়া থেকে দুরে থাকি।

পৃতি : জ্বী জানি।

হাসিব : তহালে মানোনা কেনো তুমি।

পৃতি : এই সব কিছু মানে গেলে আমার পেটে ভাত জুটবেনা সাহেব।

হাসিব : কেনো জুটবেনা। চেষ্টা করো অবশ্যই জুটবে।

পৃতি : অনেক চেষ্টা করেছি কিন্তু কাজ হয়নি। তাই এই পথে আসা আমার। এখন শুরু করুন তো যেই জন্যে আমাকে ভারা করে এনেছেন।

হাসিব : আমি তোমাকে এই সব বুঝার জন্যেই নিয়ে এসেছি। যদি বলতাম এই সব বলবো তাহলে কি আমার সঙ্গে আসতে বলো।

পৃতি : ওহ।

হাসিব : আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার সঙ্গে সুখের নীর ভাধতে চাই। ধরবে আমার এই হাত।

পৃতি : কিছু সময় কাটালেন তাতেই এতো ভালোবাসা।

হাসিব : আমি তোমাকে অনেক আগে থেকেই ফলো করি কিন্তু কখনো সাহস হয়নি এই সব বলার।

পৃতি : তাই।

হাসিব : তোমাকে নিয়ে অনেক স্বপ্ন বুনেছি আমার এই ছোট্ট ভুবনে।

পৃতি : চলবে আমাকে দিয়ে আপনার। দেখাইতে পারবেই এই সমাজে মুখ।

হাসিব : হুমম তুমি শুধুমাত্র হাতটি শক্ত করে ধরে রাখিও।

পৃতি : কখনো হাতটি ধারবেন নাতো।

হাসিব : নাহ কখনোই না। একবার বিশ্বাস করে হাতটি ধরে দেখো।

"বেশ কিছুক্ষন চিন্তা করার পরে পৃতি বলে"

পৃতি : ঠিক আছে আমি রাজি।

হাসিব : তাহলে চলো যাই কাজির বাড়িতে।

পৃতি : হুমম চলো?

হাসিব : চলো?

"কিছু কিছু ভালোবাসা আছে। যেখানে মানুষটি যতোই খারাপ হোকনা কেনো সেখানে ভালোবাসা স্বর্গরাজ্য গড়ে উঠবেই'

অনু_গল্প : তোমার_পরিবর্তন

15/02/2024

ক্লাসে ম্যাডাম ঢুকেই বলল, " নীলয় তুই নাকি
সাদিয়াকে
প্রেমপত্র দিছিস! সাদিয়া তোর প্রেমপত্র
পড়ে
অজ্ঞান
হয়ে গেছে।" ম্যাডামের কথা শুনে নীলয়ের
কলিজা শুকিয়ে
গেলো। সাদিয়া ম্যাডামের একমাত্র মেয়ে।
ডাইনী মায়ের
একমাত্র আদরের সন্তান। ম্যাডাম আবার বলল,
"কিরে তুই
উত্তর দিচ্ছিস না কেন"? ভয়ে নীলয়ের পায়ে
কাঁপাকাঁপি শুরু
হয়ে গেলো। যেকোনো সময় প্যান্ট নষ্ট
করে ফেলার মতন
অবস্থা।
জীবনে কখনো ম্যাডামের ক্লাসে পড়া
দিয়েছি বলে মনে
পড়ে না। ম্যাডাম এমনিতেই আমাকে দেখতে
পারে না।
তার উপর তার মেয়েকে প্রেমপত্র দিয়েছি,
সেটা পড়ে
বেচারি অজ্ঞান। ম্যাডাম আমার অবস্থা আজ
কি
করবে
সেটা বুঝার বাকি রইলো না। মনে মনে
বিপদের
দোয়া
পড়ছি আর নিজের বুকে ফুঁ দিচ্ছি। আল্লাহ
এবারের
মতন
আমাকে বাঁচাও এরপর থেকে সাদিয়াকে
নিজের
বোনের
চোখে দেখবো।
ম্যাডাম আস্তে আস্তে এগিয়ে এলো আমার
দিকে।ক্লাসের
সবাই সার্কাস দেখার অপেক্ষায় আমার দিকে
তাকিয়ে
আছে। ম্যাডাম আমার কাছে এসে চিঠিটা
আমার
হাতে
দিয়ে বলল, " পড়ে শোনা"। ম্যাডামের কথা
শুনে এবার গলা
পর্যন্ত শুকিয়ে কাঠ। আমি লজ্জায় নিচের
দিকে
তাকিয়ে
আছি। ম্যাডার তার ডাই-নী কণ্ঠে চিৎকার
করে
উঠে বলল,
"এক্ষণ পড়ে শোনা বলছি।"
আমি চিঠি হাতে নিয়ে পড়া শুরু করলাম।
কলিজার বোঁ*টা সাদিয়া,
কেমন আছো তুমি? জানি তুমি ভালো নেই।
তোমার ডাই*নী মা
৪৫ মিনিটের ক্লাসে আমাদের যে অবস্থা
করে!
আল্লাহ
জানে সারাদিন তোমার উপর ঐ ডাই*নীটা
কতো
নির্যাতন
চালায়। তুমি বললে আমি উনার বিরুদ্ধে মামলা
করবো।
প্রথমদিন তোমাকে দেখেই আমার বুক
কেঁপে উঠেছিল। সেই
কাঁপুনিতে বাংলাদেশ ও মায়ানমারের কিছু
অংশ
কেঁপে
উঠে।অথচ মানুষজন বলে সেটা নাকি
ভূমিকম্পের
কারণে।
কাউকে বিশ্বাস করাতেই পারিনি ওটা
আমারি বুকের
ভূমিকম্প।
তুমি জানো সারাদিন শুধু আমি তোমার কথা
ভাবি।
এতো
ভাবনা যদি আমি গণিতের প্রতি দিতাম
তাহলে
আইনস্টাইনের মতন আমারো পকেটে দুইচারটা
নোবেল
থাকতো। , কিন্তু দেখো আমি নোবেলের কথা
চিন্তা না করে
শুধু তোমার কথা চিন্তা করি। কিন্তু তোমার
ডাইনী
মায়ের
জন্য চিন্তাটাও ঠিকমতন করতে পারি না। হঠাৎ
করে
তোমার মা আমার চিন্তার মধ্যে এসে আমাকে
লাঠিপেটা
করে আর বলে " ঐ তুই আমার মেয়েকে
নিয়ে চিন্তা করিস
কেন?"
সেইদিন স্বপ্নে দেখি তোমাকে নিয়ে চাঁদে
যাচ্ছি
হানিমুন করতে। রকেটে আমি আর তুমি
লুকোচুরি
খে-লছি।
এরমধ্যে কোথা থেকে যেন তোমার মা
এসে রকেটের ইঞ্জিন
বন্ধ করে দিয়ে বলে, " এবার খেলা হবে।"
বিশ্বাস করো সাদিয়া, তোমার কথা মনে
হইলেই
এই হৃয়দের
মধ্যে এনার্জি বাল্ব জ্বলে উঠে। তুমি আবার
ভেবো না আমি
৩০০ টাকার এনার্জি বাল্ব ১০০ টাকায়
কিনেছি শুধুমাত্র
কোম্পানির প্রচারের জন্য।
আমি ফিলিপ্স বাল্বের কথা বলেছি। যা
দিবে
তোমাকে
শতভাগ আলো ও দীর্ঘদিনের গ্যারান্টি।
সাদিয়া বিশ্বাস করো এই মনে!!...."
হঠাৎ ধপাস করে কিছু পরে যাওয়ার শব্দ
পেলাম।
সামনে
তাকিয়ে দেখি ম্যাডাম অজ্ঞান হয়ে
মাটিতে পড়ে
গেছে।
সবাই মিলে দৌড়াদৌড়ি করে ম্যাডামকে
তুলে ডাক্তার
ডাকতে গেলাম।
ম্যাডামের জ্ঞান ফিরলে প্রিন্সিপ্যাল
ম্যাডাম
আমাকে
ডেকে পাঠালেন। উনি বললেন," তুমি নাকি
ম্যাডামের
মেয়ে সাদিয়াকে চিঠি দিয়েছ। কি ছিল সেই
চিঠিতে
দেখি চিঠিটা আমাকে দেও।" আমি ভয়ে ভয়ে
প্রিন্সিপ্যাল
ম্যাডাম কে বললাম "আগে এখানে ডাক্তারকে
ডাক দেন
ম্যাডাম।"
এতদূর যখন
এসেছেন, তাহলে একটা Cmnt
তো চাই ।

নতুন নতুন পোস্ট আর গল্প পেতে আমার পেইজে লাইক ফলো করে রাখবেন-

14/02/2024

14/02/2024

14/02/2024

Happy Valentine's day chapri Ra 🙆

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Habib rohoman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share