Shailkupa blood donate found.

  • Home
  • Shailkupa blood donate found.

Shailkupa blood donate found. মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য ।

Shout out to my newest followers! Excited to have you onboard! Rabbul Hossain, Sheike Rabul Hossan, ছোট নবাব, Mohon Khan...
25/08/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Rabbul Hossain, Sheike Rabul Hossan, ছোট নবাব, Mohon Khan Mohon, Farhan Cowdury Rahyan, Mst Rabiya Rabiya, MD Ashadul, Samim Samim, Fahim Ahmed Raju, Mohamed Rafik, Irfan Ali, MD Asad Hossain, Nizam Sahown, Sk Habib, Md Hasan, Md Titu, Md Sojib Khan, Μɘʜɘɗɩ 一 ཐི༏ཋྀ, Fahim Ahmad, অপে ক্ষা, Selva Kumar, Md Nazrul, MD Briaz, Saem Mia Asr, MD Elias Sheikh, MD Ziaur Khan, MD Rajaul, MD Biplob Khan Khan, MD Masud Rann Sakre

দুনিয়াতে সবাই নিজের স্বার্থের জন্য ঘুরে,,, শুধুমাত্র রক্তদাতা কোনো রকম স্বার্থ ছাড়াই রক্তদান করে।
15/08/2024

দুনিয়াতে সবাই নিজের স্বার্থের জন্য ঘুরে,,,
শুধুমাত্র রক্তদাতা কোনো রকম স্বার্থ ছাড়াই রক্তদান করে।

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Eliash Hossain, Md Chanchal, Sheikh Abdur Rahim, নিঝুম...
15/08/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Eliash Hossain, Md Chanchal, Sheikh Abdur Rahim, নিঝুম রাত, Md Alauddin Shikh, Razib Rahaman, Rabeul Rabeul, Mmt Hassan, MD Sowkot, বাবুল হোসেন লস্কার, Md Liton Molla L, Md Noyon, Muzahid Hossen

আসুন আমরা সবাই বলে যায় কার রক্তের গ্রুপ কি??
11/08/2024

আসুন আমরা সবাই বলে যায় কার রক্তের গ্রুপ কি??

09/04/2023
02/11/2020

রক্ত দেওয়ার আগে যা অবশ্যই মানতে হবে,

জেনে নিন কারা রক্তদান করতে পারবেন না ???

☞ ১) কুকুরের কামড়ের ইনজেকশন যারা নিয়েছেন, তারা ইনজেকশন-এর কোর্স শেষ হওয়ার পর ১ বছর রক্তদান করবেন না।

☞ ২) বড় অপারেশন যাদের হয়েছে তারা ১ বছর পর্যন্ত রক্তদান করবেন না। ছোট অপারেশন হলে ৬ মাস পর্যন্ত রক্তদান অনুচিত।

☞ ৩) কোন কারণে যদি কেউ রক্ত গ্রহণ করে থাকেন, তবে তিনিও এক বছর রক্তদান করতে পারবেন না।

☞ ৪) জন্ডিস, ম্যালেরিয়া বা টাইফয়েড রোগ হলে, সুস্থ হওয়ার পর আরও ৬ মাস রক্তদান করবেন না।

☞ ৫) যারা হাসপাতালে গিয়ে দাঁত ফেলেছেন, নাক বা কানে ছিদ্র করিয়েছেন, বা শরীরে উল্কি/ ট্যাটু করিয়েছেন, তারাও ৬ মাস রক্তদানে অক্ষম।

☞ ৬) গত ৬ মাসের মধ্যে যে মহিলার গর্ভপাত হয়েছে, বা যিনি বর্তমানে সন্তান- সম্ভবা, তিনিও রক্তদান করতে পারবেন না।

☞ ৭) যে মহিলার সন্তান এখনও মাতৃদুগ্ধ পান করে, তিনি রক্তদান করবেন না।

☞ ৮) যে মহিলা বর্তমানে ঋতুচক্রের মধ্যে আছেন (মাসের নির্দিষ্ট ৫/৬ দিন) + পরবর্তী ৭ দিন - তিনি রক্তদান করতে পারবেন না।

☞ ৯) যার কোন চর্মরোগ বা যৌনরোগ আছে, তিনি সম্পূর্ণ সুস্থ হওয়ার পরও ৬ মাস পর্যন্ত রক্তদান করবেন না।

☞ ১০) যে ব্যক্তি বর্তমানে কোন ধরণের অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছেন, তিনি কোর্স শেষ না হওয়া পর্যন্ত রক্তদান করবেন না। কোর্স শেষ হবার ৭ দিন পর রক্ত দিতে পারবেন।

☞ ১১) যিনি গত বারো ঘণ্টার মধ্যে সুরাপান করেছেন, তিনি রক্তদান করবেন না। কোন ব্যক্তি যদি নিয়মিত সুরাপানে বা নেশা সেবনে (Drugs) অভ্যস্ত হন, তা হলে তার কাছ থেকে রক্ত গ্রহণ না করাই উচিৎ।

☞ ১২) যে ব্যক্তি একাধিক সঙ্গীর সঙ্গে যৌন সংসর্গে অভ্যস্ত, তার কাছ থেকে রক্ত সংগ্রহ অনুচিত।

☞ ১৩) মানসিক ভাবে অবসাদগ্রস্ত ব্যক্তি বা মানসিক রোগীদের কাছ থেকে রক্ত গ্রহণ করা উচিৎ নয়।

☞ ১৪) একবার রক্তদান করে ১২০ দিনের মধ্যে আর রক্তদান করা অনুচিত।

# #সংগৃহিত

রক্তদানের পরে করণীয়ঃ- (সময় নিয়ে পড়ুন প্লিজ)১. রক্তদেয়ার পর কমপক্ষে ৫-১০ মিনিট শুয়ে থাকা। সাথে সাথে ওঠে গেলে মাথা ঘুরে অজ...
10/09/2020

রক্তদানের পরে করণীয়ঃ- (সময় নিয়ে পড়ুন প্লিজ)
১. রক্তদেয়ার পর কমপক্ষে ৫-১০ মিনিট শুয়ে থাকা। সাথে সাথে ওঠে গেলে মাথা ঘুরে অজ্ঞান হওয়ার সম্ভাবনা আছে।
২. বেড থেকে ওঠে বেশি বেশি ওরস্যালাইন মিক্সড করা পানি পান করা, এতে রক্তের জলীয় অংশের ঘাটতি পূরণ হবে।
৩. ব্লাড ব্যাংকে রক্তদান করলে ডোনার কার্ড নেয়া। হসপিটাল থেকে কোন প্রকার ডোনার কার্ড দেয়া হয়না। তবে রাতের বেলায় রক্তদান করলে তাদের থেকে একটি রিপোর্ট প্রিন্ট করে নিবেন প্লিজ। এরফলে পুলিশ হয়রানি থেকে রক্ষা পাবেন।
৪. স্কিনিং টেষ্ট এর রিপোর্টের কপি নেয়া। এই রিপোর্টের কপি চেয়ে নিতে হবে।
৫. যে হাত থেকে রক্তদান করেছেন, কমপক্ষে ২৪ ঘন্টা সে হাতে ভারী কোন কিছু না নেয়া। এতে ব্লিডিং হওয়ার সম্ভাবনা রয়েছে।
৬. যেদিন রক্তদান করবেন, সেদিন রাতে ঘুমানের সময় বিপরীত কাত হয়ে ঘুমানো। অর্থাৎ ডান হাত থেকে রক্ত দিলে বাম কাত হয়ে ঘুমানো, অথবা বাম হাত থেকে রক্ত দিলে ডান কাত হয়ে ঘুমানো উচিত। এতে হাতে রক্ত-সঞ্চালনে বাঁধা সৃষ্টি হবেনা।
৭. কমপক্ষে ২ দিন অতিরিক্ত বিশ্রাম নেয়া। এরফলে দূর্বলতা কেটে যাবে।
৮. হাতে কোন প্রকার ম্যাসাজ/মালিশ না করা। এরফলে ব্লিডিং হওয়ার সম্ভাবনা রয়েছে।
৯. অনেক সময় দেখা যায়- সুই ঢোকানোর স্থানসহ আশে-আশে চামড়ার নিচের অংশ কালচে রং হয়ে যায়, এতে ভয় পাওয়ার কিছু নেই। এক-দুই দিন পর ঠিক হয়ে যাবে। কোন প্রকার মালিশ/ম্যাসাজ করবেননা প্লিজ।
১০. রক্তদানের কার্যক্রম বেশি বেশি প্রচার করা, এতে অন্যরা উৎসাহিত হবে।
১১. Whole Blood দিলে কমপক্ষে ৩-৪ মাস পর পুনরায় রক্তদান করা। অনেকেই আবেগের তারনায় ২ মাস পরও রক্ত দিয়ে দেয়। এরফলে নিজেরও ক্ষতি হবে এবং রোগীরও উপকার হবেনা। কারন- আপনার শরিরের পর্যাপ্ত পরিমানে হিমোগ্লোবিনের সৃষ্টি হয়নি। এভাবে নিয়ম মেনে রক্তদান না করলে আপনারই রক্ত-স্বল্পতা দেখা দিতে পারে এবং বেক-পেইন হওয়ার সম্ভাবনা থাকে।
১২. যেদিন রক্তদান করেছেন, সেই দিনের তারিখটি নোট করে রাখুন। এরফলে পরবর্তি রক্তদানের তারিখ কবে হবে তা বের করে নিতে পারবেন।
রক্তদানে কোন প্রকার ক্ষতি নেই। তবে নিয়ম মেনে রক্তদান না করলে ক্ষতি আছে। তাই সবাইকে অনুরোধ করবো- নিয়মগুলো মেনে চলুন।

30/06/2020

যারা সেচ্ছায় রক্তদান করতে ইচ্ছুক তারা দয়া করে আাপনার নাম রক্তের গ্রুপ মোবাইল নম্বর এবং আপনার ঠিকানা কমেন্ট করুন।

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।

13/09/2019

সবাইকে_পড়ার_অনুরোধ_রইলো_কেউ, #এড়িয়ে_যাবে_না
দোস্ত কই তুই? তোর রক্তের গ্রুপ O
নেগেটিভ না?
- হ্যাঁ, কেন?
- আরেহ্ তুই একটু তাড়াতাড়ি আয় আমাদের
বাড়ির পাশের হাসপাতালটা তে!! একজন
মহিলার খুব তাড়াতাড়ি Oনেগেটিভ
রক্তের প্রয়োজন!!
- ভাই আমি মাত্র ১০দিন আগেই রক্ত
দিলাম!!
- তুই মনে হয় ভয় পেয়ে এই কথা বলতেছিস!!
O নেগেটিভ রক্ত ভাই আর কোথাও পাওয়া
যাচ্ছেনা!! মহিলার অবস্থা খুব খারাপ!! এই
মুহূর্তে রক্ত দিতে না পারলে উনাকে
বাঁচানো যাবেনা!!
- কোথাকার কোন মহিলা মরতেছে
সেটা আমাকে বলতেছস কেন? আমি
ভার্সিটি তে!! আমার এখন ক্লাস আছে!!
রাখি! (ফোন কেটে দিয়ে মোবাইল বন্ধ
করে দিল)
৫ঘন্টা পর বাড়িতে গিয়ে দেখল অনেক
মানুষের ভিড়,
- বাবা মায়ের এই অবস্থা কেন? মায়ের
কি হয়েছে?
- এক্সিডেন্ট করছিল, প্রচুর রক্ত গেছিল!!
যারা তুর আম্মুকে হাসপাতালে নিয়ে
গেছে তারা তুর আম্মুর জন্য সঠিক সময়ে
রক্ত যোগাড় করত পারল না!! Oনেগেটিভ
রক্তের একটা ছেলেকে পেয়েছিলো
সে রক্ত দিতে চায় নি তাই ফোন বন্ধ
করে দিলো নাকি!! জানিস তো O
নেগেটিভ রক্ত সহজে পাওয়া যায় না!!
"প্রায় সময় দেখা যায় রক্তের পোস্টই
বেশিরভাগ মানুষ ইগ্নোর করে!! এড়িয়ে
চলে!! কিছু করতে না পারলে ওই রক্তের
গ্রুপের পরিচিত কেউ থাকলে তাকে
মেনশন করবেন!! অথবা হেল্প করতে
পারবে এমন কাউকে মেনশন করবেন। তাও
না পারলে পোস্ট শেয়ার করবেন!! অন্তত
এড়িয়ে যাবেন না!! সবাই তো কারো না
কারো মা-বাবা, ভাই-বোন!! আজ আপনি
অন্যের আপনজনকে বাঁচাতে এগিয়ে
গেলে অন্য একদিন তার প্রতিদান
হিসেবে অন্য কেউ আপনার আপনজনকে
বাঁচাতে এগিয়ে আসবে!!

#বিঃদ্রঃ শিক্ষনীয় পোষ্ট!! কখন নিজের প্রয়োজন হয় বলা যায় না!! তাই রক্তের রিকুয়েস্ট এড়িয়ে যাবেন না!! ছেলেটা হয়তো আজীবন নিজেকে ক্ষমা করতে পারবে না!!
বিঃদ্রঃএটা বাস্তব কোন ঘটনা নয়,সচেতনতার জন্য।
post: collect

12/09/2019

বহিঃর্বিশ্বে স্ত্রীর ডেলিভারির সময় স্বামীকে পাশে রাখা হয়। এতে স্ত্রীর মন অনেক বেশী আত্ব-বিস্বাসী হয়ে ওঠে। আর স্ত্রীরা ভাবে: "নতুন কোন মানুষকে পৃথিবীতে আনতে হয়তো আমার মৃত্যুও হতে পারে। কিন্তুু সৌভাগ্য আমার এটাই যে, আমার এই জীবন মৃত্যুর সন্ধিক্ষনে আমার হাজব্যান্ড আমার পাশে আছে। আপাতত আমি ওর চেহারার দিকে তাকিয়ে সব যন্ত্রনা হাঁসিমুখে মেনে নিতে পারবো।"

কিন্তু আমাদের দেশে আঁতুড়ঘর তো দুরের কথা হসপিটালের অপারেশন রুমের আশেপাশেও স্বামীকে রাখা হয়না! কিছু কিছু ডাক্তারের আত্বসম্মানে লাগে, স্বামী পাশে থাকতে চাইলে!

আমি মনে করি, একজন স্বামী যদি স্ত্রীর পাশে থেকে ডেলিভারি বা সিজারের কষ্টটা দেখে, তবে পরবর্তিতে স্ত্রীর সাথে কখনোই খারাপ ব্যবহার করতো না। সে যতো নিষ্ঠুর পুরুষ-ই হোক না কেন। একটু হলেও তার স্ত্রীর প্রসব যন্ত্রনার কথা উপলব্ধি করে তার স্ত্রীকে সবসময় মায়ার চাদরে আগলে রাখতো।

আসুন সবাই মানুষের বিপদের সময় পাশে দাড়ায়। বলাতো যায়না কখন কার বিপদ আসে।
01/11/2018

আসুন সবাই মানুষের বিপদের সময় পাশে দাড়ায়। বলাতো যায়না কখন কার বিপদ আসে।

07/08/2018

আপনার রক্তে বাঁচুক অন্যের জীবন ।
একজন মাকে বাঁচাতে এগিয়ে আসুন।
শৈলকুপা একজন অন্তঃসত্তা মায়ের জন্য জরুরী ভিত্তিতে ১ ব্যাগ # ( এবি পজেটিভ) ( AB+ )রক্তের প্রয়োজন। রক্তের ব্যবস্থা না হলে অপারেশন হচ্ছে না।
প্লিজ কেউ এগিয়ে আসুন ।
নিজে দিতে না পারলেও দয়াকরে দ্রুত কপি/শেয়ার
করে রক্তদাতা ম্যানেজ করতে সহায়তা করুন।
যোগাযোগ করুন ফোনঃ 01934611957.
# নিজে_রক্ত_দিন_অন্যকে_ রক্তদানে_উৎসাহিত_
করুন ।

10/07/2018

আপনার রক্তে বাঁচুক অন্যের জীবন ।
একজন মাকে বাঁচাতে এগিয়ে আসুন।
শৈলকুপা একজন মায়ের অপারেশনের জন্য জরুরী
ভিত্তিতে ১ব্যাগ # এবি+ পজেটিভ (AB+) রক্তের
প্রয়োজন শৈলকুপাতে ।
প্লিজ কেউ এগিয়ে আসুন ।
নিজে দিতে না পারলেও দয়াকরে দ্রুত কপি/শেয়ার
করে রক্তদাতা ম্যানেজ করতে সহায়তা করুন।
যোগাযোগ করুন ফোনঃ 01934611957
# নিজে_রক্ত_দিন_অন্যকে_ রক্তদানে_উৎসাহিত_
করুন ।

আসুন জেনে নেই কারা রক্তদান করতে পারবেন না ?১) কুকুরের কামড়ের ইনজেকশন যারা নিয়েছেন, তারা ইনজেকশন-এর কোর্স শেষ হওয়ার পর ১ ...
30/04/2018

আসুন জেনে নেই কারা রক্তদান করতে পারবেন না ?
১) কুকুরের কামড়ের ইনজেকশন যারা নিয়েছেন, তারা ইনজেকশন-এর কোর্স শেষ হওয়ার পর ১ বছর রক্তদান করবেন না।
২) বড় অপারেশন যাদের হয়েছে তারা ১ বছর পর্যন্ত রক্তদান করবেন না। ছোট অপারেশন হলে ৬ মাস পর্যন্ত রক্তদান অনুচিত।
৩) কোন কারণে যদি কেউ রক্ত গ্রহণ করে থাকেন, তবে তিনিও এক বছর রক্তদান করতে পারবেন না।
৪) জন্ডিস, ম্যালেরিয়া বা টাইফয়েড রোগ হলে, সুস্থ হওয়ার পর আরও ৬ মাস রক্তদান করবেন না।
৫) যারা হাসপাতালে গিয়ে দাঁত ফেলেছেন, নাক বা কানে ছিদ্র করিয়েছেন, বা শরীরে উল্কি / ট্যাটু করিয়েছেন, তারাও ৬ মাস রক্তদানে অক্ষম।
৬) গত ৬ মাসের মধ্যে যে মহিলার গর্ভপাত হয়েছে, বা যিনি বর্তমানে সন্তান-সম্ভবা, তিনিও রক্তদান করতে পারবেন না।
৭) যে মহিলার সন্তান এখনও মাতৃদুগ্ধ পান করে, তিনি রক্তদান করবেন না।
৮) যে মহিলা বর্তমানে ঋতুচক্রের মধ্যে আছেন (মাসের নির্দিষ্ট ৫/৬ দিন) তিনি রক্তদান করবেন না।
৯) যার কোন চর্মরোগ বা যৌনরোগ আছে, তিনি সম্পূর্ণ সুস্থ হওয়ার পরও ৬ মাস পর্যন্ত রক্তদান করবেন না।
১০) যে ব্যক্তি বর্তমানে কোন ধরণের অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছেন, তিনি কোর্স শেষ না হওয়া পর্যন্ত রক্তদান করবেন না।
১১) যিনি গত বারো ঘণ্টার মধ্যে সুরাপান করেছেন, তিনি রক্তদান করবেন না। কোন ব্যক্তি যদি নিয়মিত সুরাপানে বা নেশা সেবনে (Drugs) অভ্যস্ত হন, তা হলে তার কাছ থেকে রক্ত গ্রহণ না করাই উচিৎ।
১২) যে ব্যক্তি একাধিক সঙ্গীর সঙ্গে যৌন সংসর্গে অভ্যস্ত, তার কাছ থেকে রক্ত সংগ্রহ অনুচিত। পতিতা পল্লীর লোকজন, জেলের কয়েদী বা দূরগামী ট্রাকের ড্রাইভারদের কাছ থেকে কখনোই রক্ত সংগ্রহ করতে নেই।
১৩) মানসিক ভাবে অবসাদগ্রস্ত ব্যক্তি বা মানসিক রোগীদের কাছ থেকে রক্ত গ্রহণ করা উচিৎ নয়।

১৪) একবার রক্তদান করে ৯০ দিনের মধ্যে আর রক্তদান করা অনুচিত।
উপরোক্ত নির্দেশিকার বাইরেও কিছু কিছু প্রশ্ন কারো থাকতেই পারে। প্রতিটি রক্তদান শিবিরে একজন অভিজ্ঞ চিকিৎসক উপস্থিত থাকেন। প্রশ্ন এবং সংশয়ের কথা সেই চিকিৎসকের কাছে সরাসরি জিজ্ঞেস করে নেওয়া উচিৎ। নিরাপদ ভাবে রক্তদানের জন্য রক্তদানের আগে এবং পরে কিছু অবশ্য পালনীয় নিয়ম আছে। সে গুলিও আমাদের জেনে নিয়ে সেই মত চলতে হবে। নিয়ম গুলি হচ্ছে —

ক) খালি পেটে রক্তদান করতে নেই। রুটি বা ভাত জাতীয় শক্ত খাবার অল্প পরিমানে খেয়ে মিনিট পাঁচেক বিশ্রাম নিয়ে রক্ত দিতে হয়।
খ) ভরপেট খাবার খেয়ে নিলে কমপক্ষেও এক ঘণ্টা বিশ্রাম না নিয়ে রক্তদান করবেন না। বমি হয়ে যেতে পারে, মাথা ঘোরাতে পারে।
গ) আগের রাতে ভাল ঘুম না হলে রক্তদান না করা উচিৎ।

হ্যাপি ব্লাড ডোনেটিং।তুচ্ছ নয় রক্তদান, বাঁচতে পারে, হাজার প্রাণ ।
07/08/2017

হ্যাপি ব্লাড ডোনেটিং।

তুচ্ছ নয় রক্তদান, বাঁচতে পারে, হাজার প্রাণ ।

07/08/2017

জরুরী ভিত্তিতে এক ব্যাগ B+ রক্ত দরকার । যদি কারো থেকে থাকে তাহলে যোগাযোগ করুনঃ 01934611957.
অথবা কমেন্টে জানান প্লিজ ।

05/08/2017

জরুরী ভিত্তিতে এক ব্যাগ A+ রক্ত দরকার ঝিনাইদহে । যদি কারো থেকে থাকে তাহলে যোগাযোগ করুনঃ 01934611957.
অথবা কমেন্টে জানান প্লিজ ।

Address


Telephone

+8801934611957

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shailkupa blood donate found. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shailkupa blood donate found.:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share