Oishee

Oishee Assalamu alaikum ♡

28/05/2024

Ma sha allah 💙☁️

27/05/2024

❤️‍🩹

18/05/2024

❤🎀

07/02/2024

-সন্ধায় উপনীত হলে করণীয়
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যখন রাত্রি অন্ধকার হবে” অথবা (বলেছেন) “সন্ধায় উপনীত হলে, তখন তোমরা তোমাদের শিশুদেরকে আগলে রাখবে; কারণ, তখন শয়তানরা ছড়িয়ে পড়তে থাকে। তারপর যখন রাতের একটা সময় অতিবাহিত হবে, তখন তাদের ছেড়ে দিবে। আর তোমরা দরজাগুলো বন্ধ করবে এবং আল্লাহ্‌র নাম নিবে; কেননা শয়তান কোনো বন্ধ দরজা খুলে না। আর তোমরা তোমাদের পানপাত্রসমূহ বেঁধে রাখবে এবং আল্লাহ্‌র নাম নিবে। আর তোমরা তোমাদের থালা-বাসন ঢেকে রাখবে এবং আল্লাহ্‌র নাম নিবে, যদিও সামান্য কিছু তার উপর রাখ। আর তোমরা তোমাদের ঘরের প্রদীপগুলো নিভিয়ে রাখবে।”

বুখারী, ফাতহুল বারীসহ, ১০/৮৮; নং ৫৬২৩; মুসলিম, ৩/১৫৯৫, নং ২০১[২]

29/12/2023
19/12/2023

New vlog! Certainly! "Travel Diaries Adventure"


03/12/2023

অর্ধেক জীবন এটা ভাবতে ভাবতে চলে যায় 'যে মানুষ কি বলবে!'

26/11/2023

“বিপদের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সাহায্য আসে!”

[সূরা ইউসুফ:১১০]

25/11/2023

রাসূল (সাঃ) বলেছেন, খাবার খেয়ে
শুকরিয়া আদায়কারী রোজাদারদের ন্যায় মর্যাদাপ্রাপ্ত হবে!

(তিরমিজিঃ ২৪৮৬)

24/11/2023

সবচেয়ে সুন্দর রিভেঞ্জ হচ্ছে কারো প্রতি কোনো রকমের অভিযোগ, অপবাদ, ক্ষোভ, ঘৃণা না রেখে মানুষটাকে ভুলে যাওয়া!

জাস্ট মানুষটা আমার কেউ না ব্যস! তারপর দেখবেন আপনার ভেতর আর কোনো অস্থিরতা নাই। আক্ষেপ নাই। হতাশা নাই!

এমন প্রফুল্ল ভাবে বাঁচতে পারে ক'জন? নিজেকে ম্যান্টালি স্যাটিসফাই করতে পারলে জীবন আসলেই সুন্দর!✨

Red rose
24/11/2023

Red rose

Cute 🥰✨️
24/11/2023

Cute 🥰✨️

23/11/2023

বন্ধুবান্ধব হারালে আফসোস না করে আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে আল্লাহর প্রতি সন্তুষ্টি আদায় করুন। কেননা আল্লাহ্ আপনার জীবন থেকে বন্ধু কেড়ে নেন আপনার ভালোর জন্যই।

মনে রাখবেন আল্লাহ্ তা শুনেন যা আপনি শুনেন না, আল্লাহ্ তা জানেন যা আপনি জানেন না। আপনাকে নিয়ে আপনার পিছনে কোন বন্ধু কি বলে, কে আপনার কতটুকু ভালো চায় এসব আপনি না জানলেও আল্লাহ্ জানেন।✨🖤

©

Tahajjud is the solution for every problem to exist.Start praying tahajjud and keep asking Allah what you need. You will...
22/11/2023

Tahajjud is the solution for every problem to exist.

Start praying tahajjud and keep asking Allah what you need. You will see your duas will be accepted. Tahajjud is an opportunity to talk to the best listener.

Umar رضي الله عنه said:“Do not let your love become obsession nor your hatred become destruction.”[Adab al Mufrad 1322]
22/11/2023

Umar رضي الله عنه said:

“Do not let your love become obsession nor your hatred become destruction.”

[Adab al Mufrad 1322]

Need a trusted hand✨️
22/11/2023

Need a trusted hand✨️

Today's sky was so beautiful Ma sha allah 🫶🏻
22/11/2023

Today's sky was so beautiful Ma sha allah 🫶🏻

Morning light ♡
22/11/2023

Morning light ♡

21/11/2023

❝রাতের আহার ত্যাগ করো না, যদি তা এক মুঠো খেজুরও হয়। কারণ রাতের আহার ত্যাগ মানুষকে বৃদ্ধ করে দেয়!❞

-তিরমিজিঃ১৮৫৬

21/11/2023

জীবনভর চারটি কাজ কখনো ত্যাগ করবেন না:-

১. কখনো আল্লাহর শুকরিয়া আদায় থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিঁনি আর বাড়িয়ে দিবেন না।
[যদি তোমরা শুকরিয়া আদায় করো; তাহলে বাড়িয়ে দিবো, সুরা ইব্রাহিম ০৬]

২. কখনো আল্লাহর স্মরণ থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিঁনি আপনাকে আর স্মরণ করবেন না।
[আমাকে স্মরণ করো; আমিও তোমাদের স্মরণ করবো, সুরা বাকারা ১৫২]

৩. কখনো দুয়া করা থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিঁনি বিপদে আর আপনার সাড়া দিবেন না।
[আমার কাছে দুয়া করো; আমি সাড়া দিবো, সুরা গাফির ৬০]

৪. কখনো ক্ষমা চাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিঁনি আর নাজাত/মুক্তি দিবেন না।
[আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থীদের তিঁনি আযাব দেন না অর্থাৎ মুক্তি দেন, সুরা আনফাল ৩৩]

-শাইখ আহমাদ নেসার হাফেযাহুল্লাহ❤️

21/11/2023

কোন এক ইমাম বলেছিলেন, আমি যখন আল্লাহর কাছে কিছু চাই, এবং তিনি আমাকে সেটা দিয়ে দেন, তখন আমি একবার আলহামদুলিল্লাহ বলি।

আর যখন আমি আল্লাহর কাছে কিছু চাই, কিন্তু তিনি সেটা আমাকে দেন না, তখন আমি দশ বার আলহামদুলিল্লাহ্ বলি।

কারণ প্রথম দেওয়াটা ছিল আমার ইচ্ছায় আর দ্বিতীয় না দেওয়াটা হলো আমার আল্লাহর ইচ্ছা।

কত নি-কৃষ্ট বস্ত আমি চেয়েছিলাম, কিন্তু সেটা আল্লাহ আমায় দেননি, কারণ কোনটা আমার জন্যে উত্তম আমার চেয়ে আমার আল্লাহই বেশি ভালো জানেন।❤️

Kitkat😘🍫
21/11/2023

Kitkat😘🍫

21/11/2023

মেন্টালিটি ম্যাচ করা জরুরী। নাহলে ভালোবাসা, ভাল লাগা, পছন্দ হওয়া সৃষ্টি হলেও স্থায়ীত্ব প্রাপ্ত হয় না।

দু'জনের ভাবনা চিন্তা, দৃষ্টিভঙ্গি, মোস্ট ইম্পর্ট্যান্টলি - চিন্তা ভাবনা করার ধরণ।

নট নেসেসারিলি - দু'জন মানুষ দ্বীনি হলেই তাদের মেন্টালিটি ম্যাচ হবে। বরং মেন্টালিটি ম্যাচ করলে, দ্বীনি জনের প্রভাবে দ্বীনের কম বুঝসম্পন্ন জনও বুঝদার হয়ে যায় ইন-শা-আল্লাহ।

21/11/2023

তাওবা - ক্ষমা চাওয়ার দোয়া-

سَمِعۡنَا وَاَطَعۡنَا‌ غُفۡرَانَكَ رَبَّنَا وَاِلَيۡكَ الۡمَصِيۡرُ

অর্থ:- আমরা শুনলাম এবং মানলাম। হে আমাদের রব! আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করি, আর আপনার দিকেই প্রত্যাবর্তনস্থল।

উচ্চারণ:- সামি’না- অআত্বোয়া’না- গুফ্রা-নাকা রব্বানা- অইলাইকাল্ মার্ছীর

দোয়ার প্রেক্ষাপট: ইসলাম গ্রহণ, আনুগত্যের স্বীকৃতি, ক্ষমা প্রার্থনা ও আখিরাতে আল্লাহর নিকট জবাবদিহিতার মানসিকতাসহ তওবা।

সূরা আল বাকারাহ - [২:২৮৫]

19/11/2023

কি ভাবছো? হেরে গেছো? মিথ্যা অপবাদের কারণে সবাই তোমাকে নিয়ে হাসছে! নামাজ পড়, চেষ্টা করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো! শেষ হাসিটা তুমিই হাসবে! ইনশাআল্লাহ! ♡︎

وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضٰىٓ

অর্থঃ আর শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি দিবেন যে, আপনি খুশী হয়ে যাবেন।

(আদ দুহাঃ আয়াত নং ৫)

19/11/2023

Never Skip Salah because>>

1. Fajar increase beauty.

2. Zohar increase income.

3. Asar improves health.

4. Maghrib release tention.

5. Isha gives peaceful sleep.

Need this kind of refrigerator🫶🏻
19/11/2023

Need this kind of refrigerator🫶🏻

🙂
18/11/2023

🙂

18/11/2023

যারা অন্যের উপকারের স্বীকৃতি দিতে তৎপর, ধরে নেওয়া যায় যে, তাদের অন্তরে বক্রতা নেই। যাদের অন্তরে বক্রতা নেই, জীবনে সুখী হওয়ার দৌঁড়ে তারাই সবচেয়ে এগিয়ে। ‘কৃতজ্ঞ’ হতে পারাটাও জীবনের পরম এক অর্জন।❤️

বইঃ এবার ভিন্ন কিছু হোক

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Oishee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Oishee:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share