13/11/2023
মার্টিন লুথার কিং এর 'I have a dream'- এই স্পিচটার কথা আমরা কম বেশি সবাই জানি। পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিখ্যাত একটি বক্তৃতা।
তিনি যখন এই বক্তৃতাটা দিয়েছিলেন তখন ক্যালেন্ডারের হিসাবে তার বয়স ৩৪ বছর বয়স। বাকি পাবলিক ফিগারের সাথে তুলনা করলে খুব অল্প বয়সেই তিনি অনেক মানুষের লাইফে এরকম বিশাল ইম্পেক্ট তৈরি করতে পেরেছিলেন।
মজার ব্যাপার হচ্ছে, পাবলিক স্পিকিংয়ে তার জার্নি শুরু হয় ১৫ বছর বয়সে। খুবই কম বয়সে, তাই না?
তাহলে ১৫ বছর থেকে ৩৪ বছর - মানে ১৯ বছর লেগেছে নিজের মধ্যে পাবলিক স্পিকিং থেকে শুরু করে পাক্কা লিডারশিপ তৈরি করতে হবে। ১৯ বছর!!!!
প্রতি ৪ বছর পর পর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। ১০০ মিটারের স্প্রিন্টে মাত্র ৯ সেকেন্ড দৌড়ে প্রায় প্রতিবার গোল্ড মেডেল জিতে নিতেন ঊসাইন বোল্ট।
মাত্র ৯ সেকেন্ড! কিন্তু এই ৯ সেকেন্ডের জন্য ট্রেইন করতে হতো ৪ বছর ধরে! কি ভয়ংকর ডেডিকেশন!
লাইফে ভালো কিছু করতে সময় দিতে হয়। যে কোনো একটা স্কিল বা সাবজেক্টে পারদর্শী হতে সময় লাগে। সেটাও একটা বড় রকমের সময়।
আপনি অনলাইনে দেখবেন অমুক ফ্রিল্যান্সার, তমুক ভিডিও এডিটর, গ্রাফিক্স ডিজাইনার - মাসে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলতেছে। কথা সত্য। আসলেই করতেছে!
তার মানে কি আপনিও পারবেন? অবশ্যই পারবেন। তবে প্রথম দিনে না, প্রথম মাসে না, এমনকি কখনো কখনো প্রথম বছরেও না।
দৃঢ় ইচ্ছা, পরিশ্রম করার মানসিকতা, লক্ষ্যে পৌঁছানোর আগ্রহ নিয়ে যদি একটা দীর্ঘ সময় লেগে থাকতে পারেন- তাহলে আপনার জন্য যেকোনো লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
যে কাজে অন্য একজন পারদর্শী হতে ৩ বছর লেগেছে, আপনি সেটা কখনো ৬ মাসে ক্র্যাক করতে পারবেন না। কখনোই না। আপনার মনে হবে আপনি পারবেন; তবে 'মনে হওয়া' এবং 'আসলেই হওয়া' এর মাঝে একটা সূক্ষ্ম পর্দা আছে। বাস্তবতা বড্ড ভিন্ন।
সময় আপনাকে দিতেই হবে। সেটা আপনি মাটি কাটেন, পাবলিক স্পিকার হন, অলিম্পিকে দৌড়ান, ভিডিও এডিটিং করেন, বিসিএসের প্রিপারেশন বলেন- যেটাই হোক না কেন!
সময় দিতেই হবে!