Sajib Sheikh

Sajib Sheikh I'm a learner of English as well as Arabic.I created this page to share my learning journey.

20/01/2024

A peaceful life is when you have Taqwah* of Allah ﷻ and you are CONTENT with whatever Allah has decreed for you, whether good or bad.
--Abu Bakr Zoud

13/01/2024

Narrated Ibn `Abbas (ra): The Prophet (ﷺ) said, "If anyone of you, when intending to have a sexual in*******se with his wife, says: 'Bismillah, Allahumma jannibna-sh-shaitan, wa jannibi-sh-shaitan ma razaqtana,' and if the couple are destined to have a child (out of that very sexual relation), then Satan will never be able to harm that child."

(Sahih al-Bukhari 6388, Book 80, Hadith 83)

12/01/2024

Anas (May Allah be pleased with him) reported: The Prophet (ﷺ) said: "O Allah, there is no true life but the life of the Hereafter".

[Al-Bukhari and Muslim].

(Riyad as-Salihin 459)
copied

11/01/2024

Guide us to the straight path -

Surah Al-Fatiyah
Verse (6)

11/01/2024

If you want success in this life,
If you want to do something good for your Akira and Duniya,Take care of parents; respect them;love them for the sake of Allah.Be closed to them because Allah advised you to do so.And your lord decreed that you worship not except him and look after your parents. The Shahabi ased,"Who deserve my companionship in this life?"
My wife?
My cousin?
My friend?
My father?
Who?
He said,"your mother."
Then he said, "Then who."
He said,"your mother."
He said,"Then who."
He said, "your mother."
Three times.
"Then who."
He said,"your father."
Some of the Shahaba said,"when your mother die,two door closes in your face;The door of her dowa to you,and one of the doors Jannah that you could through her."
said by Amar Shahin

02/01/2024

This life is a exam hall for hereafter

13/11/2023

মার্টিন লুথার কিং এর 'I have a dream'- এই স্পিচটার কথা আমরা কম বেশি সবাই জানি। পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিখ্যাত একটি বক্তৃতা।

তিনি যখন এই বক্তৃতাটা দিয়েছিলেন তখন ক্যালেন্ডারের হিসাবে তার‌ বয়স ৩৪ বছর বয়স। বাকি পাবলিক ফিগারের সাথে তুলনা করলে খুব অল্প বয়সেই তিনি অনেক মানুষের লাইফে এরকম বিশাল ইম্পেক্ট তৈরি করতে পেরেছিলেন।

মজার ব্যাপার হচ্ছে, পাবলিক স্পিকিংয়ে তার জার্নি শুরু হয় ১৫ বছর বয়সে। খুবই কম বয়সে, তাই না?

তাহলে ১৫ বছর থেকে ৩৪ বছর - মানে ১৯ বছর লেগেছে নিজের মধ্যে পাবলিক স্পিকিং থেকে শুরু করে পাক্কা লিডারশিপ তৈরি করতে হবে। ১৯ বছর!!!!

প্রতি ৪ বছর পর পর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। ১০০ মিটারের স্প্রিন্টে মাত্র ৯ সেকেন্ড দৌড়ে প্রায় প্রতিবার গোল্ড মেডেল জিতে নিতেন ঊসাইন বোল্ট।

মাত্র ৯ সেকেন্ড! কিন্তু এই ৯ সেকেন্ডের জন্য ট্রেইন করতে হতো ৪ বছর ধরে! কি ভয়ংকর ডেডিকেশন!

লাইফে ভালো কিছু করতে সময় দিতে হয়। যে কোনো একটা স্কিল বা সাবজেক্টে পারদর্শী হতে সময় লাগে। সেটাও একটা বড় রকমের সময়।

আপনি অনলাইনে দেখবেন অমুক ফ্রিল্যান্সার, তমুক ভিডিও এডিটর, গ্রাফিক্স ডিজাইনার - মাসে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলতেছে। কথা সত্য। আসলেই করতেছে!

তার মানে কি আপনিও পারবেন? অবশ্যই পারবেন। তবে প্রথম দিনে না, প্রথম মাসে না, এমনকি কখনো কখনো প্রথম বছরেও না।

দৃঢ় ইচ্ছা, পরিশ্রম করার মানসিকতা, লক্ষ্যে পৌঁছানোর আগ্রহ নিয়ে যদি একটা দীর্ঘ সময় লেগে থাকতে পারেন- তাহলে আপনার জন্য যেকোনো লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

যে কাজে অন্য একজন পারদর্শী হতে ৩ বছর লেগেছে, আপনি সেটা কখনো ৬ মাসে ক্র্যাক করতে পারবেন না। কখনোই না। আপনার মনে হবে আপনি পারবেন; তবে 'মনে হ‌ওয়া' এবং 'আসলেই হওয়া' এর মাঝে একটা সূক্ষ্ম পর্দা আছে। বাস্তবতা বড্ড ভিন্ন।

সময় আপনাকে দিতেই হবে। সেটা আপনি মাটি কাটেন, পাবলিক স্পিকার হন, অলিম্পিকে দৌড়ান, ভিডিও এডিটিং করেন, বিসিএসের প্রিপারেশন বলেন- যেটাই হোক না কেন!

সময় দিতেই হবে!

10/11/2023

JUMMA MOBARAK

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sajib Sheikh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share