Documenting Al-Quds

  • Home
  • Documenting Al-Quds

Documenting Al-Quds Truth . History . News
(1)

24/04/2024

২৪ এপ্রিল, ২০২৪ ঈসায়ী
আজকের খবর

• যুদ্ধ শুরু হওয়ার ২০০ দিনেরও বেশি সময় পার হয়ে গিয়েছে,কিন্তু ইসরাইলি 'সেনাবাহিনী' কোনো যুদ্ধক্ষেত্রে তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়াগুলো।
• গাজায় চলমান ভয়াবহ গণহত্যার প্রতিবাদ করায়, ইসরায়েলের হামলার প্রতিবাদ করায় নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ১০০ জন শিক্ষক ও শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
• হামাসের নেতৃত্বের একটি সূত্র আল-আরাবি আল-জাদেদকে জানিয়েছে, জেনারেল এবং সিনিয়র শিন বেট অফিসার সহ ৩০ জন IDF অফিসারকে গাজায় বন্দী করা হয়েছে। IDF অফিসাররা অত্যন্ত সুরক্ষিত অবস্থানে রয়েছে, যেকোনও পরিস্থিতিতে তাদের কাছে পৌঁছানো অসম্ভব।" IDF ও জনগণের ক্ষোভ থেকে রক্ষা পেতে নেতানিয়াহুর সরকার বন্দীদের সমপর্কে তথ্য গোপন করছে।
• হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার সম্প্রতি বিরোধপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন এবং গাজার রাস্তায় মুজাহিদিনদের সঙ্গে দেখা করেছেন বলে জানা গেছে।
• ২৪ টি প্রদেশ নিয়ে গঠিত তিউনিসিয়ায় ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে দেশের প্রতিটি প্রদেশে একটি করে মসজিদের নামকরণ করা হয়েছে "গাজা মসজিদ"।
• আল-কাসাম ব্রিগেড মর্টার শেল দিয়ে কেন্দ্রীয় গাজা উপত্যকার জুহর আল-ডিকের পূর্বে অনুপ্রবেশকারী শত্রু বাহিনীকে ধ্বংস করেছে

• গাজার গণহত্যার প্রতিবাদ করার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আটকের ঘটনরা নিন্দা জানিয়েছে একে মানবাধিকার লঙ্ঘন ও বাকস্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জত আল রিশক।

• গাজায় ইসরাইলি যুদ্ধে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং গুগল (ইউটিউব) শুধু মাত্র অনলাইন কন্টেন্টগুলোকে ব্লক করেই খ্যান্ত হয়নি, বরং ফিলিস্তিনিদের অবস্থান সম্পর্কে ইসরাইলকে তাৎক্ষনিক তথ্য শেয়ার করেছে যাতে ইসরাইল তাদের অবস্থানে হামলা চালাতে পারে। সাম্প্রতিক এক খবরে জানা গেছে এই অনলাইন প্লাটফর্মগুলো ব্যবহারকারীদের (লোকেশন) অবস্থান শেয়ার করেছে এবং ইসরাইলি বাহিনী তাদের সেই অবস্থান লক্ষ্য করে হামলা করেছে। বিশেষ করে, সাংবাদিক, তাদের পরিবার, ত্রাণকর্মী, গাজার বড় বড় পরিবারগুলোর অবস্থান এভাবে জেনে তাদেরকে হত্যা করেছে ইসরাইল।

24 April, 2024 Issae
Today's news

• More than 200 days have passed since the start of the war, but the Israeli "army" has not achieved its goals in any battlefield, according to Israeli media.
• Police have arrested 100 New York University teachers and students for protesting the ongoing genocide in Gaza and Israel's attacks.
• A Hamas leadership source told al-Arabi al-Zadeed that 30 IDF officers, including generals and senior Shin Bet officers, have been captured in Gaza. IDF officers are in highly secure positions, impossible to reach under any circumstances.” Netanyahu's government is keeping information about the detainees secret to avoid angering the IDF and the public.
• Hamas leader Yahya Sinwar recently visited the conflict zone and reportedly met with mujahideen on the streets of Gaza. In Tunisia, which consists of 24 provinces, one mosque in each province of the country has been named "Gaza Mosque" in solidarity with the Palestinian people.
• Al-Qassam Brigade destroyed enemy forces infiltrating east of Zuhr al-Diq in the central Gaza Strip with mortar shells.
• Izzat al-Rishq, a member of the Hamas political bureau, condemned the detention of university teachers and students in the United States for protesting the massacre in Gaza, calling it a violation of human rights and an interference with freedom of speech.
• In the Israeli war on Gaza, Facebook, WhatsApp, Instagram and Google (YouTube) have not only blocked online content, but have also shared real-time information about Palestinian locations with Israel so that Israel can attack their positions. In a recent news it was reported that these online platforms shared the location of the users and the Israeli forces targeted their location for attacks. In particular, Israel has killed journalists, their families, aid workers, large families in Gaza knowing the location of them in this way.

Reporting
Documenting Al-Quds

14/04/2024

১৪ এপ্রিল, ২০২৪ ঈসায়ী
আজকের খবর

• শনিবার রাতে এবং রবিবার সকালে ইসরাইলকে সরাসরি লক্ষ্যবস্তু করে ইরানের শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ব্যবহার বড় রাজনৈতিক ও সামরিক নজির স্থাপন করেছে।

• ইসরাইল জানিয়েছে, ইরান, ইরাক এবং ইয়েমেন থেকে ইসরাইলে 300 টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, এবং তাদের বেশিরভাগই বাধা দেওয়া হয়েছে।

• ইরান বলেছে যে তারা ১ এপ্রিল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরাইলি হামলার প্রতিক্রিয়া হিসাবে এই হামলা চালিয়েছে এবং বলেছে যে বিষয়টি এখন "সমাপ্ত বলে মনে করা যেতে পারে"। তবে ইসরাইল আবার আক্রমণ করলে পরবর্তী সময়ে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে।

• ইরানের হামলার জবাব দিতে চাপের মুখে ইসরাইলের যুদ্ধ মন্ত্রিসভা বৈঠক করেছে।

• ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন পরিচালক অ্যালন লিয়েল বলেছেন, ইরানের হামলার পরের ২৪ ঘন্টার মধ্যে পরিস্থিতি শান্ত হবে এবং সরকার গাজার রাফাতে তার পরিকল্পিত হামলার দিকে পুনরায় মনোযোগ দেবে।

• যুদ্ধ মন্ত্রিপরিষদ মন্ত্রী বেনি গ্যান্টজ বলেছেন যে, সময় "সঠিক" হলে ইসরাইল ইরানের উপর শোধ নিবে।

• ব্রিটিশ সরকার বলেছে যে, তারা ইসরাইলের উপর ইরানের হামলার পর এই অঞ্চলে "বেশ কিছু অতিরিক্ত" যুদ্ধবিমান এবং জ্বালানিবাহী ট্যাঙ্কার সরিয়ে নিয়েছে।

• ঋষি সুনাক বলেছেন, ইসরাইলে হামলায় ইরানের চালানো ড্রোনকে ব্রিটিশ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

• ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্স-এ লিখেছেন, "ইরানের কর্মকাণ্ড সমগ্র অঞ্চল এবং বিশ্বকে হুমকির মুখে ফেলেছে, ঠিক যেমন রাশিয়ার পদক্ষেপগুলি একটি বৃহত্তর সংঘাতের হুমকি দিচ্ছে।"

• ইরাকের রাষ্ট্রপতি আবদেল লতিফ রশিদ গাজা উপত্যকার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করার এবং ফিলিস্তিনি সমস্যার সমাধান খুঁজে বের করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

• গাজা থেকে প্রচারিত ফুটেজে অনেক স্থানচ্যুত বাসিন্দাদের দেখা যাচ্ছে, তাঁবুর ভিতরে, শিস বাজানো অবস্থায় এবং অন্যরা আনন্দে শ্লোগান দিচ্ছে যখন ইসরাইলের আকাশ ইরানি ক্ষেপণাস্ত্র এবং ইসরাইলি ইন্টারসেপ্টর দ্বারা আলোকিত হয়েছিল।

• তেহরানে ফ্রান্সের দূতাবাস একটি বিবৃতি জারি করে দেশটির নাগরিকদের সাময়িকভাবে ইরান ত্যাগ করার সুপারিশ করেছে।

• সপ্তাহান্তে ইসরাইলে ইরানের হামলার পর সোমবার তেলের দাম বাড়বে বলে আশা করা হচ্ছে, বিশ্লেষকরা বলছেন, তবে আরও লাভ নির্ভর করতে পারে ইসরাইল কীভাবে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় তার উপর।

•ইয়েমেনের হুথিদের একজন মুখপাত্র এই মাসের শুরুতে সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলের উপর ইরানের হামলাকে একটি বৈধ কাজ বলে অভিহিত করেছেন।

• ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন হামলার জন্য তেহরানের নিন্দা করার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতদের তলব করেছে।

• জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, ইসরাইলের ওপর ইরানের হামলা মধ্যপ্রাচ্যকে "একপ্রান্তে" ঠেলে দিয়েছে।

• হামাস শনিবার বলেছে যে তারা গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির সর্বশেষ প্রস্তাবের প্রতিক্রিয়া জানিয়েছে।

Reporting
Documenting Al-Quds

১৩ এপ্রিল, ২০২৪ ঈসায়ীআজকের খবর • আজ তুফানুল আক্বসার ১৯০ তম দিন।গত ২৪ ঘন্টায় ৫২ জন মারা যান ও ৯৫ জন আহত হন। এখন পর্যন্ত ...
13/04/2024

১৩ এপ্রিল, ২০২৪ ঈসায়ী
আজকের খবর

• আজ তুফানুল আক্বসার ১৯০ তম দিন।
গত ২৪ ঘন্টায় ৫২ জন মারা যান ও ৯৫ জন আহত হন। এখন পর্যন্ত মোট ৩৩,৬৮৬ জন নিহত ও ৭৬,৩০৯ জন আহত হয়েছেন।
• মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি মসজিদে আযানের সময় মিনারে বোমাবর্ষণ করে ইসরায়েলি সেনাবাহিনী।
• পশ্চিম তীরের গ্রামে ইসরাইলি বাহিনীর অভিযানের সময়, বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন, ইসরাইলি বসতি স্থাপনকারীরা বেশ কয়েকটি বাড়িতে আগুন দিয়েছিল।
• মধ্য গাজা শহরে ইসরাইলি হামলায় পাঁচজন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছে।

• লেবানন ও ইসরাইলের যুদ্ধ চলমান, আজ কয়েকবার পরস্পরের রকেট হামলা বিনিময় হয়েছে।
• ইরানের হামলা প্রত্যাশা করছে ইসরাইল, ইরানকে ইসরায়েলের উপর কোনোরকম হামলা না চালানোর আহ্বান জানিয়েছে জো বাইডেন।
• তুরস্ক যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্র তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

যুদ্ধ চলছে, চলছে নৃশংস আগ্রাসন; আল্লাহর বান্দাদের আপনার দুআতে রাখছেন তো?

Reporting again
Documenting Al-Quds

16/03/2024

১৬ মার্চ, ২০২৪ ঈসায়ী।
আজকের খবর:

• হামাস নেতা মাহমুদ মারদাভি বলেছেন,দখলদার ইসরায়েলের সাথে বন্দি বিনিময়ের জন্য অবশ্য স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দিতে হবে মধ্যস্থতাকারী দেশগুলোর এবং গাজা থেকে সকল সৈন্য প্রত্যাহার করতে হবে।
• গতরাতে সারারাত ধরে ইসরায়েলের হামলার ফলে কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন
• গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়: ৭ অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসনের শিকারের সংখ্যা ৩১,৫৫৩ জন শহীদ এবং ৭৩,৫৪৬ জন আহত হয়েছেন।
• দক্ষিণ লেবাননের আল-জাবাইন শহরে আর্টিলারি টারগেট করে আছে দখলদার বাহিনী।
• বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু :আমি আজ দেখতে পাচ্ছি যে গাজায় বিশাল জনগোষ্ঠী দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। দুর্ভিক্ষকে যে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে না, তা প্রমাণ করার দায়িত্ব ইসরায়েলের।
• গাজায় তীব্র খাদ্যের অভাবে শিশুরা সমুদ্র সৈকতে মাছ ধরার চেষ্টা করছে।

March 16, 2024 Isaee
Today's news:

• Hamas leader Mahmoud Mardawi said,A prisoner swap with occupying Israel would, however, require mediating nations to guarantee a permanent ceasefire and withdraw all troops from Gaza.
• At least 80 people were killed in Israeli attacks overnight last night
• Ministry of Health in Gaza: The number of victims of the Israeli aggression since October 7 is 31,553 martyrs and 73,546 wounded.
• Artillery targets the southern Lebanese town of Al-Jabain.
• Alexandre de Crewe, Prime Minister of Belgium:I see today that large populations in Gaza are at risk of famine. It is Israel's responsibility to prove that famine will not be used as a weapon of war.
• Children tried to catch fish on the beach amid severe food shortages in Gaza.

Reporting
Documenting Al-Quds

14/03/2024

১৪ মার্চ, ২০২৪ ঈসায়ী
আজকের খবর

• রোযাদারদের খেজুর ও পানি বিতরণ করছে হামাস।

• মিশরের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মিশর ও গাজার বর্ডারে লাইন ধরে ত্রানের ট্রাক দাড়িয়ে আছে।
• ইসরাইলি বাহিনী নুসরাত শরণার্থী শিবিরের একটি গুদাম এবং মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরের একটি বাড়িতে হামলা চালিয়ে কমপক্ষে ১৭ জনকে হত্যা করেছে। এর মধ্যে ৯ জন একই পরিবারের।
• ইসরাইলি বাহিনী আবারও গাজা শহরে খাদ্য সহায়তার অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর গুলি চালায়, মিডিয়া রিপোর্ট অনুসারে ছয়জন নিহত এবং কমপক্ষে ৮৩ জন আহত হয়েছেন।

• মার্কিন সেনেটর শুমার বলেছেন ইসরাইলকে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দিকে এগিয়ে যেতে আহ্বান করেছেন। একই সাথে গাজায় যুদ্ধবিরতি, বন্দীদের মুক্ত করা এবং সাহায্য পাঠানোর জন্য সম্ভাব্য সবকিছু করার জন্য আলোচনাকারীদের আহ্বান জানানো হয়েছে।

• তুফানুল আক্বসার পর থেকে গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৩১,৩৪১ জন ফিলিস্তিনি নিহত এবং ৭৩,১৩৪ জন আহত।

March 14, 2024 Isaae
Today's news

• Hamas is distributing dates and water to the fasting people.

• Egypt's foreign minister said that relief trucks are standing along the border between Egypt and Gaza.
• Israeli forces attacked a warehouse in the Nusrat refugee camp and a house in the Burez refugee camp in central Gaza, killing at least 17 people. 9 of them are from the same family.
• Israeli forces again opened fire on Palestinians waiting for food aid in Gaza City, killing six and injuring at least 83, according to media reports.

• US Senator Schumer calls on Israel to move towards a two-state solution. At the same time, negotiators called for a cease-fire in Gaza, freeing prisoners and sending aid to do everything possible.

• At least 31,341 Palestinians have been killed and 73,134 wounded in Israeli attacks on Gaza since Tufan al-Aqsa.

Source:Al-Jazeera website

Reporting
Documenting Al-Quds

11/03/2024

১১ মার্চ, ২০২৪ ঈসায়ী
আজকের খবর

• রমাদানের আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ করতে দিচ্ছে না ইসরাইল।
• রমাদান শুরু হওয়ার সাথে সাথে এবং পবিত্র মাসে "অবিলম্বে যুদ্ধবিরতি" করার আহ্বান পুনর্ব্যক্ত করেছে UNRWA।
• হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ রমাদানের আগে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করে বলেছেন, "আমরা এমন একটি চুক্তি চাই না যা গাজার যুদ্ধের অবসান ঘটায় না।"
• ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৩১,০৪৫ ফিলিস্তিনি শহীদ এবং ৭২,৬৫৪ জন আহত হয়েছেন।

March 11, 2024 Isaae
Today's news

• Israel does not allow Muslims to enter Al-Aqsa Mosque during Ramadan.
• UNRWA reiterated calls for an "immediate ceasefire" as Ramadan begins and during the holy month.
• Ismail Haniyeh, the head of Hamas's political bureau, blamed Israel for failing to reach a cease-fire deal before Ramadan, saying, "We don't want a deal that doesn't end the war in Gaza."
• At least 31,045 Palestinians have been killed and 72,654 wounded in Israeli attacks on Gaza since October 7.

Source:Al-Jazeera website

Reporting
Documenting Al-Quds

১০ মার্চ, ২০২৪ ঈসায়ীআজকের খবর•আরো তিন শিশু অপুষ্টি ও ডিহাইড্রেশনের কারণে মারা গেছে। এ নিয়ে অপুষ্টি ও পানির অভাবে মৃত্যুর...
10/03/2024

১০ মার্চ, ২০২৪ ঈসায়ী
আজকের খবর

•আরো তিন শিশু অপুষ্টি ও ডিহাইড্রেশনের কারণে মারা গেছে। এ নিয়ে অপুষ্টি ও পানির অভাবে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৩ জনে।
• ফিলিস্তিনি মুসলিমদের উপর গণহত্যার প্রধান দায়ী আমেরিকা, আকাশ থেকে সাহায্য পাঠানোর নামে ফিলিস্তিনিদের সাথে তামাশা করছে। তাদের পাঠানো এসব সাহায্য বক্স ফিলিস্তিনি মুসলিমদের উপর পড়ে আরও ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইতিপূর্বে ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনি মুসলিমদের উপর নির্মম গণহত্যা চালিয়েছিল জায়োনিস্ট বাহিনী। ত্রাণ পাঠানোর নামে আকাশ থেকে ভারী বক্স ফেলে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের হত্যা করা যেন সেই গণহত্যারই ভিন্ন রূপ।
• হামাস জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়া হবে না। এক্ষেত্রে হামাস কোনো সমঝোতা করবে না।
• গাজায় জায়োনিস্ট বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩০,৮৭৮ জন ফিলিস্তিনি।
• আল-কাসসাম ব্রিগেড: উত্তর গাজার বেইত হানুনের পূর্বে জায়োনিস্ট বাহিনীর হেডকোয়ার্টারে ড্রোনের মাধ্যমে দুটি অ্যান্টি পার্সনেল শেল নিক্ষেপ করেছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ।বৃহস্পতিবারে বেইত হানুনের পূর্বে এক জায়োনিস্ট সিগনাল কর্পস অফিসারকে স্নাইপার হামলার শিকার বানিয়েছিলেন আল-কাসসাম ব্রিগেড।খান ইউনিসের উত্তরে হামাদ শহরে একটি ভবনে অবস্থান নিয়েছিল ৬ সদস্যের জায়োনিস্ট পদাতিক বাহিনী। আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদ এই শত্রু সৈন্যদের অ্যাম্বুশের ফাঁদে ফেলেন। তাদের সাথে খুব কাছ থেকে যুদ্ধ করে সব জায়োনিস্ট সৈন্যকে নিহত করেছেন মুজাহিদগণ।
• মুজাহিদিন ব্রিগেড:খান ইউনিসের হামাদ শহরে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত যুদ্ধাস্ত্র নিয়ে লড়াই করেছেন।জাবালিয়ার পূর্বে জায়োনিস্ট বাহিনীর কিছু ইঞ্জিনিয়ারিং সদস্য এবং তাদের সামরিক যানে স্বল্পদূরত্বের রকেট হামলা চালিয়েছেন। রকেটগুলো টার্গেটে সফলভাবে আঘাত হেনেছে।
• আল-আকসা ব্রিগেড: হামাদ শহরের উপকণ্ঠে একটি আরপিজি দিয়ে একটি জায়োনিস্ট সামরিক যানে আঘাত করা হয়েছে।হামাদ শহরে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করা হয়েছে। দখলীকৃত পশ্চিম তীরে জায়োনিস্ট বাহিনীর কয়েকটি অবস্থানে বেশ কয়েকবার গুলিবর্ষণ করা হয়েছে। হামাদ শহরের উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত যুদ্ধাস্ত্র নিয়ে তীব্র লড়াই করেছেন।
• দখলদার বাহিনী অধিকৃত জেরুজালেমের বিদ্দু শহরে হামলা চালিয়েছে।
• গাজায় গড়ে প্রতিদিনই ৬৩ জন নারীকে হত্যা করছে ইসরায়েল, যেসব নারীদের ৩৭ জন হলেন মা।
• দখলদার ইহুদীরা গাজায় মানবিক সহায়তা বন্ধ রেখে না খাইয়ে ফিলিস্তিনিদের মৃত্যুর বিষয় উদযাপন করছে শিশুদের নিয়ে গাজার মিলিটারি জোনে এসে।
• আল কাসসাম ব্রিগেড দুটি কোয়াডকপ্টার (ড্রোন) বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে।এগুলো গাজা শহরের জায়তুন শহর দক্ষিণে গোয়েন্দা মিশন চালাচ্ছিল।
• হামাসের পাশাপাশি সন্ত্রাসী কার্যক্রম চালনার সন্দেহে ১৩ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে শিন বেট।

March 10th, 2024 Isaae
Today's news,
• Today's news: Three more children died of malnutrition and dehydration. With this, the number of deaths due to malnutrition and dehydration stood at 23.
• America, the main perpetrator of the massacre of Palestinian Muslims, is joking with the Palestinians in the name of sending aid from the sky. These aid boxes sent by them fell on Palestinian Muslims and 5 more Palestinians were killed. In the past, Zionist forces carried out brutal massacres of Palestinian Muslims who were waiting for relief. Dropping heavy boxes from the sky to kill starving Palestinians in the name of sending aid is a different form of genocide.
• said it would not release Israeli prisoners until Israeli forces withdraw from Gaza. In this case, Hamas will not compromise.
• least 30,878 Palestinians have been killed by Zionist forces in Gaza so far.
• Al-Qassam Brigades: Mujahideen of Al-Qassam Brigades fired two anti-personnel shells from a drone at the headquarters of the Zionist forces east of Beit Hanun in northern Gaza. Al-Qassam Brigades killed a Zionist Signal Corps officer in a sniper attack east of Beit Hanun on Thursday. A 6-man Zionist infantry force was stationed in a building in the town of Hamad, north of Khan Yunis. Mujahid of Al-Qassam Brigade ambushed these enemy soldiers. The Mujahideen killed all the Zionist soldiers by fighting them closely.
• Mujahideen Brigade: Khan fought against the Zionist forces in the town of Hamad in Yunis with suitable weapons. Some engineering personnel of the Zionist forces and their military vehicles were attacked by short-range rockets in the east of Jabalia. The rockets hit the target successfully.
• Al-Aqsa Brigade: A Zionist military vehicle was hit by an RPG on the outskirts of Hamad city. Mortar shells were fired at the positions of the Zionist forces in the city of Hamad. Several positions of the Zionist forces in the occupied West Bank have been shelled several times. Heavy fighting with appropriate weapons against Zionist forces on the outskirts of Hamad city.
• The occupying forces attacked the city of Bindu in occupied Jerusalem.
• Israel kills an average of 63 women a day in Gaza, 37 of whom are mothers.
• Occupying Jews stop humanitarian aid in Gaza and cause Palestinians to die without food and they're celebrating the death of children in the military zone of Gaza.
• Al Qassam Brigade managed to seize two quadcopters (drones). They were conducting an intelligence mission south of the town of Zaytun in Gaza City.
• Shin Bet arrested 13 Palestinians on suspicion of carrying out terrorist activities alongside Hamas.

Reporting
Documenting Al-Quds

09/03/2024

০৯ মার্চ, ২০২৪ ঈসায়ী।
আজকের খবর:

• গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যথোপযুক্ত স্বাস্থ্যযত্ন ছাড়াই অবরুদ্ধ গাজায় প্রায় ৬০ হাজার প্রসূতি নারী দিন কাটাচ্ছেন।
• জায়োনিস্ট বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩০,৮৭৮ জন ফিলিস্তিনি।
• আল-কাসসাম ব্রিগেড:হামাদ শহরে জায়োনিস্ট বাহিনীর ২০ সদস্যকে সুপরিকল্পিত অ্যাম্বুশের ফাঁদে ফেলেছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ। এতে জায়োনিস্ট বাহিনীর সকল সদস্য হয় আহত বা নিহত হয়েছে।
• আল-কুদুস ব্রিগেড:গাজা উপত্যকায় এবং সেদরতে জায়োনিস্ট অবস্থানে রকেট হামলা চালিয়েছেন।জায়তুন এলাকার দক্ষিণে স্ট্রিট ১০-এ জায়োনিস্ট অবস্থানে হামলা চালিয়েছেন।জায়তুন এলাকার দক্ষিণ-পূর্বে জায়োনিস্ট বাহিনীর অনুপ্রবেশকারী সামরিক যানের কনভয়কে অ্যাম্বুশের শিকার বানিয়েছেন।খান ইউনিসের হামাদ শহরে জায়োনিস্ট বাহিনীকে টার্গেট করে তানডেম রকেট এবং আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে।
• আল-আকসা ব্রিগেড:খান ইউনিসের হামাদ শহরে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।হামাদ শহরে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত যুদ্ধাস্ত্র ব্যবহার করে লড়াই করেছেন আল-আকসা ব্রিগেডের যোদ্ধারা। এতে জায়োনিস্ট সৈন্যদের নিশ্চিত হতাহতের খবর পাওয়া গেছে।
• উমার আল-কাসিম বাহিনী:খান ইউনিসের পশ্চিমে হামাদ উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীর একটি সামরিক যানে বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন যোদ্ধারা।
• অনাহারে আরো এক শিশুর মৃত্যু হলো গাজায়।এই নিয়ে মোট ২১ জন মারা গিয়েছেন খাদ্য ও পানির অভাবে অপুষ্টি ও পানিশূন্যতার জন্য।
• আল আকসা ব্রিগেড: আল-আকসা ব্রিগেডের যোদ্ধারা নিয়মিত ৬০-ক্যালিবার মর্টার শেল দিয়ে উত্তর গাজায় অবস্থানরত জায়োনিস্ট শত্রু সৈন্যদের একটি সমাবেশ ধ্বংস করছে।
• আবু উবাইদা:এই যুদ্ধ শুধু গাজাতেই নয়, বিশ্বে এক নতুন আলোড়ন তৈরি করেছে।
• গাজার যুদ্ধে ইসরায়েলকে সহায়তা বন্ধ করায় তীব্র সমালোচনার মুখে পড়ার পর ইউএনআরডব্লিউএ'র(UNRWA) অর্থায়ন বন্ধের ঘোষণা দিয়েছে কানাডা।
• ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া শনিবার সকালে স্থানীয় এক টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা এডেন উপসাগরে বাল্ক ক্যারিয়ার প্রোপেল ফরচুনকে(একটি বানিজ্যিক জাহাজ) কে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
• UNRWA কর্মীরা ইসরায়েলি সেনাদের দ্বারা 'হামাস লিঙ্ক' থাকার মিথ্যা স্বীকারোক্তি প্রদান করার জন্য নির্যাতনের শিকার হয়েছেন।
• ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তনের অধিকার নষ্ট করার জন্য ইসরায়েল বহু বছর ধরে জাতিসংঘের সংস্থাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে দখলদার ইসরায়েল।
• তুরস্ক-মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিবৃতি:তুরস্ক ও যুক্তরাষ্ট্র গাজায় সংঘাত অবসানের উপায় খুঁজে বের করার এবং অবিলম্বে মানবিক সংকট কাটিয়ে ওঠার গুরুত্বের উপর জোর দিয়েছে।

March 9th, 2024 Isaae
Today's news
• About 60,000 pregnant women spend their days in besieged Gaza without proper health care, according to the Gaza Ministry of Health.
• At least 30,878 Palestinians have been killed so far in Gaza by the Zionist forces.
• Al-Qassam Brigade The Mujahideen of the Al-Qassam Brigade ambushed 20 members of the Zionist forces in the town of Hamad. All members of the Zionist forces were either injured or killed.
• Al-Quds Brigades: Rocket attacks on Zionist positions in the Gaza Strip and Sedrat continued Attacked Zionist positions on Street 10 south of the Zaytun area.Infiltrating Zionist forces ambushed a convoy of military vehicles southeast of the Zaytun area. Khan launched a tandem rocket and RPG attack targeting Zionist forces in the town of Hamad in Yunis. Zionist soldiers were killed in this. Al-Aqsa Brigade fired mortar shells at the positions of Zionist forces in Hamad town of Khan Yunis. Fighters of Al-Aqsa Brigade fought against Zionist forces in Hamad city using suitable weapons. There were reports of confirmed casualties among Zionist soldiers.
• Umar al-Qasim's forces: One of the Zionist forces in the Hamad suburbs west of Khan Yunis Militants attacked military vehicles with explosive devices.
• Another child dies of starvation in Gaza. Al-Aqsa Brigade: Al-Aqsa Brigade fighters were regularly fired with 60-caliber mortar shells.For malnutrition and dehydration due to lack of water.
• A Zionist enemy stationed in northern Gaza destroys a gathering of soldiers. Abu Ubaydah: This war has created a new stir not only in Gaza, but in the world.
• Canada has announced a freeze on UNRWA funding after it came under fire for cutting aid to Israel in the Gaza war. Yemeni military spokesman Yahya Saria told local television on Saturday morning
• Yemen's Iran-backed Houthis say bulk carrier in Gulf of Aden in broadcast speech Attacked the Propel Fortune (a merchant ship). UNRWA staff falsely accused of having 'Hamas links' by Israeli forces for being tortured. Occupier Israel has tried for years to dismantle the UN body in order to destroy the right of return of Palestinian refugees.
• Turkey-US joint statement: Turkey and the US have stressed the importance of finding a way to end the conflict in Gaza and immediately overcome the humanitarian crisis.

Reporting
Documenting Al-Quds

৮ অক্টোবর, ২০২৪ ঈসায়ীআজকের খবর• ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন রাফাহ আক্রমণ না করার অর্থ যুদ্ধে হে...
08/03/2024

৮ অক্টোবর, ২০২৪ ঈসায়ী
আজকের খবর

• ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন রাফাহ আক্রমণ না করার অর্থ যুদ্ধে হেরে যাওয়া, তবে নেতানিয়াহুর প্রতিশ্রুতি যে তা হবে না।

• মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার স্টেট অফ দ্য ইউনিয়ন বক্তৃতার সময় গাজা উপকূলে একটি সাহায্য বন্দর এবং সামুদ্রিক করিডোর তৈরির ঘোষণা দিবে, এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।

• জাতিসংঘের মানবিক কার্যালয় জানিয়েছে, ইসরাইল গত মাসে উত্তর গাজায় ২৪টি কাঙ্ক্ষিত সাহায্য মিশনের মধ্যে মাত্র ছয়টিতে ফিলিস্তিনে প্রবেশাধিকার দিয়েছে।

• হামাস প্রতিনিধিদল কায়রো থেকে ফিরে আসছেন। হামাস কতৃপক্ষ থেকে জানানো হয়েছে, ইসরাইল চুক্তিতে পৌঁছানোর জন্য মধ্যস্থতাকারীদের সমস্ত প্রচেষ্টাকে "অসফল" করেছে৷ আলোচনা আগামী সপ্তাহে চালিয়ে যাওয়ার কথা রয়েছে৷

• দক্ষিণ আফ্রিকা গাজায় "পূর্ণ মাত্রার দুর্ভিক্ষ" প্রতিরোধ করতে আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) থেকে অতিরিক্ত পদক্ষেপ, অবিলম্বে যুদ্ধবিরতির আদেশের অনুরোধ করেছে।
• ভূখণ্ডে আরও মানবিক সহায়তা পেতে মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় একটি নতুন বন্দর নির্মাণের পরিকল্পনা করছে, কারণ ইসরায়েল স্ট্রিপে প্রবেশ করা থেকে সাহায্য বন্ধ করে চলেছে৷
• ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান গাজায় মানবিক সাহায্যে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার দেওয়ার জন্য ইসরায়েলের উপর আরও "চাপ" দেওয়ার আহ্বান জানিয়েছেন৷

• দখলকৃত পশ্চিম তীরে ৩৫০০ নতুন অবৈধ বসতি আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা ইসরাইলের। এতে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা প্রকাশ করেছে।
• দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় প্রায় ২০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে একজন মহিলা সাংবাদিক এবং একজন মহিলা কর্মী রয়েছে৷

• তুফানুল আক্বসার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩০,৮০০ ফিলিস্তিনি শহিদ এবং ৭২,১৯৮ জন আহত হয়েছেন৷ তুফানুল আক্বসায় ইসরাইলে মৃতের সংখ্যা ১১৩৯৷

March 8, 2024 Isaae
Today's news

• Israeli Prime Minister Benjamin Netanyahu says not invading Rafah would mean losing the war, but pledges that will not happen.
• US President Joe Biden will announce the creation of an aid port on the Gaza coast and maritime corridor during his State of the Union speech, US official tells Al Jazeera.

• UN humanitarian office says Israel granted access to only six of 24 desired aid missions to north Gaza last month.

• Hamas delegation has left Cairo with an official with the group saying Israel “thwarted” all attempts by mediators to reach an agreement. But talks are slated to continue next week.

• South Africa requests additional action, immediate ceasefire order from International Court of Justice to prevent “full-scale famine” in Gaza.
• The US plans to build a new port in Gaza to get more humanitarian aid into the territory, as Israel continues to block aid from getting into the Strip.
• The European Union’s foreign policy chief has called for more “pressure” on Israel to grant unimpeded access to humanitarian aid in Gaza.

• The UN and the international community have condemned Israel’s plan to build 3,500 new illegal settlement housing units in the occupied West Bank.
• Some 20 Palestinians who were arrested during Israeli army raids on homes in the occupied West Bank include a woman journalist and a female activist.

• At least 30,800 Palestinians have been killed and 72,198 wounded in Israeli attacks on Gaza since October 7. The death toll in Israel from the October 7 Hamas attacks stands at 1,139.

Reporting
Documenting Al-Quds

06/03/2024

৬ মার্চ ২০২৪, ঈসায়ী
আজকের খবর

• বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অন্তত ৮০০০ ফিলিস্তিনি রোগীকে অতি দ্রুত গাযার বাইরে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা প্রয়োজন।
• দেইর আল বালাহয় তিনজন বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলি বাহিনী। আহত হন বেশ কয়েকজন।
• UNRWA: গাজায় ১৭০০০ হাজার শিশু বাবা মা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এদের একাংশের বাবা মা নিহত হয়েছেন আর একাংশ হারিয়ে গিয়েছেন।

• দক্ষিণ লেবাননের হুলা শহরে ইসরাইলি হামলায় স্ত্রী এবং ছেলেসহ নিহত হন এক হিযবুল্লাহ সৈন্য।

• হামাস নেতা ওসামা হামদান: শত্রুরা যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে, আলোচনার টেবিলে তা অর্জন করতে পারবে না।

• ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের পর থেকে ফিলিস্তিনপন্থীদের বয়কটের কারনে স্টারবাকসের মধ্য প্রাচ্যের শাখাগুলো অন্তত ২০০০ কর্মী ছাঁটাই করেছে - যা তাদের মোট কর্মীর ১০ শতাংশ।
• বিশ্ব খাদ্য কর্মসূচি বলেছে, ইসরাইলের সামরিক বাহিনী একটি ত্রাণবাহী জাহাজকে উত্তর গাযায় প্রবেশে বাধা দিয়েছে। WFP বলেছে "দুর্ভিক্ষ এড়াতে", গাযার উত্তরে রাস্তার প্রবেশাধিকার থাকতে হবে।
• বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, তারা উত্তর গাযায় ত্রান সরবরাহে ব্যাপক ভাবে ব্যর্থ হয়েছে।
• ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী সবগুলো সীমান্ত খুলে দেয়ার দাবি জানান যাতে দুর্ভিক্ষ কবলিত গাযাবাসীর কাছে ত্রান পৌঁছাতে পারে।
• সিনেটর বার্নি স্যান্ডার্স আবারও ইসরাইলে অস্ত্র সরবরাহ না করার আহ্বান জানান মার্কিন সরকারকে।
• যুক্তরাজ্য প্রদত্ত পানির ফিল্টার গাযায় প্রবেশ করতে দেয়নি ইসরাইলি বাহিনী।
• ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের পবিত্র স্থানগুলো বন্ধ না করার হুশিয়ারি দেয় এরদোগান।

৪ মার্চ ২০২৪, ঈসায়ীআজকের খবর• পুষ্টিহীনতা এবং পর্যাপ্ত স্বাস্থ্য সেবা না থাকায় গাযায় এ পর্যন্ত ১৬ জন শিশুর মৃত্যুর ব্যাপ...
04/03/2024

৪ মার্চ ২০২৪, ঈসায়ী
আজকের খবর

• পুষ্টিহীনতা এবং পর্যাপ্ত স্বাস্থ্য সেবা না থাকায় গাযায় এ পর্যন্ত ১৬ জন শিশুর মৃত্যুর ব্যাপারে জানা গেছে।
• গাযার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাইল পুনরায় ত্রানের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর অতর্কিত গুলিবর্ষণ করেছে যার ফলে ডজনখানের বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে।
• গাযার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাযায় ১ মিলিয়নের বেশি মানুষ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত।
• অধিকৃত পশ্চিম তীরে ৫৫ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করে ইসরাইল।
• ইসরাইলি বসতি স্থাপনকারীরা নাবলুস শহরে প্রবেশ করে এক ফিলিস্তিন ব্যাক্তিকে আক্রমণ করে।
• ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর নাতি নিহত হয়েছেন।

• দক্ষিণ লেবাননে মিসাইল হামলা করেছে ইসরাইল। তবে তৎক্ষনাৎ কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
• লেবানন থেকে উত্তর ইসরাইলের একটি ইহুদি বসতিতে হামলা চালানো হয়। এতে একজন নিহত হন এবং আহত হন অন্তত ৭ জন।
• ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের পর থেকে ইসরাইলিদের মধ্যে হার্ট অ্যাটাকের মাত্রা ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

• ইসরাইল 'রেজিস্ট্যান্স' কে দমন করতে ব্যর্থ হয়েছে এবং বন্দিদের উদ্ধারেও সফল হয়নি - ইসলামিক জি হা দ।
• হা মা স কর্মকর্তা বলেন, গাযায় অবরোধ ভাঙ্গা পার্শ্ববর্তী দেশগুলোর দায়িত্ব।

• মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারি গাযায় অনতিবিলম্বে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন। তবে গাযায় ইসরাইলি হামলার স্থায়ী সমাপ্তির কথা বলেননি।
• জাতিসংঘের মানবাধিকার প্রধান গাযা যুদ্ধের ফলে আঞ্চলিক সংঘাত প্রজ্বলিত হওয়ার ব্যাপারে সতর্ক করেছেন।
• ইস্তাম্বুলে কর্মীরা স্টারবাকস বয়কট করার আহ্বান জানান সাধারণ মানুষদের।
• 'আমরা গাযায় যেই হারে শিশু মৃত্যুর আশংকা করেছিলাম তা এখন চোখেী সামনে ' - ইউনিসেফ।

Reporting
Documenting Al-Quds

০৩ মার্চ, ২০২৪ ঈসায়ীআজকের খবর• বৈরুত শহরতলিতে ডাচ সশস্ত্র গোষ্ঠীকে আটক করেছে হিজবুল্লাহ।• বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো হি...
03/03/2024

০৩ মার্চ, ২০২৪ ঈসায়ী
আজকের খবর

• বৈরুত শহরতলিতে ডাচ সশস্ত্র গোষ্ঠীকে আটক করেছে হিজবুল্লাহ।
• বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো হিজবুল্লাহর অপারেটিভদের হত্যার তথ্য খুঁজছে বলে জানা গেছে।
• মার্কিন কর্মকর্তাদের বরাতে, CNN থেকে জানা যায় ইসরায়েল ৬ সপ্তাহের যুদ্ধবিরতির জন্য রাজি হয়েছে, এখন হামাসের মতের অপেক্ষা।হামাস অস্থায়ী যুদ্ধবিরতির জন্য রাজি হবে না বলেই ধারণা করা হচ্ছে।
• ইয়েমেনের কর্মকর্তারা ঘোষণা করেছেন যে ব্রিটেনের অন্তর্গত কার্গো জাহাজ "রুবিমার" লোহিত সাগরে ডুবে গেছে।এই জাহাজটি দুই সপ্তাহ আগে হুথি ক্ষেপণাস্ত্র দ্বারা লক্ষ্যবস্তু হয়েছিল, কিন্তু এখন এটি ডুবে গেছে।অন্যদিকে, হুথিরা বলেছে যে তাদের হামলা ইসরায়েলের উদ্দেশ্যে আবদ্ধ জাহাজগুলিকে লক্ষ্যবস্তু করবে।
• ইসরাইলি মিডিয়া: লেবানন সীমান্তবর্তী 'ডেবোরানিট' সাইট লক্ষ্য করে বুরকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ।
• ডিটেনশন সেলের অভাবে জেরুজালেমের কাছে একটি 'খাঁচায়' ফিলিস্তিনিদের আটক করেছে পুলিশ।
• নেতানিয়াহু এর মতে এখন নির্বাচন দেয়া মানে যুদ্ধের গতি মন্থর হয়ে যাওয়া। সিনাওয়ার এবং নাসরাল্লাহ'রা এটাই চায়!
• মার্কিন যুক্তরাষ্ট্র আকাশ থেকে বিমানে করে সাহায্য পাঠানোর নামে ফিলিস্তিনি মুসলিমদের সাথে মজা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন অক্সফাম ও ইউএসএইডের একজন সাবেক ডিরেক্টর।
• গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ডিহাইড্রেশন এবং অপুষ্টির কারণে গাজায় ১০ শিশু মারা গেছে।
• খাদ্য সহায়তা নেওয়ার জন্য জড়ো হওয়া ফিলিস্তিনি মুসলিমদের উপর গণহত্যা চালিয়েছে জায়োনিস্ট ইসরায়েল। সেখানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১১৫ জন নিহত এবং অন্তত ৭৬০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
• জাতিসংঘের ফিলিস্তিনে মানবাধিকার বিষয়ক সংস্থা জানিয়েছে, জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির শেষ দিক পর্যন্ত সাহায্যের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের উপর কমপক্ষে ১৪টি হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল।
• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩০,২২৮ জন ফিলিস্তিনি।
• আল-কুদুস ব্রিগেড: গাজার উত্তরে ইরেজ ক্রসিংয়ের আশপাশে জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল নিক্ষেপ করেছেন এবং গাজায় জায়োনিস্ট দখলদারিত্বে এবং আসকালে রকেট হামলা চালিয়েছেন।
• মুজাহিদিন ব্রিগেড:সায়ের গাইডেড মিসাইল দিয়ে জায়োনিস্ট বাহিনীর একটি মারকাভা-৪ ট্যাংক ধ্বংস করেছেন। এই হামলাটি চালিয়েছেন উত্তর গাজার জাবালিয়ার পূর্বাঞ্চলে।এছাড়াও দক্ষিণ গাজায় একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছেন। এসএএম-৭ দিয়ে হামলা চালিয়ে এটি ভূপাতিত করেন যোদ্ধারা।
• আল-আকসা ব্রিগেড:আবু মাতিবেক এলাকার আশপাশে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন। এই হামলায় অংশ নিয়েছিলেন আল-আকসা ব্রিগেড এবং নাসের সালাহ আদ-দ্বীন ব্রিগেডের যোদ্ধারা।এছাড়াও তারা খান ইউনিসের ভেতরে জায়োনিস্ট বাহিনীর সৈন্য সমাবেশে রকেট হামলা চালিয়েছেন।

March 03, 2024 Isaae
Today's news

• Hezbollah captures Dutch armed group in Beirut suburbs.
• intelligence agencies are said to be seeking information on the killing of Hezbollah operatives. According to US officials, CNN has learned that Israel has agreed to a 6-week ceasefire Done, now they waiting for Hamas' opinion. Hamas is not expected to agree to a temporary ceasefire
• Yemeni officials have announced that the British-owned cargo ship 'Rubimar' has sunk in the Red Sea. The ship was targeted by Houthi missiles two weeks ago, but has now sunk. The Houthis, on the other hand, said their strikes would target ships bound for Israel.
• Israeli media: Burkan missile fired at 'Deboranit' site on Lebanon borderHezbollah did.
• For the lack of detention cells has detained Palestinians in a 'cage' near Jerusalem.
• According to Netanyahu, holding elections now means slowing down the war. This is what Sinawar and Nasrallah want!
• Analysts believe the United States is playing tricks on Palestinian Muslims by airdropping aid. He criticized such a decision of the United States he isA former director of Oxfam and USAID.
• Gaza's health ministry said 10 children died in Gaza due to dehydration and malnutrition.
• Zionist Israel massacres Palestinian Muslims who gather to receive food aid. Israeli attacks there have so far killed 115 people and at least 760 There were reports of injuries. The United Nations Human Rights Agency in Palestine said Israel carried out at least 14 attacks on Palestinians waiting for aid between mid-January and late February.At least 30,228 Palestinians have been killed so far in the Zionist offensive in Gaza.
• Al-Qudus Brigade: On Zionist forces around the Erez crossing in northern Gaza Fired mortar shells and launched rocket attacks into the Zionist occupation of Gaza and Askal.
• Mujahideen Brigade: Destroyed a Markava-4 tank of the Zionist forces with a Sayer guided missile. The attack was carried out in the eastern part of Jabalia in northern Gaza. Also shot down an Israeli drone in southern Gaza. Fighters attacked it with SAM-7 and brought it down.
• Al-Aqsa Brigade: Mortar shelled the positions of the Zionist forces around the Abu Matibek area. Fighters from Al-Aqsa Brigade and Nasser Salah Ad-Din Brigade took part in this attack. They also fired rockets at the Zionist Army's gathering inside Khan Yunis.

Reporting
Documenting Al-Quds

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Documenting Al-Quds posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share