24/04/2024
২৪ এপ্রিল, ২০২৪ ঈসায়ী
আজকের খবর
• যুদ্ধ শুরু হওয়ার ২০০ দিনেরও বেশি সময় পার হয়ে গিয়েছে,কিন্তু ইসরাইলি 'সেনাবাহিনী' কোনো যুদ্ধক্ষেত্রে তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়াগুলো।
• গাজায় চলমান ভয়াবহ গণহত্যার প্রতিবাদ করায়, ইসরায়েলের হামলার প্রতিবাদ করায় নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ১০০ জন শিক্ষক ও শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
• হামাসের নেতৃত্বের একটি সূত্র আল-আরাবি আল-জাদেদকে জানিয়েছে, জেনারেল এবং সিনিয়র শিন বেট অফিসার সহ ৩০ জন IDF অফিসারকে গাজায় বন্দী করা হয়েছে। IDF অফিসাররা অত্যন্ত সুরক্ষিত অবস্থানে রয়েছে, যেকোনও পরিস্থিতিতে তাদের কাছে পৌঁছানো অসম্ভব।" IDF ও জনগণের ক্ষোভ থেকে রক্ষা পেতে নেতানিয়াহুর সরকার বন্দীদের সমপর্কে তথ্য গোপন করছে।
• হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার সম্প্রতি বিরোধপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন এবং গাজার রাস্তায় মুজাহিদিনদের সঙ্গে দেখা করেছেন বলে জানা গেছে।
• ২৪ টি প্রদেশ নিয়ে গঠিত তিউনিসিয়ায় ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে দেশের প্রতিটি প্রদেশে একটি করে মসজিদের নামকরণ করা হয়েছে "গাজা মসজিদ"।
• আল-কাসাম ব্রিগেড মর্টার শেল দিয়ে কেন্দ্রীয় গাজা উপত্যকার জুহর আল-ডিকের পূর্বে অনুপ্রবেশকারী শত্রু বাহিনীকে ধ্বংস করেছে
• গাজার গণহত্যার প্রতিবাদ করার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আটকের ঘটনরা নিন্দা জানিয়েছে একে মানবাধিকার লঙ্ঘন ও বাকস্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জত আল রিশক।
• গাজায় ইসরাইলি যুদ্ধে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং গুগল (ইউটিউব) শুধু মাত্র অনলাইন কন্টেন্টগুলোকে ব্লক করেই খ্যান্ত হয়নি, বরং ফিলিস্তিনিদের অবস্থান সম্পর্কে ইসরাইলকে তাৎক্ষনিক তথ্য শেয়ার করেছে যাতে ইসরাইল তাদের অবস্থানে হামলা চালাতে পারে। সাম্প্রতিক এক খবরে জানা গেছে এই অনলাইন প্লাটফর্মগুলো ব্যবহারকারীদের (লোকেশন) অবস্থান শেয়ার করেছে এবং ইসরাইলি বাহিনী তাদের সেই অবস্থান লক্ষ্য করে হামলা করেছে। বিশেষ করে, সাংবাদিক, তাদের পরিবার, ত্রাণকর্মী, গাজার বড় বড় পরিবারগুলোর অবস্থান এভাবে জেনে তাদেরকে হত্যা করেছে ইসরাইল।
24 April, 2024 Issae
Today's news
• More than 200 days have passed since the start of the war, but the Israeli "army" has not achieved its goals in any battlefield, according to Israeli media.
• Police have arrested 100 New York University teachers and students for protesting the ongoing genocide in Gaza and Israel's attacks.
• A Hamas leadership source told al-Arabi al-Zadeed that 30 IDF officers, including generals and senior Shin Bet officers, have been captured in Gaza. IDF officers are in highly secure positions, impossible to reach under any circumstances.” Netanyahu's government is keeping information about the detainees secret to avoid angering the IDF and the public.
• Hamas leader Yahya Sinwar recently visited the conflict zone and reportedly met with mujahideen on the streets of Gaza. In Tunisia, which consists of 24 provinces, one mosque in each province of the country has been named "Gaza Mosque" in solidarity with the Palestinian people.
• Al-Qassam Brigade destroyed enemy forces infiltrating east of Zuhr al-Diq in the central Gaza Strip with mortar shells.
• Izzat al-Rishq, a member of the Hamas political bureau, condemned the detention of university teachers and students in the United States for protesting the massacre in Gaza, calling it a violation of human rights and an interference with freedom of speech.
• In the Israeli war on Gaza, Facebook, WhatsApp, Instagram and Google (YouTube) have not only blocked online content, but have also shared real-time information about Palestinian locations with Israel so that Israel can attack their positions. In a recent news it was reported that these online platforms shared the location of the users and the Israeli forces targeted their location for attacks. In particular, Israel has killed journalists, their families, aid workers, large families in Gaza knowing the location of them in this way.
Reporting
Documenting Al-Quds