কুশিয়ারা মিডিয়া" Kushiyara Media

  • Home
  • কুশিয়ারা মিডিয়া" Kushiyara Media

কুশিয়ারা মিডিয়া" Kushiyara Media 'সময়ের সাথে সবার আগে'

সিলেট গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর পূর্ব মহল্লা নিবাসী। ইছবর আলী সাহেবের বড় ভাই। লন্ডন প্রবাসী হাজী নিছবর ...
08/06/2024

সিলেট গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের
চন্দরপুর পূর্ব মহল্লা নিবাসী।
ইছবর আলী সাহেবের বড় ভাই। লন্ডন প্রবাসী হাজী নিছবর আলী ৮ জুন(শনিবার) ভোর ৪ ঘটিকার সময় লন্ডনে ইন্তেকাল হইয়াছেন। 😭

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।🤲🤲

হারানো সংবাদ....নাম :জাকারিয়া আহমদপিতা মৃত :শামসুল হক গ্রাম :সালেহপুর ডাক :মুন্সিপাড়া উপজেলা :জকিগঞ্জ জেলা :সিলেট। হারা...
08/06/2024

হারানো সংবাদ....
নাম :জাকারিয়া আহমদ
পিতা মৃত :শামসুল হক
গ্রাম :সালেহপুর
ডাক :মুন্সিপাড়া
উপজেলা :জকিগঞ্জ
জেলা :সিলেট।
হারানোর সময় ০৭/০৬/২৪ রোজ শুক্রবার আনুমানিক সন্ধ্যার সময় তাহার নিজ বাড়ি থেকে হারিয়ে গিয়েছেন।তাহার পরনে সাদা পাঞ্জাবি, পায়জামা, মাথায় সাদা টুপি ছিল।তাহার কিছুটা মানসিক সমস্যা রয়েছে।যদি কোন সহৃদয়বান ব্যক্তি তাহার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
অনুরোধক্রমে
ইয়াহইয়া আহমদ
মোবাইল :+880 1763-411407
সংগৃহীত

07/06/2024
ইন্না‌লিল্লাহবাঘার হুজুর‌কে খুঁ‌জে পাওয়া যা‌চ্ছে নাসবাই ছ‌ড়ি‌য়ে দেনআল্লাহ যেন তাড়াতা‌ড়ি হুজু‌রকে ওনার প‌রিবা‌রের কা‌ছে ফ...
07/06/2024

ইন্না‌লিল্লাহ
বাঘার হুজুর‌কে খুঁ‌জে পাওয়া যা‌চ্ছে না
সবাই ছ‌ড়ি‌য়ে দেন
আল্লাহ যেন তাড়াতা‌ড়ি হুজু‌রকে ওনার প‌রিবা‌রের কা‌ছে ফি‌রি‌য়ে দেন।

* একটি জরুরি অনুসন্ধানী সংবাদ *
# মাওলানা আব্দুল আজিজ (বাঘার হুজুর) ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসার সাবেক মুহাদ্দিস, সকলের প্রিয় এবং পরিচিত, আমার খালু গত ২ মে বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে সিলেট শহরে যাওয়ার কথা বলে বের হয়েছেন প্রাথমিক খোঁজ খবর করে পাওয়া যায় যে তিনি ঐ দিন সিলেট খোজারখলা জামে মসজিদে রাত্রী যাপন করে শুক্রবারে সকালে বের হয়ে গেছেন এখন পর্যন্ত উনার কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, উনি হার্ট অ্যাটাকের অপারেশন এর রুগী তা ছাড়া উনার মোবাইলটিও সাথে নিয়ে যাননি, উনার পরিবারের লোকজন পেরেশান ও চিন্তিত তাই উনার সন্ধান খুবই জরুরি, আমার পরিচিত +অপরিচিত সকলের সহযোগিতা একান্তই কাম্য উনার কোন খোঁজ খবর কেউ যদি পেয়ে থাকেন দয়া করে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি #
& ০১৭৪৮৪৭৫০৫৩/০১৭৯৫৯৩৩৫৯৯/০১৭২০৯৫২৩৯১&
কপি কৃতঃ

গোলাপগঞ্জে আল- এমদাদ ডিগ্রী কলেজ চন্দরপুর সংলগ্ন  বি.কে( বনগ্রাম- কালিডহর) রাস্তার    বেহাল দশা যেন দেখার কেউ নেই।নতুন স...
06/06/2024

গোলাপগঞ্জে আল- এমদাদ ডিগ্রী কলেজ চন্দরপুর সংলগ্ন বি.কে( বনগ্রাম- কালিডহর) রাস্তার বেহাল দশা যেন দেখার কেউ নেই।
নতুন সংস্কারকৃত রাস্তাটির সাইট ওপিচ চার/ পাঁচ মাসের মধ্যেই দেবে গেছে।
রাস্তার কাজের ধরন নিম্ন মানের এবং কাজ তদারকী পরিচালকদের দূর্ণীতির প্রেক্ষিতেই দেবে যাওয়া আসল কারণ।
উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা জরুরী।

গোলাপগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আমান উদ্দিনের ইন্তেকাল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, ৬০ ...
03/06/2024

গোলাপগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আমান উদ্দিনের ইন্তেকাল

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, ৬০ এর দশকের তুখোড় ছাত্র নেতা, বীর মুক্তিযোদ্ধা মো. আমান উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত সোমবার তিনি সিলেট শহরের বাসায় অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমব্যর রাত ১০টায় গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর বানীগাজি গ্রামের চন্দরপুর শাহী ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা

শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজার পূর্বে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আল রাজিব মিঠুর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মান গার্ড অফ অনার প্রদান করে। জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ছেলে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ মুর্শেদ মিশু। মরহুমের বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী ও ২য় ছেলে মেরিন প্রকৌশলী। একমাত্র মেয়ে শিক্ষকতায় নিয়োজিত রয়েছেন। জানাজায় বুধবারী বাজার ইউনিয়ন চেয়ারম্যান হেলাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান মোস্তাব উদ্দিন কামাল, শরফ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মো. ইমাম উদ্দিনসহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।সূত্রঃ দৈনিক ইনকিলাব।

এতোদ্বারা বিয়ানীবাজার উপজেলার উত্তর চক্রবাণী  রমসিদ,কাকুরা দিঘীর পারের সকলের অবগতির জন্য এই পোস্ট। গতরাত ২০/০৫/২৪ ইং রাত...
20/05/2024

এতোদ্বারা বিয়ানীবাজার উপজেলার উত্তর চক্রবাণী রমসিদ,কাকুরা
দিঘীর পারের সকলের অবগতির জন্য এই পোস্ট।
গতরাত ২০/০৫/২৪ ইং রাত ১২:০৫ মিনিটের সময় মানিকগঞ্জ বাজার খেয়া নৌকা চালক আব্দুল মন্নান একটি চিতাবাঘ দেখতে পান, সাথে সাথে হাতের মোবাইল দিয়ে একটি ছবি ধারন করেন।
আপনারা সচেতন থাকুন, এবং সবাইকে অবগত করার জন্য পোষ্ট টি শেয়ার করার অনুরোধ রহিলো।cp

কাতার কম্পানি ভিসাঃযেন জালিয়াতীর অপর  নামসাবধান! দালালদের খপ্পর থেকে সাবধান!*কাতার কম্পানি ভিসা* বিজ্ঞাপণ একই কিন্তু পেই...
17/05/2024

কাতার কম্পানি ভিসাঃযেন জালিয়াতীর অপর নাম

সাবধান! দালালদের খপ্পর থেকে সাবধান!

*কাতার কম্পানি ভিসা* বিজ্ঞাপণ একই কিন্তু পেইজের নাম ভিন্ন ভিন্ন ৬ থেকে ৮ টা লাইক/ ফলোয়ার
যেমনঃ qatar visa center, qatar travel agency, কাতার ভিসা সার্ভিস, দুবাই ভিসা সেন্টার ও কাতার ট্রাবল এজেন্সী সহ আরো অনেক ভূইফোড় কোম্পানীরর নামে পেইজ খুলে সম্প্রতি ফেসবুকে এড দিচ্ছে কাতারে লোক নিয়োগের জন্য।
আবার মোবাইল নাম্বার ভিন্ন ভিন্ন এছাড়া ও আরব আমিরাতের হয়ে লোক নিয়োগ দিবে কাতারে। ভিসার দাম একেবারে অল্প অল্প শুধু তাই নয় ভিসা হবার পরে টাকা।
আহ্হারে কি অসাধারণ লোভণীয় অফার পেয়ে কাতারে আসিয়া টাকার পাহাড় গড়ে তুলবে।
এ যেন আলাদীনের আশ্চর্য প্রদীপ।
খবরদার আপনারা কেউই এমব দালালমার্কা বিজ্ঞাপণ দেখে কাতারে আসিয়া সর্বহারা হবেন না।
তার চেয়ে দেশে ভিক্ষা করে খাওয়া ভাল।
বিশ্বকাপের খেলার পর থেকে কাতারে কাজের দর্ভিক্ষ চলতেছে। এহেন অবস্থা কতদিন চলবে তা একমাত্র আল্লাহ ভাল জানেন।
বার বার বলছি দালালদের খপ্পরে পড়ে সবর্স্ব হারাবেন না।
কাতার কম্পানি ভিসা যেন জালিয়াতীর অপর নাম।

এ ব্যাপারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও কাতারে বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূতের হস্তক্ষেপ কামনা জরুরী হয়ে পড়েছে।

আপনি সচেতন হন, অন্যকে সচেতন করুন। বিড়ম্বনার আরেক নাম ডিজিটাল প্রিপেইড মিটার। এই মিটার ব্যবহার করতে গিয়ে ইতিমধ্যেই বিরক্ত...
15/05/2024

আপনি সচেতন হন, অন্যকে সচেতন করুন।

বিড়ম্বনার আরেক নাম ডিজিটাল প্রিপেইড মিটার।
এই মিটার ব্যবহার করতে গিয়ে ইতিমধ্যেই বিরক্তির সীমা ছাড়িয়ে গেছে।
অত্যন্ত এটা খুবই বাজে অভিজ্ঞতা।
১. ধরুন আপনি ৫/৭দিনের জন্য বাড়ির বাইরে আছেন এখন টাকা শেষ হয়ে গেলো। তো আপনার ঘরের ফ্রিজে থাকা সকল দ্রুব্য পচে যাবে।
২. ধরুন এমন সময়ে আপনার টাকা শেষ হয়ে গেলো তখন আপনার হাতে টাকা নেই। হয়তো দুই/তিন দিন পরে আপনার টাকা হবে।
তাহলে এই দুই/তিন দিন কিভাবে চলবে? হয় আপনাকে বিদ্যুৎবিহীন থাকতে হবে, নতুবা অনাকাঙ্ক্ষিত ভাবে কারো কাছে টাকা ধার করতে হবে।
এতে আপনার পারসোনালিটি ক্ষতিগ্রস্ত হবে।
৩. ধরুন আপনার মিটারে মধ্যরাতে টাকা শেষ হয়ে গেলো তখন আপনার বিকাশে/নগদে টাকা নেই। বাকি রাতে আপনি বিদ্যুৎ পাচ্ছেন না। গরমে ঘুম হলো না। পরেরদিন আপনার ব্যক্তিগত বা অফিসিয়াল কাজের ব্যাঘাত ঘটবে।
অন্ধকার রুমে আপনি বাথরুম খুজে পাওয়া, দরজা খুজে পাওয়া কষ্টকর হবে। এমনকি কোথাও ধাক্কা খেয়ে আহতও হতে পারেন।
৪. ধরুন আপনার বাড়িতে বৃদ্ধ বাবা-মা থাকেন। তাদের বিকাশে বা দোকানে টাকা রিচার্জ করার অভিজ্ঞতা নেই বা সুযোগ কম। তাহলে তাদের মারাত্মক ভোগান্তিতে পড়তে হবে।
৫. রিচার্জ করার সাথে সাথে একটা বিরাট অংশ সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ, মিটার ভাড়া কেটে নেয়। এতো টাকা কেনো একজন গ্রাহককে দিতে হবে? এটা অন্যায্য। অন্যায়। জুলুম।
একটা রাষ্ট্র, রাষ্ট্রের প্রধান ম্যানেজমেন্ট এভাবে নিরীহ মানুষের উপরে জুলুম করতে পারে না।
তাদের সেই অধিকার নেই। এমন অন্যায্য একটা বিষয় আইনগত ভাবে অধিকার থাকাও অনুচিত।
এটা অন্যায়।
এটা জুলুম।
এই জুলুম বন্ধ হোক----

#প্রিপেইডমিটারবর্জনকরুন
#পূর্বেরমিটারব্যবহারকরুন
সংগৃহীত

তাঁদের এক পরিচয় বৃটিশ মুক্তিযোদ্ধাঃভীনদেশি যুদ্ধাদের পাশে  একজন সিলেটীসময়টা ১৯৪০ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা চারপাশ...
10/05/2024

তাঁদের এক পরিচয় বৃটিশ মুক্তিযোদ্ধাঃভীনদেশি যুদ্ধাদের পাশে একজন সিলেটী

সময়টা ১৯৪০ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা চারপাশে। ৫৩ বছরের টগবগে তরুণ আব্দুল মালিক যোগ দেন তৎকালীন ভারতীয় হয়ে বৃটিশ নৌবাহিনীতে । পড়াশোনা ছিল মেট্রিক পর্যন্ত। নৌবাহিনীর নাবিক হিসেবে প্রশিক্ষণ নিয়েই চলে যান যুদ্ধের ময়দানে। লড়েন ব্রিটিশ পরিচালিত মিত্রবাহিনীর হয়ে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে(১৯৩৯-১৯৪৫) নিহত হন ভারতীয়( তৎকালীন) ও ব্রিটিশ সৈন্যরা।
তিনি যুদ্ধের প্রচেষ্টাকে সমর্থনকারী ভারত থেকে 2 মিলিয়নেরও বেশি একজন ছিলেন। একটি জার্মান ইউবোট দ্বারা তার জাহাজটি টর্পোডোড করার পরে এবং ১৯৪৩ সালে বাংলাদেশের চট্টগ্রামে যুদ্ধ সমাধিতে স্মরণীয় হয়ে মারা যাওয়ার পরে তিনি মারা যান।
তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুশিয়ারা তীরবর্তী অঞ্চলের কুড়ারবাজার ইউনিয়নের আঁঙ্গুরা মুহাম্মদপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
তিনি তৎকালীন সময়ে বৃটিশ নৌবাহিনীর একজন নাবিক ছিলেন।( British Royal Navy Seaman).
আত্মীয়তার সম্পর্কে তিনি আমার আপন নানা হন।
আজ ৮ই মে VE (Victory in Europe Day (VE Day)দিনের ৭৮ তম বার্ষিকীতে আমরা উদযাপন করি তবে প্রতিফলিতও করি। আমি সবাইকে মনে রাখতে চাই যারা লড়াই করেছেন, যারা প্রাণ দিয়েছেন, যারা ww2 এর শেষ অবধি তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং পর্দার আড়ালে থাকা সমস্ত নামহীন মানুষ- তাদের সকলেরই সরকারী সম্মান বা পদক নেই তবে সকলেই আমাদের ইতিহাসে এক অবিচ্ছেদ্য ভূমিকা পালন করেছে এবং আজ আমাদের স্বাধীনতা আছে। মিত্র দেশগুলির সকলের পাশাপাশি নেপাল, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মতো কম উল্লেখযোগ্য দেশগুলির ও প্রতি।
যদিও যুদ্ধের ক্ষেত্রে সামরিক অবদানগুলি স্মরণ করার উপর জোর দেওয়া হচ্ছে, তবে বেনামে কর্মীদের অবদানটিও ভুলে যাবেন না।

উল্লেখ্য যে,
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪১-৪৫ সালে বার্মায় (বর্তমান মায়ানমার) সংঘঠিত যুদ্ধে প্রায় ৪৫ হাজার সৈনিক নিহত হন। তাদের স্মৃতি রক্ষার্থে মায়ানমার (তৎকালীন বার্মা), আসাম এবং বাংলাদেশে মোট নয়টি রণ সামাধিক্ষেত্র তৈরি করা হয়। বাংলাদেশ দুটি কমনওয়েলথ রণ সমাধিক্ষেত্র আছে। যার প্রথমটি চট্টগ্রামে অবস্থিত দ্বিতীয়টি কুমিল্লায়।
প্রথমটি 'চট্টগ্রাম ওয়ার সেমিটারী' কমনওয়েলথ যুদ্ধ সমাধিক্ষেত্র ও দ্বিতীয়টি কুমিল্লার ময়নামতি রণ সমাধিক্ষেত্র।এগুলি ১৯৪৩-১৯৪৪ সালে তৈরি করা হয়েছে।
প্রতি বছরই দেশ-বিদেশের বহু দর্শনার্থী যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এসব রণ সমাধিক্ষেত্রে আসেন।
এসব
রণ সমাধিক্ষেত্রে থাকা কেউ মুসলিম বা কেউ
খ্রিষ্টান। দেশও ভিন্ন। হয়তো যুদ্ধের ময়দানে এভাবেই তাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন একসঙ্গে। তাঁদের এক পরিচয়—বৃটিশ মুক্তিযোদ্ধা।

লেখকঃ কে. এম সুহেল আহমদ( কাতার প্রবাসী)
প্রতিনিধিঃ আওয়ার ইসলাম ডটকম ও সিলেট মিডিয়া ডটকম।
ক্রীড়া সম্পাদকঃ বাংলাদেশ লেখক- সাংবাদিক অ্যাসোসিয়েশন, কাতার।

গোলাপগঞ্জে দৈনিকসিলেটডটকমের গোলাপগঞ্জ প্রতিনিধি সামিল হোসেন হামলার শিকার------------------------------------------------...
09/05/2024

গোলাপগঞ্জে দৈনিকসিলেটডটকমের গোলাপগঞ্জ প্রতিনিধি সামিল হোসেন হামলার শিকার
--------------------------------------------------------------------------গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে দৈনিকসিলেটডটকমের গোলাপগঞ্জ প্রতিনিধি
সাংবাদিক সামিল হোসেন ভোট জালিয়াতি চক্রের হামলার শিকার হন। এধরণের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি সেই সাথে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।

উল্লেখ্য,গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাদেশ্বর মীরগঞ্জ বাজার দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট জালিয়াতি চক্রের হামলার শিকার হোন দৈনিকসিলেটডটকম গোলাপগঞ্জ প্রতিনিধি সামিল হোসেন ও দৈনিক যায়যায়দিন গোলাপগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ।

টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যাকক্সবাজারের টেকনাফে মুরাদ (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তর...
07/05/2024

টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের টেকনাফে মুরাদ (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা বাহারছড়া শামলাপুর বাজারে দুর্বৃত্তদের হামলায় আহত হন তিনি। মূমুর্ষ অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ছাত্রলীগ নেতা টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ কোম্পানির ছেলে। তিনি বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিনের মতো বাজারে আসছিলেন মুরাদ। বাজারে এলে রফিক নামে এক যুবকসহ কয়েকজন দুর্বৃত্ত তাকে হামলা করেন। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওসমান গনী বলেন, দুর্বৃত্তের ছুরির আঘাতে ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। এ ঘটনার জড়িতদের আটকের চেষ্টা চলছে। তবে কী কারণে ঘটনা ঘটে সেটি জানতে পারেননি তিনি।( সূত্রঃ সময়ের কণ্ঠস্বর))

গোলাপগঞ্জ চন্দরপুর বাজার আদর্শ টেইলার্সের সত্ত্বাধিকারী কনু মিয়ার ইন্তেকালসিলেট গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের বনগ্রা...
06/05/2024

গোলাপগঞ্জ চন্দরপুর বাজার আদর্শ টেইলার্সের সত্ত্বাধিকারী কনু মিয়ার ইন্তেকাল

সিলেট গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের বনগ্রাম দক্ষিণ মহল্লা নিবাসী মৃত আব্দুল মতিনের দ্বিতীয় ছেলে চন্দরপুর বাজারের আদর্শ টেইলার্সের সত্ত্বাধিকারী মোঃ কনু মিয়া ৬ মে (সোমবার) ভোর রাত ১ টার সময় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল হইয়াছেন।......ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷
মরহুমের জানাযার নামাজ আজ বাদ জোহর ২ ঘটিকার সময় বনগ্রাম-কালিয়াডহর ( বিকে)ঈদগাহ মাঠে অনুষ্ঠান শেষে পরিবারিক গুরুস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়স্বজন ওগুণগ্রাহী রেখে মারা যান।
তাঁর মুত্যুতে শোক প্রকাশ করে শেকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন গ্রামের সকল মানুষ সহ এলাকার সর্বস্থরের লোকজন।
আমরা সকলে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউনচন্দর পুর উত্তর মহল্লা নিবাসী, জামিয়া মুহাম্মদিয়া দারুল উলূম বৃহত্তর চন্দর পুর  এর...
01/05/2024

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন
চন্দর পুর উত্তর মহল্লা নিবাসী, জামিয়া মুহাম্মদিয়া দারুল উলূম বৃহত্তর চন্দর পুর এর পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও মাদ্রাসা পরিবারের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত ব্যক্তি জনাব মরহুম হাজী শাহাবুদ্দীন সাহেব অদ্য ০১/০৫/২০২৪ ইং তারিখে এ পৃথিবীর মায়া ত্যাগ করে মহান রাব্বুল আলামীনের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন। আমরা মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্র মিলে মহান আল্লাহর নিকট মরহুম হাজী শাহাবুদ্দীন সাহেবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।সাথে সাথে এই দোয়া করি আল্লাহ যেনো তাঁর প্রিয় বান্দাকে জান্নাতের সু উচ্চ মাকাম দান করেন। আমিন ছুম্মা আমিন

✅✅আ-ই কিওাম মোর খোদা। ----------------------------------রেকর্ড কাকে বলি আমরা? যখন এমন কিছু করি যা আগে কেউ করে নি, তাঁকেই...
30/04/2024

✅✅

আ-ই কিওাম মোর খোদা।
----------------------------------
রেকর্ড কাকে বলি আমরা?
যখন এমন কিছু করি যা আগে কেউ করে নি, তাঁকেই
রেকর্ড বলা হয়। কিন্তু রেকর্ড মানেই কি শ্রেষ্ঠত্ব?
মেসি এক পঞ্জিকা বর্ষে ৯১ গোল করেছে, এটা রেকর্ড।
আবার কুষ্টিয়ার এক লোক ৯১ মিটার লম্বা আর্জেনটিনার পতাকা বানিয়েছে, এটাও রেকর্ড।
দুটো রেকর্ড কি এক?
রেকর্ড যদি কোন এচিভমেন্ট না দেয়, তাহলে সে রেকর্ডের মূল্য কি?
লক্ষ কিংবা কোটি লোক এক সাথে জাতীয় সংগীত গাইল, এটা কি এচিভমেন্ট?
সিংগাপুর বর্তমান পৃথিবীতে প্রথম ধনী পাঁচ দেশের একটি।
এর মানে কি?
এর মানে ওরা স্বচ্ছল।
এর মানে ওদেরকে কুমড়া দিয়ে পিয়াজু বানাতে হয় না।
এর মানে ওরা কাঁঠাল খায় এবং বীফ বার্গার খায়, কিন্তু কাঁঠালের বিফ বার্গার খায় না।
ওদের দেশে ৬০০ টাকা গরুর মাংস বিক্রি করলে লাইন পরে না, এবং ওদের দেশে টিসিবির ট্রাক নেই।
কিন্তু সিংগাপুর দেশটির কোন খনি নেই, চাষ যোগ্য জমিও নেই। তারপরেও ওরা ধনী দেশের তালিকায় ১-৫ এর মধ্যে থাকে।
কিন্তু ওরা কিন্তু আমাদের থেকে পিছিয়ে।
কেন?
কারন ওদের কোটি লোক এক সাথে জাতীয় সংগীত গায় নি।
কেন?
কারন ওদের এত জনসংখ্যা নেই।
চীন ইচ্ছা করলে ১০ কোটি লোক দিয়ে জাতীয় সংগীত এক সাথে গাওয়াতে পারে।
তাহলে করে না কেন?
কারন চীনে এত ছাগল নেই যাঁদের বুঝানো সম্ভব যে জাতীয় সংগীত এক সাথে গেয়ে রেকর্ড করা একটা এচিভমেন্ট।
আজকেই বিশ্বের সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের কিউএস এর একটি রেংকিং বের হয়েছে।
এতে ভারতের ৪৯ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
বিশ্বের সবচেয়ে ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের ১৪ টি বিশ্ব বিদ্যালয় স্থান পেয়েছে আর উন্নয়নের রোল মডেল বাংলাদেশের ৩ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
আবার আজকেই আমরা আরেকটি রেকর্ড করলাম। মিঠামইনে নববর্ষ উপলক্ষ্যে ১৪ কিমি দীর্ঘ আলপনা তৈরী করেছি। এর উদ্বোধনে থাকবেন আইসিটি মন্ত্রী। কারন এটি একটি এচিভমেন্ট। একই মন্ত্রী ইভ্যালির উদ্বোধনীতে বলেছিলেন যে ইভ্যালি হবে আমাজন।
যা হোক, এখন একটা কথা ভাবুন। কোনটা বেশী সম্মান জনক?
১০০০ বিশ্ববিদ্যালয়ে তিনটির স্থান পাওয়া?
নাকি ১৪ কিমি আলপনা?
আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া হলো সর্বোচ্চ দুরত্ব, এবং তা ৯০০ কিমি। চীন, অস্ট্রেলিয়া এমনকি ভারতে কয়েক হাজার কিলোমিটার লম্বা হাইওয়ে রয়েছে।
ওরা ইচ্ছা করলেই তা এক রাতে পেইন্ট করে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড করতে পারে।
তবে করে না কেন?
কারন ওদের দেশে গাধা জনগনের সংখ্যা কম। ওদের সরকার পয়সা খরচ করে তাদের বুঝাতে পারবে না যে এটা এচিভমেন্ট। যেমন ওরা কখনোই তিন হাজার কোটি টাকা মহাশূন্যে উড়িয়ে দিবেনা শুধু রেকর্ড স্যাটেলাইট পাঠানোর জন্য।
আমদের উন্নয়ন কোটি কোটি বিদেশী কামলা আর দেশী গারমেন্টস কামলাদের জন্য। এসব কামলাদের বাইরে আমাদের কিছু নেই। এসব কামলাদের টাকা খরচ করেই আমরা ১৪ কিলোমিটারের গিনেজ রেকর্ড করি, কোটি কন্ঠে জাতীয় সংগীত গাই। কিন্তু ১৮ কোটি জনসংখ্যার রোল মডেল দেশের মাত্র তিনটা বিশ্ববিদ্যালয় জায়গা করে নিতে পারে।
রেকর্ড আর এচিভমেন্টের পার্থক্য বুঝতে না পারলে আমরা শুধুই মধ্যপ্রাচ্যে গিয়ে ঝাড়ু দিতে পারব আর দেশে দর্জির কাজ করতে পারব। কখনোই সুন্দর পিচাই সৃষ্টি করতে পারব না।
( কাতার প্রবাসী সাংবাদিক জি এম হাজারী থেকে সংগৃহীত)

কাইফা হালুকা
30/04/2024

কাইফা হালুকা

26/04/2024

A charitable organisation established and headed by my friend Suhel Ahmed by his father's Name. They are really doing very well and using there highest capability to reach to real righteous people. Thanks to my friend and every person volunteering for this good cause.
May Allah be with you to continue serving mankind and less fortunate people.

https://www.facebook.com/profile.php?id=61557436325390

We are a non profitable, NGO, which provides social welfare, education and medical assistance.

08/04/2024

সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের অগ্রীম শুভেচ্ছা।

01/04/2024

রাস্তা সংস্কারের কাজ বিদেশ বনাম স্বদেশ( দেখুন ভিডিও)
বিদেশে হয় নাম্বার ওয়ান আর আমাদের দেশে হয় নাম্বার টু।

28/03/2024

শোক সংবাদ

সিলেট গগোলাপগঞ্জের কালিডহর গ্রাম নিবাসী মরহুম তাজুল ইসলাম (পংকি) মিয়ার মেয়ে, ইকবাল হোসেন ভাইয়ের বোন হালিমা বেগম লাকি লন্ডনে ইউসিএল হসপিটালে (২৮/৩/২০২৪) ইন্তেকাল করেন।...... ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং আল্লাহ পাক রব্বুল আলামীন তার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
পরিবার-পরিজন আত্মীয়-স্বজন সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন আমীন।

শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ছোট ভাই জনাব আব্দুল মুনিম চৌধুরী আজ সকালে ফুলতলীতে ইন্তেকাল করেছেন...
27/03/2024

শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ছোট ভাই জনাব আব্দুল মুনিম চৌধুরী আজ সকালে ফুলতলীতে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মহান আল্লাহ পাক তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম নসীব করুন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when কুশিয়ারা মিডিয়া" Kushiyara Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share