Touhid's Tutorial

  • Home
  • Touhid's Tutorial

Touhid's Tutorial Exploring excellence

২০১৮ সালের জুলাই মাস , জাপানের MINATO শহর সাক্ষী হয় এক অভূতপূর্ব ঘটনার। জাপানীদের কাছে একটি গাছ যে কতটা গুরুত্ব বহন করে ...
08/12/2023

২০১৮ সালের জুলাই মাস , জাপানের MINATO শহর সাক্ষী হয় এক অভূতপূর্ব ঘটনার। জাপানীদের কাছে একটি গাছ যে কতটা গুরুত্ব বহন করে এই ঘটনা দেখলেই জানা যায়।

জাপানের MINATO শহরের একটি সড়ক নির্মান করতে গিয়ে সড়কের মাঝে পড়ে একটি বৃহৎ গাছ। সড়ক নির্মান করতে গেলে গাছটি কাটা পড়বে , তখনই প্রকৌশলীগন একটু ভিন্ন ভাবে চিন্তা করেন। তারা গাছটি সরিয়ে নিতে একটি অভিনব পদ্ধতির অবলম্বন করেন। তারা গাছটির শিকড় সুরক্ষিত করে গাছটি অন্যত্র সরিয়ে নেবার সিদ্ধান্ত নেন।

প্রায় ৭০-৮০ জন শ্রমিক কাজ করেন ৭০টনের গাছটি ১০ মিটার সরিয়ে নিতে। গাছটির শিকড় সুন্দরভাবে সুরক্ষিত করে গাছটি সরিয়ে নেওয়া হয়। কি সুন্দর সমাধান

To get highlight 🖐️Share this to your timeline ♦️English♦️ grammar Note♦️Topic: Verb✍️
06/10/2023

To get highlight 🖐️
Share this to your timeline ♦️
English♦️ grammar Note♦️
Topic: Verb✍️

05/10/2023

ফ্রি ইংলিশ গ্রামার ক্লাশ
লিংক কমেন্ট এ 👇

05/10/2023

Basic Spoken English Class


শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। 🖐️❤️✍️সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিভিন্ন পরিক্ষায় আসার মত নোট সমূহ ধাপে ধাপে শেয়ার করা হবে, ইনশা...
28/09/2023

শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। 🖐️❤️✍️
সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিভিন্ন পরিক্ষায় আসার মত নোট সমূহ ধাপে ধাপে শেয়ার করা হবে, ইনশাল্লাহ৷
জিওটেকনিক এর গুরুত্বপূর্ণ নোট শেয়ার করা হলো৷

27/09/2023

আমাকে মনে রাইখেন, ভুলে যাইয়েন না সবাই 🥲

#তামিম_ইকবাল এর এই কথা টা তীরের মতোন লাগলো 💘

আপনাকে ভোলা যায় না ❤️

Important physics law for DUET Admission DUET ADMISSION TEST HELPLINE
25/09/2023

Important physics law for DUET Admission


DUET ADMISSION TEST HELPLINE

25/09/2023
25/09/2023
25/09/2023

সবচেয়ে বিরক্তিকর প্রশ্ন কী?

ত্রিকোণমিতির A2Z নোট Engr. Md. Touhid Hasan  পেজটা ফলো করেছেন? আপনাদের রেসপন্স এর উপর পরবর্তী নোট পোস্ট নির্ভর করবে 🙂
23/09/2023

ত্রিকোণমিতির A2Z নোট
Engr. Md. Touhid Hasan পেজটা ফলো করেছেন?
আপনাদের রেসপন্স এর উপর পরবর্তী নোট পোস্ট নির্ভর করবে 🙂

22/09/2023

কালকে রাতের বেলায় ঢাকা মিরপুরে রাস্তায় জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ সহ ৮ জন মারা গেছে

22/09/2023

PARTS OF SPEECH | জীবনে কোনদিন ভুল হবে না | Basic English Grammar |

22/09/2023

জুমার দিনের বিশেষ ১১টি আমল | জুমার দিনের বিশেষ ১১টি আমল

19/09/2023

গাইবান্ধা এবং ঢাকা ওয়াসা তে ২ জন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার প্রয়োজন,ঢাকা ওয়াসা তে পাইপলাইনের কাজ হবে এবং গাইবান্ধা তে সিটি কর্পোরেশন এর অধীনে সিভিল কনস্ট্রাকশন এর কাজ করতে হবে।
অভিজ্ঞতা কমপক্ষে ৫ বছর
বেতন আলোচনা সাপেক্ষে
আর্জেন্ট জয়েন করতে হবে।
বিস্তারিত : ০১৯১১১৩১৩১৪ (হোয়াটসঅ্যাপে)
[email protected]
এ সিভি দেয়ার জন্য অনুরোধ করা হলো।
দয়া করে কল দিবেন না।

ডুয়েট এডমিশন এবং জব প্রিপারেশন এর জন্য ইংরেজি গ্রামারের শ্রেষ্ঠ নোট।শেয়ার করে টাইমলাইনে রেখে দেন। ১. Narration ২. Partic...
18/09/2023

ডুয়েট এডমিশন এবং জব প্রিপারেশন এর জন্য ইংরেজি গ্রামারের শ্রেষ্ঠ নোট।
শেয়ার করে টাইমলাইনে রেখে দেন।
১. Narration ২. Participle

Chemistry Math Part A2Z (DUET Admission) অনেক গুরুত্বপূর্ণ নোট।  শেয়ার করে টাইমলাইনে রেখে দেন।
17/09/2023

Chemistry Math Part A2Z (DUET Admission)
অনেক গুরুত্বপূর্ণ নোট। শেয়ার করে টাইমলাইনে রেখে দেন।

17/09/2023

★বস্ত্র আমদানিতে বাংলাদেশ এর অবস্থান কত -
ক)৩য় খ)৫ম গ)৭ম ঘ)৯ম

15/09/2023

★বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওডিআই অভিষেক হয় কবে?

15/09/2023

★কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রাণীর ছবি আছে?
ক. কানাডা
খ. ফ্রান্স
গ. বেলজিয়াম
ঘ. নরওয়ে

ডুয়েট এডমিশনে আসা বিগত সালের সকল ট্রান্সলেশন। শেয়ার করে টাইম লাইনে রাখুন। ট্রান্সলেশন থেকে ১০ মার্কস থাকে।
15/09/2023

ডুয়েট এডমিশনে আসা বিগত সালের সকল ট্রান্সলেশন। শেয়ার করে টাইম লাইনে রাখুন।
ট্রান্সলেশন থেকে ১০ মার্কস থাকে।

SFD & BMD সিভিল ও মেকানিক্যাল ডিপার্টমেন্ট।শেয়ার করে টাইম লাইনে রাখুন অনেক সুন্দর একটি নোট।
15/09/2023

SFD & BMD সিভিল ও মেকানিক্যাল ডিপার্টমেন্ট।
শেয়ার করে টাইম লাইনে রাখুন
অনেক সুন্দর একটি নোট।

সিভিল ইঞ্জিনিয়ারিং এ এষ্টিমেট এর ইট, সিমেন্ট, রড সহ বিভিন্ন হিসাব===============================================সিভিল ইঞ...
15/09/2023

সিভিল ইঞ্জিনিয়ারিং এ এষ্টিমেট এর ইট, সিমেন্ট, রড সহ বিভিন্ন হিসাব
===============================================
সিভিল ইঞ্জিনিয়ারিং এ এষ্টিমেট করার সময় কিছু সূত্র অনুসরণ করে আমাদের এষ্টিমেট করতে হয়, না হলে নির্ভুল এষ্টিমেট করা সম্ভব নয়। যারা প্রাথমিক লেভেলের আছেন তারা এই বিষয় গুলো ভালো করে জানার চেষ্টা করুন। তার পরে ১/২টি বিল্ডিং ভালো ভাবে এষ্টিমেট করুন। এবং সেই অনুযায়ী আপনার কাছে কাজের ডকুমেন্ট রাখুন।

নিচে কিছু এস্টিমেটের ক্যালকুলেশন করা নির্দিষ্ট মান দেয়া হলঃ

#ইটঃ
মসলা ছাড়া ১ টি ইটের মাপ =(৯ ১/২” x ৪ ১/২” x ২ ৩/৪”)
মসলাসহ = (১০” x ৫” x ৩”)

#খোয়ার হিসাবঃ-
১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
১ m3 ছোট সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন 320 টি এবং বড় সাইজের খোয়ার জন্য 300 টি।
১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
ছলিং এর জন্য প্রতি 1sft এর জন্য 3 টি ইট প্রয়োজন।
1cft খোজার জন্য 9টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
10” ওয়াল গাথুনীতে প্রতি 1sft গাথুনীতে 10 টি ইট লাগে।
5” ওয়াল গাথুনীতে প্রতি 1sft গাথুনীতে 5 টি ইট লাগে।
1m3 ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন 410 টি।
1cft ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন 11.76 = 12 টি
1m3 ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন 500 টি।
1cft ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন 14.28 টি।
1m2 জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন 31 টি।
1m2 সোলিং এ চিকন বালির প্রয়োজন 0.015m3
1m2 জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন 52 টি।
1m2 হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন 0.03m3
1 Reining miter দৈর্ঘে এন্ড এজিং এ ইটের পরিমাণ=1/.127=8 টি।
ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ 35%

#বালিঃ
109 f = 12.25cft
100sft 5” গাথুনীতে 1:5 অনুপাতে সিমেন্ট লাগে 2 ব্যাগ।
* 100 sft 10” গাথুনীতে 1:5 অনুপাতে সিমেন্ট লাগে 4 ব্যাগ। বালু লাগে 24 cft।
গাথুনী এবং প্লাস্টারে 1 বস্তা সিমেন্টে 04 বস্তা বালি (সিমেন্টর বস্তায় হিসাব করতে হবে), তবে 05 বস্তাও দেওয়া যায়।
নির্মান কাজে বালির হিসাব cft ধরে করা হয়। গারি থেকে বালি নামানোর পূর্বে গাড়ির ডালা অর্থাৎ যেখানে বালি রাখাহয় তার চার পাশে ফিতা দিয়ে মাপ দিতে হবে। সে সময় ডালার উপরি অংশের বালি সমান করতে হবে।
কোন বালি দিয়ে কাজ করতে হবে সে বিষয় প্লানে উল্লেখ থাকবে।

#সিমেন্টঃ
1m3 সিমেন্ট 30 ব্যাগ
1m2 নীট সিমেন্ট ফিনিশিং এর জন্য(NCF) সিমেন্টের প্রয়োজন= 2.7 – 3 kg
DPC এ পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের 5% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য 2.5 কেজি।
1 ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন 40kg
এক ব্যাগ সিমেন্টের ওজন 50kg এবং আয়তন= 0.034 m3
1 ব্যাগ সিমেন্টে পানি লাগে 21 L.
100sft প্লাষ্টারে 1:4 অনুপাতে সিমেন্ট লাগে 2 ব্যাগ।
গাথুনীর প্লাষ্টারে 1:5 অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে 1:5 অনুপাতে সিমেন্ট দিতে হয়।
প্রতি sft নিট ফিনিশিং করতে 0.0235 kg সিমেন্ট লাগে।

#রডঃ
এখনে অবশ্যই রডের ডায়া মিলি মিটারে উল্লেখ করতে হবে।

প্রতি মিটার এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র = d2/162.2 কেজি।
প্রতি ফুট এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র = d2/532 কেজি।
প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র = 162.2/d2 m.
প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র = 532/d2 ft
নিচে কিছু রডের কেজি/মিটার এবং কেজি/ফুট দেখান হলোঃ-
08 mm = 0.395 kg/m = 0.120 = 2.5 suta
10 mm = 0.616 kg/m = 0.188 = 3 suta
12 mm = 0.888 kg/m = 0.271 = 4 suta
16 mm = 1.579 kg/m = 0.482 = 5 suta
20 mm = 2.466 kg/m = 0.7518 = 6 suta
22 mm = 2.983 kg/m = 0.909 = 7 suta
25 mm = 3.854 kg/m = 1.175 = 8 suta

ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg
1m3 MS রডের ওজন = 7850 kg or 78.50 কুইন্টাল,
এক মিটার এম.এস অ্যাঙ্গেলের ওজন= 0.00785A কেজি,
কম্প্রেশন বারে হুক ছাড়া ল্যাপিং 24D এবং হুকসহ 44D আবার, টেনশনে হুক ছাড়া ল্যাপিং 30D এবং হুকসহ 60D.

#ট্রান্সপোর্টেশনঃ
নির্মাণ সামগ্রী বহনের জন্য চালনা দুরুত্ব 30m. এবং উত্তোলন দুরুত্ব 1.5m.
একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় সিমেন্ট বহন করে 20 ব্যাগ
একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় ইট বহন করে 333 টি
একটি এক টনি ট্রাক কাঁচা রাস্তায় সিমেন্ট বহন করে 13.33 ব্যাগ।

#অন্যান্য বিষয়ঃ
গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।
দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( 10” ÷12 =0.833)
ঢ়ালাই এর হিসাব
* 100 cft ঢ়ালাই এ 1:2:4 অনুপাতে সিমেন্ট 17 ব্যাগ, বালু 43 cft, খোয়া 86 cft লাগে।
* 1 cft ঢ়ালাই এ 1:2:4 অনুপাতে সিমেন্ট 0.17, বালু 0.43 cft, খোয়া 0.86 cft লাগে।
জলছাদের কাজে খোয়া,চুন,সুরকির অনুপাত =7:2:2
আবাসিক দালানের জন্য বাসযোগ্য ক্ষেত্রফল প্লিন্থ ক্ষেত্রফলের 50%-56% হওয়া উচিত।
সেপটিক ট্যাংক এর নুন্যতম প্রস্থ 60cm এবং তরলের নুন্যতম গভীরতা 1m.
সোক ওয়েলের নুন্যতম ব্যাস 90cm এবং গভীরতা ইনভার্ট সমতল হতে 1.5m.
কালভার্ট এর স্প্যান 6m. এর কম এবং ব্রিজের স্প্যান 6m. এর বেশি, ব্রিজ এর স্ল্যাবকে ডেকস স্ল্যাব বলে।
ঢেউটিনের প্রমাণ দৈর্ঘ্য: (1.80,2.20,2.50,2.80,3.20) m. এবং প্রস্থ 0.80m. এবং ঢেউয়ের গভীরতা 18m.m.

বিদ্রঃ প্র্যাকটিকেল কাজ থেকে কিছুটা ভ্যারিয়েশন হতে পারে বিভিন্ন ক্ষেত্রে

শেয়ার করে রাখুন, সাইটে বা বিভিন্ন কাজের ক্ষেত্রে যেকোন সময় কাজে লাগতে পারে।

সিরাজগঞ্জে নির্মাণ হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জঃউত্তর-পশ্চিমাঞ্চলে চলাচলকারীদের ভোগান্তি কমাতে সিরাজগঞ্জের ...
14/09/2023

সিরাজগঞ্জে নির্মাণ হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জঃ
উত্তর-পশ্চিমাঞ্চলে চলাচলকারীদের ভোগান্তি কমাতে সিরাজগঞ্জের হাটিকুমরুলে নির্মাণ হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ সড়ক। যাতে প্রতিটি রুটের গাড়ির জন্য থাকবে আলাদা লেন। এর ফলে গুরুত্বপূর্ণ এই মোড়টিতে যানজটের কোনো শঙ্কাই থাকবে না। দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ধীরগতির পরিবহনের জন্যও থাকছে আলাদা লিংক রোড। এবং সড়কে ইন্টারচেঞ্জ। যাতে প্রতিটি রুটের গাড়ির জন্য থাকে আলাদা আলাদা লেন, এতে এড়ানো যায় যানজট।
❇️ হাটিকুমরুল গোলচত্বর, এ মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তর ও দক্ষিণাঞ্চলের ২৭টি জেলার যানবাহন চলাচল করে। ফলে প্রায়ই ঘণ্টার পর ঘণ্টা যানজটে ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালকদের। এই দুর্ভোগ কমাতে সড়ক ও জনপথ বিভাগ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম অং থেকে রংপর পর্যন্ত ৪ লেনের কাজ শুরু করেছে। ৪ লেনের মহাড়কের পাশাপাশি গুরুত্বপূর্ণ এ হাটিকুমরুল গোলচত্বর এলাকায় নির্মাণ করা হবে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ। এই ইন্টারচেঞ্জের মাধ্যমে গোলচত্বরের ১ কিলোমিটার আগেই ভাগ হয়ে যাবে বিভিন্ন জেলার যানবাহনগুলো।
❇️ দৈর্ঘ্যঃ
প্রায় এক কিলোমিটার জুড়ে নির্মাণ হবে ইন্টারচেঞ্জটি। দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ধীরগতির পরিবহনের জন্যও থাকছে আলাদা লিংক রোড।
❇️ অর্থায়নেঃ
এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় প্রায় ৭'শ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে এই ইন্টারচেঞ্জ।
❇️ নির্মান সময়ঃ
কাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০২৪ সালে।
❇️ আধুনিক নির্মানশৈলীঃ
আধুনিক নির্মাণশৈলীতে থাকবে নানা সুযোগ সুবিধা। থাকছে গাড়ি পার্কিং সুবিধাসহ চালকদের বিশ্রামাগার। পথচারীদের পারাপারের জন্য ফ্লাইওভার ও ওয়াকওয়ে।
❇️ প্রকল্প পরিচালকঃ
সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এর আওতায় দেশের দ্বিতীয় সর্ববৃহৎ হাটিকুমরুল ফ্লাইওভার ( ইন্টারচেঞ্জ) প্রকল্পের প্রকল্প পরিচালক (সাসেক-২) ড. মো. ওয়ালিউর রহমান।প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোঃ এনামুল হক।
এই ইন্টারচেঞ্জ চালু হলে উত্তর বঙ্গের উন্নয়নের নয়াদিগন্তের দার খুলে যাবে।
এর উপর দিয়ে ঢাকা গামী উত্তর ও দক্ষণ বঙ্গের ২২ জেলার যানবাহন নির্দিষ্ট পথে অবাধে চলাচল করবে। এখানে কোনো যানজটের সৃষ্টি হবে না। মানুষের ভোগান্তি দুর হবে। এই আধুনিক ফ্লাইওভারটি পর্যটন কেন্দ্রে পরিনত হবে।
এরকম আরো তথ্য পেতে পেজ এ লাইক দিয়ে সাথে থাকুন ।।

13/09/2023
আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হলেই মাত্র ১০০০ টাকায় সম্পূর্ণ অটোক্যাড কোর্সটি অনলাইন লাইভ ক্লাশের মাধ্যমে করার সুযোগ...
13/09/2023

আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হলেই মাত্র ১০০০ টাকায় সম্পূর্ণ অটোক্যাড কোর্সটি অনলাইন লাইভ ক্লাশের মাধ্যমে করার সুযোগ পাচ্ছেন।
সম্পূর্ণ কোর্সটি করানো হবে সবচেয়ে আপডেট ভার্সন অটোক্যাড ২০২৪ এ।

* ২০ সেপ্টেম্বর এর পরে রেগুলার অনলাইন কোর্স ফি ৪০০০/- টাকা।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ নিম্নছকভুক্ত বিভাগ সমূহ ছাত্র/ছাত্রীরা ভর্তির জন্য আবেদন করত...
13/09/2023

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ নিম্নছকভুক্ত বিভাগ সমূহ ছাত্র/ছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে :

বিভাগ সমূহ

ছাত্র/ছাত্রীদের ভর্তির শিক্ষাগত যোগ্যতা

সিভিল ইঞ্জিনিয়ারিং
==============
সিভিল, সার্ভেয়িং, আর্কিটেকচার (নির্ধারিত ঐচিছক বিষয়সমূহে পানসহ), এনভায়রনমেন্টাল (নির্ধারিত ঐচ্ছিক বিষয়সমূহে পাশসহ), সিভিল (উচ্চ পেশালাইজেশন) ও কনস্ট্রাকশন টেকনোলজিতে ডিপ্লোমা।

ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং
==============================
ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেনটেশন এন্ড প্রসেস কন্ট্রোল, টেলিকমিউনিকেশন ও ইলেকট্রো-মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
==================
মেকানিক্যাল, পাওয়ার, কেমিক্যাল, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, অটোমোবাইল, ফুড, মেকাট্রনিক্স ও মেরিন টেকনোলজিতে ডিপ্লোমা।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
=========================
কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি, কম্পিউটার, ইলেকট্রনিক্স, ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং ও গ্রাফিক্স ডিজাইন টেকনোলজিতে ডিপ্লোমা।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
================
টেক্সটাইল, জুট ও গার্মেন্টস এন্ড প্যাটার্ন মেকিং টেকনোলজিতে ডিপ্লোমা

আর্কিটেকচার
==========
আর্কিটেকচার ও আর্কিটেকচার এন্ড ইনটেরিয়র ডিজাইন টেকনোলজিতে ডিপ্লোমা।

ইন্ডাট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং
============================
মেকানিক্যাল, পাওয়ার, অটোমোবাইল, মেরিন, মেকাট্রনিক্স, শিপ বিল্ডিং, ফুড, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, ইন্সট্রুমেনটেশন এন্ড প্রসেস কন্ট্রোল, কেমিক্যাল ও মাইনিং এন্ড মাইন সার্ভে টেকনোলজিতে ডিপ্লোমা।

কেমিক্যাল এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং
=======================
ফুড, কেমিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার, রেহিঙ্গারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, ইন্সট্রুমেনটেশন এন্ড প্রসেস কন্ট্রোল টেকনোলজিতে ডিপ্লোমা ও ডিপ্লোমা ইন এগ্রিকালচার।

মেটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং
================================
মেকানিক্যাল, পাওয়ার, অটোমোবাইল, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, কেমিক্যাল মাইনিং এবং মাইন সার্ভে, সিরামিক, গ্লাস, শীপ বিল্ডিং টেকনোলজি।

কার্টেসীঃ Touhid's Tutorial

আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হলেই মাত্র ১০০০/- টাকায় সম্পূর্ণ অটোক্যাড কোর্সটি অনলাইন লাইভ ক্লাশের মাধ্যমে করার সুয...
12/09/2023

আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হলেই মাত্র ১০০০/- টাকায় সম্পূর্ণ অটোক্যাড কোর্সটি অনলাইন লাইভ ক্লাশের মাধ্যমে করার সুযোগ পাচ্ছেন।
সম্পূর্ণ কোর্সটি করানো হবে সবচেয়ে আপডেট ভার্সন অটোক্যাড ২০২৪ এ।

* ২০ সেপ্টেম্বর এর পরে রেগুলার অনলাইন কোর্স ফি ৪০০০/- টাকা।

Touhid's Tutorial এর পক্ষ থেকে বিশাল ছাড়! ♦️মাত্র ১০০০ টাকায় কোর্স করার সুবর্ণ সুযোগ! ♦️ভর্তি চলছে!!  ভর্তি চলছে!!  ভর্ত...
10/09/2023

Touhid's Tutorial এর পক্ষ থেকে বিশাল ছাড়!
♦️মাত্র ১০০০ টাকায় কোর্স করার সুবর্ণ সুযোগ! ♦️

ভর্তি চলছে!! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!
♦️ প্রফেশনাল অটোক্যাড অনলাইন ব্যাচে ভর্তি চলছে।

২০শে সেপ্টেম্বর এর মধ্যে ভর্তি হলেই ১০০০৳ কোর্স ফি♦️

বিএসসি ইঞ্জিনিয়ার এর কাছে অটোক্যাড শিখে দক্ষ সিভিল ইঞ্জিনিয়ার/মেকানিক্যাল ইঞ্জিনিয়ার/ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ।

আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিতঃ
👉অনলাইন ব্যাচ ভর্তি শেষঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৩
👉 ক্লাসের ধরন: সম্পূর্ণ Live Class.
👉 ক্লাশের রেকর্ড দেয়া হবে
👉 ক্লাস শুরু: ১ অক্টোবর , ২০২৩ থেকে।
👉 ক্লাস মাধ্যম : Google Meet/Zoom এর মাধ্যমে।
👉 মোট ক্লাস সংখ্যাঃ ৩৬ টি
👉 প্রতিটি ক্লাসের সময় হবে ১.৫ ঘন্টা
👉প্রতিটি ক্লাস শেষে প্রশ্নোত্তর পর্ব থাকবে
👉 প্রত্যেকের সমস্যা যত্নসহকারে সমাধান করা হবে
👉 প্রয়োজনীয় লেকচার নোট দেওয়া হবে যাতে কোর্স শেষে কাজ করার সময় তা দেখে, পড়ে এবং বুঝে করতে পারেন।

Call/ WhatsApp: 📞 +880 1743-650718

Autocad tutorial for civil engineers in Bangladesh || AutoCad Bangla Tutorial Tutorial For Engineers || AutoCad Bangla Tutorial Tutorial For Engineers


08/09/2023

Don't lie.
First Cricketer that got your attention.

ডুয়েট এডমিশনের জন্য বই এর তালিকা (DUET Admission books list)🛑📘ফিজিক্স 🛑ড. শাহজাহান তপন স্যারের লেখা বই (২০১২-১৩ সংস্করণ...
25/08/2023

ডুয়েট এডমিশনের জন্য বই এর তালিকা (DUET Admission books list)
🛑📘ফিজিক্স 🛑
ড. শাহজাহান তপন স্যারের লেখা বই (২০১২-১৩ সংস্করণ) ১ম ও ২য় পত্র ।
⛳⛳প্রপ্তিস্থান: নিকটস্থ পুরাতন লাইব্রেরী।
🌐🌐📗ম্যাথ🌐🌐
আফসার উজ-জামান স্যারের (২০১২-১৩ সংস্করণ) বই ২ খন্ড বা
অক্ষরপত্র প্রকাশনীর (পুরাতন এর মধ্যে নতুন) বই ১ম ও ২য় পত্র।
⛳⛳প্রপ্তিস্থান: নিকটস্থ পুরাতন লাইব্রেরী।
🎁🎁📓কেমিস্ট্রি - 🎁🎁
হাজারী নাগ (২০১২-১৩ সংস্করণ) স্যারের বই সাথে ডুয়েট সিলেবাসের আলোকে একটা (হাইড্রোজেন বা সোডিয়াম নামক) গাইড বই।
⛳⛳প্রপ্তিস্থান: নিকটস্থ পুরাতন লাইব্রেরী, এবং গাজীপুর।
🧲📔ইংরেজি🧲🧲
চৌধুরী হাসান স্যারের গ্রামার বই বা পছন্দের গ্রামার বই সাথে ডুয়েট সিলেবাসের আলোকে একটা গাইড বই।
⛳⛳প্রপ্তিস্থান: নিকটস্থ পুরাতন লাইব্রেরী, এবং গাজীপুর।
🎯🎯🎯🎯আর ডুয়েট প্রশ্নব্যাংক আর উদ্ভাস ইঞ্জিনিয়ারিং প্রশ্নব্যাংক ।
⛳⛳প্রপ্তিস্থান: নিকটস্থ পুরাতন লাইব্রেরী (উদ্ভাস), এবং গাজীপুর (ডুয়েট প্রশ্নব্যাংক)।
এগুলোই এনাফ চান্স পাওয়ার জন্য নন ডিপার্টমেন্টের।
⛏️📡⚙️🎯🎯🎯🎯🎯
সাথে ডিপার্টমেন্টের জন্য ঐ ডিপার্টমেন্টের কোন বড় ভাইয়ের পরামর্শ নিয়ে একটা বই নিবেন।
ইইই এর জন্য (রেজোন্যান্স বা ইইই এনালিসিস)
☀️☀️বই গুলো নিকটবর্তী লাইব্রেরীতে না পাইলে ডুয়েট এরিয়ার যেকোন লাইব্রেরী হতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ।
👉👉👉 রানিং ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য একটাই কথা 💌
⏰⏰ভর্তি যুদ্ধে এগিয়ে থাকতে হলে পূর্ব প্রস্তুতির বিকল্প নেই তাই ডিপ্লোমা হতেই একটু পড়াশোনা করুন জীবন যুদ্ধে এগিয়ে থাকতে হলে 👋👋।
🤲🤲🤲দোয়া শুভকামনা সকল ডুয়েট ড্রিমার-র্স দের জন্য 💚💚💚

ডুয়েট এডমিশন-২০২৩ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর প্রশ্ন
21/08/2023

ডুয়েট এডমিশন-২০২৩ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর প্রশ্ন

আলহামদুলিল্লাহ, ডুয়েটে প্রথম দিনের ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হলো।ডুয়েট ভর্তি পরীক্ষায় সফলতার জন্য সকল প্রার্থী...
20/08/2023

আলহামদুলিল্লাহ, ডুয়েটে প্রথম দিনের ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হলো।
ডুয়েট ভর্তি পরীক্ষায় সফলতার জন্য সকল প্রার্থীর জন্য শুভকামনা।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Touhid's Tutorial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share