Arakan

Arakan Let us always meet each other with a smile, for the smile is the beginning of love

প্রথমে দশটি বই পড়ার পর তোমার মনে হবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমান ৷ দার্শনিক বলো পন্ডিত বলো যে কারোর সাথে তর্ক-সমা...
03/09/2023

প্রথমে দশটি বই পড়ার পর তোমার মনে হবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমান ৷ দার্শনিক বলো পন্ডিত বলো যে কারোর সাথে তর্ক-সমালোচনা করতে পারবে ৷ রুটিনমতো জীবনযাপনে আগ্রহী হবে ৷ চা-কফির দোকান বা কোন হোটেলে গেলে, একাকী নির্জন কোন টেবিলে একটু ভাব ধরে বসতে চাইবে ৷

পঞ্চাশটি বই পড়ার পর কলম হাতে নিবে ৷ টুকটাক কিছু লেখালেখি করতে শুরু করবে ৷

দুইশত বই পড়ার পর ভাল ও খারাপ বইগুলোরপার্থক্য করতে পারবে ৷
আড়াইশ বই পড়ার পর মানুষ থেকে আরো দূরে সরে পড়বে। বাহিরের হাঙ্গামা, গান-বাজনা, নানাবিদ অনুষ্ঠান কোন কিছুই তোমার ভাল লাগবে না ৷ তুমি সদা তোমার আপন ভুবনে ডুবে থাকবে ৷ নিজের মত এমন শান্ত, পাগল একজন বন্ধু খুঁজবে ৷

সাড়ে তিনশ বই পাঠের পর তোমার মনে হবে জ্ঞানের জগতে তুমি কত মন্থর ৷ এখনো তোমার অনেক কিছু জানা বাকি আছে ৷

পাঁচশ বই পাঠের পর তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকাবে ৷ তোমার তখন নিজের প্রতি অতিরিক্ত আত্মমুগ্ধতা অনুভব হবে ৷ এরপর লিখতে শুরু করবে ৷ আর ঐটা অপর এক জগত ৷ জীবনের অপর এক যাত্রা ৷

( সংগৃহীত )

01/09/2023
01/09/2023
মানুষতো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না।__ রবীন্দ্রনাথ ঠাকুর 🙏
01/09/2023

মানুষতো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না।__ রবীন্দ্রনাথ ঠাকুর 🙏

জনস্বার্থে পোস্টচিত্র-১। যদি রাস্তার মাঝখানে কাটাকাটা সাদা দাগ থাকে, তাহলে বুঝবেন, আপনি ওভারটেক করতে পারবেন।চিত্র-২। যদি...
01/09/2023

জনস্বার্থে পোস্ট

চিত্র-১। যদি রাস্তার মাঝখানে কাটাকাটা সাদা দাগ থাকে, তাহলে বুঝবেন, আপনি ওভারটেক করতে পারবেন।

চিত্র-২। যদি দাগ এক টানা হয়ে থাকে, তাহলে বুঝবেন, ওভারটেক করা ঝুঁকিপূর্ণ।

চিত্র-৩। যদি দাগ ডাবল দেওয়া থাকে, তাহলে ভুলেও ওভারটেক করার চেষ্টা করবেন না। এটা সম্পূর্ণ নিষিদ্ধ, বিপদজনক এবং আইনত দণ্ডনীয়।

১০০+  গুরুত্বপূর্ণ  Linking words/ ConjunctionAs অর্থ হচ্ছে - কারন, যেহেতুSay অর্থ হচ্ছে  - ধরা যাকSo অর্থ হচ্ছে - অতএব ...
31/08/2023

১০০+ গুরুত্বপূর্ণ Linking words/ Conjunction

As অর্থ হচ্ছে - কারন, যেহেতু
Say অর্থ হচ্ছে - ধরা যাক
So অর্থ হচ্ছে - অতএব , সুতরাং
Who অর্থ হচ্ছে - কে, যে, কেকে
And অর্থ হচ্ছে - এবং ,ও
But অর্থ হচ্ছে - কিন্তু, তথাপি
That অর্থ হচ্ছে - যে , যা, যাতে, ফলে
Even অর্থ হচ্ছে - এমনকি
At first অর্থ হচ্ছে - প্রথমত
Often অর্থ হচ্ছে - প্রায়ই , মাঝে মাঝে
More অর্থ হচ্ছে - আরো , অধিকতর
Which অর্থ হচ্ছে - যেটি , যা
As if অর্থ হচ্ছে - যেন
Although অর্থ হচ্ছে – যদিও, যাতে , সত্বেও
While অর্থ হচ্ছে - যখন
Similarly অর্থ হচ্ছে - অনুরূপভাবে, একইভাবে
Therefore অর্থ হচ্ছে - অতএব , সুতরাং
So that অর্থ হচ্ছে - যাতে , যেন
First of all অর্থ হচ্ছে - প্রথমত
Rather অর্থ হচ্ছে - বরং, চেয়ে
Such as অর্থ হচ্ছে - তেমনই
However অর্থ হচ্ছে – যাইহোক
Indeed অর্থ হচ্ছে – প্রকৃতপক্ষে
Whereas অর্থ হচ্ছে – যেহেতু
Usually অর্থ হচ্ছে - সাধারনত
Only অর্থ হচ্ছে – শুধু, কেবল, একমাত্র
Firstly অর্থ হচ্ছে - প্রথমত
Finally অর্থ হচ্ছে - পরিশেষে
Moreover অর্থ হচ্ছে - তাছাড়া, অধিকন্তু, উপরন্তু
But also অর্থ হচ্ছে - এমনি , এটিও
As well as অর্থ হচ্ছে – এবং, ও, পাশাপাশি
Furthermore অর্থ হচ্ছে - অধিকন্তু
Regrettably অর্থ হচ্ছে - দুঃখজনকভাবে ।
In fact অর্থ হচ্ছে – আসলে
Hence অর্থ হচ্ছে - অত:পর/সুতরাং
Such as অর্থ হচ্ছে - যথা/যেমন
Notably অর্থ হচ্ছে – লক্ষণীয়ভাবে
Consequently অর্থ হচ্ছে – অতএব
On the whole অর্থ হচ্ছে – মোটামুটি
Either অর্থ হচ্ছে - দুয়ের যে কোন একটি
Neither অর্থ হচ্ছে - দুয়ের কোনটি নয়
In any event অর্থ হচ্ছে - যাহাই ঘটুক না কেন
Additionally অর্থ হচ্ছে - অতিরিক্ত আরো
In this regard অর্থ হচ্ছে – এ বিষয়ে
As a matter of fact অর্থ হচ্ছে - বাস্তবিকপক্ষে/প্রকৃতপক্ষে
Including অর্থ হচ্ছে - সেই সঙ্গে
Nonetheless অর্থ হচ্ছে - তবু
Nevertheless অর্থ হচ্ছে - তথাপি , তবুও , তারপরও
Lest অর্থ হচ্ছে - পাছে ভয় হয়
Whether অর্থ হচ্ছে - কি ...না , যদি
Comparatively অর্থ হচ্ছে - অপেক্ষাকৃত
To be honest অর্থ হচ্ছে - সত্যি বলতে
Come what may অর্থ হচ্ছে - যাই ঘটুক না কেন
If you do care অর্থ হচ্ছে - যদি আপনি চান
Next to nothing অর্থ হচ্ছে - না বললেও চলে
As far as it goes অর্থ হচ্ছে - এ ব্যাপারে যতটুকু বলা যায় ।
As far as I’m concerned অর্থ হচ্ছে - আমার জানা মতে ।
Why on earth অর্থ হচ্ছে - (বিরক্তি প্রকাশার্থে)- কেন যে?
On the other hand অর্থ হচ্ছে - অন্যদিকে ।
In this connection অর্থ হচ্ছে - এ বিষয়ে ।
In addition অর্থ হচ্ছে - অধিকন্তু, মোটের উপর
Infact অর্থ হচ্ছে - প্রকৃতপক্ষে
To be frank অর্থ হচ্ছে - খোলাখুলি ভাবে বলা যায় ।
Sincerely speaking অর্থ হচ্ছে - সত্যিকার ব্যাপার হলো ।
To sum up অর্থ হচ্ছে - সংক্ষেপে বলতে গেলে
Though অর্থ হচ্ছে - যদিও, সত্বেও
Incidentally অর্থ হচ্ছে - ঘটনাক্রমে
Then অর্থ হচ্ছে - তারপর ,তখন
Than অর্থ হচ্ছে - চেয়ে , থেকে
For a while অর্থ হচ্ছে - কিছুক্ষণের জন্য
In order to অর্থ হচ্ছে - উদ্দেশ্যে, জন্যে
Suddenly অর্থ হচ্ছে - হঠাৎ
Unless অর্থ হচ্ছে - যদিও না
Above all অর্থ হচ্ছে - সর্বপরি
For example অর্থ হচ্ছে - ঊদাহরনস্বরূপ
Yet অর্থ হচ্ছে - তথাপি, তবুও
Actually অর্থ হচ্ছে - প্রকৃতপক্ষে
After that অর্থ হচ্ছে - তারপর
Instead of অর্থ হচ্ছে - পরিবর্তে
Thus অর্থ হচ্ছে - এইভাবে
Unfortunately অর্থ হচ্ছে - দূর্ভাগ্যবশত
Once অর্থ হচ্ছে - একদা
Gradually অর্থ হচ্ছে - ধিরে ধিরে
Since অর্থ হচ্ছে - কারন, যেহেতু
Sometimes অর্থ হচ্ছে - মাঝে মাঝে
Above all অর্থ হচ্ছে - সর্বপরি
As a result অর্থ হচ্ছে - ফলে
In that অর্থ হচ্ছে - কারন
Till অর্থ হচ্ছে - পর্যন্ত
As long as অর্থ হচ্ছে - যতক্ষন পর্যন্ত
Until অর্থ হচ্ছে - যতক্ষন পর্যন্ত না
As though অর্থ হচ্ছে - যেন , যেন মনে হয়
Even though অর্থ হচ্ছে - এমন যদিও হয়ও
No sooner অর্থ হচ্ছে - হতে না হতেই
Sooner or later অর্থ হচ্ছে - আজ না হোক কাল
No more buts অর্থ হচ্ছে - আর কোন কিন্তু নয়
On the occasion of অর্থ হচ্ছে - উপলক্ষ্যে
From a reliable source অর্থ হচ্ছে - বিশ্বস্ত সূত্রে
As you know অর্থ হচ্ছে - আপনারা জানেন
Due to অর্থ হচ্ছে - কারণে
=======================================
Without hesitation অর্থ হচ্ছে - বিনা দি¦ধায়
First of all অর্থ হচ্ছে - প্রথমেই
Surprisingly অর্থ হচ্ছে - আশ্চর্যজনকভাবে
Strangely enough অর্থ হচ্ছে - আশ্চর্যের ব্যাপার হলো
Truly speaking অর্থ হচ্ছে - সত্য বলতে কি !
Although I could, but অর্থ হচ্ছে - যদিও পারতাম, কিন্তু
So long as অর্থ হচ্ছে - যদি না/ এই শর্তে যে
This very man অর্থ হচ্ছে - এই লোকটিই
For good অর্থ হচ্ছে – চিরতরে|
Even if অর্থ হচ্ছে - এমনটি যদিও
Coming back to অর্থ হচ্ছে - মূল কথায় ফিরে আসলে
Not only....but also অর্থ হচ্ছে - শুধু এটিই নয় ... ওটি

★ ইংরেজিতে কথা বলতে এই ২৫টি শব্দ জানতেই হবে-➤ Can – পারা ➤ Could - পারতাম➤ Must - অবশ্যই➤ being - কিছু হয়ে➤ Need to - প্...
31/08/2023

★ ইংরেজিতে কথা বলতে এই ২৫টি শব্দ জানতেই হবে-

➤ Can – পারা
➤ Could - পারতাম
➤ Must - অবশ্যই
➤ being - কিছু হয়ে
➤ Need to - প্রয়োজন
➤ Should/ought to – উচিৎ
➤ Should have – উচিৎ ছিলো
➤ May – পারা (সম্ভাবনা অর্থে)
➤ Might – পারতাম (সম্ভাবনা অর্থে)
➤ There is/are - আছে
➤ There was/were - ছিলো
➤ There will be - হবে
➤ There will have – থাকবে
➤ There can be – থাকতে পারে
➤ There could be – থাকতে পারতো
➤ Have/has to – করতেই হবে
➤ Had to – করতে হয়েছিল
➤ Am to/is to/are to – হয়/কথা
➤ Am/is/are supposed to - হয়/কথা
➤ Had better – বরং উচিৎ
➤ Able to – সক্ষম হওয়া
➤ Will be able to – সক্ষম হবো
➤ Have been able to – সক্ষম হয়েছি
➤ Used to – অতীত অভ্যস্ত বুঝাতে
➤ Would like to - চাও

ইংরেজিতে কথা বলার সময় আটকে যাওয়া ৩০ টি বাক্য! 😮✅ নিজে নিয়ে নাও - Help yourself. ✅ পরে আসো - Come back later. ✅ ফোনটা ধরো...
31/08/2023

ইংরেজিতে কথা বলার সময় আটকে যাওয়া ৩০ টি বাক্য! 😮

✅ নিজে নিয়ে নাও - Help yourself.
✅ পরে আসো - Come back later.
✅ ফোনটা ধরো - Answer the phone/Pick up the phone.
✅ বসেই থাকো - Remain seated.
✅ বিরবির করো না - Don’t mumble.
✅ রাস্তা দাও - Make way.
✅ বিলটা নিয়ে আসেন - Bring the bill.
✅ কোন ভাবেই না - No way.
✅ ঘুরে দাঁড়াও - Turn back.
✅ পানি গরম কর - Heat the water.
✅ তাকে ফোন দাও - Call him/ring him.
✅ তুমি হারিয়ে যাবে - You will get lost.
✅ তোমার নামের বানান কর - Spell your name.
✅ এটা বদলে আরেকটা দিন - Exchange this.
✅ এটা পরিবর্তন করে দিন - Replace it.
✅ তার জন্য জায়গা করে দাও - Give way for him/her.
✅ কিছু কর - Do something.
✅ কিচ্ছু করো না - Don’t do anything.
✅ এ থেকে দূরে থাকো - Stay out of this.
✅ এই তুমি! - Hey you!
✅ এখন যাও - Leave now.
✅ এটা নিয়ে যাও - Take it away.
✅ এই খানে স্বাক্ষর কর - Sign here.
✅ এটা ফেলে দাও - Drop this.
✅ আগে চল - Walk ahead.
✅ তাকে বাসায় নিয়ে যাও - Take him home.
✅ আমাকে ঘুম থেকে জাগিয়ে দিও - Wake me up.
✅ আমাকে সেখানে নিয়ে চল - Take me there.
✅ আরেকটু জোরে - A little louder, please.

✅পড়া শেষে Done লিখতে ভূলবেন না কিন্ত ✅

01/10/2022

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Arakan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share