Untold Stories Of HSTU

  • Home
  • Untold Stories Of HSTU

Untold Stories Of HSTU Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Untold Stories Of HSTU, Publisher, .

আজকের ঘুড়ি উৎসব....
03/05/2024

আজকের ঘুড়ি উৎসব....

আজ মানুষ অনুভব করছে খুব গরম, কিন্তু কতোদিন তারা AC এর সাহায্য নেবে, আজ পুরো বাংলাদেশে 300 কোটি গাছের প্রয়োজন। এটা তো সবে...
21/04/2024

আজ মানুষ অনুভব করছে খুব গরম, কিন্তু কতোদিন তারা AC এর সাহায্য নেবে, আজ পুরো বাংলাদেশে 300 কোটি গাছের প্রয়োজন। এটা তো সবে শুরু 45°C থেকে 49°C থেকে 55°C থেকে 60°C হতে বেশি সময় লাগবে না।
56°C হলে মানুষের বাঁচা মুশকিল হবে। আমাদের এখন থেকে চারা গাছ রোপন করতে হবে; কারণ একটি গাছ মোটামুটি বড়ো হতে পাঁচ থেকে সাত বছর সময় লাগে।

এখন বৃষ্টি আসতে চলেছে, অবশ্যই দুটি গাছ লাগাবেন সরকারের উপর সব ছেড়ে দেবেন না।

গাছে যেমন আপনার পরিবেশ শান্ত রাখবে তেমনি অর্থনৈতিক ভাবে ও সচ্ছল হতে সহযোগিতা করবে।
Copy...

21/04/2024

কারো নামে কথা না লাগিয়ে এই গরমে গাছ লাগান।
🌳🌴

06/04/2024

প্রসঙ্গ যখন ঈদ মার্কেটের বাজেট।

04/04/2024

তবুও সবার জন্য ঈদ হোক আনন্দের এবং উৎসবের।

Proud of our proctor ✌️✌️
15/02/2024

Proud of our proctor ✌️✌️

15/02/2024

এই প্রক্টরকে শান্তিতে নোবেল দেয়া হোক।

29/01/2024

১ পলক = কত সেকেন্ড?
ক্ষণ যেমন কিছুক্ষণ এই "ক্ষণ" = কত মিনিট?

12/01/2024
কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায়,কিন্তু যে নিজে থেকে হারায় তাকে খুঁজে পাওয়া যায় না।
22/12/2023

কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায়,কিন্তু যে নিজে থেকে হারায় তাকে খুঁজে পাওয়া যায় না।

কুয়াশাচ্ছন্ন বাঁশেরহাট।
10/12/2023

কুয়াশাচ্ছন্ন বাঁশেরহাট।

10/12/2023

বাঁশেরহাটে পিঁয়াজের দাম ২২০টাকা কেজি যেখানে ঢাকায় ১৮০ টাকা। এদিকে ভারত থেকে ৭৪৩ টন পিঁয়াজ আসছে। চীন থেকেও পেঁয়াজ এসে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এদেশের কিছু অসাধু ব্যবসায়ী দেশের মানুষকে জিম্মি করে সব সময়।
বাজারে দেশী পেঁয়াজ আসার দ্বারপ্রান্তে। দেশের কৃষকদের বাঁচাতে দেশী পেঁয়াজ কিনুন,সিন্ডিকেটের ব্যবসায়ীদের কালো হাত ভেঙে দিন।

06/12/2023

আগামীকাল ক্যাম্পাসে পিঠা উৎসব 🥯🥞🧀🌭🥟

30/11/2023

আগামী শনিবার থেকে ক্যাম্পাসের লাইব্রেরীতে চাপ বাড়ার আশঙ্কা করা যাচ্ছে।
(৪৬তম বিসিএস সার্কুলার ফ্যাক্ট)

28/11/2023

🆕নতুন শিক্ষা কারিকুলামঃ

® সাপ্তাহিক ছুটি ২ দিন।
® ক্লাস টেনের আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।
® ক্লাস 3 এর আগে কোনো পরীক্ষাই নেই!
® এসএসসি -তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স। কোনো পত্র নেই। মাত্র ৫ দিনেই শেষ।
® সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে ইন্টারমিডিয়েটে।

® হাইস্কুল লেভেলে বিষয় থাকবে ১০ টি:
কিন্তু এস এস সি তে পরীক্ষা হবে ৫ টি
- বাংলা
- ইংরেজি
- গণিত
- জীবন ও জীবিকা
- বিজ্ঞান
- সামাজিক বিজ্ঞান
- ডিজিটাল প্রযুক্তি
- ধর্মশিক্ষা
- ভালো থাকা
- শিল্প ও সংস্কৃতি

২০২৬ এ এইচএসসি
২০২৪ এ নবম শ্রেণি

® ইন্টারমিডিয়েটে সাবজেক্ট ৬টা। প্রত্যেকটার পত্র ৩ টা করে। ফার্স্ট ইয়ারে সবগুলোর প্রথম পত্রের পাবলিক এক্সাম। সেকেন্ড ইয়ারে সেকেন্ড ও থার্ড পার্টের। তারপর ২ এক্সাম মিলিয়ে চূড়ান্ত এইচএসসির রেজাল্ট।

24/11/2023

একবার ঘর ছাড়লে আর ঘরে ফেরা যায়না,জানেন?

আমি যখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট তখন হলে সিট দেয়া হত মেধা তালিকার ভিত্তিতে। সিরিয়ালের শুরুর দিকে থাকায় প্রথম কলেই ডাক পাই আমি। একটা নামকাওয়াস্তে ভাইভা টাইপ হয়। মিস বলেন, 'মেয়ে তুমি তো হলে থাকবা না। বাসায় চলে যাবা ভার্সিটির বাসে করে'। আমি মুচকি হেসে বলি, 'যা জ্যাম মিস রাস্তায়! হলে না থাকলে সকাল ৮টার পরীক্ষা দেয়া/ক্লাস ধরা মুশকিল হয়ে যাবে'।

যেদিন হলে উঠব, আব্বু এলো সাথে। কি লাগবে কিছুই জানি না। একটা তোশক আর কিছু জামা কাপড় নিয়ে হলের গেটে আমাকে নামিয়ে দিল আব্বু। এর ভেতরে আর যেতে দিবে না তাকে। আজীবন বাসায় থাকা মেয়ে আমি। একটা রাতও বাইরে থাকিনি। আব্বু কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। আমিও। চোখে জমছে জলের সমুদ্র। কি মুশকিল!

আশপাশ দিয়ে এত মেয়ে যাচ্ছে,আসছে কেউ তো কাঁদছে না! সবাই নতুন পাওয়া স্বাধীনতার আনন্দে মশগুল। আর এর মাঝে আমরা বাবা-মেয়ে অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে। আব্বু একটা ঢোক গিলে মাথায় হাত রেখে বলল, ঠিক আছে মা। সাবধানে থেকো। কিছু লাগলে ফোন দিও। আর যখন বেশি খারাপ লাগবে, ক্লাস কম থাকবে বাসায় চলে আসবা। নাকি এখনি বাসায় নিয়ে যাব?

আমি কান্নার দমকে কিচ্ছু বলতে পারলাম না। আমার মনে হল আমি আজীবনের জন্য পর হয়ে যাচ্ছি। আমার বাসার ঘর-বারান্দা আর আমার থাকবে না। নিজের ঘরে আজকের পর থেকে আমি অতিথি হয়ে যাব।

অনেক রকম বন্ধু হবে আমার, আড্ডা হবে, সন্ধ্যার পর গেটের বাইরে ফুচকা খাব, কে জানে হয়ত একটা প্রেম হবে গল্পের মত, নীলক্ষেতের সব বইয়ের দোকান আমার হাতের নাগালে, রয়েলের তেহারি খাব, শ্যাডোর লেবুর শরবত হাতে নিয়ে দেশ-সমাজ নিয়ে কথা বলব, এক পা বাড়ালে টিএসসি এসব চিন্তা তখন একটুও মাথায় কাজ করছিল না। লাফাতে লাফাতে হলে থাকতে এসে আমি কাঁদতে কাঁদতে মরে যাচ্ছিলাম।

আজ এতকাল পর এসব মনে পড়ে হাসি পায় আমার।একবার ঘর ছাড়লে আর কখনো ঘরে ফেরা যায় না এই সত্যিটা তখন জানতাম না অথবা হয়ত মানতে কষ্ট হচ্ছিল। অথচ জীবন মানেই পরিবর্তনকে মেনে নেয়া। কমফোর্ট জোনের বাইরে না গেলে তো গ্রোথ আসে না। সেদিনের লেখা পড়ে ডাইনিং টেবিলে আমার ফাঁকা হয়ে যাওয়া চেয়ার ভরতে অনেকে ভাইকে বিয়ে করাতে বলছিলেন। খুব একচোট হেসে নিলাম আমরা দুই ভাই বোন।

আমার ফেলে আসা শূন্যতা কেউ কোনদিন ভরাতে পারবেনা। এমনকি আমিও পারবনা। আমি নিজে তো আর সেই 'আমি' টা নেই। এই যে মায়ের কাছে থাকতে যাই কদিনের জন্য কোন কিছুই আর আগের মত লাগে না। আমার খোলা বারান্দার সামনে আকাশ ঢেকে দেয়া বিল্ডিং উঠছে। কার্জন থেকে কিনে নেয়া বাচ্চা ক্যাকটাস বড় টবে সংসার পেতেছে। মায়ের বারান্দায় নতুন একটা নাম না জানা গাছ। একই বাসা, একই স্কয়ার ফিট আছে। তবু কি অচেনা লাগে!

আমি আর ওখানে থাকি না, তবু আমার বিছানা টানটান করে পাতা থাকে। আমার ছেড়ে আসা কাপড়চোপড় যত্নে উঠে যায় ওয়ারড্রবে। কেবল ২০১১ এর এক সকালে ঘর ছাড়া মেয়েটা আর ওখানে থাকে না। কোথাওই থাকে না আদতে।

জীবনে একের পর এক স্টেপ পাড়ি দিয়ে সে এখন অন্য মানুষ। এই যে আমরা একের পর এক পেছনে ফেলে আসি প্রিয় ঘর,মন, জানালা এটাই হয়ত বেঁচে থাকা। নতুন ঘর হয় আমাদের। নতুন স্বপ্নেরা ডালপালা মেলে। তবু শেকড় রয়ে যায় সেই ছেড়ে আসা ঘরটায়। মাঝে মাঝে টান পড়লে ব্যথা হলে তার নাম আমরা দিই 'নস্টালজিয়া'...

এই গল্পগুলো মন খারাপের না। জীবনের। জীবন মানে তো কেবল পাতা উল্টে যাওয়া। তার ফাঁকে কোন এক চৈত্রের দুপুরে সময় হলে, খানিকক্ষণ আগের পাতাগুলোয় হাত বুলানো আর ভাবা, 'আমাদের গেছে যে দিন,একেবারেই কি গেছে... কিছুই কি নেই বাকি?'

©️Sincerely, Zana

21/11/2023

দেখা হয় না
কথা হয় না
তবুও সাথেই থাকো,
কোথাও না কোথাও তুমি আমার।
স্মৃতিতে,দুঃস্বপ্নে,অসম্ভব যন্ত্রণায়
মন খারাপ করা গানের লাইনে,
মাঝরাত্রের বুকের ব্যাথায়–তুমি আছো।

(অনিকেত প্রান্তর)

রেস্টুরেন্টের যুগে স্বাগতম 🥱
19/11/2023

রেস্টুরেন্টের যুগে স্বাগতম 🥱

17/11/2023

এক মুহূর্ত = কতক্ষণ?

17/11/2023

অনেক যুদ্ধ শেষে, অনেক কিছু করে এসে

আপনার মনে হবে, একটা ধীরে বহা জীবন জরুরি!
কিছু না করবার বেলা জরুরি!

একটা সহজ গল্পের বই,
একটা শীতকালিন সন্ধ্যা,
এক কাপ গরম চা, আর চানাচুর মাখা

জীবনের বেশ কিছু বছর পেরুলেই বুঝবেন,
এসবের থেকে আনন্দ আয়োজন আর কোথাও নেই!

কোথাও আপনার পুরনো কাথাটার মতন ওম নেই,
আপনার নানুবাড়ির ভাতের মতন অত উষ্ণতা আর কিছুই ছড়াচ্ছেনা!

বড় হলেই বুঝে ফেলবেন,
যে ভালোবাসার লোভে আপনি ছুটে গেছেন নক্ষত্রের গতিতে

তা আপনার বাড়িতেই পড়ে ছিলো!

জানবেন,
মায়ের শরীরের ঘ্রাণের থেকে, আর কোন অসাধারন ঘ্রাণ দুনিয়ার কোথাও কিনতে পাওয়া যায়না!

দুনিয়া ভর্তি নানা মিথ্যার আয়োজনে
সত্য জানতে আমাদের বড্ড দেরি হয়ে যায়!

(Collected)

Behind every successful man, there is a woman!
15/11/2023

Behind every successful man, there is a woman!

14/11/2023

Power of BCS 😂

মেয়েটার হয়ত এক নাম্বার গেইট থেকে হলে যাওয়ার রাস্তাটা মুখস্থ, তবুও ছেলেটা নির্ভরতার জন্য বলে- চলো,তোমাকে হল পর্যন্ত এগিয়ে...
14/11/2023

মেয়েটার হয়ত এক নাম্বার গেইট থেকে হলে যাওয়ার রাস্তাটা মুখস্থ, তবুও ছেলেটা নির্ভরতার জন্য বলে- চলো,তোমাকে হল পর্যন্ত এগিয়ে দিয়ে আসি।
সম্পর্কগুলো পূর্ণতা নিয়ে টিকে থাকুক।

13/11/2023

নবনির্মিত ১০তলা বিল্ডিং আর মেয়েদের হলের কি নাম হলে ভালো হতো???

যাকে রাখতে চেয়েছি সে থাকেনি, যে থাকতে চেয়েছে তাকে রাখিনি, অবশেষে কোথাও কেউ নেই।শুভ জন্মদিন শব্দের জাদুকর।
13/11/2023

যাকে রাখতে চেয়েছি সে থাকেনি, যে থাকতে চেয়েছে তাকে রাখিনি, অবশেষে কোথাও কেউ নেই।

শুভ জন্মদিন শব্দের জাদুকর।

“এবার আপনি বলুন।”“কী বলবো?”“আপনার প্রেমের গল্প।”“আমার কোনো প্রেমের গল্প নেই।”“বলুন না প্লিজ।”“সত্যি বলছি।"“আপনি কখনো প্র...
13/11/2023

“এবার আপনি বলুন।”
“কী বলবো?”
“আপনার প্রেমের গল্প।”
“আমার কোনো প্রেমের গল্প নেই।”
“বলুন না প্লিজ।”
“সত্যি বলছি।"
“আপনি কখনো প্রেম করেন নি!”
“না।”
“কখনো না!”
“না।”
“কখনো কাউকে ভালো লাগেনি আপনার?”
নিঝুম তার জায়গা থেকে সরে তয়ার অনেকটা কাছাকাছি এসে বলল,
“আমার জীবনের প্রথম নারী তুমি।"
নিঝুমের কথায় ও কাছে আসায় শক্ত হয়ে যায় তয়া, তার ভেতরে একটা অদৃশ্য তোলপাড় শুরু হয়ে গেল। তৎক্ষনাৎ আবার তয়ার থেকে সরে গিয়ে বিছানার কাছে যেতে যেতে নিঝুম বলল,
“অনেক রাত হয়েছে ঘুমিয়ে পরো।”
তয়া আর কোনো কথা বললো না। আসলেই অনকে রাত হয়ে গেছে। চুপচাপ বেরিয়ে যায় সে নিঝুমের রুম থেকে।
সারারাত দুচোখের পাতা এক করতে পারেনি তয়া। চোখ বন্ধ করলেই নিঝুমের মুখটা চোখের সামনে ভেসে উঠছে আর সে বলছে,"আমার জীবনের প্রথম নারী তুমি।"

ক্যাম্পাসের দীপাবলি...
12/11/2023

ক্যাম্পাসের দীপাবলি...

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Untold Stories Of HSTU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share