ব্রাক্ষণবাড়িয়া

  • Home
  • ব্রাক্ষণবাড়িয়া

ব্রাক্ষণবাড়িয়া Brahmanbari is the cultural capital of Bangladesh. Wellcome to our Brahmanbaria.Please join with us

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ।
16/10/2025

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ।

16/10/2025

ভাদুঘর থেকে বিয়াল্লিশ শহর পর্যন্ত অবৈধ ট্রাক পার্কিং মরণফাঁদে পরিণত হয়েছে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি!

এইচএসসি ফলাফল-২০২৫ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ পাশের হার- ৮৯.৩৪%জিপিএ-৫ - ১৮৫ জন
16/10/2025

এইচএসসি ফলাফল-২০২৫
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ
পাশের হার- ৮৯.৩৪%
জিপিএ-৫ - ১৮৫ জন

10/10/2025

টর্নেডো হচ্ছে
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং কাইজলার বিলের মাঝে আল্লাহ তায়ালা হেফাজত করুক সবাই কে
১০ অক্টোবর

Collected

📍 ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসা সেবাকে ধ্বং'স করার জন্য কতিপয় চিকিৎসক নেতা দায়ী-চিকিৎসক নেতারা কেউ আওয়ামী লীগ পন্থী স্বাধীনতা ...
10/10/2025

📍 ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসা সেবাকে ধ্বং'স করার জন্য কতিপয় চিকিৎসক নেতা দায়ী-

চিকিৎসক নেতারা কেউ আওয়ামী লীগ পন্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), কেউ বিএনপি পন্থী ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), আবার কেউ জামায়াত পন্থী ন্যাশনাল ডক্টর ফোরাম (এনডিএফ) এর সাথে যুক্ত। বিগত সরকারের সময় কতিপয় স্বাচিপ নেতারা হাসপাতালে দাপট দেখিয়েছে। তাদের দাপটে ড্যাব ও এনডিএফ পন্থী চিকিৎসকরা ছিলেন কোনঠাসা। হাসপাতালের অনিয়ম ও লুটপাটের সাথে ছিলেন তারা জড়িত। রাজনৈতিক দল পন্থী চিকিৎসকদের রেষারেষিতে বেকায়দা পড়েন নিরপেক্ষ ভূমিকায় থাকা চিকিৎসকরা। তাদের উপরও নি'পি'ড়ন চালানো হতো।
আওয়ামী লীগ সরকার বিদায়ের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে একক আধিপত্য দেখাচ্ছেন কয়েকজন ড্যাব নেতা। ৫ আগস্টের পর তারা হাসপাতালে আসেন ইচ্ছেমতো। অফিস টাইমে হাসপাতালের বাইরে বিভিন্ন সভা-সমাবেশের ব্যস্ত সময় অতিবাহিত করছেন। তাদের আদেশ নির্দেশে চিকিৎসকদের দায়িত্ব বন্টন হচ্ছে। শুধু তা ই নয়, এক নেতা স্বাচিপ চিকিৎসকদের পূনর্বাসন করছে শুধু নিজের স্বার্থে। চিকিৎসক নেতাদের মালিকানাধীন বিভিন্ন হাসপাতালে রোগী পাঠাতে হয় অন্য চিকিৎসকদের। নাহলে রোষানলে পড়তে হচ্ছে নিরপেক্ষ থাকা চিকিৎসকদেরও। বদলি করে দিচ্ছেন নিজেদের ইচ্ছে মতো। এতে করে বিঘ্নিত হচ্ছে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম।

09/10/2025

জনগণের ভোগান্তি সীমাহীন
স্থানঃ পুরাতন জেলখানা মোড় থেকে মোদক বাড়ি মোড় পর্যন্ত এটা যেন কোন নদীর শাখা।
ড্রেন ভরাট হয়ে রাস্তা থেকে উঁচু হয়েছে অথচ পৌরসভার কারো নজরে আসেনা।

09/10/2025

জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের গড়া দল এনসিপিকে ভোটের মাঠে সঙ্গে পেতে চায় বিএনপি।

আলোচনা এগোলেও এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছেন উভয় দলের নেতারা।

তবে বিএনপি নতুন এই দলটিকে তাদের জোটবদ্ধ করতে না পারলেও জামায়াত থেকে দূরে রাখতে চায়।

অন্যদিকে ভোটের মাঠে গণঅভ্যুত্থানের আবেগ পক্ষে রাখতে এনসিপির সঙ্গে জোট না হলেও অন্তত নির্বাচনী সমঝোতা করতে আগ্রহী জামায়াতে ইসলামী।

এনসিপি নেতারা জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে জামায়াত প্রত্যাশিত সংখ্যক আসনে ছাড় এবং নির্বাচনে সব রকম সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

তবে তাদের সঙ্গে গেলে ডানপন্থি ‘ট্যাগের’ ভয় রয়েছে। আবার বিএনপি পাশে চাইলেও প্রত্যাশিত সংখ্যক আসন ছাড়তে রাজি নয়।

এ দলটির সঙ্গে গেলে নির্বাচনে প্রত্যাশিত সহায়তা পাওয়া যাবে কিনা, তা নিয়েও শঙ্কা রয়েছে এনসিপি নেতাদের।

বিএনপি, জামায়াত ও এনসিপি– তিন দলের নেতারাই জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা বিএনপির সঙ্গে এনসিপির নির্বাচনী ঐক্যে আগ্রহী।

এনসিপি সূত্র জানিয়েছে, এই ঐক্য না হলে উপদেষ্টাদের অন্তত একজন ঢাকায় বিএনপির দলীয় প্রতীকে প্রার্থী হতে পারেন।

জামায়াত সূত্র নিশ্চিত করেছেন, উপদেষ্টারাই এনসিপির সঙ্গে নির্বাচনী জোট বা সমঝোতায় মূল বাধা।

তাদের কারণেই এনসিপির সঙ্গে একাধিক বৈঠকের পরও দলটি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে জামায়াতের যুগপৎ আন্দোলনে আসেনি।

এনসিপির একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, নতুন এ দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে আগামী সংসদে প্রতিনিধিত্ব থাকা জরুরি বলে মনে করছেন তারা।

বিএনপির সঙ্গে থাকলে যেসব আসনে ছাড় পাওয়া যাবে, সেগুলোতে জয়ের সম্ভাবনা বেশি।

বিএনপি ২৫-৩০ আসনে ছাড় দিলে এর অধিকাংশেই জয়ী হওয়া সম্ভব। তবে সমস্যা হলো, আর্থিক ও সাংগঠনিক সামার্থ্য না থাকা।

একজন নেতা বলেছেন, বিএনপি কেন্দ্রীয়ভাবে আসন ছাড়লেও দলটির স্থানীয় নেতাকর্মীদের সমর্থন এনসিপির প্রার্থীর পক্ষে পাওয়া যাবে কিনা– এ আশঙ্কা রয়েছে।

জামায়াত ও এনসিপি দুই পক্ষই জানিয়েছে, ডানপন্থি তকমা এড়াতে নাহিদ ইসলামকে জামায়াতের সম্ভাব্য জোটের নেতা করার প্রস্তাব করা হয়েছিল।

যেভাবে ২০১৮ সালে ড. কামাল হোসেন বিএনপি জোটের নেতা ছিলেন।

এনসিপি বলেছিল, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নন, নাহিদ গণঅভ্যুত্থানের নেতা হিসেবে জোটকে নেতৃত্ব দেবেন। জোট জয়ী হলে প্রধানমন্ত্রী হবেন।

জামায়াত নেতারা বলেছেন, এ প্রস্তাব অবান্তর। এই নেতারা জানান, ডাকসু নির্বাচনে এনসিপিকে জিএসসহ কয়েকটি পদ ছেড়ে দেওয়ার প্রস্তাব করেছিল জামায়াত।

কিন্তু নাহিদ ভিপি পদের জন্য অনড় ছিলেন। নির্বাচনে এনসিপির সমর্থিত ছাত্র সংগঠনের প্যানেলের ভরাডুবি হয়েছে। সংসদ নির্বাচনেও জামায়াত নেতৃত্ব হাতছাড়া করবে না।

জামায়াতের সঙ্গে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনসহ সাংগঠনিকভাবে শক্তিশালী দল রয়েছে। তারাও এতে সম্মত হবে না।

বিস্তারিত: সমকাল

09/10/2025

আখাউড়া থেকে চান্দুরা রাস্তার সাটিরপাড়ায়

ভিডিওঃ সংগৃহীত

কয়দিন আগে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে পরিস্কার করা হয়েছে। কয়েকটা দিন যেতে না যেতেই লাগানো শুরু হয়ে গেছে।
08/10/2025

কয়দিন আগে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে পরিস্কার করা হয়েছে। কয়েকটা দিন যেতে না যেতেই লাগানো শুরু হয়ে গেছে।

08/10/2025

তিনঘণ্টা জ্যামে বসে অবশেষে মোটরসাইকেলে উপদেষ্টা গন্তব্যে গেলেন।

সড়ক উপদেষ্টা এই মুহূর্তে অবস্তান করছেন। ব্রাক্ষমণবাড়িয়ে বিশ্বরোডে। জ্যামে পড়ে তিনি মটর সাইকেলের মাধ্যমে আশুগঞ্জ থেকে বিশ...
08/10/2025

সড়ক উপদেষ্টা এই মুহূর্তে অবস্তান করছেন। ব্রাক্ষমণবাড়িয়ে বিশ্বরোডে। জ্যামে পড়ে তিনি মটর সাইকেলের মাধ্যমে আশুগঞ্জ থেকে বিশ্বরোডে এসেছেন। 🙂

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশ পরিদর্শনে এসে যানজটে আ'টকা পড়েছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্ট...
08/10/2025

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশ পরিদর্শনে এসে যানজটে আ'টকা পড়েছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফাওজুল কবির খান।

বুধবার (৮ অক্টোবর) সকালে তিনি কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে রেলপথে আসেন। পরে সড়কপথে ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে আশুগঞ্জের হোটেল উজানভাটিতে যাত্রাবিরতি করেন। সেখান থেকে যাত্রা শুরু করলে আশুগঞ্জের বাহাদুরপুরে দীর্ঘ যানজটে আটকা পড়েছেন উপদেষ্টা।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ব্রাক্ষণবাড়িয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share