নেপথ্যের খবর

  • Home
  • নেপথ্যের খবর

নেপথ্যের খবর This is the official page for youtube channel সত্য সুন্দরের খোঁজে সদা সর্বদা

04/12/2023

Come to Buying a car.

27/02/2023

পথে পথে

27/02/2023

পথে প্রানতরে

10/02/2023

Rak to dxb

04/02/2023

Driving

সিলেট বিভাগের ৪টি জেলার ট্যুরিস্ট স্পট সমুহ।
30/01/2023

সিলেট বিভাগের ৪টি জেলার ট্যুরিস্ট স্পট সমুহ।

বিদেশ থেকে যা যা বিনাশুল্কে আনা যাবে।। #প্রবাসী    #বিমান  #টিকিট
28/01/2023

বিদেশ থেকে যা যা বিনাশুল্কে আনা যাবে।। #প্রবাসী #বিমান #টিকিট

24/01/2023

মাশাআল্লাহ ২য় ট্রিপ রিসিভ করলাম

24/01/2023

MashaAllah...2nd trip

23/01/2023

সর্বশেষ যে লোকটি জান্নাতে যাবে।।

"তোমাদের প্রতি আল্লাহর ন্যূনতম অধিকার হলো তোমরা তার নেয়ামতকে পাপ কাজে ব্যবহার করবে না"
23/01/2023

"তোমাদের প্রতি আল্লাহর ন্যূনতম অধিকার হলো তোমরা তার নেয়ামতকে পাপ কাজে ব্যবহার করবে না"

(লেখা ইন্টারনেট থেকে সংগ্রহ করা)আগে, খাজা সলিমুল্লাহ ১ লক্ষ ১২ হাজার টাকা দান করেছিলেন বুয়েটের (BUET) জন‍্য। তখন সেটার ন...
18/01/2023

(লেখা ইন্টারনেট থেকে সংগ্রহ করা)
আগে, খাজা সলিমুল্লাহ ১ লক্ষ ১২ হাজার টাকা দান করেছিলেন বুয়েটের (BUET) জন‍্য। তখন সেটার নাম বুয়েট ছিলো না। ছিলো ঢাকা সার্ভে স্কুল। সেটাকে তিনি রূপ দিলেন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলে। (খাজা সলিমুল্লাহার বাবার নাম ছিলো আহসানউল্লাহ)
আজ থেকে ১২০ বছর আগে, ১ টাকার মূল‍্য কতো ছিলো ভাবতে পারেন? —আজকের দিনের আনুমানিক কয়েকশ টাকা।
১৯০৮ সালে পূর্ব বাংলার প্রাদেশিক সভায় বিনা বেতনে বাধ‍্যতামূলক প্রাথমিক শিক্ষার দাবি তুলেন তিনি। —চিন্তা করা যায়!
পূর্ব বাংলায় কোন ইউনিভার্সিটি নেই। সলিমুল্লাহ সেটা মানতে পারলেন না। কি করা যায়, সে নিয়ে ভাবতে থাকলেন। ১৯১২ সালের ২৯ জানুয়ারি, তখনকার ভাইস রয় লর্ড হার্ডিঞ্জ ঢাকায় আসেন। হার্ডিঞ্জের সামনে দাবি নিয়ে দাঁড়ানোর মতো সাহস পূর্ব বাংলায় যদি কারো থাকে, সেটা একমাত্র সলিমুল্লাহর। তার বয়স তখন চল্লিশ বছর। সে সময়ের ১৯ জন প্রখ‍্যাত মুসলিম লিডার নিয়ে তিনি হার্ডিঞ্জের সাথে দেখা করেন। বিশ্ববিদ‍্যালয়ের দাবি তুলেন। ঢাকা বিশ্ববিদ‍্যালয় প্রতিষ্ঠার অন‍্যতম অগ্রদূত তিনি।
সলিমুল্লাহ ছিলেন আদ‍্যোপান্ত শিক্ষানুরাগী। পূর্ব বাংলায় শিক্ষার বিস্তারের জন‍্য, পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠিকে শিক্ষিত করার লক্ষ‍্যে তিনি বহু বৃত্তি, বহু প্রকল্প চালু করেন। ঢাকা বিশ্ববিদ‍্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা এবং ঢাকা সার্ভে স্কুলকে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলে রূপ দেয়া ছিলো তার সবচেয়ে উল্লেখযোগ‍্য অবদান।
শিক্ষাকে যদি জাতির মেরুদণ্ড বলা হয়, তাহলে পূর্ব বাংলার সেই মেরুদণ্ড তৈরিতে সলিমুল্লাহর চেয়ে বড়ো ভূমিকা সম্ভবত বিংশ শতকে খুব বেশি কেউ রাখেনি। মাত্র ৪৪ বছর বয়সে তিনি মারা যান। আরো কিছুদিন বেঁচে থাকলে হয়তো পূর্ব বাংলার শিক্ষার জন‍্য আরো বহুকিছু করে যেতেন।
নবাব স‍্যার খাজা সলিমুল্লাহ বাহাদুরের মৃত‍্যুবার্ষিকী ছিলো ১৬ জানুয়ারি। তাঁর জন‍্য বিনম্র শ্রদ্ধা।
#বাশেঁর কেল্লা পেইজের সৌজন্য:

18/01/2023

মাদ্রাসা শিক্ষার্থীরা নাকি শুধুমাত্র হামদ্ - নাত এবং কোরআন তেলাওয়াত ছাড়া কিছুই করতে পারে না!!
#শিক্ষা #মাদরাসা #পাঠ্যবই #রাজনীতি

18/01/2023

কোনো বিষয়ে কাউকে সন্দেহ করাটা অস্বাভাবিক কিছু নয়। যেকোনো আচরণের পরিপ্রেক্ষিতে সন্দেহ জাগতে পারে। কিন্তু, সমস্যা হচ্ছে নিশ্চিত না হয়ে ঝামেলা সৃষ্টি করা কিংবা কারো বিরুদ্ধে কুৎসা রটনা করা।

 #আল্লাহ  #সহায়
17/01/2023

#আল্লাহ #সহায়

04/01/2023
01/01/2023
19/09/2022

কিয়ামতের দু'টি আলামত!

১ নারী পুরুষ উভয়ে উপার্জনে লেগে যাবে!

আগে এমনটা ছিল না। আগে বলতে আমাদের ছোটকালেও এমন ভাবা হতো কম। নারী উপার্জন করবে। এটা গায়রে আলেম পরিবারেও কল্পনা করা যেতো না।
এখন এটা আম হয়ে গেছে।
স্বামীরা অনেক সময় স্ত্রীকে বাধ্য করে চাকুরী করার জন্য। অথচ স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব স্বামীর। বিয়ের আগে বাবার।
এখন ব্যাপকভাবে স্বামী স্ত্রী উভয়ে ব্যবসা বাণিজ্য কিংবা চাকুরী করার প্রবণতা আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
কিন্তু আমরা কি জানি যে, এটা কিয়ামতের একটি আলামত?
ক)
সে পর্যন্ত কিয়ামাত কায়েম হবে না যে পর্যন্ত মাসজিদকে রাস্তা বানিয়ে নেয়া না হবে, যে পর্যন্ত ব্যক্তি শুধুমাত্র পরিচিত ব্যক্তিকেই সালাম না দিবে, যে পর্যন্ত নারী ও তার স্বামী উভয়ে ব্যবসা না করবে। [মুস্তাদরাক আলাস সহীহাইন, হাদীস নং-৮৩৭৯, আলমু’জামুল কাবীর লিততাবারানী, হাদীস নং-১৭, সুনানুল কুবরা লিলবায়হাকী, হাদীস নং-৩৩২৮]
খ)
হযরত আব্দুল্লাহ বিন মাসঊদ রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে শুধুমাত্র খাস খাস লোকদের সালাম দেয়া হবে। ব্যবসা বাণিজ্য এতোটাই প্রসার ঘটবে যে, স্ত্রী তাদের স্বামীদের ব্যবসা বাণিজ্যে সহযোগিতা করতে থাকবে। রক্ত সম্পর্কীয় আত্মীয়তা ছিন্ন করা হবে। [মুসনাদে আহমাদ, হাদীস নং-৩৯৮২, আদাবুল মুফরাদ, হাদীস নং-১০৪৯, মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-৮৩৭৮]

২ সরকারের চাটুকার আলেম বৃদ্ধি পাবে!

ব্যাপারটা কয়েক বছর ধরে খুব বেশি দৃষ্টকটূভাবে প্রকাশ পাচ্ছে। উলামায়ে কেরামের এক বড় জামাতই বলা যায় সরকারী আনুকূল্য লাভের আশায় তাদের তোষামোদ করে বেড়াচ্ছে। হালালকে হারাম আর হারামকে হালাল সরাসরি না বললেও সত্য প্রকাশ না করে চুপ করে অন্যায় সাপোর্ট করে যাচ্ছে।
কে কার তুলনায় জালিমের চাটুকারীতা করতে পারে তারও প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে।
খতীবের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু মুত্তাকী খতীবের সংখ্যা কমে যাচ্ছে। কুরআন প্রতিযোগিতার নামে চলছে অর্থের ছড়াছড়ি।
এসব কিছুই কিয়ামতের আলামত। আপনি জানেন কি?

হযরত আলী রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে তোমাদের মিম্বরে খতীবের সংখ্যা বৃদ্ধি পাবে। তোমাদের উলামাগণ শাসকের প্রতি আকৃষ্ট হবে। শাসকের অনুকূল হালালকে হারাম এবং হারামকে হালাল বলতে থাকবে। তোমাদের আলেমরা এজন্য ইলম অর্জন করবে, যাতে করে তোমাদের টাকা পয়সা নিজের জন্য হালাল করতে পারে। আর তোমাদের লোকেরা কুরআনকে ব্যবসা করার মাধ্যম বানাবে। [কানযুল উম্মাল ফী সুনানিল আক্বওয়ালি ওয়াল আফআল, হাদীস নং-৩৮৫৬৩]

আল্লাহ তাআলা আমাদের হিফাজত করুন। আমীন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when নেপথ্যের খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share