The Daily Annanda Bazar

  • Home
  • The Daily Annanda Bazar

The Daily Annanda Bazar True news creates pleasure.

28/10/2020



❤️
❤️







কপি ও পেস্ট করে স্ট্যাটাস দিন বেশি বেশি।

http://dailyannandabazar.com/?p=1280
19/08/2017

http://dailyannandabazar.com/?p=1280

বয়াল মৌসুমি বন্যা বাংলাদেশ, ভারত ও নেপালে বড় ধরনের মানবিক বিপর্যয়ে রূপ নিচ্ছে। বন্যাক্রান্ত মানুষের সংখ্যা এ তিন দেশে ১ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে তীব্র উৎকণ্ঠা প্রকাশ করেছেন মানবিক কর্মকাণ্ডমূলক বিশ্বের বৃহত্তম নেটওয়ার্ক আইএফআরসি’র শীর্ষ কর্মকর্তা মার্টিন ফলার। রেড ক্রস ও রেড ক্রিসেন্...

05/08/2017

অভিনব প্রতারণা (সচেতনতামূলক পোষ্ট)।
#ঘটনা- ১:
আমাদের অফিসের একজন অফিসার প্রায় আড়াই লক্ষ টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছিল, টাকার খাম হাতেই ছিল। অফিস থেকে ব্যাংকের দূরত্ব প্রায় ২০০ মিটার।
রাস্তায় একটা সিএনজি থেকে তাকে প্রশ্ন করা হয় সোনালী ব্যাংক কোথায়, সে উত্তর দেয়ার সময়েই ২ জন মানুষ তার দুই পাশে এসে দাঁড়ায়, একজন তার ঘাড়ে হাত রাখে। তারপর অফিসারটি প্রায় চুপচাপ হয়ে যায়।
৫/৬ মিনিট পরে পাশাপাশি থাকা দুইটা সিএনজিতে করে অন্য দুইজন তার টাকার খাম নিয়ে চলে যায়, আর অফিসারটি প্রায় ঘন্টাখানেক পরে বুঝতে পারে তার টাকা অন্যরা নিয়ে গেছে।
আমরা প্রথমে সন্দেহ করি ঘটনার সত্যতা নিয়ে, পরে পাশেই থাকা অন্য একটি ব্যাংকের সিসিটিভির ফুটেজে দেখি তার বর্ণণার সাথে ঘটনা প্রায় একই।
অফিসারটি বলতেছে সে দেখতে পাচ্ছে তার কাছে থেকে টাকা নেয়া হচ্ছে বাট সে কি করবে তা নাকি বুঝে উঠতে পারছিল না, তাকে জোর ও করা হয়নি, কিছু খাওয়ানোও হয়নি।
#ঘটনা -২:
মহাখালীতে একজনের কাছে থেকে শোনা।
একজন ভদ্রমহিলা বাজারে গিয়েছে, এমন সময় পাশ থেকে একজন দরিদ্র মহিলা তার কাছে সাহায্যের আবেদন জানায়, তারপর আরো ২/১ জন তাকে কিছু সাহায্য করতে উৎসাহিত করে।
তখন সেই ভদ্র মহিলা ঐ অসহায় মহিলাটিকে তার হাতের স্বর্ণের চুড়ি, গলার চেইন, কানের দুল, মোবাইল দিয়ে চলে আসে।
বাসায় আসার পরে তার মনে পরে সে তার সব গহনা ঐ মহিলাটিকে দিয়ে আসছে, কেন দিয়েছে তা মনে করতে পারেনা।
#ঘটনা -৩:
একটি ব্যাংকের ম্যানেজারের বর্ণণা থেকে।
তার একজন গ্রাহক ব্যাংকে দেড় লাখ টাকা জমা দিতে ব্যাংকে আসছিল, ব্যাংকের সামনে থেকে একজন ব্যক্তি তাকে ওভারটেক করে। তারপর কিছু সময় পরে দেখে তার কাছে থাকা টাকা নেই।
সেই ব্যক্তি মনেই করতে পারতেছে না কিভাবে তার টাকা কে নিয়ে গেল।
#ঘটনা - ৪:
গতকাল বুধবার (ঈদের একদিন পর), আমি আসতেছি IUB এর সামনে দিয়ে সকাল ৮:৩০ টায়, যেহেতু ঈদের ছুটি সেহেতু রাস্তা একদম ফাকা।
হঠাৎ একজন লোক প্রায় ৪০ এর মত বয়স, আমার কাছে এসে তার মোবাইলটা নাকের সামনে নিয়ে এসে বলতেছে, “ওস্তাদ ২০ টাকা ফ্লেক্সি দিছি, আসছে কি একটু দেখেন”?
মাথাটা আমার কেমন যেন ঝিনঝিন করে উঠল, মুহুর্তেই তার কাছে থেকে সরে গিয়ে বল্লাম আসছে।
তারপরই প্রায় দৌড়ে তার কাছে থেকে নিরাপদ দূরত্বে গিয়ে তাকে তাকিয়ে দেখলাম, চুপচাপ হেটে যাচ্ছে, তাকে চ্যালেঞ্জ করতে চাইলাম কিন্তু আশেপাশে কোন লোক না দেখে সাহস পেলাম না।
অস্ত্র ধরলে তার সাথে লড়াই করা যায়, কিন্তু তাদের কেমিকেলের সাথে লড়াই করব কিভাবে?
উপরে উল্লেখিত ৪ টা ঘটনাই একদম রিসেন্ট। অনেক ধরণের আধুনিক কেমিকেল বের হয়েছে যা দিয়ে মানুষকে সাময়িক সময়ের জন্য সম্মেহন করে তার সবকিছু হাতিয়ে নেয়া হচ্ছে।
#সুতরাং অপরিচিত/নির্জন স্থানে কারো সাথে কথা বলবেন না, কেউ কোন ধরণের হেল্প চাইলে আশেপাশে মানুষদের নিয়ে হেল্প করুন, একা একা বীরত্ব ফলাতে যাবেন না।
সচেতন হউন, দূর্ঘটনা থেকে দূরে থাকুন।

(কপি পোস্ট : পেইজ @ফ্রি লংট্রাম আয়)

04/08/2017

আমাদের ওয়েব সাইট থেকে আপডেট পেতে ভিজিট করুন
http:/dailyannandabazar.com/

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when The Daily Annanda Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share