লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ - সাঃ

  • Home
  • লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ - সাঃ

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ - সাঃ "প্রচার করো যদি একটি মাত্র আয়াতও হয়ে থাকে"
(3)

💚💚
16/09/2024

💚💚

15/06/2024

কোরবানি!

04/05/2024

সৃষ্টির মাঝে সবচেয়ে শক্তিশালী কে?

#মিজানুররহমানআজাহারি

18/01/2024

মাশাআল্লাহ্...
মাহফিলে এক শিশু হারিয়ে চলে আসল শায়খের কাছে তারপর যা ঘটলো...

#ইসলাম #ইসলামী_প্রশ্নোত্তর

04/01/2024

নামাজে মনোযোগ ধরে রাখার গুরুত্বপূর্ণ টিপস

#ইসলামী_প্রশ্নোত্তর

18/12/2023

সকল কাজে ব্যর্থ হওয়া কি দূর্ভাগা মানুষের আলামত?

#ইসলামী_প্রশ্নোত্তর

17/12/2023

ফি/লি*স্তি*ন ইস্যুতে শয়তান যেভাবে ধোঁকা দিচ্ছে, ফি/লি*স্তিনীদের প্রতি ঈমানী দায়িত্বগুলো জেনে নিন।

#ইসলামী_প্রশ্নোত্তর

❝ ২৫ জন নবী ও রাসুলের নাম সংগ্রহ করে রাখতে পারেন টাইমলাইনে ❞
15/12/2023

❝ ২৫ জন নবী ও রাসুলের নাম সংগ্রহ করে রাখতে পারেন টাইমলাইনে ❞

15/12/2023

কীভাবে তওবা করলে আল্লাহ কবুল করবেন!

#ইসলামী_প্রশ্নোত্তর

যিনি রাস্তা দিয়ে হাটলে চারপাশে সুগন্ধ ছড়িয়ে যেত তিনি হলেন,হযরত মুহাম্মদ(সাঃ) সুবহানাল্লাহ!
07/10/2023

যিনি রাস্তা দিয়ে হাটলে চারপাশে সুগন্ধ ছড়িয়ে যেত তিনি হলেন,

হযরত মুহাম্মদ(সাঃ) সুবহানাল্লাহ!

আলহামদুলিল্লাহ বলার ফজিলত‘আলহামদুলিল্লাহ’ শব্দের মধ্যে আছে ‘হামদ’ শব্দটি। আমরা আল্লাহর গূণকীর্তি করে হামদ গাই। ‘হামদ’ অর...
20/09/2023

আলহামদুলিল্লাহ বলার ফজিলত

‘আলহামদুলিল্লাহ’ শব্দের মধ্যে আছে ‘হামদ’ শব্দটি। আমরা আল্লাহর গূণকীর্তি করে হামদ গাই। ‘হামদ’ অর্থ ‘প্রশংসা’। ভালো কোনো খবর শুনলে আলহামদুলিল্লাহ বলা সুন্নত। কোরআন পড়া শুরুই করতে হয় ‘আলহামদুলিল্লাহ’ বলে। এ ছাড়া কোরআনের অন্যান্য প্রায় সব সুরাই যে এই বাক্য দিয়ে শুরু করতে হয়, তা থেকেই এর তাৎপর্যের প্রমাণ পাওয়া যায়।

‘আলহামদুলিল্লাহ’ শব্দের অর্থ ‘সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য।’ যেকোনো উত্তম, আনন্দময় ও শুভ খবরে ভালো কিছুর জন্য এটি বলা হয়ে থাকে। পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে ‘আলহামদুলিল্লাহ’ বলতে হয়।

মহানবী (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে চারটি বাক্য প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা-ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।’ (মুসলিম)

হাদিসে আছে, ‘আল্লাহর মাহাত্ম্য বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহর চেয়ে উত্তম বাক্য আর নেই।’ (তিরমিজি)

আরেকটি হাদিসে বলা হয়েছে, ‘আল্লাহ সবচেয়ে বেশি নিজের প্রশংসা পছন্দ করেন, এ জন্য তিনি নিজের প্রশংসা করেছেন এবং আমাদেরও তাঁর প্রশংসার নির্দেশ দিয়েছেন।’ (বুখারি)

হাদিসে আলহামদুলিল্লাহকে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে। মহানবী (সা.) বলেছেন, ‘সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য লা-ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ।’ (তিরমিজি)

মহানবী (সা.) আরও বলেছেন, ‘আলহামদুলিল্লাহ আমলের পাল্লা পূর্ণ করে দেয়। আর সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও জমিনের খালি জায়গা পূর্ণ করে দেয়।’ (মুসলিম)

06/07/2023

নিজে হজ না করে অন্যের বদলি হজ করা যাবে কি?

©@ইসলামী প্রশ্নোত্তর

05/07/2023

ইসলামে ফজিলতের বিষয়গুলো অধিকাংশ পুরুষদের জন্য? নারীদের কথা কি কম বলা হয়েছে?

©@ইসলামী প্রশ্নোত্তর

04/07/2023

আ ত্ম হ ত্যা কারী কি চিরস্থায়ী জাহান্নামী, তার জন্য কি দোয়া করা যাবে?

©@ইসলামী প্রশ্নোত্তর

03/07/2023

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

©@ইসলামী প্রশ্নোত্তর

02/07/2023

অনেক দলমতের মধ্যে আমরা কাদের সাথে চলবো?

©@ইসলামী প্রশ্নোত্তর

01/07/2023

কথিত আহলে কুরআনরা প/থ/ভ্র/ষ্ট হওয়ার মূল কারণগুলো কী?

©@ইসলামী প্রশ্নোত্তর

25/06/2023

তালাক হওয়ার কত বছর পরে পূর্বের স্ত্রীকে বিবাহ করতে পারবে?

©@ইসলামী প্রশ্নোত্তর

24/06/2023

ভয়াবহ যে পাপটিকে মানুষ পাপই মনে করে না, যার শাস্তি দুনিয়াতেও ভোগ করতে হয়

©@ইসলামী প্রশ্নোত্তর

 #লেখাটা_পড়তে_গিয়ে_খুশিতে_কান্না_চলে_আসলো!জান্নাতীরা জান্নাতে নিজ গৃহে অবস্থান করবেন । এমন সময় দরজায় কেউ কড়া নাড়বে। দর...
24/06/2023

#লেখাটা_পড়তে_গিয়ে_খুশিতে_কান্না_চলে_আসলো!

জান্নাতীরা জান্নাতে নিজ গৃহে অবস্থান করবেন । এমন সময় দরজায় কেউ কড়া নাড়বে। দরজা খুলে দেখবেন একজন ফেরেস্তা দাঁড়িয়ে । তিঁনি বলবেন ‘চলো আল্লাহ সুবহানাহু ওতায়ালার সাথে দেখা করে আসি।

তিনি তখন খুবই উল্লসিত হয়ে বের হয়ে এসে দেখবেন খুব সুন্দর একটা বাহন তাঁর জন্য প্রস্তুত । বাহন ছুটে চলবে খুব বিস্তৃত নয়নাভিরাম মাঠ দিয়ে যা স্বর্ণ আর মণি মুক্তা খচিত পিলারে সাজানো ।

জান্নাতিরা খুব পরিতৃপ্তি নিয়ে ছুটবে । এমন সময় আলো দেখবে আলোর পর আরো আলো । তারপর আরো আলো ।

জান্নাতীরা তখন উল্লসিত হয়ে ফেরেস্তাদের জিজ্ঞেস করবেন ‘ আমরা কি আল্লাহকে দেখেছি ?’

না, আমরা সে পথেই ছুটছি । ফেরেস্তা বলবেন ।

হঠাৎ জান্নাতীরা শুনবেন গায়েবী আওয়াজ -

* আস সালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ *

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা স্বয়ং সালাম দিচ্ছেন জান্নাতীদের ।

খুবই আবেগময় হবে সে মুহূর্তটা !!!

আল্লাহু আকবার ।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালার সালামের জবাবে তখন জান্নাতীরা বলবেন,

আল্লাহুম্মা আনতাস সালাম, ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।

হে আল্লাহ! আপনি শান্তিময় এবং আপনা হতেই শান্তি উৎসারিত হয়।। আপনি বরকতময় হে মহান ও সম্মানের অধিকারী ।

তখন আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা জিজ্ঞেস করবেন,

তোমরা কি খুশী ? তোমরা কি সন্তুষ্ট ?

ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমাদের আপনি জান্নাত দিয়েছেন ! আমরা অসন্তুষ্ট হই কি করে !

জান্নাতীরা জবাব দিবেন ।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা তখন জিজ্ঞেস করবেন,

তোমাদের আর কি চাই ?

তখন জান্নাতীরা (আলহামদুলিল্লাহ ) বলবেন- আর কিছু চাই না ।

না না । আজ তো দেয়ার দিন । আমি আরও দিব । বলো কি চাই ।

তখন জান্নাতীরা (আলহামদুলিল্লাহ ) সমস্বরে বলে উঠবেন-

ও আল্লাহ, আমরা আপনাকে দেখতে চাই ।

আপনাকে দেখি নি কখনও । আপনাকে আমরা ভালবাসি ।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা তখন পর্দা সরিয়ে দেবেন ।

সৃষ্টি এবং স্রষ্টা মুখোমুখি । চোখ বন্ধ করে একটু চিন্তা করুন । সারাজীবন দুনিয়াতে যাকে ডেকেছেন । যাকে না দেখে চোখ দুটো অঝোরে কেঁদেছেন । কাউকে না বলা আপনার একান্ত কথাগুলো যাকে বলেছেন । খুব বিপদে কেউ নেই পাশে, কেঁদে কেঁদে যাকে বলেছিলেন।

পকেট ফাঁকা, ঘরে খাবার নেই, অনিশ্চিত উৎস থেকে খাবারের ব্যবস্হা যিনি করেছেন । কত চাওয়া, মাকে বলেন নি, বাবাকেও না , রাতের আঁধারে কেঁদে কেঁদে যাকে বলেছিলেন ।

কত অপরাধ করেছি, কেউ দেখে নি । একজন দেখেছেন কিন্তু গোপন রেখেছেন । বারবার ভুল করেছি, যিনি মাফ করে দিয়েছেন, অদৃশ্য ইশারায় সাবধান করেছেন। মমতাময়ী মা, আমার আদরের সন্তান, প্রিয়তমা স্ত্রীর ভালবাসা দিয়ে অদৃশ্য ভালবাসায় আমাকে যিনি ভালবেসেছেন সবচেয়ে বেশী । সবচেয়ে আপন, সুমহান সেই প্রতিপালকের মুখোমুখি ...

সাহাবীদের প্রশ্নের জবাবে নবীজী বলেছেন , পৃথিবীতে আমরা যেমন চাঁদকে স্পষ্ট দেখি , আমরা আল্লাহ সুবহানুওতায়ালাকে তেমনি দেখব । ইনশাআল্লাহ ।

এ যে জান্নাতের সবচেয়ে বড় নেয়ামাহ্ !

ইয়া আল্লাহ - স্বল্প সংখ্যক সেই মহা সৌভাগ্যবানদের তালিকায় আমাদের নামটা যোগ করে দিন ।

আমিন 🤲

23/06/2023

বিয়ে কখন ফরজ,কী লক্ষণ দেখে বুঝবেন বিয়ে ফরজ হয়ে গেছে?

©@ইসলামী প্রশ্নোত্তর

22/06/2023

মুসাফির ব্যক্তি নামাজ কসর না করলে কি গোনাহ হবে?

©@ইসলামী প্রশ্নোত্তর

21/06/2023

ঋণ আদায় না করে মারা গেলে তার জানাজা পড়া যাবে কি?

©@ইসলামী প্রশ্নোত্তর

20/06/2023

ঈমানদারের সবচেয়ে বড় এই গুনটি আপনার মাঝে আছে কি?

©@ইসলামী প্রশ্নোত্তর

Address


Alerts

Be the first to know and let us send you an email when লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ - সাঃ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share