27/02/2024
জগন্নাথপুরে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু
Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১ Time View
স্টাফ রিপোর্টার:সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হেকিমের বিরুদ্ধে গভর্নিং কমিটি গঠনে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
গত ১৯ ফেব্রুয়ারি মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এর আগে গত বছরের ২ অক্টোবর ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ নিকট মাদ্রাসার দাতা সদস্য শাহনাজ মিয়া অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযাগ করেন।
শাহনাজ মিয়া বলেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হেকিম মাদ্রাসার গভর্নিং কমিটি গঠনে অনেক অনিয়ম ও দুর্নীতি করেছেন। পূর্ণাঙ্গ কমিটি না থাকা সত্ত্বেও অধ্যক্ষ তাহার মনগড়া মত কার্যক্রম চালিয়ে ব্যাংক থেকে টাকা তুলে আত্মাসাৎ করে আসছেন। অধ্যক্ষের এসব অনিয়ম দুর্নীতির ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় বলেন, সরেজমিনে তদন্ত করে কয়েকজনের বক্তব্য নিয়েছি। তদন্ত প্রতিবেদন তৈরি প্রক্রিয়াধীন রয়েছে