আমার হবিবপুর

  • Home
  • আমার হবিবপুর

আমার হবিবপুর This page information or report publisher everyday..that's good or bad sight....

27/02/2024

জগন্নাথপুরে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু

Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১ Time View

স্টাফ রিপোর্টার:সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হেকিমের বিরুদ্ধে গভর্নিং কমিটি গঠনে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

গত ১৯ ফেব্রুয়ারি মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এর আগে গত বছরের ২ অক্টোবর ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ নিকট মাদ্রাসার দাতা সদস্য শাহনাজ মিয়া অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযাগ করেন।

শাহনাজ মিয়া বলেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হেকিম মাদ্রাসার গভর্নিং কমিটি গঠনে অনেক অনিয়ম ও দুর্নীতি করেছেন। পূর্ণাঙ্গ কমিটি না থাকা সত্ত্বেও অধ্যক্ষ তাহার মনগড়া মত কার্যক্রম চালিয়ে ব্যাংক থেকে টাকা তুলে আত্মাসাৎ করে আসছেন। অধ্যক্ষের এসব অনিয়ম দুর্নীতির ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় বলেন, সরেজমিনে তদন্ত করে কয়েকজনের বক্তব্য নিয়েছি। তদন্ত প্রতিবেদন তৈরি প্রক্রিয়াধীন রয়েছে

27/02/2024

চারিদিকে শুধু GPA 5 এর ছড়াছড়ি!
চীনের ইঞ্জিনিয়ারেরা পদ্মা সেতুর কাজ করে দিয়ে গেলো, জাপানের ইঞ্জিনিয়ারেরা মেট্রোরেল তৈরি করলো। রাশিয়ার ইঞ্জিনিয়ারেরা রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট বানালো। কোরিয়ান ইঞ্জিনিয়ারেরা পার্বতিপুর খনি থেকে কয়লা উত্তোলণ করলো। আর আমাদের দেশের বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েটে পড়াশোনা শেষ করা ইঞ্জিনিয়ারেরা এসব তথ্য মুখস্থ করে বিসিএস দিবে! পদ্মা সেতুর দৈর্ঘ্য কতো? মোট পিলারের সংখ্যা কতো? রূপপুর পাওয়ার হাউজের চুল্লির উচ্চতা কতো? মেট্রো রেলের আয়তন কতো? ঘন্টায় কতো কি:মি: বেগে চলে? আর; বসে বসে পার্সেন্টেজ খাবে,, ,,

15/12/2021
👎👎   অহংকার পতনের মূল   👎👎ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের টানা তৃতীয় টি-টোয়েন্টি জয়ে অভিনন্দন জানাচ্ছি।৫ ম্যাচে...
06/08/2021

👎👎 অহংকার পতনের মূল 👎👎

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের টানা তৃতীয় টি-টোয়েন্টি জয়ে অভিনন্দন জানাচ্ছি।

৫ ম্যাচের এই সিরিজ ৩-০ তে নিশ্চিত করে ইতিহাস গড়লো বাংলাদেশ ক্রিকেট দল।

সাবাস বাংলাদেশ!

Congratulations Team Bangladesh

14/05/2021

একটি মানিব্যাগ হারিয়ে গিয়াছে হাসপাতাল পয়েন্ট থেকে মাঝপাড়া পয়েন্টের মদ্য যদি কেউ পেয়ে তাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল । ০১৭১২০৮৫২৭২

টাইগার ক্রিকেট ক্লাবের আয়োজনে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে টাইগার প্রিমিয়ার লীগ ২০২১ এর দ্বিতীয় মৌসুম।উদ্বোধনী খেলায় সক...
10/02/2021

টাইগার ক্রিকেট ক্লাবের আয়োজনে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে টাইগার প্রিমিয়ার লীগ ২০২১ এর দ্বিতীয় মৌসুম।

উদ্বোধনী খেলায় সকাল ১০ঃ০০ মিনিটে খেলবে
#টাইগার_কিংস বনাম #টাইগার_ওয়ান্ডার্স 🏏

মাঠে এসে তরুণ খেলোয়াড়দের উৎসাহ প্রদান করে ভাল খেলা উপভোগ করতে আপনারা সবাই আমন্ত্রিত ☺

🌹🌹অভিনন্দন 🌹🌹Habibpur Bondhon Cricket Club কে জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোশিয়েশনের ২৩তম লীগের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার...
26/01/2021

🌹🌹অভিনন্দন 🌹🌹

Habibpur Bondhon Cricket Club কে জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোশিয়েশনের ২৩তম লীগের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করার জন্য। সকল খেলোয়াড় এবং পরিচালনা পরিষদের সকলকে জানাই প্রানঢালা অভিনন্দন এবং বিজয় শুভেচ্ছা।

❤️❤️❤️❤️❤️

আমার হবিবপুর

অভিনন্দন নবনির্বাচিত মেয়র, জগন্নাথপুর পৌরসভা। 🌹🌹
20/01/2021

অভিনন্দন নবনির্বাচিত মেয়র, জগন্নাথপুর পৌরসভা। 🌹🌹

করোনা কেড়ে নিলো সম্ভাবনাময় উজ্জ্বল এক ধ্রুব তারা!জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী হবিবপুর (মাঝপাড়া)গ্রামের  জনাব আব্দুস শহী...
13/01/2021

করোনা কেড়ে নিলো সম্ভাবনাময় উজ্জ্বল এক ধ্রুব তারা!

জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী হবিবপুর (মাঝপাড়া)গ্রামের জনাব আব্দুস শহীদ সাহেবের ছেলে মাত্র ২৭ বছর বয়সী ব্যারিস্টার সজিব আহমদের প্রাণ ঝরে
গেলো যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে!
ধীরেধীরে মৃত্যুর মিছিল দীর্ঘতম হচ্ছে।
পরম করোনাময়ের কাছে আমরা প্রতিনিয়ত এই গজব থেকে বিশ্ববাসীকে মুক্তি দানের জন্য প্রার্থনা করি।
আমরা বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

আমাদের ৪নং হবিবপুর ওয়ার্ডের সম্মানিত সকল কাউন্সিলর পদপ্রার্থীদের সমীপে🗳🗳🗳🗳🗳🗳🗳🗳🗳🗳🗳🗳🗳🗳🗳আমাদের হবিবপুর একটি  সুনামধন্য এবং ...
09/01/2021

আমাদের ৪নং হবিবপুর ওয়ার্ডের সম্মানিত সকল কাউন্সিলর পদপ্রার্থীদের সমীপে
🗳🗳🗳🗳🗳🗳🗳🗳🗳🗳🗳🗳🗳🗳🗳

আমাদের হবিবপুর একটি সুনামধন্য এবং ঐতিহ্যবাহী গ্রাম। আমরা সবাই আমাদের গ্রামকে নিয়ে গর্ব করি। ভ্রাতৃত্বপুর্ণ এ গ্রামের মানুষজন আমরা একে অপরের সুখে দু:খের সাথী হয়ে মিলেমিশে চলেছি, চলছি এবং চলবো। যেহেতু আমাদের গ্রাম নিয়ে একটি ওয়ার্ড গঠিত, স্বভাবতই এখানে নির্বাচনের সময় প্রতিদন্ধিতা থাকাটাই স্বাভাবিক। নির্বাচন হলো সিদ্ধান্ত গ্রহণের একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া মাত্র যার মাধ্যমে জনগণ প্রশাসনিক কাজের জন্য একজন প্রতিনিধিকে বেছে নেয়।’আনুষ্ঠানিক প্রক্রিয়া মাত্র’ বলার কারণ হলো এই অনুষ্ঠান আসন্ন ১৬ই জানুয়ারী শেষ হয়ে যাবে। আমাদের যেহেতু একজনই বিজয়ী হবেন , তাই এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার আগে ও পরে যেন ভ্রাতৃত্বের বন্ধন আরো শক্ত ও সাবলীল হয় সেদিকে খেয়াল রাখার অনুরোধ রইলো। নির্বাচন আসবে, যাবে কিন্তু এর বিরোপ প্রতিক্রিয়া যেন কারো মধ্যে না পড়ে আপনারা সে দিকে সতর্ক থাকার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি। বিজয়ী কে সাদরে বরণ করার জন্য বিশেষ অনুরোধ রইলো। পরাজিত হয়ে যেন আমরা কাউকে দোষাদোষী না করি এবং ব্যক্তিগত দ্বন্দের কারণ তৈরি না করি সে দিকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ রইলো। আমরা অত্যন্ত আনন্দিত যে আট জন তরুন আজ হবিবপুর গ্রামের প্রতিনিধিত্ব করার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন, অবশ্য বাস্তবতার নিরিখে একজনই সফল হবেন। যিনিই সফল হোন না কেন তিনি যেন সবার সাথে সমানভাবে আন্তরিকতার সাথে কাজ করেন, সেই প্রত্যাশা করি।
আর একটি বিশেষ অনুরোধ আপনার প্রচার প্রচারণার মাইকের আওয়াজটা একটু কমাবেন যাতে করে শব্দ দুষন না হয়।
পরিশেষে আমার হবিবপুর পক্ষ থেকে সকলের প্রতি শুভ কামনা রইলো। আপনারা সবাই ভালো এবং সুস্হ থাকেন এ দোয়া করি।

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে একটি ওয়ার্ডে কাউন্সিলৃর পদে ৮জন প্রার্থী ভোটযুদ্ধে লড়তে যান।জানা যায়, জগন্না...
21/12/2020

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে একটি ওয়ার্ডে কাউন্সিলৃর পদে ৮জন প্রার্থী ভোটযুদ্ধে লড়তে যান।
জানা যায়, জগন্নাথপুর পৌরসভার আসন্ন নির্বাচনে গত রবিবার মনোনয়ন দাখিলের শেষ দিনে পৌরসভার ৪নং ওয়ার্ডে ৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন, পৌরসভার হবিবপুর মাঝপাড়ার বাসিন্দা বর্তমান কাউন্সিলর দেলোয়ার হোসাইন, একইপাড়ার বাবুল মিয়া বাবুল, হবিবপুর পশ্চিমপাড়ার সুহেল আমীন, কবির মিয়া, হবিবপুর দক্ষিণপাড়ার বাসিন্দা কামাল উদ্দিন, হবিবপুর আশিঘর এলাকার তাইফুর রহমান নাহিদ, আব্দুল কাইয়ুম বাবর ও ফজর আলী। এদিকে পাড়া মহল্লায় প্রার্থী সংখ্যা সংখ্যা বেশি হওয়ার কারণে ভোটাররা বিপাকে পড়তে পারেন বলে স্থানীয়রা মনে করছেন। তবে একাধিক প্রার্থী মাঠে থাকলে ভোট উৎসব জমজমাট হয়ে ওঠবে, এমন ধারণা অনেকেই।
৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, নির্বাচনে প্রার্থী হওয়া প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার। গত নির্বাচনে ওয়ার্ডবাসী তাদের সুনিশ্চিত ভোটের মাধ্যমে আমাকে নিবার্চিত করেছিলেন। ওয়ার্ডের সার্বিক উন্নয়নে আমি প্রাণপণ চেষ্ঠা করছি। ধারাবারিক উন্নয়নের অসমাপ্ত কাজ সমাপ্তির লক্ষ্যে প্রার্থী হয়েছি। দায়িত্বপালনে ভুলক্রুটি হতে পারে এজন্য তিনি ক্ষমা চেয়েছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টানিং অফিসার মুজিবুর রহমান বলেন, ৫জন মেয়র প্রার্থী, ৩৯ জন কাউন্সিলর ও সংরক্ষিণ নারী পদে ৯জনসহ মোট ৫৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরমধ্যে পৌরসভার ৪নং ওয়ার্ডের ৮জন প্রার্থী মনোনয়নত্র জমা দিয়েছেন। ওই ওয়ার্ডে প্রায় ৪ হাজার ৭শ’ ভোটার রয়েছেন। আগামী ২২ ডিসেম্বর প্রার্থীদের যাছাই বাছাই অনুষ্ঠিত হবে। ১৬ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।

আগামী কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ তাকবে
13/11/2020

আগামী কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ তাকবে

11/09/2020

কুমারগাঁও গ্রীড উপকেন্দ্রে জরুরী মেরামত ও রক্ষণবেক্ষণ কাজের জন্য আগামীকাল ১২/০৯/২০২০ ইং তারিখ শনিবার সকাল ৭:০০ ঘটিকা হতে দুপুর ১২:৩০ ঘটিকা পর্যন্ত সিলেট শহরের অধিকাংশ এলাকার পাশাপাশি জগন্নাথপুর বিদ্যুৎ সরবরাহের আওতাধীন সকল এলাকা সমূহে সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরী কাজ সম্পন্ন শেষে পুনরায় বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।

আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

08/09/2020

সিলেটের বড়ইকান্দি এলাকা থেকে জগন্নাথপুরে আসা বিদ্যুতের ৩৩ হাজার কেভি সংযোগ লাইনের ময়নাগঞ্জ এলাকায় একটি খুঁটি উপড়ে পড়ে যাওয়ায় জগন্নাথপুরের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে।

তবে ক্ষতিগ্রস্থ স্থানে মেরামতের কাজ চলছে বলে জগন্নাথপুর উপজেলা আবাসিক (বিদ্যুৎ) প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, আজ মঙ্গলবার বিকেলে তিনটার দিকে ময়নাগঞ্জ এলাকায় বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ায় জগন্নাথপুরসহ বিশ্বনাথের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। কাজ চলছে আশা করছি, ঘন্টাখানের মধ্যে সংযোগ পাওয়া যাবে।

আপডেট: রাত ৮:০০ ঘটিকা নাগাদ চালু হতে পারে বলে আশ্বস্ত করা হয়েছে। আজ দুপুর ১:১০ ঘটিকার দিকে বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর ৩৩...
16/08/2020

আপডেট: রাত ৮:০০ ঘটিকা নাগাদ চালু হতে পারে বলে আশ্বস্ত করা হয়েছে।

আজ দুপুর ১:১০ ঘটিকার দিকে বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর ৩৩ কেভি লাইনের জাম্পার খুলে বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর ৩৩ কেভি লাইনের সাথে শর্ট সার্কিটে গ্রীড উপকেন্দ্রের ব্রেকারটি গুরুতর ক্ষতিগ্রস্থ হয়েছে এবং সিলেট সহ আশপাশের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ অঞ্চল, সিলেট এর প্রধান প্রকৌশলী মহোদয় সহ সকল নির্বাহী প্রকৌশলী মহোদয়গণ গ্রীড উপকেন্দ্রে উপস্থিত আছেন। দ্রততম সময়ের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থা সচল করার লক্ষ্যে কারিগরী দল ইতোমধ্যেই কাজ শুরু করেছেন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when আমার হবিবপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share