সাহসী মানুষ চাই

  • Home
  • সাহসী মানুষ চাই

সাহসী মানুষ চাই People want to brave(সাহসী মানুষ চাই)

আসসালামুয়ালাইকুম, আমাদের এই সময়ে এমন একজন মানুষ প্রয়োজন যে আমদের এই সংঘাত পূর্ণ পরিস্তিতির মোকাবেলা করবে। যার কাছে বাংলাদেশের মানুষ থাকবে স্বাধীন সকল ধর্মের নিরাপদ। সে হতে পারে আরেক জন, সাঈদী, জিয়াউর রাহমান, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ অথ। সেই সাহসী মানুষের আহবানে এই পেজটি খোলা হয়েছে। আমাদের কাজ টা আরো সহজ করার জন্য আমাদের Paege Code সকলের ছরিয়ে দেয়ার জন্য +[141113902709777] আপনার wall এ Post করুন। বিভিন্ন জায়গায় pest করুন।

🚫বয়কট ইন্ডিয়ান পণ্য🚫*বাংলাদেশী পণ্য কিনুন*★পর্ব ১ (চলবে..নিজ দেশের ব্যাপারে কোন ছাড় নাই)আমাদের কেনা পণ্যের টাকায় তারা বু...
23/01/2024

🚫বয়কট ইন্ডিয়ান পণ্য🚫
*বাংলাদেশী পণ্য কিনুন*
★পর্ব ১ (চলবে..নিজ দেশের ব্যাপারে কোন ছাড় নাই)
আমাদের কেনা পণ্যের টাকায় তারা বুলেট কিনে আমাদেরই বাবা মা ভাই বোনদের মেরে কাটাতারে ঝুলিয়ে রেখে আমাদের স্বাধীনতার উপরে থাবা বসিয়েছে।আপনারা তাদের পণ্য কিনবেন কি কিনবেন না.. সেটা আপনাদের ডিসিশন। - Rafiul Amin Khan

গাজি হাসান পাশা। উসমানী খেলাফতের সর্বশেষ সিংহ। যিনি আমেরিকাকে ট্যাক্স দিতে বাধ্য করেছিলেন। হ্যা, আপনি ঠিকই শুনেছেন, আমের...
04/07/2023

গাজি হাসান পাশা।
উসমানী খেলাফতের সর্বশেষ সিংহ।
যিনি আমেরিকাকে ট্যাক্স দিতে বাধ্য করেছিলেন।

হ্যা, আপনি ঠিকই শুনেছেন, আমেরিকাও একসময় উসমানী খেলাফতকে ট্যাক্স দিতে বাধ্য ছিলো।
১৭৭৬ সালের মধ্যবর্তি সময়ের
কথা। আমেরিকা সবে মাত্র রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে । তখন উসমানী খেলাফতের নৌ বাহিনীর প্রধান ছিলেন এডমিরাল গাজি হাসান পাশা। যার নাম শুনামাত্র বিভিন্ন দেশের নৌ বাহিনীর অন্তরাত্মা কেঁপে উঠতো। তিনি সব সময় সাথে সিংহ নিয়ে চলাফেরা করতেন। তার দক্ষ নেতৃত্বে তখনও উসমানী খেলাফতের নৌ বাহিনী বিপুল বিক্রমে রাজত্ব করতো আটলান্টিক মহাসাগর, কৃষ্ণ সাগর, এবং ভূমধ্যসাগরে। এই তিনটি সাগল ছিলো উসমানীদের বাড়ীর পুকুর। খেলাফতের অনুমতি ছাড়া কোনো রাষ্ট্রের জাহাজ প্রবেশ করতে পারতোনা।
সেই সময় আমেরিকা মস্তানি করে তাদের পাঁচটি জাহাজ সৈন্য সহ ভূমধ্যসাগরে প্রবেশ করে। সাথে সাথে খেলাফতের নৌ বাহিনীর প্রধান গাজি হাসান পাশা তাদের দাওয়া করতে এবং আটক করতে নির্দেশ দেন। টানা পাঁচ ঘন্টা যুদ্ধের পর আমেরিকা নৌ বাহিনী পরাজয় বরন করে এবং উসমানী খেলাফতের নৌ বাহিনীর হাতে বন্দী হয়। গাজি হাসান পাশা আটককৃত আমেরিকার সৈনিক এবং যুদ্ধ জাহাজ আলজেরিয়ার উপকূলে বেধে রাখেন। তখন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন উসমানী খলিফার কাছে তাদের সৈন্য এবং জাহাজ ফেরত চান। তখন খলিফা জর্জ ওয়াশিংটনের কাছে বিশাল মুক্তিপণ দাবী করেন। এবং জর্জ ওয়াশিংটনকে সরাসরি নিজে এসে একটা চুক্তিপত্রে সাক্ষর করতে বলেন। বাধ্য হয়ে জর্জ ওয়াশিংটন নিজে এসে খলিফার সাথে চুক্তিপত্রে সাক্ষর করেন। এটাই আমেরিকার ইতিহাসে একমাত্র বিদেশি ভাষায় সাক্ষরিত চুক্তি। এই চুক্তি অনুযায়ী আমেরিকা উসমানী খেলাফতকে টানা আঠারো বছর ট্যাক্স দেয়।

★তথ্যগুলো তুর্কি ইতিহাস নিয়ে গবেষণা করা একটি পেজ থেকে সংগ্রহীত

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when সাহসী মানুষ চাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share