সাহসের সড়কে
চোখ ছাড়াও দেখার গল্প! পা ছাড়াই এগোনোর গল্প! আলোর পথে হাঁটার গল্প!
তথ্যচিত্র "সাহসের সড়কে" দেখতে ভিজিট করুন prothomalo.com, প্রথম আলো'র ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে এবং Chorki-তে।
#ProthomAlo25
#ProthomAlo
#হারবে_না_বাংলাদেশ
প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি সম্মিলনী।
সত্য প্রকাশে অবিচল থাকার প্রত্যয় নিয়ে 'সত্যে তথ্যে ২৪' স্লোগানে আয়োজিত প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রীতিসম্মিলনী। ঢাকার একটি হোটেলে সুহৃদ, স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে আড্ডা-গানে বর্ণিল হয়ে উঠেছিল 'সত্যে তথ্যে ২৪' স্লোগানে আয়োজিত সন্ধ্যাটি।
#ProthomAlo #সত্যে_তথ্যে_২৪
সত্যের আলোয় ২৪ বছর
সত্যে তথ্যে ২৪’ আহ্বান নিয়ে প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১২ই নভেম্বর রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে এক প্রীতিসম্মিলনীর আয়োজন করা হয়। উক্ত প্রীতিসম্মিলনীতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের সংক্ষিপ্ত বক্তব্য।
#প্রতিষ্ঠাবার্ষিকী২০২২ #প্রথমআলোর২৪তমপ্রতিষ্ঠাবার্ষিকী #সত্যেতথ্যে
#ProthomAlo #ProthomAloAnniversary #ProthomAlos24thAnniversary
"প্রথম আলোর ছাপা কাগজে প্রতিদিন ৫০ লাখ পাঠক"
লন্ডনভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় সমীক্ষা প্রতিষ্ঠান ক্যান্টার পরিচালিত জাতীয় গণমাধ্যম জরিপ ২০২১- এর তথ্য বলছে, বাংলাদেশে রোজ প্রথম আলোর ছাপা পত্রিকার পাঠক ৫০ লাখ
‘একুশের গান’
‘একুশের গান’–এর ৭০ বছর! ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বের করা মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন বেশ কয়েকজন বাঙালি। তাঁদের রক্তের বিনিময়ে পাওয়া ভাষায় সেদিন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি লিখেছিলেন আবদুল গাফ্ফার চৌধুরী। সেই গানের ৭০ বছর পূর্তি উদ্যাপনে প্রথম আলোর উদ্যোগে গীতিকবিতা ও সংগীতায়োজন।
Prothom Alo English
The world’s most widely read Bangla web portal Prothom Alo launched its English portal on 22nd March 2015. The portal has begun its journey with a mission to reach the English readers at home and abroad. http://en.prothom-alo.com/