24 ganta

24 ganta All time stay update news

09/09/2020
09/09/2020
09/09/2020
https://youtu.be/PwXhqeh6Iq0
10/09/2019

https://youtu.be/PwXhqeh6Iq0

Russian Deputy Prime Minister Yuri Borisov said on Sunday that the delivery of the S-400 Air Defense Missile System would be delivered to India in due time. ...

https://youtu.be/B2WpWtEOjMw
10/09/2019

https://youtu.be/B2WpWtEOjMw

Why China and Pakistan want to take "Kashmir" issue to international forum?. Watch the full segment of "DNA" for more details. Zee News always stay ahead in ...

05/07/2019
https://m.youtube.com/watch?v=K2tF-GjQkxE
08/09/2018

https://m.youtube.com/watch?v=K2tF-GjQkxE

বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অসাদচরণকারী শিক্ষককে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধ.....

তাহসান-মিথিলার বিচ্ছেদে সান্ত্বনা জানিয়েছেন নন্দিত সুরকার প্রিন্স মাহমুদ। অগ্রজ শিল্পী হিসেবে এই প্রথম সংগীতের কেউ প্রকা...
21/07/2017

তাহসান-মিথিলার বিচ্ছেদে সান্ত্বনা জানিয়েছেন নন্দিত সুরকার প্রিন্স মাহমুদ। অগ্রজ শিল্পী হিসেবে এই প্রথম সংগীতের কেউ প্রকাশ্যে এই দুই তারকার বিচ্ছেদে সমবেদনা জানালেন। আজ শুক্রবার বিকেলে ফেসবুকে সান্ত্বনামূলক এক পোস্টে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘তাহসান, পথিক পথ চলতে গিয়ে হোঁচট খায়। গায়ে ধুলো লাগে। ধুলো ঝেড়ে কিন্তু উঠে দাঁড়ায়, ঠিকই উঠে দাঁড়ায়।’
নব্বই দশক থেকে এখনো জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ তাঁর পোস্টে তাহসানকে নিয়ে লিখেছেন, ‘কাজ ছাড়া ছেলেটা কিচ্ছু বোঝে না। কথা বলে সোজাসাপটা। চাতুরী করে না। যখন গাইতে বা বাজাতে বসে, প্রচণ্ড মমতা নিয়েই বসে। এই মমতা সবার ভেতর থাকে না। যে অবস্থানে সে আছে, সবাই সেখানে পৌঁছাতে পারে না। ইন্ডাস্ট্রিকে এখন পর্যন্ত কম ব্যবসা দেয়নি ছেলেটা। তাঁর জায়গায় অন্য কেউ হলে, সে যে সম্মানী নেয়, তার থেকে তিন গুণ নিত।’
ওই পোস্টে প্রিন্স মাহমুদ আরও লিখেছেন, ‘সবচেয়ে বড় কথা, ছেলেটা তাঁর বাচ্চার মাকে ছোট করেনি। এটা কিন্তু শিক্ষা। এই শিক্ষাও সবার থাকে না।’

20/07/2017

আগের গাইডলাইনে বাজারে থাকা মোবাইল অপারেটরের বাইরের একটি নতুন মোবাইল অপারেটরকে লাইসেন্স দেওয়ার যে ইঙ্গিত দেওয়া হয়েছিল এখন তার আর কোন সম্ভাবনা নেই।

কংগ্রেসের কাছে যা ‘আদর্শের লড়াই’, বিজেপির কাছেও তা আদর্শের। কংগ্রেসের আদর্শ যদি হয় ‘ধর্মনিরপেক্ষতা’, বিজেপির আদর্শ তা হল...
18/07/2017

কংগ্রেসের কাছে যা ‘আদর্শের লড়াই’, বিজেপির কাছেও তা আদর্শের। কংগ্রেসের আদর্শ যদি হয় ‘ধর্মনিরপেক্ষতা’, বিজেপির আদর্শ তা হলে ‘ভারতীয়ত্ব’। ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি নির্বাচনে গতকাল সোমবার এই দুই আদর্শের লড়াই শেষ হলো। ভোটগণনা ২০ জুলাই, বৃহস্পতিবার।

ভোটের ফল দেয়াললিখনের মতোই স্পষ্ট। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ প্রার্থী মীরা কুমারকে বিপুল ভোটে হারিয়ে জিততে চলেছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দ। ভোটের ব্যবধান কত হবে, সোমবার সংসদ ভবনে সেটাই ছিল জল্পনার বিষয়। বিজেপি নেতাদের দাবি, অন্তত ৭০ শতাংশ ভোট পাবেন তাঁদের প্রার্থী। এই আশার পেছনে কাজ করছে নিছকই পাটিগণিত। ইউপিএর ঘর ভেঙে যেমন তারা জনতা দল সংযুক্তর সমর্থন আদায় করেছে, তেমনই সমর্থন পেয়েছে দুই জোটের বাইরে থাকা দলগুলোর। সমাজবাদী পার্টির ভোটেও ভাঙন দেখা দিয়েছে। মুলায়ম নিজে ও তাঁর অনুগামীরা কোবিন্দকে ভোট দিয়েছেন বলে বিজেপি সূত্রের খবর। একই অবস্থা নাকি মায়াবতীর দলেও। মায়াবতী ভোট দিয়ে সংবাদমাধ্যমকে বলেন, যিনিই জিতুন, রাষ্ট্রপতি হয়ে আসছেন একজন দলিত। এটাই বড় কথা। এর আগে ভারতে দলিত রাষ্ট্রপতি হয়েছিলেন একজনই। কংগ্রেস প্রার্থী এম কে নারায়ণন।

সারা দেশের ২৯টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভাতেও সোমবার ভোট গ্রহণ চলে। সব রাজ্য থেকে ব্যালট বাক্স নিয়ে আসা হবে সংসদ ভবনে। নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন ২৫ জুলাই।

মীরা কুমার বলেছেন, তিনি বিবেক ভোটের ডাক দিয়েছেন। তাঁর কাছে এটা আদর্শের লড়াই। একই রকম আদর্শের লড়াই বিজেপির কাছেও। স্বাধীনতার পর থেকে এ যাবৎ দক্ষিণপন্থী রাজনীতিকদের কেউই ভারতের রাষ্ট্রপতি হতে পারেননি। সেদিক থেকে বিজেপির কাছে এই প্রথম সুযোগ তাদের নীতি ও আদর্শের কাউকে রাইসিনা হিলসে পাঠানোর। সেই সুযোগের সদ্ব্যবহারে তারা উন্মুখ। তাদের দাবি—ছোট, মাঝারি, বড় মিলিয়ে মোট ৪৪টি দলের সমর্থন তাদের প্রার্থী পাচ্ছেন। বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৬৯ শতাংশ ভোট পেয়েছিলেন, বিজেপি চায় রামনাথ কোবিন্দকে ৭০ শতাংশ ভোটে জেতাতে।

উপরাষ্ট্রপতি পদে বিজেপির প্রার্থী করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুকে। তিনি অন্ধ্র প্রদেশের রাজনীতিক। বিজেপি এবার উপরাষ্ট্রপতি পদে দক্ষিণের ওপর জোর দিচ্ছে ২০১৯–এর নির্বাচনের দিকে তাকিয়ে। গতকাল সন্ধ্যায় দলের সংসদীয় বোর্ডের বৈঠকে সর্বসম্মতিক্রমে ভেঙ্কাইয়ার নাম গৃহীত হয়। দলীয় দপ্তরে এ ঘোষণা করেন দলের সভাপতি অমিত শাহ। ভেঙ্কাইয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী। তিনি মহাত্মা গান্ধীর নাতি।

বিজেপির রাষ্ট্রপতি প্রার্থী রামনাথ কোবিন্দের  জয় আগেই নিশ্চিত ছিল। তা-ও এর দল ভাঙিয়ে, ওর দলে সিঁদ কেটে জয়ের ব্যবধান বাড়...
18/07/2017

বিজেপির রাষ্ট্রপতি প্রার্থী রামনাথ কোবিন্দের জয় আগেই নিশ্চিত ছিল। তা-ও এর দল ভাঙিয়ে, ওর দলে সিঁদ কেটে জয়ের ব্যবধান বাড়াতে আজ দিনভর ব্যস্ত থাকলেন অমিত শাহের সেনাপতিরা। দিনের শেষে বিজেপির দাবি, ৬৩ শতাংশ নিশ্চিত ভোটের গণ্ডি ছাপিয়ে প্রায় ৭০ শতাংশ ভোট পাবেন কোবিন্দ।
ক্রস ভোটিং-র আশঙ্কায় আজ ভোট শুরুর পরে ফের ‘অন্তরাত্মার ডাকে’ ভোট দেওয়ার ডাক দেন বিরোধী জোটের প্রার্থী মীরা কুমার। দিনের শেষে জানা গেল, ওডিশায় নবীন পট্টনায়কের দলে ভাঙন ধরিয়ে মীরাকে ফায়দা দিতে সক্ষম হয়েছে কংগ্রেস। নবীন অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। নীতীশ কুমারের দলের কেরলের সাংসদ ভোট দিয়েছেন মীরাকে। গুজরাতের জেডিইউ বিধায়ক নীতীশের অবস্থানের প্রতিবাদে ভোট বয়কট করেছেন। কিন্তু দেশের বাকি প্রান্ত থেকে যা খবর এসেছে, তাতে ক্রস ভোটিং-এও পাল্লা ভারী কোবিন্দের দিকেই।
.....

ফরিদা বলছিলেন, ‘ভালা থাকিবার লাগি আসিছিলাম। এখন আর বাঁচিবার উপায় নাই, বাবাজি!’বেতবুনিয়া বাজার থেকে দুই কিলোমিটার দূরে দক...
13/07/2017

ফরিদা বলছিলেন, ‘ভালা থাকিবার লাগি আসিছিলাম। এখন আর বাঁচিবার উপায় নাই, বাবাজি!’

বেতবুনিয়া বাজার থেকে দুই কিলোমিটার দূরে দক্ষিণপাড়া গ্রাম। মাটির রাস্তা দিয়ে যেতে বাঁ দিকের পাহাড়ের নিচে ফরিদার বাড়ি। গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে যখন সেখানে গেলাম, তখন সেই ভাঙাচোড়া বাড়িটি মেরামতের কাজ করছিলেন ফরিদার ভাই ও এলাকার স্থানীয় দুজন। বাড়িটির ওপরের পাহাড়ে ধসের চিহ্ন। ওপরে থাকা বাঁশঝাড় ধসে এসে পড়েছে বাড়িটিতে। মাটিসুদ্ধ বাঁশের মোথাগুলো পড়ে আছে।

সে রাতের কথা বললেন ফরিদা। এ বাড়িতে তখন ছেলে, নাতনি, তাঁর জামাইসহ ছয়জন ছিলেন। প্রবল বর্ষণ তখন। রাত দুইটার দিকে নাতজামাই সবাইকে ডেকে ওঠান। পাহাড় ভেঙে পড়ার ঘটনা টের পেয়েছিলেন তিনি। তাঁরা ঘর থেকে বের হতে না হতেই দড়াম করে পাহাড়ের অংশ বাড়িটির ওপরে পড়ে। তবে এ পরিবারের ভাগ্য ভালো, কেউ হতাহত হননি। ফরিদা অবশ্য বললেন, ‘মরণের কিছু বাকি নাই। এ ঘর ক্যামনে তুলতাম?’ তিনি বলেন আর কাঁদেন।

এ কান্না পাহাড়ের সবখানেই। আর এ অবস্থাতেই একটি মাস পেরিয়ে এলেন তিনি। আজ বৃহস্পতিবার এক মাস পূর্ণ হবে ভয়াবহ সেই দুর্যোগের।

ফরিদা বেগমের পরিবার এ পর্যন্ত সরকারি ও বেসরকারি সহায়তা হিসেবে পেয়েছেন ৪০ হাজার টাকা। তবে এ দিয়ে সেই বাড়ি তো হবে না। এরপর আছে ঋণের বোঝা। সবকিছু মিলিয়ে দুশ্চিন্তার পাহাড় তাঁর মাথায়।
রাঙামাটি জেলা প্রশাসনের হিসাব, এই কাউখালী উপজেলায় ফরিদার মতো এমন ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১৮ হাজার। জুনের পাহাড়ধসে এ উপজেলায় মারা গেছেন ২১ জন। রাঙামাটির শহরের পর এ সংখ্যা সবচেয়ে বেশি। শহরে সেনাসদস্যসহ নিহত ৭৩। পুরো জেলায় ১২০।

‘এহানে থাকতে ভালো লাগে না, বাড়িতে ভয় লাগে’
পাহাড়ধসে রাঙামাটি সদরে ৪০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরে এসব মানুষকে আশ্রয় দিতে খোলা হয়েছিল ১৯টি কেন্দ্র। বিভিন্ন সরকারি অফিস এবং বেসরকারি কিছু প্রতিষ্ঠানে এসব কেন্দ্র খোলা হয়। এখন আছে ১৪টি কেন্দ্র।
রাঙামাটিতে ঢোকার মুখে রাঙাপানি এলাকায় মনঘর নামের একটি প্রতিষ্ঠানে খোলা হয়েছে দুটি আশ্রয়কেন্দ্র। এর একটি বৌদ্ধ ভাবনা কেন্দ্র। এখানে আছে ৬৮টি পরিবার। সবাই আশপাশের এলাকার বাসিন্দা। এর মধ্যে আছে বাঙালি তিনটি পরিবার। অন্যরা পাহাড়ি। গত মঙ্গলবার শেষ বিকেলে যখন ভাবনা কেন্দ্রে ঢুকছি, তখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছে সেনাবাহিনীর ত্রাণবাহী গাড়িটি। প্রতি দুই বেলা বাজার দিয়ে যান সেনাসদস্যরা। এখানে রান্না হয়। ১৩ জুনের পর দু-এক দিন অন্য একটি প্রতিষ্ঠান দুবেলা খিচুড়ি রান্না করে খাওয়াতো এখানকার আশ্রিত ব্যক্তিদের। পরে পাহাড়িরা নিজেদের খাবার নিজেরাই করে খেতে চান। এরপর সেনাবাহিনী দায়িত্ব নেওয়ার পর সেই ব্যবস্থা হয়।
এই ভাবনা কেন্দ্রের একজন জ্ঞানপ্রিয় চাকমা বলেন, ‘সেনাবাহিনীর ব্যবস্থাপনা খুব ভালো। তাদের বাজারের তালিকায় পাহাড়িদের প্রিয় শুঁটকি, নাপ্পিও (শুঁটকির চূর্ণ) থাকে।’
এখানে দুবেলা বাজার দিয়ে যায়। সকালে শুধু শিশুদের জন্য নাশতা থাকে। বড়রা নিজেদের সামর্থ্যমতো কিনে খান খাবার। এখানে যাঁরা আছেন, তাঁদের সবার জন্য এভাবে আশ্রয় নিয়ে থাকা বিরল অভিজ্ঞতা। তানুভিম চাকমা (৭০) বললেন, ‘কখনো যে এ অবস্থাতে পড়ব তা ভাবিনি। মনে হয় এক যুদ্ধের মধ্যে পড়ে গেছি আমরা।’ স্ত্রী-সন্তান নিয়ে পাঁচজন কোনোমতে বাড়ি থেকে বের হতে পেরেছিলেন। তবে বাড়িটি এখন কাঠামোসর্বস্ব হয়ে দাঁড়িয়ে আছে।
প্রায় এক মাস হতে চলল। এটি বৌদ্ধভিক্ষুদের সাধনার জায়গা। সেখানে এভাবে থাকতে মন চায় না। তবে কোথায় যাবেন, এমন ভাবনা যখন মাথায় আসে তখন কোনো দিশা পান না জয়া চাকমা। রাঙাপানি মধ্যপাড়ার বাসিন্দা এ নারীর বাড়িটি এখন মাটিতে মিশে আছে। পাশের খাড়া পাহাড় ভয়াল মূর্তি হয়ে দাঁড়িয়ে। নিজের বাড়িটি তবু দেখতে যান মাঝেমধ্যে। কিন্তু সেখানে গিয়ে ভয়ে আড়ষ্ট হন বারবারই। বললেন, ‘এখানে থাকতে ভালো লাগে না। কিন্তু বাড়িতে তো ভয় লাগে। সেখানে তো থাকব কী করে?’
এখানেই সন্ধান মেলে তিন বছরের রাজ্জুনি চাকমার। বাবা উজ্জ্বল কান্তি চাকমা ও রাজ্জুনি মাটিচাপা পড়েছিলেন। উজ্জ্বল কান্তি বললেন, ‘মেয়েটির মুখও ঢেকে ছিল। আমি মাটিচাপা পড়ার পর মেয়েটিকে খুঁজতেছিলাম। তাড়াতাড়ি মুখ থেকে মাটি সরায়ে ফেলি। ওর সারা শরীর মাটিতে তখন। এরপর তাকে তোলা হয়।’ শিশুটি বেশ প্রাণবন্ত। কিন্তু বাড়িতে যাওয়ার কথা বললে মুখ তার মলিন হয়, জানান মা শেফালি চাকমা।

Eid mubarak 2017
26/06/2017

Eid mubarak 2017

মডেল সোনিকা সিংহ চৌহানকে নিয়ে বাড়ি ফেরার পথে তাঁর বন্ধু বিক্রম চট্টোপাধ্যায় যে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন, তার প্র...
23/06/2017

মডেল সোনিকা সিংহ চৌহানকে নিয়ে বাড়ি ফেরার পথে তাঁর বন্ধু বিক্রম চট্টোপাধ্যায় যে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন, তার প্রমাণ আগেই পেয়েছে পুলিশ। এ বার বিক্রম-সোনিকার বন্ধু, দু’জন টিভি-অভিনেতাও আদালতে গোপন জবানবন্দি দিলেন।
গত ২৯ এপ্রিল দুর্ঘটনার আগে বিক্রম যে একাধিক নাইট ক্লাবে মদ্যপান করেন, তা ওই দুই বন্ধু আগেই পুলিশের কাছে দাবি করেছিলেন। অনিন্দ্য চট্টোপাধ্যায় ও সোনি নামে ওই দু’জন মঙ্গল ও বুধবার আলিপুর আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন। এর রিপোর্ট হাতে পেলে পরবর্তী পদক্ষেপ করবে পুলিশ। এর আগে বিক্রম-সোনিকার আরও চার বন্ধু আদালতে গোপন জবানবন্দি দেন।
এক তদন্তকারী অফিসারের কথায়, ‘‘বিক্রমের গাড়ির ‘ইভেন্ট ডেটা রেকর্ডার’ দেখেও বিশেষজ্ঞরা গাড়ি ১০০ কিলোমিটারের বেশি গতিতে চালানো হচ্ছিল বলে জানিয়েছেন। তা ছাড়া, বিক্রম-সোনিকা যে যে নাইট ক্লাবে গিয়েছিলেন, সেখানকার বিল ও প্রত্যক্ষদর্শীদের বয়ান— অভিযুক্তের মদ্যপানের কথাই বলছে।’’
পুলিশ প্রথমে বিক্রমের বিরুদ্ধে লঘু ধারায় (বেপরোয়া গাড়ি চালানো) মামলা করেছিল। এর পরেই সঠিক তদন্তের দাবিতে পুলিশ কমিশনারকে চিঠি দেন সোনিকার মা-বাবা। তার পরে নড়ে বসে পুলিশ। তবে বিক্রমকে এখনও গ্রেফতার করেনি পুলিশ। দু’সপ্তাহ আগে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন তিনি। এখনও সেই মামলার শুনানি হয়নি।

ফের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী গোটা দেশ। সৌজন্যে ইসরো।শুক্রবার সকাল ৯.২৯ মিনিট। মহাকাশের উদ্দেশে পাড়ি দিল কার্টোস্যাট-২ ...
23/06/2017

ফের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী গোটা দেশ। সৌজন্যে ইসরো।
শুক্রবার সকাল ৯.২৯ মিনিট। মহাকাশের উদ্দেশে পাড়ি দিল কার্টোস্যাট-২ সিরিজের কৃত্রিম উপগ্রহ। সহযাত্রীও আরও ৩০টি কৃত্রিম উপগ্রহ। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করল পিএসএলভি সি-৩৮। যার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল বৃহস্পতিবার থেকেই।
সফল উৎক্ষেপণের পর ইসরোর তরফে জানানো হয়েছে, ৭১২ কেজির কার্টোস্যাট-২ মূলত রিমোট-সেন্সিং স্যাটেলাইট। যা পৃথিবীকে নিরীক্ষণে নানা ভাবে কাজে লাগবে। পাশাপাশি, ২৪৩ কেজি ওজনের আরও ৩০টি বিদেশি ছোট কৃত্রিম উপগ্রহ একসঙ্গে পাড়ি দিল মহাকাশে। পিএসএলভি-র কাঁধে চেপে যে মোট ৩১টি উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করা হল, সেগুলির মোট ওজন প্রায় ৯৫৫ কেজি।

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি ‘বস ২’। বাবা যাদব পরিচালিত ছবিটির আগামী ইদেই মুক্তি পাওয়ার কথা ছিল দু’দেশেই। কিন্তু এই ছ...
20/06/2017

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি ‘বস ২’। বাবা যাদব পরিচালিত ছবিটির আগামী ইদেই মুক্তি পাওয়ার কথা ছিল দু’দেশেই। কিন্তু এই ছবিতে দু’দেশের শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণ সমান না হওয়ায় ছবিটিকে ঘিরে ঢাকা সিনেপাড়া এখন উত্তাল। ছবিটি মুক্তি না দেওয়ার দাবিতে রবিবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যরা পথে নেমেছিলেন। সেন্সর বোর্ড ঘেরাও কর্মসূচির মধ্য দিয়ে এই দুই সমিতির সঙ্গে আরও ১২টি সংগঠন এ দিন পথে নেমেছিল।

ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। যা তাদের জয়ের উচ্ছ্বাসকে দ্বিগুন করেছে। কিন্তু মাঠের মধ্...
20/06/2017

ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। যা তাদের জয়ের উচ্ছ্বাসকে দ্বিগুন করেছে। কিন্তু মাঠের মধ্যের লড়াই দুই দেশের কেউই তা মাঠের বাইরে নিয়ে যাননি কখনও। বরং ফাইনাল ম্যাচ শেষে দুই দলের প্লেয়ারদেরই দেখা গিয়েছে হাসি, মজায় মেতে উঠতে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বয়ং বিরাট কোহালিও মাঠের মধ্যেই আড্ডা জমিয়েছিলেন পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে। সে নিয়ে যে কেউ কেউ ভুরু কোঁচকাননি এমনও নয়। কিন্তু মাঠের বাইরে যে সবাই একই তা আবার প্রমাণ করলেন পাকিস্তানের আজহার আলি।

জল্পনা চলছিলই। সেই মতো চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হতেই ভারতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন অনিল কুম্বলে। চ্যাম্পিয়ন...
20/06/2017

জল্পনা চলছিলই। সেই মতো চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হতেই ভারতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন অনিল কুম্বলে। চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই শেষ হয়ে গিয়েছে কুম্বলের চুক্তি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত তাঁকে ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলাতে বলা হয়েছিল। কিন্তু তিনি সরেই দাঁড়ালেন। মঙ্গলবার সকালে লন্ডন থেকে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে উড়ে গিয়েছে ভারতীয় দল। কিন্তু দলের সঙ্গে যাননি অনিল কুম্বলে। জল্পনা শুরু হয়েছিল সোমবার থেকেই। জানা যাচ্ছিল না আদৌ দলের সঙ্গে যাবেন কি না কুম্বলে। টিম ম্যানেজমেন্টও তা নিয়ে কোনও তথ্য জানাতে পারেনি। ক্রিকেটাররাও ছিলেন পুরো অন্ধকারে। শেষ পর্যন্ত খোলসা করলেন স্বয়ং কুম্বলেই।

18/06/2017
১৬ তলা ভবনের ওপরে লিফটের দরজা খুলতেই চোখ জুড়িয়ে গেল! প্রায় পুরো ফ্লোরে একটি মসজিদ। স্বচ্ছ কাচের দরজার সামনে দাঁড়ালে স...
18/06/2017

১৬ তলা ভবনের ওপরে লিফটের দরজা খুলতেই চোখ জুড়িয়ে গেল! প্রায় পুরো ফ্লোরে একটি মসজিদ। স্বচ্ছ কাচের দরজার সামনে দাঁড়ালে সেটি স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল। মসজিদে নানা আকৃতির ঝাড়বাতি, নান্দনিক কারুকাজ। আবাসিক ভবনের ওপরে ব্যক্তি উদ্যোগে করা এই মসজিদের নাম বায়তুল ফালাহ্ ফকির বানু জামে মসজিদ।

গতকাল শনিবার সন্ধ্যায় মসজিদে চলছিল ইফতারের আয়োজন। মসজিদের বারান্দায় লম্বা সারিতে কয়েক শ মানুষ। পুরান ঢাকার প্রচলিত ইফতারির নানা অনুষঙ্গের পাশাপাশি আছে কয়েক রকমের ফল।

এর আগে মসজিদ থেকে ভবনটির ৯৬টি ফ্ল্যাটে ইফতারি পাঠানো হয়। রোজায় প্রতিদিনই চলে এই আয়োজন।

মসজিদ চালুর প্রথম রমজান থেকে প্রতিদিন ১ হাজার ২০০ মানুষের ইফতারের আয়োজন করা হয় ভবনের চিলেকোঠায় থাকা আলাদা রান্নাঘরে।

ভবনের স্থায়ী বাসিন্দা ইউসুফ আলী বলেন, ‘আমার ঘরে যথেষ্ট ইফতারির ব্যবস্থা থাকে। তবু আমার পাঁচ বছরের মেয়ে এশা প্রতিদিন মসজিদ থেকে পাঠানো ইফতারি নেওয়ার জন্য নির্দিষ্ট সময়ে দরজায় দাঁড়িয়ে থাকে।’

এ ছাড়া রাজধানী মার্কেটের সামনে অবস্থিত মসজিদসহ সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে ইফতারি পাঠানো হয় এই মসজিদ থেকে। রমজানের শুরু থেকে ইফতারি বানানোর জন্য কয়েকজন বাবুর্চিকে এক মাসের জন্য নিয়োগ দেওয়া হয়। পুরি, পেঁয়াজি, আলুর চপের মতো নিয়মিত অনুষঙ্গ ছাড়াও মাঝে মাঝে খিচুড়ি, তেহারির ব্যবস্থা থাকে। এলাকার একজন দোকানি বেলাল হোসেন বলেন, ‘প্রথম রমজান থেকেই আসি। এখানে লোকজনের সঙ্গে ঠান্ডার মধ্যে বসে ইফতার করতে ভালো লাগে।’

হাটখোলার শহীদ নজরুল ইসলাম সড়কে মেয়র হানিফ ফ্লাইওভারের পাশেই ফকির বানু ভবনের অবস্থান। মূল সড়কের পাশে হলেও এলাকাটি বিচ্ছিন্ন দ্বীপের মতো। পেছনের এলাকাটির নাম ভগবত ব্যানার্জি রোড। কাছাকাছি মসজিদ নেই। এখানকার বাসিন্দাদের নামাজ আদায় করতে বড় রাস্তা পার হয়ে টিকাটুলী জামে মসজিদ কিংবা ওয়ারী এলাকার মসজিদগুলোতে যেতে হয়। ঝড়-বাদলের দিনে দুর্ভোগে পড়ে যান স্থানীয় বাসিন্দারা। এমন পরিস্থিতিতে পুরান ঢাকার দক্ষিণ মৈশুণ্ডী এলাকার প্রবীণ বাসিন্দা হাজি সালাহউদ্দীন নিজের উদ্যোগে তাঁর বাবা-মায়ের নামাঙ্কিত ভবনের ১২ হাজার বর্গফুটের একটি ফ্লোরের পুরোটাই দেন মসজিদের জন্য।

27/05/2017

খুব সুন্দর একটি গান বাবা ও মেয়ের এক সাথে ---
স্বস্তিকা মুখার্জী ও সন্তু মুখার্জী --
আমার মুক্তি আলোয় আলোয় ||

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when 24 ganta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share