Shanta Shimu

Shanta Shimu -/ সফলতার পিছনে না ছুটে দক্ষতার পিছনে ছুটো , সফলতা এমনিতেই আসবে।🥰

FREELANCER
👉DIGITAL MARKETOR👈

__ My work 🥰🥀
05/12/2023

__ My work 🥰🥀

বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং নামক পেশা টা নিয়ে সবার কৌতূহল থাকে আসুন জেনে নিই ফ্রিল্যান্সিং কি ‍?????ফ্রিল্যান্সিং (Free...
05/12/2023

বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং নামক পেশা টা নিয়ে সবার কৌতূহল থাকে আসুন জেনে নিই ফ্রিল্যান্সিং কি ‍?????

ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন। দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। করতে চাইলে ইনবক্স করুন



22/11/2023

ক্যারিয়ার গড়ার বয়সে কখনো চেহারার দিকে তাকাতে নেই।
ভালো ক্যারিয়ার হলে চেহারা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে।

কিন্তু ভালো ক্যারিয়ার না হলে অনেক ভালো চেহারাও বিবর্ণ ও নষ্ট হয়ে যায়। আবার ভালো চেহারার সবসময় দাম নাও থাকতে পারে। কিন্তু ভালো ক্যারিয়ারের সবসময় ও সর্বকালে দাম বিদ্যমান।



Royal Eagle Community

21/11/2023

. “তুমি যদি পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা করো, যেমনটা করা উচিৎ, তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন, যেমনটা তিনি পাখিদের জন্য করেন। তারা ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয়, কিন্তু ভরা পেট নিয়ে নীড়ে ফেরে”

– তিরমিযী💖🥀

20/11/2023

বর্তমানে মেয়েরা তাদের সকল বাঁধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে।
এখন আমি আপনি কত দূর এগিয়ে যেতে পারলাম সেটাই প্রশ্নের ব্যাপার, নিজেকে মেয়ে, মা, স্ত্রী বলে পিছিয়ে না রেখে, নিজেকে মানুষ হিসেবে দেখে, নিজের একটি পরিচয় তৈরির জন্য এগিয়ে যাওয়া টাই আপনাকে আমাকে অনেক দূর নিয়ে যাবে। ইনশাআল্লাহ 💖💖




19/11/2023

মূলত যারা বলে ফ্রিল্যান্সিং কি?

___ ফ্রিল্যান্সিং শব্দের অর্থই হচ্ছে মুক্ত পেশা। অর্থাৎ কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির আদেশ অনুযায়ী কারো কাজ না করাকেই ফ্রিল্যান্সিং বলে। মূলত যারা এ ধরনের কাজ করে থাকে তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়। ফ্রিল্যান্সিং হলো কোন প্রতিষ্ঠানে পার্মানেন্ট চুক্তিবদ্ধ না হয়ে বরং প্রজেক্ট বেসিসে কাজ করা। বর্তমানে সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ ফ্রিল্যান্সিং কে পেশা হিসেবে বেছে নিয়েছে


Skill development না করে কত  earn করবো এই question  আসে কিভাবে?Skill  development করেন কাজ start করেন focus করে সাথে  থা...
16/11/2023

Skill development না করে কত earn করবো এই question আসে কিভাবে?Skill development করেন কাজ start করেন focus করে সাথে থাকতে ধৈর্য ও পরিশ্রম।
আপনি আপনার capability অনুযায়ী earn করতে পারবেন।

১-২ টা ইউটিউব ভিডিও দেখে & দশম শ্রেনীর ছাত্র ফ্রিল্যান্সিং করে কোটিপতি এসব নিউজ দেখে ফ্রিলান্সিং শিখতে আসবেন না। 😬 যদি প্রতিদিন ৫-৬ ঘন্টা কাজ করার মতো ইচ্ছা থাকে এবং মেন্টর এর
পাশাপাশি Youtube কে educational partner বানাতে পারেন তাহলে আপনাকে Freelancing এ স্বাগতম 🤗



13/11/2023

সফলতা মানে প্রচুর পরিমাণে টাকা ইনকাম নয়, সফলতা হলো তাই যা আপনি হতে চান বা পেতে চান, যেটা আপনাকে সুখী, তৃপ্ত ও পূর্ণতার অনুভূতি দেয়।

তাই তখন মনে হচ্ছিলো হ্যা আজকের দিনের জন্য আমি সফল, "ফ্রিল্যান্সিং সেক্টরের"


04/10/2023

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Shanta Shimu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shanta Shimu:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share