31/12/2013
'কোমা'য় গতির কিংবদন্তি মাইকেল শুমাখার
গতির কিংবদন্তি এখন 'কোমা'য়। গ্রেনোবল হাসপাতালে তাঁকে ঘিরে রয়েছেন পরিবার-পরিজন। ফর্মুলা ওয়ানের সর্বশ্রেষ্ঠ এই চালকের ম্যানেজার স্যাবাইন কেম জানান, শুমাখারের সহধর্মিনী করিন্না, মেয়ে জিনা মারিয়া এবং ছেলে মিক রীতিমতো মুষড়ে পড়েছেন।
গতির এই যাদুকরের চরম পরণতি যে গতিই ডেকে আনবে, তা মেনে নিতে পারছেন না কেউই। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের পক্ষে এক মুখপাত্র বলেন, লক্ষ-কোটি জার্মানের মতো মার্কেল এবং তাঁর সরকার এ ঘটনায় স্তম্ভিত ও ব্যথিত।
সর্বশেষ অবস্থা জানিয়েছেন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের প্রফেসর জিন-ফ্রাঙ্কোস পেইয়েন। এক সংবাদ সম্মেলনে জানান, ৪৪ বছরের এই চালককে নিয়ে আমরা কোনো ভবিষ্যত বাণী করতে পারছি না। তাঁর জ্ঞান ফেরাতে আমরা ঘণ্টার পর ঘণ্টা প্রাণান্তকর চেষ্টা করছি।
গত পরশু নিছক বিনোদনে ছেলের সঙ্গে স্কিইং করছিলেন আল্পস পর্বতমালায়। নিচে নামার সময় পাথরে মাথা ঠুকে যায় মাইকেল শুমাখারের। ফ্রান্সের স্থানীয় সময় সকাল ১১টা ৭ মিনিটে দুর্ঘটনায় পড়ার পর সঙ্গে থাকা দুজন স্কি প্যাট্রালার খবর দিয়ে আনান হেলিকপ্টার। মৌতিয়রে নিয়ে স্ক্যান করানো হয় মাথায়। সেই রিপোর্ট দেখে ডাক্তারদের অনুমান ছিল আঘাতটা গুরুতর নয়। এমনকি মেরিবেল স্কি রিসোর্টের ডিরেক্টর ক্রিস্টফ গের্নিগনন পর্যন্ত আশ্বস্ত করে জানিয়েছিলেন, শুমাখারের জ্ঞান আছে, আঘাতটা মোটেও গুরুতর নয়। তবে অবস্থার অবনতি হতে থাকলে শুমাখারের মাথায় অস্ত্রোপচার করাতে হয় গ্রেনোবল হাসপাতালে নিয়ে।
ফেরারির ড্রাইভিং সিটে বসে রেকর্ড ৭ বার ফর্মুলা ওয়ানের বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়েছেন মাথায়। রেকর্ড ৯১টি প্রতিযোগিতায় জিতে ড্রাইভিং ইতিহাসে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অন্য উচ্চতায়।
গতির কিংবদন্তি এখন 'কোমা'য়। গ্রেনোবল হাসপাতালে তাঁকে ঘিরে রয়েছেন পরিবার-পরিজন। ফর্মুলা ওয়ানের সর্বশ্রেষ্ঠ এই চালকের ম্যানেজার স্যাবাইন কেম জানান, শুমাখারের