Odvut Bangla

Odvut Bangla Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Odvut Bangla, Media, .
(1)

https://yt2fb.com/video/mysterious-bermuda-triangle-bermuda-triangel-rahas/
06/06/2020

https://yt2fb.com/video/mysterious-bermuda-triangle-bermuda-triangel-rahas/

The Bermuda Triangle, also known as the Devils Triangle or Hurricane Alley, is a loosely defined region in the western part of the North Atlantic Ocean where a number of aircraft and ships are said to have disappeared under mysterious circumstances. Most reputable sources dismiss the idea that there...

NEW VIDEOhttps://youtu.be/r-0noIPOqb0
10/09/2019

NEW VIDEO

https://youtu.be/r-0noIPOqb0

Guinness World Records, known from its inception from 1955 until 2000 as The Guinness Book of Records and in previous United States editions as The Guinness ...

★একুশে উদ্যোন★কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল যাওয়ার পথেই একুশে উদ্যান। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ...
06/09/2019

★একুশে উদ্যোন★

কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল যাওয়ার পথেই একুশে উদ্যান। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ – অমর এই গানের থিমে এই উদ্যানটি তৈরি করা হয়েছে। শহরের বিড়লা প্লানেটোরিয়ামের পাশেই এটি অবস্থিত।

02/03/2019
*লিজি ভালসাকেজ একটি সাহসের নাম* ● ছবির মানুষটি লিজি ভালসাকেজের। জন্মেছিলেন  ১৩ মার্চ ১৯৮৯ তে টেক্সাসের অস্টিনে। দেখতে রী...
04/11/2018

*লিজি ভালসাকেজ একটি সাহসের নাম*

● ছবির মানুষটি লিজি ভালসাকেজের। জন্মেছিলেন ১৩ মার্চ ১৯৮৯ তে টেক্সাসের অস্টিনে। দেখতে রীতিমত ভয়ংকর, কুৎসিত, যার একটি চোখ ও অন্ধ! রঙিন সভ্যতা স্বীকৃতি দিয়েছিল বিশ্বের সবচাইতে কুৎসিৎ মানুষের! তাদের ভাষায় তিনিই বিশ্বের সবচেয়ে কুৎসিৎ নারী!

সবাই বলতো, আত্মহত্যা কর, সবার থেকে লুকিয়ে থাক, মুখ ঢেকে রাখ, আলাদা থাক পৃথিবীর সব আলো থেকে। কিন্তু সেইসব কিছু কানে না নিয়ে তখনই নিজের জীবনের লক্ষ্য স্থির করে ফেলেছিলেন লিজি। জন্মের সময় লিজির ওজন ছিল মাত্র ১.২১৯ কিলোগ্রাম। যদি ও এসব কিছু বাঁধা হতে পারেনি সামনের পথচলায়। লক্ষপানে ছুটেছেন নিজের মত করে। পড়াশুনা করেন টেক্সাস স্টেট ইউনিভার্সিটি তে “Communication Studies “নিয়ে। তুখোড় এই নারী মূলত একজন সুবক্তা, ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়ে কাজ শুরু করেন “বারজিন” মডেলিং ও অভিনয় সংস্থার সাথে। লিজির ইতোপূর্বে বের হয়েছে বেশ কয়েকটি নিজের লেখা বই। গত সাত বছরে ২০০-র বেশি ওয়ার্কশপে বক্তৃতা দিয়েছেন তিনি। ইউটিউবে দেওয়া তার একটি ভিডিও প্রায় ৫৪ মিলিয়ন মানুষ দেখেছে। লিজি কে “A Brave Heart” নামক একটি ডকুমেন্টারি ও তৈরী হয়ছে যা বিশ্বে ব্যপক সাড়া ফেলেছে।

কীভাবে অভিনবত্বকে স্বীকৃতি দিতে হয়; বাধা, বিঘ্ন পেরিয়ে কীভাবে জীবনকে গ্রহণ করতে হয়; প্রতিকুল পৃথিবীতে ঘুরে দাঁড়াতে হয়; ভালোবাসতে হয়, এই সাত বছর ধরে সেই বিষয়ের ওপরই বক্তৃতা দিয়ে চলেছেন লিজি। ২০১০ এ লিজি লিখে ফেলেন তার আত্মজীবনীমূলক বই ‘”Lizzie Beautiful’; ২০১২ সালে দ্বিতীয় বই ‘Be Beautiful, Be You’- যা ব্যাপক সাড়া পায় বিশ্বে।

বইটির শুরুতে লিজি বলেন, ‘এপিয়ারেন্স নয়; মানুষকে মূল্যায়নকরতে হবে অর্জিত গুন দিয়ে’। এই বছরই প্রকাশিত হতে চলেছে তার তৃতীয় বই। TWITTER এ লিজির এক বন্ধু বলেছে- ‘This young woman is a very good example of what it means to be truly
beautiful’ আরেক বন্ধু বলেছে, ‘লিজি কুৎসিত নয়। কুৎসিত হল লিজিকে দেখার আমাদের চোখ’ লিজির মা বলেছেন, “I love Lizzie, I would be proud to be her mom” অথচ সুস্থ, স্বাভাবিক মানুষ হয়েও আমরা অল্পেতে হতাশ হয়ে পড়ি। নিজের রুপ-চেহারা আমাদের ভোগায়। রঙিন কর্পোরেট বিশ্বে নিজকে অসহায় ভাবি। ভাবি-চেহারায় সব!! লিজি ভালসাকেজের তার কাজ দিয়ে প্রমাণ করেছে ভবিষ্যৎ কখনো রুপ দিয়ে সাজানো যায় না। যার যার কর্মই পারে ভবিষ্যৎ সাজাতে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Odvut Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share