ধর্ম,দর্শন ও বিজ্ঞান

  • Home
  • ধর্ম,দর্শন ও বিজ্ঞান

ধর্ম,দর্শন ও বিজ্ঞান **k_OFF

22/09/2022

আপনাকে ভালোবাসার মতো শুদ্ধতম পাপ আমি আর কখনো করিনি !!🖤

#দেবী

17/08/2022

অতঃপর আপুটি আযান শুনিয়া বয়ফ্রেন্ডের হাতজোড়া ছাড়িয়া ওড়নাটা টানিয়া মস্তকখানা ঢাকিয়া নিলেন।

~মারহাবা।🐸

18/05/2022
14/05/2022

শহর জুড়ে বৃষ্টি নামুক, তুমি খুঁজে নিও ঠাঁই, প্রতিটা বৃষ্টিকণায় লেখা থাকুক, "শেষ অবধি তোমাকে চাই!"🖤🌸

25/04/2022

আমি তোমার হয়েও হতে পারলাম না,
অথচ আমার বলতে শুধু তুমিই ছিলে 🌚

25/04/2022

পুরুষের চোখে মেঘ জমে

তবুও বৃষ্টি আসে না ☺️✌️

তাকে জিজ্ঞেস করলাম তুমি হিন্দু নাকি মুসলিম.?সে ভীতু চোঁখে তাকিয়ে বলছে আমি ক্ষুধার্ত.!
22/04/2022

তাকে জিজ্ঞেস করলাম তুমি হিন্দু নাকি মুসলিম.?

সে ভীতু চোঁখে তাকিয়ে বলছে আমি ক্ষুধার্ত.!

20/04/2022

আমার আর কোনদিনও আপনাকে ছাড়া
অন্য কিছু ভাবা সম্ভব হবেনা। 🖤

16/04/2022

মানুষ আর বাঁচে ক'দিন??
'শখ' ই যদি মেটাতে না পারলাম তাহলে মানুষ হয়ে জন্মে আর কি লাভ!🖤🌼

13/04/2022

আবার যখনই দেখা হবে, আমি প্রথম সুযোগেই বলে দেবো স্ট্রেটকাট --- 'ভালোবাসি'।
~ #দেবী

09/04/2022

ক্লাস Six এ পড়া মেয়েটা তার
ভার্সিটি পড়ুয়া BF কে বোঝাচ্ছে-

ঠিক মতো পড়ালেখা না করলে আমাকে বিয়ে করবা কিভাবে ??
#হিমু

02/04/2022

আপনি ব্যতিত আমার একান্ত ব্যক্তিগত কোনো চাহিদা নেই !!🖤

#দেবী

02/04/2022

১.ভাবী! আপনি দুই বাচ্চার মা! আপনাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না, দেখে মনে হয় মাত্র মাধ্যমিক পাশ করছেন! সিরিয়াসলি!
২. ম্যাডাম, একটা কথা বলবো? অনেকদিন থেকে ভাবছি! কিন্তু বলবো বলবো করে বলা হচ্ছে না। আপনি এমনিতেই সুন্দর। কিন্তু নাকের পাশের তিলটা আপনাকে একদম পরী বানিয়েছে। এত্ত সুন্দর। জাস্ট অসাধারণ লাগে!
৩. মন খারাপ কেন ভাবী? ঝগড়া টগড়া করলো নাকি? আপনার মতো এ রকম একটা মানুষের সাথেও ঝগড়া করা যায়? বিশ্বাসই হচ্ছে না!
৪. একটা কথা বলি আপু! কিছু মনে করবেন না তো? আপনার কণ্ঠটা এত্ত সুন্দর! কোনো প্রিয় গান বারবার শুনলেও যেমন বিরক্তি লাগে না, আপনার কথাবার্তার স্টাইলও এরকম। টানা ২৪ ঘন্টা শুনলেও বোরিং লাগবে না!
৫. আপনি যা ইচ্ছা মনে করতে পারেন, আজ থেকে আপনাকে আর আন্টি ডাকবো না, বলে দিচ্ছি। হুঁ! দেখলে মনে হয় আবার বিয়ে দেওয়া যাবে, আর আপনাকে ডাকবো আন্টি? না, আর না!
৬. একটা কথা বলবো? নীল শাড়ীতে আপনাকে দারুণ মানিয়েছে! না না, তেল দিচ্ছি না, সত্যি বলছি! সত্যি অনেকটা কোয়েল মল্লিকের মতো লাগে আপনাকে!
৭. জন্মদিনে এবার কি কি করলেন আপনারা?
আপনার ভাই অফিসের কাজে ব্যস্ত!!!!
কি যে বলেন! আমি এরকম একটা বউ পেলে জন্মদিন উপলক্ষ্যে এক সপ্তাহের ছুটি নিতাম! হাসবেন না, সিরিয়াসলি!

-----------------------------------------------

বিঃ দ্রঃ - অবিশ্বাস্য হলেও সত্য, কিছু কিছু মানুষ আছে, নিজের অফিসের কলিগ,পাশের বাসার ভাবী, কিংবা বন্ধুর বউ,পরিচিত আপু ম্যাডামদের সাথে এভাবেই কথা বলে। আপাতদৃষ্টিতে এগুলো "জাস্ট প্রশংসাবাক্য"। এর গভীরে যে কত বড় লাম্পট্য, আর অসৎ কামনা লুকিয়ে আছে, খেয়াল না করলে বুঝার উপায় নেই। যারা এগুলো করে, এরা কিন্তু ফাঁদে ফেলবার জন্যেই করে! এদের স্বভাবই হলো ফ্লার্ট করে নিজের বশে আনা!
খুব স্মার্ট সুদর্শন পুরুষ দেখলে কিছু কিছু ক্ষেত্রে মহিলারাও এরকম ফ্লার্ট করে। সে সংখ্যাটাও কম না!! যে মহিলা জীবনে কোনোদিন স্বামীর বিকল্প স্বপ্নেও কল্পনাও করেন নি। মাঝে মাঝে ঝগড়া হয়, কিন্তুু স্বামীকে অনেক ভালোবাসেন। পর পুরুষের মুখে নিজের এত্ত সুন্দর প্রশংসা শুনে, "আমি হলে পায়ের কাছে পড়ে থাকতাম" কথাটা শুনে সেই মহিলাও ভাবেন, এই স্বামী আমাকে বঞ্চিত করছে, নিশ্চয়ই আমি আরও ভালো কিছু আশা করি!
যে মহিলা একটা সুখের সংসারে আছেন, বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী ব্যাস্ততার মাঝে কোনো কিছুর অভাবই বোধ করেন না, সে মহিলাও যখন বাইরের কারো কাছে নিজের কপালের তিলের এত্ত প্রশংসা শুনেন তখন তার মনে হতে পারে, "ওর সাথে এত্তদিন সংসার করলাম, ও তো একটা দিনের জন্যেও এভাবে আমার সৌন্দর্যের প্রশংসা করলো না!" নিজের বয়সের ব্যাপারে বাইরের পুরুষের প্রশংসা শুনে মহিলা, বারবার আয়নার সামনে নিজের চেহারা দেখেন। ভাবতে থাকেন, হ্যাঁ, আমি তো সুন্দরই। আর ওই পুরুষটাই আমার এ সৌন্দর্যের মূল্যায়ন করলো!
হ্যা, এভাবেই শুরু হয় দাম্পত্য কলহ যা পৃথিবীর নিকৃষ্টতম সম্পর্ক বা পরকীয়া বা ঘর ভাংগার মত ক্ষতির কাজ। তথা কথিত একটা "ইনোসেন্ট প্রশংসা"ই ধ্বংস করে দিতে পারে একটা মানুষকে, একটা পরিবারকে! এটা ভাবার কোনো কারণ নাই যে, যারা "ভাবী" টার প্রশংসা করছে, এরা "ফ্রি মাইন্ড" এ ইনোসেন্ট মন নিয়ে করছে! নাহ, এরা অবশ্যই অবশ্যই অবশ্যই কুমতলব নিয়েই প্রশংসা করে!! যদি জীবনে সুখী হতে চান, কারো হালকা প্রশংসায় গলে যাবেন না। বরং এদের এড়িয়ে চলুন। প্রশংসা শুনতে সবারই ভাল লাগে। এভোয়েড না করলে, ধীরে ধীরে এদের ফাঁদে একদিন পড়বেনই। তাই কুকুর হইতে সাবধান।

20/03/2022

- আমি জোর করতে পারি না। অধিকার বোধ দেখাতে পারি না। যা পেতে খুব ইচ্ছা করছে তার জন্য আকুতি মিনতি করতে পারি না। নিজের ইচ্ছাগুলোকে বেশির ভাগ সময় ভাষা দিতে পারি না।

- 'কথা বলতেই হবে' 'দেখা করতেই হবে' 'আরেকটু থাকতেই হবে' 'প্রায়োরিটি দিতেই হবে'; এসব বাক্য গঠন আমার ব্যাকরণেই নেই। না সম্পর্কে, না বন্ধুত্বে, না আত্মীয়তায়।

- আমি বিশ্বাস করি সম্পর্কে মায়া টান ভালোবাসা থাকলে, এ'সব জোর করে পাওয়ার প্রয়োজন পড়ে না। আর জোর করে পেতে হলে, আমার ওরকম সম্পর্কের প্রয়োজন পড়ে না।🖤🙂

- কথায়- Page Admin.

28/01/2022

- তোমার সাথে কথা বলার আজন্ম তৃষ্ণা নিয়ে মরণ হবে আমার !!🙃

#দেবী

12/10/2021

- তাহার হাসি দেখলে শত বছর বাঁচার সাধ জাগে !!🖤

#দেবী

08/10/2021

মানুষ হতে কি কি লাগে??
পৃথিবীর সব খাবারের প্রতি শ্রদ্ধা থাকবে যা প্রাকৃতিক??
ধর্মমতের কুসংস্কার ত্যাগ করতে হবে। একজন হিন্দু বা মুসলিম বা বৌদ্ধ বা খ্রিষ্টান অজস্র বছর সাধনা করলেও মানুষ হতে পারবে না।
কারন,তার নিজস্ব সম্প্রদায়ের প্রতি বিন্দুমাত্র হলেও পক্ষপাত থাকবে।যা মানবতার বিরুদ্ধে কাজ করবে। ভাবুন,আপনি কেন মানুষ নন???

03/10/2021

দেশ স্বাধীন, তাই বলে ভাব্বেন না আপনারাও স্বাধীন।

"মদ্যপান নিষেধ। চো** বারণ। "

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

11/04/2021

খোদার সাথে আমি পাপীর যোগাযোগ ব্যবস্থা ভালো না।যেন ভীষণ নড়বড়ে ভঙ্গুর এক সাঁকো সামনে।খাঁদে পড়ে যাওয়ার ভয়ে কাছে যাওয়া হয় না।অথচ তিনি কথা দিছেন আমি চাইলেই পাবো তাঁরে,ডাকলেই তিনি সাড়া দেবেন।তিনি এও বলছেন যে জীবনখাঁদে পড়ে গেলে টেনে তোলার দায়িত্ব তাঁর।আমার কাজ শুধু হাত বাড়িয়ে দেয়া।বলা-আমারে টাইনা তোলেন প্রভু,আমি বিপদে।

11/04/2021

তোমারে পাইলে আর কোন আক্ষেপ থাকতো না। কিন্তু আক্ষেপ ছাড়া জীবন হয়না বইলাই তোমারে পাইনাই..
#দেবী

03/02/2021

- যদি কোনোদিন তুমি শেষের কবিতার শেষ লাইনে চোখ ভিজিয়ে দাও আমায় ভেবে,আমি খুব চেয়েছিলাম তোমায় !!🖤

#দেবী

03/01/2021

আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে?

তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই।
হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই।

আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।
#হিমু

12/11/2020

তুমি যখন চুপ থাকো
মনে হয়
আমি বোধয় শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছি।
#দেবী

12/11/2020

সেদিন দেখলাম একটা কুকুর ইটের টুকরা কখনো কামড়ে কখনো চেটে খাওয়ার চেষ্টা করছে। এখন খেতে বসলেই দৃশ্যটা ভেসে ওঠে। পেট ভরে ভাত খাওয়ার দিন বুঝি ফুরিয়ে এলো। মাটি খাওয়া শিখতে হবে। কিন্তু এই সিমেন্টের জঙ্গলে মাটি কই পাবো ?

25/04/2020

কোনো কিছুই মহাশূণ্যে মিলিয়ে যায় না । পৃথিবী বৃত্তাকার তো, তাই সব ঘুরে ফিরে আসে ।

পাপের বদলে অনুতাপ, ঘৃণার বদলে ঘৃণা, ভালোবাসার বদলে ভালোবাসা কিংবা অন্যান্য সব কিছুর ক্ষেত্রেও একই চক্র।

শুধু দেওয়ার আর নেওয়ার মানুষগুলা এক হয় না। অর্থাৎ যাকে আপনি ঠকিয়েছেন,তার কাছে না ঠকলেও অন্য একজন আপনাকে ঠকাবে।

23/04/2020

--প্রিয়তমা
তুমিহীনা এই শূন্য অনুভূতি ক্যান্সারের চাইতেও বেশি মারাত্বক। ;')
-
#বর্ণহীন_হিমু

ঈশ্বরকে একটা থাপ্পড় মারা দরকার পয়গম্বর আর রাজনীতিবীদগুলোরে ন্যাংটা করে পিটাতে পারতাম যদি ...শুয়োরের বাচ্চারা দিস্তা দিস্...
19/04/2020

ঈশ্বরকে একটা থাপ্পড় মারা দরকার
পয়গম্বর আর রাজনীতিবীদগুলোরে ন্যাংটা করে পিটাতে পারতাম যদি ...
শুয়োরের বাচ্চারা দিস্তা দিস্তা বাণী দিয়ে গেলো , ভাত দিয়ে গেলো না
আর আপনারা
হ্যাঁ
আ প না রা
দ্বিধান্বিত গন্ডমূর্খ মাতাল পোয়েট্রিও বুঝেন না পোভার্টিও বুঝেন না ।

 #স্রষ্টা .....   এদের মত মানুষদের থেকে আর কত পরিক্ষা নিবে?
14/04/2020

#স্রষ্টা ..... এদের মত মানুষদের থেকে আর কত পরিক্ষা নিবে?

09/03/2020

করোনাভাইরাসের ভয়ে সৌদি সরকার মক্কা মদিনায় উমরাহ বন্ধ করেছে। মসজিদে শুক্রবারের নামাজ বন্ধ করেছে ইরান। কেন রে? এইসব পবিত্র জায়গায় উমরাহ করে, নামাজ পড়ে আল্লাহর কাছে করোনাভাইরাস থেকে মুক্তি প্রার্থনা করবে মানুষ। আল্লাহ তাদের বাঁচিয়ে দেবেন ভাইরাস থেকে। তা হতে দিচ্ছিস না কেন? আল্লাহ যে রোগ শোক সারাতে পারেন, তা বুঝি আর বিশ্বাস করছিস না? পবিত্র জায়গাতেও যে রোগের সংক্রমণ হতে পারে, স্বয়ং আল্লাহও যে তা রোধ করতে পারেন না, তা এতদিনে বুঝেছিস? প্রার্থণায় যে কাজ হয় না সেটা তাহলে গোপনে গোপনে ঠিকই জানিস!

ঠেকায় পড়লে মানুষ যুক্তিবাদী হয়ে ওঠে। যতক্ষণ ঠেকা নাই, ততক্ষণ শো বিজনেস, ততক্ষণই আল্লাহ রসুল! ঠিক কি না?

16/01/2020

❑ উলঙ্গ
::
উলঙ্গ হয়েই মেয়েটি আত্মহত্যা করেছিলো।
লাশ উদ্ধারের পর ভাগ হয়ে গেলো উৎসুক জনতা।
কেউ বললো প্রদাহে গলে যেতে যেতে মৃত্যু,
কেউ বলল গলায় ফাঁসির দাগ
আর কেউ দেখলো নাক-মুখ কাটা।
একদলের চোখ আটকে গেলো উম্মুক্ত বুকে
আরেকদলের চোখে নগ্ন যোনির লালসা।
পুলিশ যখন লাশ উদ্ধারে এলো
সবার চোখে জমাট রাজ্যের হতাশা।
*
লাশটি কাপড় জড়িয়ে হাসপাতালে যায়।
মর্গে রেখে দিলে শীত শীত করে।
কাপড় কম পড়ে যায়।
ফরেনসিক রিপোর্টে লাশটি পুনরায় উলঙ্গ হয়।
মাটি চাপা দেয়ার পর স্বস্তি আসে।
সাময়িক।
লাশটি পুনরায় কবর থেকে তুলে আনা হয়।
আদালতের রায়।
লাশটিকে উলঙ্গ করে দেখুন
ভীতরে কোন কাপড় আছে কিনা।
*
মানুষ উলঙ্গ মৃত্যু দেখলো ,
মানুষ লাশকে কল্পনা করে হস্তমৈথুন করলো,
মানুষ কাগজের পাতায় মেয়েটির হাস্যজ্বল ছবি দেখলো,
মানুষ মেয়েটির কবরের পাশে মোমবাতি জ্বালালো
মানুষ হাসপাতালে গেলো,
মানুষ আদালতে গেলো,
কেউ কেউ বিচার বিচার বলে বাকশক্তি হারালো
অথচ কেউ জানলো না
মেয়েটি কেন উলঙ্গ হয়ে আত্মহত্যা করেছিলো !

ছেলেটির সাথে আমার অনেক রাতে রাস্তায় দেখা হয়ে গেল। সে বেশ বিমর্ষ অবস্থায় তার এক বন্ধুর ম্যাসে যাচ্ছে। কখনো ভাবিনি জীবনের ...
13/01/2020

ছেলেটির সাথে আমার অনেক রাতে রাস্তায় দেখা হয়ে গেল। সে বেশ বিমর্ষ অবস্থায় তার এক বন্ধুর ম্যাসে যাচ্ছে। কখনো ভাবিনি জীবনের এরকম একটা রাতে আপনার সাথে দেখা হয়ে যাবে, জানালো সে। ছেলেটি আমার খূব পরিচিত কেউ ছিল না; তবু এরকম একটা কথা শোনার পর , ‘ঠিক আছে ভালো থেকো’ বলে চলে যাওয়া যায় না। জিজ্ঞাসা করলাম, কী হয়েছে আজ রাতে ?

সে জানালো আজ তার বিয়ে। নতুন বাসা নেয়া হয়েছে। ফার্নিচার কেনা হয়েছে। আজ সকালের গাড়িতে তার সম্ভাব্য স্ত্রীর চিটাগাং আসার কথা। সব প্রস্তুতি শেষ। সে আর এল না। সে কেন আসেনি, এই প্রশ্নটা আমার কখনো জানতে ইচ্ছে হয় না। যে আসবে না; তার কাছে না আসার অনেক গুলো যুক্তি থাকবে কিন্তু যে আসার সে কেবল ভালোবাসার জোরেই আসবে।

ঈদের দ্বিতীয় দিন এক ছোট ভাই ফোন করে খুব কাঁদছিল। অফিস থেকে ছুটি পায় নি। রুমমেটরা সবাই যে যার গ্রামের বাড়িতে চলে গেছে। সে একা ফ্ল্যাটে দু দিন না খেয়ে আছে ! একুশ বছরের একটা তরণ ঈদের দিন অচেনা এক শহরে একা একা না খেয়ে পার করছে ! একেকটা জীবন এরকম বিচিত্র রকমের কষ্টে কেন থাকে ?

এনজিও থেকে ঋণ নিয়ে মেয়ের বিয়ে দিয়েছেন, সেই ঋণ পরিশোধ করার জন্য বাবাকে শেষমেশ নিজের কিডনি বিক্রি করতে হয়েছে। আমি একদিন কিডনি বিক্রি করতে আগ্রহী এরকম কিছু মানুষের ফোন নাম্বার সংগ্রহ করতে শুরু করলাম।আমি জানি এক একটি এগারো ডিজিটের সংখ্যার ভেতরে লুকিয়ে আছে এক একটা আধমরা মানুষের কালজয়ী উপন্যাস। আমি দুর্বল চিত্তের মানুষ তাই সাহস করে আর ফোন করতে পারিনি।

‘নাক ফুলটি বিক্রি করে কিনে নিও আমার কাফনের কাপড়’। বৃদ্ধাশ্রম থেকে এক মায়ের তার সন্তানকে লেখা সেই চিঠির লাইনটি আজও ঘুমাতে গেলে চোখের সামনে ভাসে। কত সংখ্যক মানুষ এই মুহূর্তে হাসপাতালের মৃত্য শয্যা নামক এক বিছানায় শুয়ে আছে? এক একটা রাত সবাই ঘুমিয়ে গেলে কত সংখ্যক মানুষ সিলিং ফ্যানের দিকে তাকিয়ে মৃত্যু প্রস্তুতি নেয় , সেই খবর পত্রিকায় ছাপার অযোগ্যই থেকে গেলো।

ক্যান্সারে আক্রান্ত আরাফাতের মা' কে নিয়ে কাজ করতে গিয়ে এক ছেলের সন্ধান পাই আমি, যে আরাফাতের মায়ের চিকিৎসার টাকা যোগাড় করার জন্য রাস্তায় রাস্তায় ক্যাম্পেইন করেছিল। অনেক পরে জানতে পারলাম এই ছেলেটি নিজেও ক্যান্সারে আক্রান্ত। ডাক্তার বলে দিয়েছে সে বড় জোর আর ছয় মাস বাঁচবে ! একটা মানুষ জীবনের শেষ ছয়টা মাস অন্য একটা মানুষকে বাঁচাবার জন্য রাস্তায় রাস্তায় রোদে পুড়ে ভিক্ষা করছে। কতটা পূর্ণ হলে এরকম একটা মানুষ হওয়া যায় ?

রাস্তায় বের হলে এই যে এত মানুষ দেখছেন, রিকশায়, বাসে ঘুরে বেড়াচ্ছে, বাজারে গিয়ে দরদাম করছে, বিশ্বাস করুন এদের অনেকেই আত্মহত্যা করার চিন্তা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যত মানুষ আত্মহত্যা করছে তার চেয়ে তিনগুণ বেশি মানুষ আত্মহত্যা করার চেষ্টা করে সফল হয় নি এবং তার চাইতেও কয়েক গুণ বেশি সংখ্যক মানুষ সাহসের অভাবে চেষ্টাটাও করতে পারছে না।

মানুষ একদিনে আত্মহত্যা করে না, আত্মহত্যা করার আগে সে অনেকবার সিগন্যাল দিয়ে যায়। সে হয়ত কাউকে প্রাণখুলে কিছু বলতে চেয়েছিল , সে যখন ক্রমাগত বলেই যাচ্ছিল, বেঁচে থাকতে আর ইচ্ছে করছে না তখন সেটা একটা বাঁচার সংকেত ছিল। পরিসংখ্যান বলছে, যত মানুষ আত্মহত্যা করেছে তাদের ৮০ ভাগই আত্মহত্যার পূর্বাভাস দিয়ে গেছে, আপনার আমার গুরুত্ব পায়নি বলেই মরতে হয়েছে তাদের।

-ব্লেড দিয়ে যখন আমার যোনিপথ বড় করা হচ্ছিলো তখন আমি আচ্ছা করে ৭১ এর শহীদদের গালি দিচ্ছিলাম। -চার বছরের ধর্ষিতা মেয়েটি!!🙂-...
11/01/2020

-ব্লেড দিয়ে যখন আমার যোনিপথ বড় করা হচ্ছিলো তখন আমি আচ্ছা করে ৭১ এর শহীদদের গালি দিচ্ছিলাম। -চার বছরের ধর্ষিতা মেয়েটি!!🙂

-আমি ধর্ষিতা হওয়ার পর থানায় মামলা করতে গেছিলো আমার বাবা সাথে আমিও গেছিলাম। আমাদের থানা থেকে বলা হলো "ওরা অনেক ক্ষমতাশালী, আমি মামলা নিলে জান নিয়ে রাতে বউয়ের কাছে ফিরতে পারবো কিনা জানিনা"। কথাটি শুনার পর যারা বলতো "আইন সবার জন্য সমান" তাদের গালে থুথু দিতে ইচ্ছে করেছিলো। -ধর্ষিতা মরিয়ম।🙂

-আমি ধর্ষিতা হওয়ার পর গ্রামে বিচার বসলো। চেয়ারম্যান চাচা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলো। কি শাস্তি জানেন? ১০ বার কান ধরে উঠবস হিহি। -ধর্ষিতা রাহী!!🙂

-ধর্ষনের বিচার না পেয়ে যখন আমি আর আমার বাবা ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছিলাম তখন নামকরা দৈনিক পত্রিকার প্রথম পাতায় বড়বড় অক্ষরে খবর চাপানো হয়েছিলো "ধর্ষনের বিচার না পেয়ে বাপ ও মেয়ের আত্মহত্যা"। আমাদের দেশে বড়বড় অক্ষরে ধর্ষনের খবর পত্রিকায় ছাপানো হয়, আর বড়বড় কর্তাদের খবরদারিতে ধর্ষকরা ছাড়া পেয়ে যায়। -ধর্ষিতা সালেহা!!🙂

-ধর্ষনের পর হত্যা করে আমাকে দেশের সবচেয়ে সেফটি জায়গা ক্যান্টনমেন্ট ফেলে রাখা হয়। আমি সারাবিশ্বে আলোচিত হই। আমাকে ধর্ষনের প্রতিবাদে বাংলার প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ সমাবেশ হয়। শুনেছি মামলা উঠিয়ে নিলে আমার বাবাকে কয়েক হাজার টাকা আর কিছু জমি দেওয়া হবে বলে অফার করা হয়েছিলো হিহি। আইন কিন্তু সবার জন্য সমান। -আমি তনু বলছি। নামটা চেনা চেনা লাগছেনা?🙂

-বিউটি!! প্রথমবার ধর্ষনের পর বিচার চাইতে গিয়ে অসহনীয় লাঞ্ছনার স্বীকার হয় তার পরিবার। গত কয়েকদিন আগে আবার নিঁখোজ হয়। আজ তাকে পাওয়া যায় সবুজ ঘাসের উপর। গায়ের জামা-কাপড়ের রং লাল ছিলো। ধর্ষকের আঘাতে বের হওয়া রক্তও লাল। লালে লালই আর নিচে সবুজ। কি বাংলাদেশের পতাকা হলোনা?? তাহলে চলুন বলি "শুভ জন্মদিন লাল সবুজ ধর্ষিতা বিউটির বিউটিফুল বাংলাদেশ"!!🙂

আচ্ছা কেউ ‌কি পারবেন এত্তগু‌লো নামের আগে ধর্ষিতা শব্দটা চিরতরে মুছে দিতে??🙂🙂

11/01/2020

রেজাউল স্যারকে চিনতাম। হোস্টেলের পুকুর ঘাটে বসে ধুমপান করত আর বলত :- বুঝেছ, নিজের চেয়ে কাউকে ভালবেস না, মেয়েরা ফেন্সিডিলের মত! একবার মায়ায় পড়েছ; তো নিজেকে শেষ করেছ।
৪৩ বছর বয়সে স্যার তখনও বিয়ে করেননি। নিজ গ্রামের এক মেয়েকে ভালবাসতেন। রাজশাহী ভার্সিটিতে পড়ার সময় মেয়েটার বিয়ে হয়ে যায়। স্কুল পড়ুয়া দুই ছেলে সহ মেয়েটা এখন প্রায় মধ্যবয়সী। মাঝে মাঝে রাতে ঘুরতে বের হতাম। একটা ছোট্ট গোল আলো অন্ধকারে উঠানামা করলেই বুঝতাম স্যার একা বসে ধুমপান করছে। কাছে ডেকে গল্প করতেন। প্রায় দিন ঐ মেয়েটার গল্প শুনতাম। একটি বাগানের গল্প, কান্নাকাটির গল্প। ভাবতাম এতকাল পরে একটি মেয়েকে মনে রাখার মত মানুষ ও আছে তাহলে। মেয়েটার সংসার হয়েছে, বাচ্চা হয়েছে।
শুধু স্যারের কিছু হয় নি। সিগারেট টানে আর উদাস হয়ে ধোঁয়া ছাড়ে। প্রচন্ড ঝড়ের রাতেও দেখেছি পুকুর ঘাটে একা একা বসে সিগারেট টানছে।
এক ঝড়ের রাত্রে উনাকে সাপে কাটল। গিয়ে দেখি রক্ত ঝরছে, গোড়ালির উপর থেকে।। ঠান্ডা মাথায় আমাদের বললেন:- সাপ আমি দেখেছি, গোখরা সাপ। এখন আমাবস্যা, বিষ থাকার কথা। তোমরা অযথা আমাকে নিয়ে টানাটানি করো না। আমরা টানাটানি করেছিলাম এবং সে যাত্রায় উনি বেঁচে গিয়েছিলেন।
এই অসম্ভব দুঃখী মানুষটি আমাদের অনেকের কাছে ছিল দার্শনিকের মত। উনার কিছু কথা আজীবন মনে রেখেছি। উনি প্রায় বলতেন: প্রকৃতি সবচেয়ে ফিট প্রজাতিকে বেছে নেয়, আনফিটকে বিলুপ্ত করে দেয়। স্ত্রী হায়েনা সবচেয়ে শক্তিশালী পুরুষ হায়েনা টিকে বেছে নেয় যে তার জন্য আর সব পুরুষের সাথে যুদ্ধে জিতে আসতে পারে। কোন মেয়ে তোমার চেয়েও ভাল কাউকে যদি বেছে নেয় তো একটুও দুঃখ পেও না। এটা তাই যা প্রকৃতির আর দশটা প্রজাতির মধ্যে ঘটে থাকে। " This is Law of natural selection".
তাই যখন দেখি কোন মেয়ে তার বহু পুরানো প্রেমের খাতায় আগুন লাগিয়েছে বা নতুন কাউকে বেছে নিয়েছে, আমি একটুও অবাক হই না। সঙ্গী নির্বাচনে সমগ্র প্রাণী জগতে একটি দুর্বোধ্য স্বার্থপরতা আছে। এই স্বার্থপরতা আসলে স্ত্রী জাতীয় প্রাণীদের মধ্যে বেশি। কোন দয়ামায়া ছাড়াই এরা সবচেয়ে ভাল পুরুষ সংগী টি বেছে নেয়।
আমি অবাক হই ছেলেদের রিএকশন দেখে।
একটা সম্পর্ক যখন ভেংগে যায়, মেয়েটা হাউ মাউ করে কাঁদে। সে জানে না এই হাউমাউ কান্নাটা তাকে বাঁচিয়ে দিয়েছে, তাকে ভুলতে শিখিয়েছে। সে ভুলতে শুরু করে। মেয়েদের ভালোবাসায় 'All or none Law' ব্যাপার থাকে। কাউকে ভালবাসলে সমগ্র প্রান দিয়ে ভালবাসে, কোন কারনে তাকে ঘৃনা করলে স্বর্বস্ব দিয়ে ঘৃনা করে। আপন পরের ব্যাপারটায় চরম ধরনের নিষ্ঠুরতা থাকে।
ছেলেটার জন্য এগুলো খুব সহজ নয়। ব্রেক আপের রাতে সে খুব শান্তিমত ঘুমায়। সকালে হাই তুলতে তুলতে বলে ওর সাথে আমার ব্রেক আপ হয়ে গেছে। নিজেই নিজেকে বলে ' কিচ্ছু হবে না', 'ও রকম মেয়ে কত আছে!'
তারপর একটু একটু করে তার খারাপ লাগে। প্রতিদিনের অভ্যাসগুলো তাকে কষ্ট দেয়। রাত এলে ফোনের পুরানো মেসেজ গুলো তাকে পোড়ায়। খুব ধীরে সে বুঝে ফেলে জীবনের একটি অংশ সে হারিয়ে ফেলেছে, যাকে ছাড়া সে অচল। হারানো মানুষ টাকে ফিরে পেতে সে তখন যুদ্ধ শুরু করে, তবে দেরি হয়ে যায়। ততদিনে মেয়েটার কাছে সে অচেনা কেউ।
হতাশা আকড়ে ধরে তাকে। সিডেটিপের ডিব্বা তার আশ্রয় হয়ে যায়। নিজের প্রতি বেখেয়ালে কখন যে বনমানুষ হয়ে যায় বুঝতে পারে না। হাউমাউ কান্নাটা মানুষের শেষ আশ্রয়। বিধাতা এটিও তাকে দেয় নি।
কিছুদিন আগে প্রায় মাঝরাতে একটা ছেলে এসেছিল আমার কাছে ( ইমার্জেন্সিতে)। প্রায় বদ্ধ নেশাখোর। হাতের কোথাও ইনজেকশন দেয়ার শিরা নাই। সব শিরায় সে নিজে ইনজেকশন দিয়েছে।
ঢাকা ভার্সিটিতে পড়ার সময় মোবাইলে একটি মেয়ের সাথে পরিচয়।
তারপর প্রেম, অত:পর ব্রেক আপ। ঘটনা ২০১১ সালের।
প্রবাসী একটি ছেলেকে বিয়ে করে স্বামী বাচ্চা নিয়ে ভালোই আছে মেয়েটি। শুধু এই পাগলটার রাত কাটে না। মাঝে মাঝে ইমার্জেন্সি তে দেখা যায়। ছেলেটার বাবা ব্যাবসায়ী। ভদ্রলোক প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল:- স্যার ওর বিয়ে ঠিক করেছি। তার পর থেকে আবার শুরু করেছে। কিছুদিন ভালছিল। সেনাবাহিনীর টেলিফোন এক্সচেঞ্জ এ চাকুরী দিয়েছি। এরকম করলে চাকুরীটাও চলে যাবে।
ছেলেটাকে দেখে বহুদিন আগের রেজাউল স্যার কে মনে পড়েছিল। মানুষ তাহলে এমনও করে!!
ভালবাসায় পাপ কতটুকু জানি না, তবে প্রায়াশ্চিত্ত অনেক বড়। ভালবাসা কাউকে কাউকে ঋনী করে ফেলে , আর কেউ কেউ সেটা জীবন দিয়ে শোধ করে।
সস্তা ভালবাসার যুগে মানুষ ভালবাসে একজনকে, আর প্রেমে পড়ে দশ জনের। এগুলোর নাম দিয়েছে ক্র্যাশ। ভালবাসা ছুটে গেলে এগুলোর দিকে হাত বাড়ায়। এই ক্র্যাশের যুগেও আপাত কঠিন কিছু মানুষ থাকে। এরা lock সিস্টেমে ভালবাসে। শুধু বাসতেই জানে, ভুলতে শিখে না। এরা হয়ত দার্শনিক হয়ে যায়, নয়ত মাঝ রাতে হুটহাট করে ইমার্জেন্সিতে চলে আসে।
#হিমু_ভাই

06/01/2020

সৃষ্টি যদি করো,তবে এত ঘৃণা কিসের?
কিসের এত হিংস্রতা তোমার?
কিসেরই বা মহান শ্রেষ্ঠত্বের দাবী
তুমি কি আদৌ তুমি?
নাকি এরই নাম স্রষ্টার_বিলুপ্তি
#অস্ট্রেলিয়া_ফেক্ট।😥😥😥

05/01/2020

কেউ কেউ দেখবেন রাগ করে দু-রাত কিছু খায়নি,নিজেকে নষ্ট করে ফেলেছে নেশার আসরে,ঘুমের ঔষধ খেয়ে পড়ে আছে ফ্লোরে ।
সাবধান ;

এদের তাচ্ছিল্য করবেন না !!

03/01/2020

দেবী তোমাকে কালো রঙে ছারখার লাগে,
খুব বেশি বেমানান হবেনা যদি আমাকে
তোমার করে নাও।

02/01/2020

যারা বিশ্বাস করে প্রিয়তমার বুকে নরম মাংসপিন্ডের বদলে আস্ত একটা হৃদয় থাকে তাদের জন্য আমার মায়া হয়! করুন পরিণতি অনুভব করতে পেরে কষ্টও লাগে।

এত প্রেম থাকার পরেও কি হয় হুট করে? যে তারা একে অপরের মুখদর্শন থেকেও বিরত থাকে?

হুট করে পরিবারের অযুহাত দিয়ে প্রিয় মানুষটাকে ছেড়ে যাওয়া কিংবা ব্যাটার অপশন হাতে পেয়ে প্রাক্তন হয়ে যাওয়া প্রেমিকাদের কিংবা প্রেমিকদের কে মানুষ ভাবতে ঘেন্না হয়!

তবে প্রেম করার সময় কেনই বা তাদের পরিবার নিয়ে ভাবেনা? সমবয়সী কারোর সাথে সম্পর্কে জড়ানোর আগে দ্বিতীবারের মতো চিন্তা করা উচিত নয় কি যে তার স্টাডি শেষ হবার আগে কিংবা বিয়ের পর্যাপ্ত সময় আসার আগে আমাদের আলাদা হবার সম্ভাবনা থাকে?

আমার বাবা কে খুব ভয় পাই,আমি সম্পর্কের কথা বলতে পারবো না কথাটার আড়ালে অনেক কিছু থাকে। যেটা অপ্রকাশিতই থেকে যায়।নোংরা ভাবে সুখি হওয়ার চিন্তা যাবে বলে! ব্যাটার অপশনের চিন্তা যাকে বলে!

অথচ পার্কে কিংবা রেস্টুরেন্টে শরীরের ভাঁজ কিংবা দেহের গন্ধ ফিল করার সময় মনেই হয়না পরিবার কি মানবে?

প্রতিটা ভেঙে যাওয়া সম্পর্ক কে আমি কখনোই ভালোবাসার স্বীকৃতি দিতে পারবো না।পুরোপুরি শারিরিক চাহিদা যাকে বলে সেটাই।

সহজ ভাবে ফ্রি ফি তে শারিরিক চাহীদা মেটানোর নাম হচ্ছে ভেঙে যাওয়া প্রেম।একসময় পশম সমান দুরত্বে মিশে যাওয়া মানুষটাকে কি করে ছেড়ে অন্যের সাথে একই ভাব জমানো কিভাবে সম্ভব সেটা আজো মেলাতে পারি নাই।

ভালোবাসতে চাইলে স্ট্রাগল করার মতো মন মানসিকতা থাকতে হবে। ঠোঁট কিংবা মাংসপিন্ড স্পর্শের মতো হাত বদল করার নাম প্রেম না। ভালোবাসতে হলে কমিটম্যান্ট থাকতে হয়!

ভালোবাসতে চান? ঐশ্বরিক শক্তিকে অগ্রাহ্য করে চাহিদার পরিবর্তন না ঘঠিয়ে পাশে থাকার মতো প্রত্যয়ী হোন! পৃথিবীতে প্রেমিক প্রেমিকার দম্পতি তে রূপান্তর হয়ে বেঁচে থাকার মতো শান্তি কোথাও নেই!

27/12/2019

এখন মানুষ ধর্ম ছাড়া কিছু বোঝেনা। আবার এই ধর্ম ধর্ম করা লোকগুলো ঘুষ খায়, নারী ধর্ষণ করে আবার কথায় কথায় নৈতিকতার কথা বলে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ধর্ম,দর্শন ও বিজ্ঞান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share