Canada - Politics Club

  • Home
  • Canada - Politics Club

Canada - Politics Club Politics Club - পলিটিক্স ক্লাব

12/07/2024

6.5-magnitude earthquake hit Tofino, Vancouver province, Canada. No damage has been reported so far in this earthquake. Politics Club expressed deep grief.

12/07/2024
12/07/2024

খারাপ আর ভাল আজ মিলে মিশে একাকার। যিনি আজীবন চেষ্টা করে গেছেন জীবনের প্রতিটি মুহুর্ত সৎ থাকবেন, থাকার চেষ্টা করবেন, তা কোন সহজ কাজ ছিল না, সহজ কাজ নয়। অনেক সুখ শান্তি বিসর্জন দিয়ে, অনেক স্যাক্রিফাইস করেই সৎ থাকার চেষ্টা করতে হয়েছে তাকে। যিনি আল্লাহকে সত্যিই হাজির নাজির জানেন, মন থেকে বিশ্বাস করেন, পরকালের শাস্তির ভয়ে, নীতি নৈতিকতার কারণে নামাজ পড়ছেন, যাকাত বা দান খয়রাত করছেন, হজ্জ করছেন, দিনভর কষ্ট করে রোজা রাখছেন, অবৈধ টাকার লোভ সামলিয়ে কষ্টকর জীবন বেছে নিয়েছেন তার সাথে আজকাল লেবাসধারী ধার্মিক আর অবৈধ বিত্ত বৈভবের মালিকদের তথাকথিত “মোটিভেশনাল স্পিচ”, দান খয়রাত আর নামাজ রোজা হজ্জ যাকাতকে গুলিয়ে ফেলা হচ্ছে। ফলে প্রকৃত ভাল মানুষদের এই “ভাল মানুষ হবার প্রাণান্তকর প্রচেষ্টা আর স্যাক্রিফাইস”কে তুচ্ছ তাচ্ছিল্য করে গোটা পৃথিবীকে একটা জ্বলন্ত নরকের দিকে ঠেলে দেয়া হচ্ছে। ভাবখানা এমন যে, শালার আমিতো খারাপই, তোকেও খারাপের লেবেল লাগিয়ে দিব। আমি যদি মরি, তোকে নিয়েই মরবো! অথচ পৃথিবীতে প্রকৃত ভাল মানুষদের কত চোখের জলে বালিশ ভেজানো গল্প আছে, তার খবর রাখার সময় কারো নেই।
✒️
আব্দুল হালিম মিয়া
কানাডা প্রবাসী

একজন কানাডিয়ান কতোটা সততার পরিচয় দিলেন শুনুন!আমি গতকাল আমাদের নেইবারহুডে আরেকটা বাড়ির সামনে গাড়িটা পার্ক করলাম। সেখানে ...
11/07/2024

একজন কানাডিয়ান কতোটা সততার পরিচয় দিলেন শুনুন!

আমি গতকাল আমাদের নেইবারহুডে আরেকটা বাড়ির সামনে গাড়িটা পার্ক করলাম। সেখানে একটা সাইনবোর্ড লাগানো আছে সকল আর্কিটেকচারের কাজ করা হয়। আমি ফোন বের করে নম্বরটায় রিং করলাম গাড়িতে বসেই। একজন কানাডিয়ান স্পিকিংয়ের মানুষ হ্যালো বললেন। আমি আমার নাম বললাম। আর বললাম আমি এই এলাকাতেই থাকি এখানে একটা সাইনবোর্ডে তোমার ফোন নম্বর পেয়েছি। আমি আসলে একটা প্রজেক্টের কাজ করতে চাই।

যিনি কথা বলছেন তিনিই একজন আর্কিটেক্ট। তিনি ঘর-বাড়ির ডিজাইন আঁকান। তিনি বিস্তারিত আমার কাছে শুনলেন আমি আমার প্রপার্টিতে কী করতে চাই।

আমি তাকে আমাদের বাড়ি এড্রেসটা বললে তিনি গুগলে বাড়িটা দেখেন। আমি বললাম এই প্রপার্টতে আমি split বাড়ি বানাতে চাই। মানে দুইটা সেপারেট বাড়ি হবে। সেটার ডিজাইন আঁকাতে হবে।
আমি ওনাকে বললাম আমি কী একটু তোমার সঙ্গে দেখা করতে পারি যেহেতু আমি তোমার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। তিনি বললেন sure. তারপর তিনি বাইরে বেরিয়ে এলেন। আমি গাড়ি থেকে বেরিয়ে তাকে হাই-হ্যালো বললাম। মানুষটাকে দেখেই আমার ভালো লাগা কাজ করেছে। তিনি একজন সাদা কানাডিয়ান। উঁচু-লম্বা ও মাথায় সাদা ও গ্রে কালারের চুলের মিশ্রন। আপাদমস্তক পরিপাটি। শার্ট ইন করে পরা পায়ে দামি জুতা। বয়স অনুমান করে বলছি সত্তর প্লাস অবশ্যই হবে। অত্যন্ত মার্জিত ও হাস্যোজ্জ্বল। তিনি হেসে আমাকে অভ্যর্থনা জানালেন। আমি জুতা বাইরে রেখে ওনার বাড়ির ভেতরে ঢুকলাম। ছবি দেখে বুঝলাম ওনি একজন ফিলিপিনোকে জীবনসঙ্গী করেছেন। যতটুকু বুঝলাম জীবনসঙ্গিনীর সঙ্গে ওনার আত্মার সম্পর্ক অত্যন্ত নিবিড়। ওনার নাম প্যাট।

যাই হোক একটা চেয়ার টেনে বসলাম। বাড়ির বিশাল একটা জায়গায় ওনার আর্কিটেকচারের অফিস বানিয়েছেন। বিশাল বড়ো-বড়ো কয়েকটা কম্পিউটার ও যা যা লাগে আর কি সবই সুসজ্জিত রয়েছে চমৎকারভাবে। ওনার বাড়ির ডিজাইন উনিই করেছেন। তা তো হবেই। পাশে আরেকটা বিশাল বাড়ি হচ্ছে সেটারও ডিজাইন উনিই করেছেন। আরো বহু কাজ করেছেন।

যাই হোক উনি আমাকে এককথায় বললেন, "I don't want to waste your money." মানে আমি যে ক্যাটাগরির বাড়ির ডিজাইন আঁকাতে বলেছি সেটা উনি আঁকাতে চান না।
আমি ওনাকে বিষয়টা খোলসা করে বলতে বললাম। তিনি বললেন "তুমি যে প্রজেক্টের কথা বলছ সেটা তোমার ঐ এলাকায় সিটি approved করবে না।"
আমি বললাম আমি তো আগেই সিটি থেকে খবর এনেছি আমাদের ঐ প্রপার্টতে split house করা এলাউড আছে।
তিনি বললেন, তা আছে। কিন্তু আমি তোমাকে ডিজাইন এঁকে দিয়ে সিটিতে সাবমিট করব। তারপর সিটি এই ক্যাটাগরির বাড়ির তৈরি করতে কমিউনিটির আপত্তি আছে কিনা জানার জন্য সবাইকে নোটিশ পাঠাবে। তখনই বাঁধবে বিপদ।
আমি বললাম কী বিপদ?
তিনি বললেন, "তোমাদের ঐ নেইবরহুডে একজন শক্তিশালী কমিউনিটি মহিলা আছে সে সিটিকে এই নেইবারহুডে split house বানাতে বাঁধা দেয়। তার সঙ্গে আরো কয়েকজন কমিউনিটি মেম্বার আছে তারাও বাঁধা দেয়। ফলে সিটি আবেদন রিজেক্টেড করে দেয়।
এমনটা ঘটেছে কিছুদিন আগে সিটির একটা রিজেক্টেড লেটার আমাকে দেখালেন তিনি।

অর্থাৎ এই ডিজাইন আঁকাতে প্যাট মানে ঐ আর্কিটেক্টকে দিতে হবে $30,000 cad. তারপর সিটিতে দেওয়ার পর যদি সিটি কমিউনিটির আপত্তির কারণে রিজেক্টেড করে দেয় তাহলে আমার পাকা চল্লিশ হাজার ডলার জলে যেত। বাতিল হয়ে যেত। আরো দশ হাজার লাগবে অন্য কাজে। মোট চল্লিশের মতো নষ্ট হতো এক পলকে।

আমি তো এসব কিছুই জানতাম না। উনি আমাকে ব্যাখ্যা করে না বললে টাকা খরচ করে ফেলতাম। ওনার তো কোনো সমস্যা নেই। উনি ডিজাইন এঁকে দিয়ে $30,000 cad তো আগেই নিয়ে নিতে পারতেন। তারপর সিটি কী করল তা ওনার ব্যাপার না। বিশেষ করে এই ক্যাটাগরির বাড়ির ক্ষেত্রে। অন্যান্য ক্যাটাগরিতে কমিউনিটির মতামত লাগে না।

দেখুন, প্যাট কতোটা honest ! আমাকে তিনি কতোটা বিপদ থেকে বাঁচালেন। অথচ আমি আরো একজনের কাছে কথা বলেছিলাম আমাদের কমিউনিটির সঙ্গে তিনি বিষয়টা জানতেন না। তার কোনো দোষ নেই। তবে প্যাটের সঙ্গে কথা না হলে আমি ঐ ভাইয়ের সঙ্গে ডিজাইন এঁকে সিটিতে জমা দিয়ে ফেলতাম তাতে কোনো সন্দেহ নেই। তারপর যা হওয়ার তা হতো। আমার পাকা $40,000 cad জলে যেত।

দুটো বিষয়।
এক, আল্লাহ আমাদের সঙ্গে আছেন সব সময়।
দুই, প্যাট একজন কানাডিয়ান সে তার নীতি ভ্রষ্টতার পরিচয় না দিয়ে আমাকে বিপদ থেকে বাঁচালেন।

প্যাট আমার সঙ্গে প্রায় ঘণ্টাখানিক আলোচনা করলেন ও বিভিন্ন বিষয়ে পরামর্শ ও তথ্য জানালেন। এর বিনিময়ে একটা পেনি তিনি দাবি করেন নি। কানাডিয়ানদের সততার কাছে হেরে যাই বারবার।

আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।

কাজী হালিমা আফরীন
টরন্টো, কানাডা।

15/05/2024

Can't be united, do you all agree on the need to be united?
Secret grading of political parties. Surely pioneers will prevail.

03/04/2024

Politics Club - পলিটিক্স ক্লাব
Canada - Politics Club
The Canadian Carbon Rebate puts more money in your pockets as we fight climate change.
Instead of reducing pollution, Pierre Poilievre and the Conservatives want to cut your discounts and stall our progress – we won’t let them.

09/01/2024

The first Prime Minister of Canada was Sir John A. Macdonald. He served as the country's Prime Minister for four separate terms, with his first term starting in 1867 when Canada became a self-governing dominion within the British Empire. Sir John A. Macdonald played a significant role in shaping Canada's early development and is considered one of the founding fathers of the nation. His leadership was instrumental in areas such as the construction of the Canadian Pacific Railway, the expansion of the country's territory, and the establishment of key policies that contributed to Canada's growth as a nation.

25/12/2023

Canada - Politics Club
The political history of Canada is rich and complex, shaped by various factors such as colonization, the British monarchy, confederation, regionalism, and linguistic divides. Here's a brief overview:

Colonization: The French established colonies in Canada in the early 16th century, followed by British colonization in the 17th and 18th centuries. This led to tension between the English-speaking majority and French-speaking minority.

Confederation: In 1867, the Dominion of Canada was created through confederation, uniting four provinces: Ontario, Quebec, New Brunswick, and Nova Scotia. Over time, additional provinces and territories joined, leading to today's ten provinces and three territories.

Constitutional Evolution: Canada gradually gained more autonomy from Britain. The Statute of Westminster in 1931 granted full legal sovereignty, and the Constitution Act of 1982 patriated the Canadian Constitution, including the Charter of Rights and Freedoms.

Party System: Canada has a multi-party system, with the Liberal Party and Conservative Party historically dominating federal politics. Other significant parties include the New Democratic Party (NDP), Bloc Québécois, and Green Party. Regional parties like the Social Credit Party and Reform Party have also emerged.

Distinctive Aspects: The relationship between English and French speakers has been critical. Quebec's separatist sentiment has shaped debates on national unity, leading to referendums on independence in 1980 and 1995—both narrowly defeated. Indigenous rights and reconciliation continue to be important issues.

Key Figures: Notable political figures include Sir John A. Macdonald, Canada's first prime minister; Pierre Trudeau, who implemented significant constitutional reforms; and Lester B. Pearson, known for his role in establishing UN peacekeeping.

Overall, Canada's political history is marked by its journey towards self-governance, managing diverse linguistic and regional identities, and promoting multiculturalism while addressing challenges such as reconciliation and social equality.

Canada - Politics Club প্রবীণ কাপিক আত্তাগুতসিয়াক অসাধারণ ছিলেন।  আমি তার মৃত্যুর কথা শুনে অবিশ্বাস্যভাবে দুঃখিত হয়েছি ...
20/12/2023

Canada - Politics Club
প্রবীণ কাপিক আত্তাগুতসিয়াক অসাধারণ ছিলেন। আমি তার মৃত্যুর কথা শুনে অবিশ্বাস্যভাবে দুঃখিত হয়েছি এবং আমি কখনই আমাদের স্মৃতিময় সময় ভুলব না। এই তার মৃত্যুতে অবর্ননীয় ক্ষতি হয়েছে। তার মৃত্যুতে শোকাহত হয়েছে সবাই, যারা তার প্রজ্ঞা, দয়া এবং অন্তহীন শক্তি দ্বারা অনুপ্রাণিত হয়েছেন:
আমি আপনাকে চিরদিন মনে রাখতে চাই।
( অনুবাদে Politics Club - পলিটিক্স ক্লাব))
✒️
জাস্টিন ট্রুডো

Elder Qaapik Attagutsiak was extraordinary. I’m incredibly saddened to hear of her passing and I’ll never forget our time together. To everyone mourning this loss, and to all who have been inspired by her wisdom, kindness, and endless energy: I’m keeping you in my thoughts.
//
L’Aînée Qaapik Attagutsiak était extraordinaire. Je suis fort attristé d’apprendre son décès et n’oublierai jamais les moments qu’on a passés ensemble. À ceux qui pleurent son décès et qui ont été inspirés par sa sagesse, sa gentillesse et son énergie sans fin : je pense à vous.

20/12/2023

Burnaby থেকে ভাল খবর: আমরা আগামী তিন বছরে ১২০০টির বেশি বাড়ি তৈরি করছি এবং পরবর্তী দশ বছরে ১১৩০০টিরও বেশি বাড়ি তৈরি করবো ৷
✒️
ট্রুডো

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Canada - Politics Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share