Bangladeshi fAN pAGE oF KAKA

  • Home
  • Bangladeshi fAN pAGE oF KAKA

Bangladeshi fAN pAGE oF KAKA This page is for Those football fans who love Kaká and love Football.....this is the first Bangladeshi fan page of Kaká...Page ID: @[135227939908036:0]

13/12/2021

amazing moment in the world

13/12/2021

handmade agritech

03/12/2021

a

02/12/2021

Amazing machine - Amazing Railway overhaul

02/12/2021

Effective Mouse Trap 2021

02/12/2021

How to make effective mouse trap 2021 at home

02/12/2021

aoe

23/11/2021

Do you help the blind?

23/11/2021

130 days to build a swimming pool

22/11/2021

How do you do??? Can't stop laughing

22/11/2021

Which one is your favorite charater?? 1,2,3 or 4

Have a nice day everyone 🥰
22/11/2021

Have a nice day everyone 🥰

"সাউ পাওলোতে কাকা নামে একটা তরুন প্লেয়ার খেলে দুই স্ট্রাইকারের পিছনে । ইউরোপে ওর সম্পর্কে তোমরা কিছুই জাননা , কিন্তু দৃষ...
22/04/2020

"সাউ পাওলোতে কাকা নামে একটা তরুন প্লেয়ার খেলে দুই স্ট্রাইকারের পিছনে । ইউরোপে ওর সম্পর্কে তোমরা কিছুই জাননা , কিন্তু দৃষ্টি রাখ তার দিকে - সে বিশ্বকাপ দলে জায়গা পেতে যাচ্ছে ।" - ২০০২ বিশ্বকাপের প্রাক্কালে ততকালীন ব্রাজিল এবং বার্সেলোনা স্টার রিভালদোর উক্তি এটি ।

আসলে প্লেয়ার হিসেবে কাকা কেমন ? কার সাথে মিলে তার খেলা ?

"ব্রাজিলে আমাদের প্রতিটি পজিশনে ভাল প্লেয়ার আছে , কিন্তু আমি মন করি কাকা অসামান্য প্রতিভা । সে খুবই স্কিলফুল এবং এরই মধ্যে বিশ্বের সেরা প্লেয়ারদের একজন ।" - কাকা সম্পর্কে কিং পেলে ২০০৪ এর ১৬ মে ফিফা ডট কমে প্রকাশিত একটি আর্টকেলে এসব কথা বলেন ।

"মাঠে সে যেকোন ঝুঁকি নিতে প্রস্তুত , কিন্তু তাকে আটকানো খুবই দুর্লভ ঘটনা ।" - ততকালীন কোচ আলবার্তো পেরেইরার উক্তি এটি ।

প্রথম দর্শনে কার্লো আনসেলোত্তি কি বলে শুনুন , "যখন সে তার পায়ে বলটা পায় , সে ছিল অবিশ্বাস্য । আমি এরপর (ওর ব্যাপারে) কথা বলা বন্ধ করে দি , কারণ সেই অনুভুতিটা প্রকাশ করার মত কোন ভাষা আমার কাছে ছিলনা । সে বল বাতাসে থাকতেই বুঝতে পারে সবকিছু , সে অন্যদের চায়তে দ্বিগুণ দ্রুত চিন্তা করতে পারে , যখন সে বল রিসিভ করে - সে এরইমধ্যে ধরে ফেলে কিভাবে খেলাটা শেষ হতে যাচ্ছে ।"

"সে মাঠের বাইরে যে ব্যাক্তিত্ব উপস্থাপন করছে - কাকা আমাকে সক্রেটিসের কথা স্মরণ করিয়ে দেয় ।" - বলেন সাদা পেলে জিকো । কিন্তু আনসেলোত্তি একটু ভিন্ন সুরে বললেন , "ব্রাজিলীয়ানরা কাকাকে রাই , জিকো , রিভাল্দোদের সাথে তুলনা করে - কিন্তু কাকা আমাকে প্লাতিনির কথা স্মরণ করিয়ে দেয় ।" একই সময় পেলে মতপ্রকাশ করেন কাকা হচ্ছেন নতুন জুহান ক্রুইফ ।

আসলেই তাই , ব্রাজিলে জন্ম নিয়েও কাকার খেলায় ইউরোপীয়ানদের ধাচটাই বেশি । সেরা সময়ে কাকা কেমন ছিল সেটার বর্ণনা পেতে চোখ দি গোল ডট কমেঃ "কাকাকে নিয়ে হয়ত ভাবা হয়েছিল সে (ইউরোপে) এসেছে লাতিন আমেরিকার ঐতিহ্যবাহী ফুটবল নিয়ে ; যেটা নিয়ে এসেছিলেন জিকো , রিভাল্দো এবং রোনাল্দিনহোরা । কিন্তু ছোট ভাইয়ের "রিকার্দো" উচ্চারণে সমস্যা থাকার ফলে নতুন প্রাপ্ত নামে ডাকা এই ব্রাজিলীয়ান প্লেয়ারটা অন্যদের চাইতে আলাদা । কাকার সবচেয়ে বিদ্ধংসী বৈশিষ্ঠ্য হচ্ছে বল পায়ে দ্রুত গতিতে তার এগিয়ে চলা । এবং যখন সে পুরো ছন্দে থাকে তখন সে কার্যত অপ্রতিরোধ্য । সে বলকে ড্রিবল করে না বরং বল নিয়ে একটা পথে এগিয়ে চলে , এরপর আরেকটা পথে । তার তীক্ষণতা , গতি এবং আক্রমন প্রতিপক্ষ খেলোয়াড়ের মনে ছড়িয়ে দেয় অনিশ্চিয়তা ।"

ফিফা ডট কমে কাকাকে বর্ণনা করা হয় এভাবে , "অনায়াসে প্রতিপক্ষে পিছনে ফেলতে পারার পাশাপাশি ডিফেন্সচেরা পাস এবং ধারাবাহিক ভাবে দুরপাল্লার গোল করতে সক্ষম ।"

রোনাল্দিনহোর রিকমেন্ডেশনটা এরকম ,"কাকা ইজ আ ম্যাজিক্যাল প্লেয়ার , যে অনুপ্রেরণাদায়ক মুহূর্ত তৈরি করতে সক্ষম । একই সাথে অসাধারণ পাসিং ক্ষমতা সাথে দুর্দান্ত পজিশনিং , সে প্লেয়ারদের ড্রিবল করেও হারাতে পারে - তারপর গোল ।"

কাকা তার সেরা ফর্ম পার করেন এসি মিলানে, সেখানে থেকে কাকা বিশ্বসেরা হবার খেতাব পেয়েছেন। সে সময়ে নাভিশ্বাস তুলেছেন সিরি আর ডিফেন্ডারদের। চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার এবং আর্জেন্টিনা কিংবদন্তির মুখে সেই বর্ণনাটুকু শুনুন, "আমার সবচেয়ে কঠিণ প্রতিপক্ষ ছিল কাকা। সে ছিল দানবীয়, মাঠের যেকোন জায়গায় চলে যেতে পারত অনায়াসে, তার গতির জন্য। সে প্রায় অপ্রতিরুদ্ধ ছিল। আমার মনে পড়ে, কোন একবার আমি তাকে মাঠে একপ্রান্ত থেকে আরেকপ্রান্ত পর্যন্ত তাকে তাড়া করে সফল হয়েছিলাম। সানসিরোও আমাকে হাততালি দেয়, কিন্তু ততক্ষণে যেন আমার অক্সিজেন ফুরিয়ে গিয়েছিল। "

মালদিনির প্রশংসাপত্র ছিল এমন, "কাকা বিশ্বের সেরা প্লেয়ার। যখনই কোন ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে উঠে, সে সেখানে হাজির হয়। "

একদম। ২০০৭ এর সেমিফাইনালের পর স্যার ফার্গুসনও মানতে বাধ্য ছিলেন, "কাকা, রোনালদো এবং মেসি - বিশ্বের সেরা তিনজন প্লেয়ার এই মুহুর্তে।"

রিয়ালমাদ্রিদের ওয়েবসাইটে কাকার প্রোফাইলের বর্ণনা ছিল , "ইউরোপে তার মত কেউ খেলার গতি নিয়ন্ত্রন করতে পারেনা । সে ধারাবাহিক এসিস্ট ম্যান যে কিনা প্রতিটা মৌসুম শেষ করে অনেকগুলো গোল করে ।"

ব্যাকহাম এবং মোরিনহোর চোখে কাকা তার দেখা সবচেয়ে প্রফেশনাল ফুটবলার । তবে কাকার জন্য সর্বোচ্চ স্তুতিটা মনে হয় আসে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের কাছ থেকে । ২০০৯ এর দিকে বিশ্বের সেরা প্লেয়ার কে এমন প্রশ্নের মুখোমুখি হলে ল্যাম্পার্ড বলেন ___"যখন আপনি একজন চেলসির প্লেয়ার তখন আপনাকে সেরাদের সাথে এবং বিপক্ষে খেলতে হয় । কিন্তু কাকা হচ্ছেন পৃথিবীর একমাত্র খেলোয়াড় যার খেলা দেখতে আমি টাকা খরচ করতে রাজি । সে মাঠে এমন কিছু করে যেটা আমাকে বিস্মিত করে ।"

নিজের হাতে অনেক বড় বড় প্লেয়ার কিনেছেন বার্লুসকনি । তার মতে , "আমি জানিনা কাকা আমার কেনা সেরা প্লেয়ার কিনা তবে এত কম বয়সে সে যেটা করছে এরকম আগে দেখিনি আমি ।"

গিলিয়ানি অন্যভাবে কাকার লিগ্যাসিকে ডিফাইন করে, "মিলানের মালদিনি এবং ফ্রাঙ্কো বারেসির মতো লীজেন্ড আছে। তবে এটা বলা হয়ত ন্যায্য হবে যে কাকার প্রতি সমর্থকদের ভালবাসা একই সমান বড়।"

২০০৯ এ যখন কাকার ম্যান সিটি যাওয়ার সম্ভাবনা তৈরি হয় তখন সেই মিলান সমর্থকরা রাজপথে নেমেছিল সেই ট্রান্সফার বন্ধ করতে। কাকা শুনেছিলেন তাদের প্রাণের দাবি। কিন্তু ক্লাবের ইচ্ছায় শেষ পর্যন্ত গিয়েছিলেন ইতিহাসের সেরা ক্লাবে। এরপরের গল্পটা যদিও ভিন্ন, তারপরও সেখানে পেয়েছিলেন সমর্থকদের শ্রদ্ধা। ফিটনেস সমস্যার সাথে দলে তরুন প্লেয়ারদের ফর্ম মিলে মোরিনহোর দলে কাকার জায়গাটা কখনো নিশ্চিত ছিলনা। সেখানে ছিল উত্থান পতনের অজশ্র গল্প, কিন্তু সেটা এই গল্পের বিষয়বস্তু না।

সবশেষে কাকার LEGACY কে আরেকটু সমৃদ্ধ করতে যে উক্তিটি আমার কাছে এখনো অন্যরকম ভাল লাগা তৈরি করে - সেটা আসে খোদ মোওরিনহোর কাছ থেকে । ২০১১-১২ মৌসুমের প্রথম দিকে কাকা ফর্মে ফেরার পর মোও এর উক্তিটি ছিল এরকম -

"আমি আসল কাকাকে চিনি । যখন আমি ইতালিতে ছিল সে ছিল অসাধারণ । রিয়ালমাদ্রিদ কাকার সেই ভার্সনটা এর আগে পায়নি , অবশেষে সে ফিজিক্যাল ব্যালেন্স ফিরে পেয়েছে । FOOTBALL SHOULD REJOICE AT KAKA'S RETURN"

-ধন্যবাদ ।
(মূল লেখা ১৮ অক্টোবর ২০১৪, সামান্য পরিমার্জিত)

Whatever the story, sweet memories always to be missed.....
28/10/2019

Whatever the story, sweet memories always to be missed.....

During his long playing time Zanetti played against so many greats of football, yet he found Kaka as the toughest oppona...
16/10/2019

During his long playing time Zanetti played against so many greats of football, yet he found Kaka as the toughest opponant to mark and play against.

“The toughest opponent was Kaka. He was a monster, he was everywhere with his speed and was almost unstoppable. I remember one particular game when I chased him from one end of the field to the other and the San Siro applauded… but I had no oxygen left at the end of that sprint!"

24/05/2018
23 men squad of Brazil for Russia worldcup.Your opinion?
16/05/2018

23 men squad of Brazil for Russia worldcup.
Your opinion?

Surrender to Zidane-by Jesús Sánche (via MARCA)-------------------------------------------------------------------------...
26/04/2018

Surrender to Zidane

-by Jesús Sánche (via MARCA)

--------------------------------------------------------------------------
Confidence. Personality. Brave decisions. Innovation.

Extreme rotation in the simple games and the complicated ones.

Without restraint.

Goodbye to footballing prejudices, to the rigidness of styles, my plan is to win, as it always has been at my club because nothing else matters.

No to the sacred cows, I get by with one system or another, a drawing is just as good as any, I pick players who deserve to play whatever they're called and I'll take them off if they play badly, even at half-time.

I would jump off a cliff with my players because I know that one day they could fly.

I talk and I take things back, I get things right and I make mistakes, I put my team on top above everyone, I understand the players, I defend them with my blood because I was one of them not long ago.

I'm lucky, so what? I love my club. I always respect the opposition, I don't start fires every time I go out there, I climb out of the ponds even when I'm surrounded by swamps, I don't respond to provocation.

I don't give lessons to anyone, I learn something new every day.

I pay my respects whenever I can, I defend what I believe in and I value hard work and effort.

My family was humble, I know what it's like to suffer.

I know that I'm just a passenger, like everyone else, and when I don't think I'm capable anymore, I will go.

I'm lucky, I smell whenever I can, I represent Real Madrid.

You won't read this often, almost never, because his shirt is white and it's harder to get praise when you wear that colour.

The altar is for other saints, it is how it has always been.

Maybe he is the coach who has reinvented the way of managing elite football in the modern era, as if it were simple.

He could win his third consecutive Champions League.

It's another French revolution.

Surrender to Zinedine Zidane.

26/04/2018
That moment when someone is talking about Kaka.. :D :D
25/04/2018

That moment when someone is talking about Kaka.. :D :D

Rui Costa (R) Alessandro Nesta Kaka and Andriy Shevchenko of AC Milan celebrate during the UEFA Champions League Group F...
25/04/2018

Rui Costa (R) Alessandro Nesta Kaka and Andriy Shevchenko of AC Milan celebrate during the UEFA Champions League Group F match between AC Milan and Shakhtar Donetsk at the San Siro on November 24, 2004 in Milan, Italy. (Photo by Clive Mason/Getty Images)
MILAN, ITALY - NOVEMBER 24:

Back in 2004 football was different than now. Cristiano was an promising new comer in ManchesterKaka was an youngster in...
23/04/2018

Back in 2004 football was different than now.
Cristiano was an promising new comer in Manchester
Kaka was an youngster in Milan
Messi yet to get his name among best
Robinho looked to be new sensation of Brazil
Ronaldinho was best player in the world
Zidane Ronaldo Figo and Beckham were playing in same team

23/04/2018

When Bangladeshi fAN pAGE oF KAKA was the most active Kaka page on planet.. :'D

গোল হবে এটা? কোন ম্যাচের ছবি এটা? ;)
23/04/2018

গোল হবে এটা?
কোন ম্যাচের ছবি এটা? ;)

Did you know?Kaka scored a brace against Valencia in 2011 on 22 April on his birthday and celebrated his goal dedictaing...
23/04/2018

Did you know?

Kaka scored a brace against Valencia in 2011 on 22 April on his birthday and celebrated his goal dedictaing his daughter Isabella who was about to born on 23 April.

best article on Kaka
23/04/2018

best article on Kaka

It seems difficult for the modern football fan to comprehend, but there was a time when the game was not dominated by Cristiano Ronaldo, Lionel Messi and their seemingly eternal, intergalactic battle for supremacy...

23/04/2018

During those (before 2008) time we weren't used to watch so much Intl football. As a football fan we were convinced that there is no team like Brazil. I watched 1998 and 2002 worldcup before 2006. This time I understand more about football, players.

All of my cousins and I sat together to watch the first match of heavy weight and stelar Brazil side in 2006 WC. It was difficult match for Brazil against Croatia, goal were not coming. As time running, gradually I was realizing that football isn't like FIFA game. Ronaldo Ronaldinho Adirnao Kaka playing together but their physical presence and movement were not at the level we expected, so FIFA mode doesn't work here. We knew that they are the best player in the world, not just them - it had Cafu, Carlos, Lucio, Dida, Emerson, all are really great player. It was visible that Ronaldo was slow, he got weight - moving around like he was not part of game. We gave him a name "JAMAI".

We were little embarrassed, infront of our uncles who loves the other latin team, until this happened. Kaka - the youngster of the Selecao - scored with his left foot from outside of the box after curled it smoothly. WHAT A GOAL!!

Yes, it was group stage goal - but it was special. We knew Kaka is a good player but what a way to show him up to "seasonal fan" like us. Fours years ago he played only 20 mint in WC and won it. In last four years I couldnt watch any of Brazil football except some news report on BTV. Now I know - this is KAKA, a genius from heaven. He put his mark in his first WC match as a starter by scoring a well measured beautiful goal. ECSTASY everywhere!! here and there.

23/04/2018

Feliz aniversário, Kaká!

22/04/2018

লেখক:  Islam Limon একের পর এক সেভ দিয়ে ডিয়েগো লোপেজ তখন মাদ্রিদিস্তাদের চক্ষুশূলে পরিনত হয়ে গেছেন কিন্তু রাগটা যে সেভাবে...
22/04/2018

লেখক: Islam Limon

একের পর এক সেভ দিয়ে ডিয়েগো লোপেজ তখন মাদ্রিদিস্তাদের চক্ষুশূলে পরিনত হয়ে গেছেন কিন্তু রাগটা যে সেভাবে করা যাচ্ছে না কারন ডিয়েগো লোপেজ যে মাদ্রিদ একাডেমী থেকেই উঠে আসা প্লেয়ার।
বার্নাবিউতে উপস্থিত ৮০ হাজার দর্শকের গগনচুম্বী চিৎকারেও কি এতটুকু বুক কাপছে না লোপেজের?
একটুও কি আবেগ কাজ করছে না তার সাবেক ক্লাবের বিপক্ষে যেখানে তিনি বেড়ে উঠেছেন?
এটাই মনেহয় প্রফেশনালিজম।

রিয়াল মাদ্রিদের মাদ্রিদের ডাগ আউটে বসা কোচ মৌরিনহোর কপালে ভাজ। বার্সা যে ঘাড়ে নিশ্বাস ফেলছে তার উপর নিজের ঘরের ম্যাচে যদি হোচট খান তবে যে ভুলতে বসা লীগ জেতাটা যে এবারেও আরাধ্যই থেকে যাবে।
কি মনে করে দারুন খেলতে থাকা ডি মারিয়াকে উঠিয়ে নামিয়ে দিলেন আট নাম্বার জার্সি পরা এক শুভ্র ঝাকড়া চুলের লোককে।

গোলবারে দাঁড়ানো ক্যাসিয়াস বলটা ছুড়ে দিলেন মিডে দাঁড়ানো জাবির দিকে আর জাবি সেটা সরাসরি দিলেন অপনেন্ট ডি বক্সের সামনে দাঁড়ানো ঐ আট নাম্বার জার্সি পড়া লোকটার দিকে আর বা পায়ের রিসিভে ডান পায়ের নিখুঁত শুটে ডিয়েগো লোপেজকে বোকা বানিয়ে দারুন এক গোল আর এরপরে উপরে দুই হাত তুলে চিরাচরিতভাবে ভাবে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপন।
এরপরে আরো একটা গোল করেছিলেন আর রেফারি শেষ বাশি বাজানোর সাথে স্কোর লাইন রিয়াল মাদ্রিদ ৩-১ ভিলারিয়াল।

ম্যাচ শেষে ভিলারিয়াল ড্রেসিংরুমে যান আট নাম্বার জার্সি পরা ঐ লোকটা আর লোপেজের সাথে দেখাও করেন। লোপেজের পিঠ চাপড়ে দেন আর নিজের করা দু গোলের জন্যে সমবেদনাও জ্ঞাপন করেন।
তাদের দুজনের ড্রেসিংরুমের এই আলাপন সোসাল মিডিয়ায় আসলো কিভাবে?
ডিয়েগো লোপেজেই যে টুইট করে জানিয়েছেন আর এও বলেছেন ফুটবল যদি ভদ্রলোকের খেলা হয় তবে ঐ আট নাম্বার জার্সির লোকটা সেই ভদ্রলোক।

ও আচ্ছা নামই তো বলা হলো না।
আট নাম্বার জার্সির লোকটার নাম রিকার্ডো কাকা।

চ্যাম্পিয়ন্স লীগের সেমি ফাইনালে দ্বিতীয় লেগে এসি মিলান খেলতে গিয়েছে ইংল্যান্ডের ম্যাঞ্চেষ্টারে।
প্রথম লেগে এসি মিলানের ঘরের মাঠ স্যানসিরোতে হারের পড়ে ইংলান্ড চ্যাম্পিয়ন্সদের ফাইনালে যাবার পথ একটু দুর্গমই ছিলো। ম্যাচের এক পর্যায়ে বল নিয়ে ছুটতে থাকা কাকাকে একটু রাফ ট্যাকেলই করে ফেলেন ম্যাঞ্চেষ্টার ইউনাইটেডের কিংবদন্তী খেলোয়াড় রায়ান গিগস। পড়ে যান কাকা আর উঠেই তেড়ে এসে টুটি চেপে ধরেন গিগসের। গিগি যেন একটা ঘোরের মধ্যে ছিলেন।
গিগির ভাষ্য এমন ছিলো আমার জানামতে কাকা একজন ধার্মিক লোক ছিলেন কিন্তু খেলার মাঠে এসব কারোই খেয়াল থাকে না উত্তেজনার বশে অনেক কিছুই ভুলে যাই আমরা তবে কাকার এমন ভুল হতে পারে এটা আমার বিশ্বাস ছিলো না। ম্যাচটা হেরেও গেছে ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড আর স্বভাবতই গিগসের মনও খারাপ। সে যখন ড্রেসিংরুমে ফিরছিলো সেখানে দাঁড়িয়ে থাকা কাকাকে দেখে হয়তো রাগটা আরো বেড়ে যাবারই কথা তার। একেতো এই কাকার কাছেই ম্যাচ হেরেছে তার উপর মাঠের ঐ ইন্সিডেন্ট। কাকা তার পাশে দাঁড়িয়ে থাকা গেনারো গাত্তুসুকে পাঠান গিগসের সাথে কথা বলতে কারন কাকার ইংলশ ভাষা তখন জানা ছিলো না। কাকার সাথে গিগসের কথার দোভাষী হিসেবেই গাত্তুসুকে নিয়ে আসেন কাকা। গাত্তুসু গিগসকে বলেন কাকা তার আচরনের জন্যে ক্ষমা চাচ্ছেন। গিগস খুব অবাকই হলেন আর ভদ্রতার হাসি দিলেন। কাকা তাকে জড়িয়ে ধরেন। টুইট করে গিগস বলেন কাকার মত নিপাট ভদ্রলোক তিনি তার ফুটবল ক্যারিয়ারে দ্বিতীয়জন দেখেননি।

ম্যাঞ্চেষ্টার ইউনাইটেডের সাথে কাকার খেলার ধরন দেখে ব্রিটিশ মিডিয়া ফলাও করে একটা নিউজ প্রকাশ করে কাকা নিষিদ্ধ কোন ড্রাগ নিয়েছিলেন কি না এজন্যে তাকে মেডিকেল চেক করা হোক।
এর প্রতিবাদে গেজেত্তো দেল স্পোর্টসের সাংবাদিক এন্তোনিও ব্রজেত্তি বলেন কাকার ডোপ টেষ্টের দরকার নেই বরং তার ডি এন এ টেষ্ট করা হোক। তাতেই দেখা যাবে সে এই গ্রহের নাকি ভিনগ্রহের। ফুটবলে ভিনগ্রহের খেলোয়াড় উপধি পাওয়া তিনিই প্রথম।

রিয়াল মাদ্রিদের উথান পতনের পরে রিকার্ডো কাকা পুনরায় তার সাবেক ক্লাব এসি মিলানে যোগ দেন সেখানেও ইঞ্জুরি নামক বাধার দরুন নিজেকে খুজে পাচ্ছিলেন না ঐদিকে মিলান সমর্থকেরা পুনরায় তাদের রাজপুত্রকে হাতে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন। মাঠে নামতে তার দুই মাস লেগে গিয়েছিলো এবং মাঠে নেমেই আবার ইঞ্জুরীতে পড়েন।
পরের দিন সাংবাদিক ব্রেফিংয়ে ঘোষনা দেন যতদিন না ঠিক হয়ে মাঠে ফিরতে পারেন ততদিনে কোন বেতন নিবেন না।

এসি মিলানকে চ্যাম্পিয়নস লীগ জেতানো এবং নিজের ব্যক্তিগত ব্যালন ডি অর ট্রফি জেতার পরে কাকাই ছিলেন তখন সবথেকে ভ্যালুয়েবল প্লেয়ার। অফার আসতে থাকে অনেক বড় বড় ক্লাব থেকে। স্পেন থেকে মাদ্রিদ,বার্সা একের পর এক অফার করেই যাচ্ছিলো ঐদিকে ইংল্যান্ডের ম্যাঞ্চেষ্টার সিটি তো আরেকধাপ এগিয়ে। ম্যান সিটি থেকে কাকাকে ১০০ মিলিয়ন ইউরো অফার করা হয়। কাজ হচ্ছিলো না দেখে ব্লাঙ্ক পর্যন্ত অফার করা হয়। জেনে রাখা ভালো কাকাই প্রথম ১০০ মিলিয়ন অফার পাওয়া প্লেয়ার এবং প্রথম ব্লাঙ্ক চেক পাওয়াও তিনি।
স্যানসিরোর ৮০ হাজার দর্শক যার নাম ধরে জয়োদ্ধনি দেয়,বিশ্বজুড়ে রোজেনারি সমর্থকেরা যাকে নিয়ে নিত্য নতুন স্বপ্ন বুনে,তাদের ভালোবাসায় সিক্ত তাদের রাজপুত্রকে কি কোন দামেই কেনা সম্বভ?
ভক্ত সমর্থকদের দামও দিলেন কাকা আর থেকে গেলেন প্রিয় লাল কালো জার্সিতেই। পরের দিন দেখা গেলো মিলানে তার বাড়ির সামনে লাখ দুয়েক রোজেনারি সমর্থকের বাধ ভাঙ্গা উচ্ছাস আর চিৎকার।

ইতালিতে মিলানের অবস্থাটা তখন খুব বেশী একটা ভালো ছিলো না।
একে তো টিমের সব সিনিয়র প্লেয়ারপদের একে একে চলে যাওয়া তার উপর মিলানের আর্থিক দুরাবস্থা। ঋন খেলাপী দিনকে দিন বেড়েই যাচ্ছে আর লোনের সাথে সুদ তো আছেই তার উপর ক্লাব প্রেসিডেন্ট সিলভিও বার্লুস্কোনির কেলেঙ্কারী যা মিলানকে আরো খাদের কিনারায় ঠেলে দিয়েছে। সব দিক পর্যালোচনায় মিলান তখন বৈঠা ছাড়া,নাবিক ছাড়া এক টালটল্যমান ভাঙ্গা নৌকা ঠিক যেন মাঝ সমুদ্রে দাঁড়িয়ে।

মিলানের এই অবস্থা উত্তরনে মিলান কতৃপক্ষ সিদ্ধান্ত নেন তাদের রাজপুত্রকে বিক্রী করার। কোন কিছুতেই যেন কাকাকে মানানো যাচ্ছিলো না। কাকার সাথে মিলান বোর্ডের একাধিকবার বৈঠক হয়। কাকা চাচ্ছিলেন মিলানে থাকতে আর অন্য কোন সমাধান যেন তারা বের করে। কোন কিছুতেই যেন কিছু হচ্ছিলো না। অবশেষে মিলান সমর্থকদের কাদিয়ে বিখ্যাত সাদা জার্সি গায়ে চড়াতেই চলে যান রেকর্ড ট্রান্সফারের বিনিময়ে আর সুজোগ করে দেন মিলানকে আর্থিক দেনা শোধ করার। কাকা যেদিন মিলান এয়ারপোর্ট ত্যাগ করছিলেন সেদিন যতদুর চোখ যায় শুধু লাল কালো জার্সি পরিহিত মানুষ দেখা যাচ্ছিলো আর কানে যতদুর শোনা যায় শুধু কাকা কাকা চ্যান্ট শোনা যাচ্ছিলো। সবাইকে কাদিয়েই সেদিন মাদিদের বিমানে উঠেছিলো রিকার্ডো ইজেকসন দস সান্তোস লেইটে কাকা।

মাদ্রিদে আসার পরে মাদ্রিদ ক্যাপ্টেন ইকার ক্যাসিয়াস তার নিজের বাসায় রাখেন কাকাকে।
মাদ্রিদে যোগ দেবার পরে প্রতি ঘন্টায় কাকার ১২০ টা জার্সি সেল হয় যা ছিলো রেকর্ড। কাকার পেছনে মাদ্রিদের ব্যয় করা ৬৮.৫ মিলিয়ন ইউরো মাদ্রিদ কদিনেই তুলে ফেলে জার্সি বিক্রী করে।

সামনেই ২০১০ বিশ্বকাপ। এডিডাস তাদের নতুন বিজ্ঞাপন বানাবে সেখানে রোনালদো,মেসি কাউকেই এডিডাস তাদের বিজ্ঞাপনে না নিয়ে কাকাকেই চয়েজ করেন।
মালাগার সাথে লীগের ম্যাচ খেলার সময়ে পায়ে হালকা চোট পান রিকার্ডো কাকা ঐদিকে দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ।
ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন কার্লোস ডুঙ্গা তখন ব্রাজিলের দায়িত্বে। বিশ্বকাপে ইঞ্জুরী আক্রান্ত ভাঙ্গা পা নিয়েই খেলেন কাকা আর আসড়ের সর্বোচ্চ এসিষ্টদাতাও হোন।
উল্লেখ্য ব্রাজিল ফুটবল টিমের ডাক্তার জোসে এর্মেনিতো জানান কাকাকে মেডিকেল চেকাপের জন্যে ডাকলে সে যোগ দেন নি পরে আর চেকাপ করাও হয় নি যার দরুন তার ভাঙ্গা পায়ের বেপারটা সামনেও আসে নি যদি জানা যেত তবে হয়তো স্কোয়াডেই থাকতেন না আর এজন্যেই হয়তো স্কিপ করে গেছেন বেপারটা কাকা।

২০০৯ সালের কনফেডারেশন কাপের ফাইনালে কাকা ম্যাজিকেই ২-০ গোলে পিছিয়ে পরেও ৩-২ গোলের জয় পায় কাকার ব্রাজিল।
রেফারি বাশি বাজানোর সাথে সাথে মাঠে শুইয়ে পড়েন যুক্তরাষ্ট্রের ল্যান্ডন ডোনাভোন। ব্রাজিলের সবাই বাধ ভাঙ্গা উদযাপন করছেন ঐদিকে কাকা এগিয়ে গেলেন ডোনাভোনের দিকে আর টেনে তুললেন। নিজের গায়ের জার্সিটা দিলেন তাকে আর জড়িয়েও ধরলেন।
আবার বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচে তার গোলেই বাদ পরে ভেনেজুয়েলা। ম্যাচের পরে ভ্যানেজুয়েলার প্রত্যেকটা প্লেয়ারের সাথে করমদন করেন।
একেই বুঝি বলে ইন্টিগ্রেটি।

ছোটবেলার বাল্য বন্ধু ক্যারোলিনকে বিয়ে করেন জীবনের মঞ্চে। পেশায় ক্যারোলিন ছিলেন একজন বিউটিশিয়ান।

সেরি এ তে দ্বিতীয়ধাপে ঠিক নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না কাকা। ভেবে ছিলেন ব্রাজিলেই ফিরে যাবেন সাও পাওলোতে। যেখানে শুরুটা করেছেন সেখানেই শেষ করার প্রবল ইচ্ছে। কিন্তু ক্যারোলিনের জন্যে আর যাওয়া হয়ে ওঠে না। ক্যারোলিনের ক্যারিয়ার গড়তে পারি জমান আমেরিকায় আর নিজে যোগ দেন সেখানের ক্লাব অরল্যান্ডো সিটিতে।
ক্যারোলিনের আকাঙ্ক্ষা যেন বেড়েই যাচ্ছিলো যার চাপায় পরে বিচ্ছেদ ঘটে সোনায় মুড়ানো সংসারটা।

কাকার ছোটবেলাটা আর দশটা ব্রাজিলিয়ান ফুটবলারের মত দারিদ্রতায় কাটে নি। বাবা ছিলেন ইঞ্জিনিয়ার আর না স্কুল টিচার।
কাকার পছন্দেও ছিলো না ফুটবল। ইচ্ছে ছিলো টেনিস খেলোয়াড় হবেন। ইশ্বর যে তার জন্যে ফুটবলই লিখে রেখেছেন তাই আর খন্ডানো সম্বভ হয়ে উঠেনি।
মাত্র ১৫ বছর বয়সে সুইমিংপুলে মারাত্মকভাবে পড়ে ইঞ্জুরড হোন। সেখান থেকে সুস্থ হয়েই কৃতজ্ঞতাবোধ থেকে ইশ্বরের প্রতি মনোনিবেশ হোন যা এখনো চলছেই।

মিলানের সমর্থকেরা তাকে মিলানের রাজপুত্র উপাধি দেয় আবার রিয়াল মাদ্রিদে নিজের কাকাসুলভ খেলা না খেলতে পারলেও রিয়াল মাদ্রিদের অনারারি হল অফ ফেইমে ঠিকই জায়গা করে নেন কাকা। কাকার পায়ের ছাপ সংরক্ষিত আছে মারাকানায় আবার ব্রাজিলের যে মাত্র ২৯ জন ফুটবলার হল অফ ফেইমে জায়গা পেয়েছেন তার সর্বশেষ সংযোজন কাকা। খেলার মাঠে ঈশ্বর তাকে সব রকম ট্রফির স্বাদই দিয়েছেন তবে কাকা বলেন আমার লাইফের সেরা দুই ট্রফি আমার দুই ছেলেমেয়ে লুকা আর ইসাবেলা।

২০০২ বিশ্বকাপে কাকাকে যখন বিশ্বকাপ টিম স্কোয়াডে রাখেন বিগ ফিল লুই ফিলিপ স্কোলারি তখন হুলস্থুল কান্ড পরে যায়। স্বয়ং ব্রাজিলের প্রেসিডেন্ট পর্যন্ত অনুরোধ করেন কাকাকে বাদ দিয়ে রোমারিওকে নিতে। স্কোলারির উত্তরটা ছিলো এমন আমার কাছে এক সুর্য্যের রশ্মি আছে যার আলো কোনদিন কমবে না।

আর্জেন্টিনার সাথে তার বিদ্যুতগতির গোলটা,ভেনেজুয়েলার সাথে সলো গোল কিংবা কলম্বিয়ার সাথে একে একে চার ডিফেন্ডারকে পরাস্ত করে গোল,বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সাথে গোলটা কিংবা এড উইন ভ্যান ডার সারকে পরাস্ত করে গোল,বুফনকে বোকা বানানো,জুলিও সিজারের দুইব পায়ের গ্যাপ থেকে গোল,ডেভিড ডি হেয়াকে দর্শকের মত বোকা বানিয়ে গোল সহ হাজারো ম্যাজিক মোমেন্টসের মধ্যে ঐ ২৫ মিনিট খেলে বিশ্বকাপ ট্রফি জেতাকেই তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ অর্জন হিসেবে স্বীকৃতি দেন কাকা।জীবনের প্রতিটা ধাপে চড়াই উতড়াই পার করা এই লোকটা ব্যক্তিজীবনে পেয়েছেন জগত সংসারের সব অধ্যারের দেখা আর পাশও করেছেন লেটার মার্ক নিয়ে।

সম্প্রতি কাকা তার ফুটবল অবসর নিয়ে একটা কথা বলেন "“আমার জীবনটা যুদ্ধ ছিল। জানিনা সেই যুদ্ধে জয়ী হয়েছি কিনা। আমি ফুটবলকে ভালোবাসতাম আর এতে স্মরনীয় হয়ে থাকার চেষ্টা করেছি। চেষ্টা করেছি ফুটবলকে কিছু দে্ওয়ার, জানিনা কতটুকু দিয়েছি। অন্যান্যদের মতই আর পারলাম না। ইন্জুরি ব্যাধিটা আমাকে তাড়া করে তাই বুট জুতা তুলে রাখার সিদ্ধান্ত নিয়ছি। ধন্যবাদ সকল ফ্যানদের।”

ফুটবলার তো হাজারো হয় কিন্তু একজন কাকা কজন হতে পারেন?

শুভ জন্মদিন কাকা যার দরুন জাগতিক নেশা বাদ দিয়ে ফুটবল আমার ধ্যান জ্ঞানে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladeshi fAN pAGE oF KAKA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share