22/04/2020
"সাউ পাওলোতে কাকা নামে একটা তরুন প্লেয়ার খেলে দুই স্ট্রাইকারের পিছনে । ইউরোপে ওর সম্পর্কে তোমরা কিছুই জাননা , কিন্তু দৃষ্টি রাখ তার দিকে - সে বিশ্বকাপ দলে জায়গা পেতে যাচ্ছে ।" - ২০০২ বিশ্বকাপের প্রাক্কালে ততকালীন ব্রাজিল এবং বার্সেলোনা স্টার রিভালদোর উক্তি এটি ।
আসলে প্লেয়ার হিসেবে কাকা কেমন ? কার সাথে মিলে তার খেলা ?
"ব্রাজিলে আমাদের প্রতিটি পজিশনে ভাল প্লেয়ার আছে , কিন্তু আমি মন করি কাকা অসামান্য প্রতিভা । সে খুবই স্কিলফুল এবং এরই মধ্যে বিশ্বের সেরা প্লেয়ারদের একজন ।" - কাকা সম্পর্কে কিং পেলে ২০০৪ এর ১৬ মে ফিফা ডট কমে প্রকাশিত একটি আর্টকেলে এসব কথা বলেন ।
"মাঠে সে যেকোন ঝুঁকি নিতে প্রস্তুত , কিন্তু তাকে আটকানো খুবই দুর্লভ ঘটনা ।" - ততকালীন কোচ আলবার্তো পেরেইরার উক্তি এটি ।
প্রথম দর্শনে কার্লো আনসেলোত্তি কি বলে শুনুন , "যখন সে তার পায়ে বলটা পায় , সে ছিল অবিশ্বাস্য । আমি এরপর (ওর ব্যাপারে) কথা বলা বন্ধ করে দি , কারণ সেই অনুভুতিটা প্রকাশ করার মত কোন ভাষা আমার কাছে ছিলনা । সে বল বাতাসে থাকতেই বুঝতে পারে সবকিছু , সে অন্যদের চায়তে দ্বিগুণ দ্রুত চিন্তা করতে পারে , যখন সে বল রিসিভ করে - সে এরইমধ্যে ধরে ফেলে কিভাবে খেলাটা শেষ হতে যাচ্ছে ।"
"সে মাঠের বাইরে যে ব্যাক্তিত্ব উপস্থাপন করছে - কাকা আমাকে সক্রেটিসের কথা স্মরণ করিয়ে দেয় ।" - বলেন সাদা পেলে জিকো । কিন্তু আনসেলোত্তি একটু ভিন্ন সুরে বললেন , "ব্রাজিলীয়ানরা কাকাকে রাই , জিকো , রিভাল্দোদের সাথে তুলনা করে - কিন্তু কাকা আমাকে প্লাতিনির কথা স্মরণ করিয়ে দেয় ।" একই সময় পেলে মতপ্রকাশ করেন কাকা হচ্ছেন নতুন জুহান ক্রুইফ ।
আসলেই তাই , ব্রাজিলে জন্ম নিয়েও কাকার খেলায় ইউরোপীয়ানদের ধাচটাই বেশি । সেরা সময়ে কাকা কেমন ছিল সেটার বর্ণনা পেতে চোখ দি গোল ডট কমেঃ "কাকাকে নিয়ে হয়ত ভাবা হয়েছিল সে (ইউরোপে) এসেছে লাতিন আমেরিকার ঐতিহ্যবাহী ফুটবল নিয়ে ; যেটা নিয়ে এসেছিলেন জিকো , রিভাল্দো এবং রোনাল্দিনহোরা । কিন্তু ছোট ভাইয়ের "রিকার্দো" উচ্চারণে সমস্যা থাকার ফলে নতুন প্রাপ্ত নামে ডাকা এই ব্রাজিলীয়ান প্লেয়ারটা অন্যদের চাইতে আলাদা । কাকার সবচেয়ে বিদ্ধংসী বৈশিষ্ঠ্য হচ্ছে বল পায়ে দ্রুত গতিতে তার এগিয়ে চলা । এবং যখন সে পুরো ছন্দে থাকে তখন সে কার্যত অপ্রতিরোধ্য । সে বলকে ড্রিবল করে না বরং বল নিয়ে একটা পথে এগিয়ে চলে , এরপর আরেকটা পথে । তার তীক্ষণতা , গতি এবং আক্রমন প্রতিপক্ষ খেলোয়াড়ের মনে ছড়িয়ে দেয় অনিশ্চিয়তা ।"
ফিফা ডট কমে কাকাকে বর্ণনা করা হয় এভাবে , "অনায়াসে প্রতিপক্ষে পিছনে ফেলতে পারার পাশাপাশি ডিফেন্সচেরা পাস এবং ধারাবাহিক ভাবে দুরপাল্লার গোল করতে সক্ষম ।"
রোনাল্দিনহোর রিকমেন্ডেশনটা এরকম ,"কাকা ইজ আ ম্যাজিক্যাল প্লেয়ার , যে অনুপ্রেরণাদায়ক মুহূর্ত তৈরি করতে সক্ষম । একই সাথে অসাধারণ পাসিং ক্ষমতা সাথে দুর্দান্ত পজিশনিং , সে প্লেয়ারদের ড্রিবল করেও হারাতে পারে - তারপর গোল ।"
কাকা তার সেরা ফর্ম পার করেন এসি মিলানে, সেখানে থেকে কাকা বিশ্বসেরা হবার খেতাব পেয়েছেন। সে সময়ে নাভিশ্বাস তুলেছেন সিরি আর ডিফেন্ডারদের। চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার এবং আর্জেন্টিনা কিংবদন্তির মুখে সেই বর্ণনাটুকু শুনুন, "আমার সবচেয়ে কঠিণ প্রতিপক্ষ ছিল কাকা। সে ছিল দানবীয়, মাঠের যেকোন জায়গায় চলে যেতে পারত অনায়াসে, তার গতির জন্য। সে প্রায় অপ্রতিরুদ্ধ ছিল। আমার মনে পড়ে, কোন একবার আমি তাকে মাঠে একপ্রান্ত থেকে আরেকপ্রান্ত পর্যন্ত তাকে তাড়া করে সফল হয়েছিলাম। সানসিরোও আমাকে হাততালি দেয়, কিন্তু ততক্ষণে যেন আমার অক্সিজেন ফুরিয়ে গিয়েছিল। "
মালদিনির প্রশংসাপত্র ছিল এমন, "কাকা বিশ্বের সেরা প্লেয়ার। যখনই কোন ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে উঠে, সে সেখানে হাজির হয়। "
একদম। ২০০৭ এর সেমিফাইনালের পর স্যার ফার্গুসনও মানতে বাধ্য ছিলেন, "কাকা, রোনালদো এবং মেসি - বিশ্বের সেরা তিনজন প্লেয়ার এই মুহুর্তে।"
রিয়ালমাদ্রিদের ওয়েবসাইটে কাকার প্রোফাইলের বর্ণনা ছিল , "ইউরোপে তার মত কেউ খেলার গতি নিয়ন্ত্রন করতে পারেনা । সে ধারাবাহিক এসিস্ট ম্যান যে কিনা প্রতিটা মৌসুম শেষ করে অনেকগুলো গোল করে ।"
ব্যাকহাম এবং মোরিনহোর চোখে কাকা তার দেখা সবচেয়ে প্রফেশনাল ফুটবলার । তবে কাকার জন্য সর্বোচ্চ স্তুতিটা মনে হয় আসে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের কাছ থেকে । ২০০৯ এর দিকে বিশ্বের সেরা প্লেয়ার কে এমন প্রশ্নের মুখোমুখি হলে ল্যাম্পার্ড বলেন ___"যখন আপনি একজন চেলসির প্লেয়ার তখন আপনাকে সেরাদের সাথে এবং বিপক্ষে খেলতে হয় । কিন্তু কাকা হচ্ছেন পৃথিবীর একমাত্র খেলোয়াড় যার খেলা দেখতে আমি টাকা খরচ করতে রাজি । সে মাঠে এমন কিছু করে যেটা আমাকে বিস্মিত করে ।"
নিজের হাতে অনেক বড় বড় প্লেয়ার কিনেছেন বার্লুসকনি । তার মতে , "আমি জানিনা কাকা আমার কেনা সেরা প্লেয়ার কিনা তবে এত কম বয়সে সে যেটা করছে এরকম আগে দেখিনি আমি ।"
গিলিয়ানি অন্যভাবে কাকার লিগ্যাসিকে ডিফাইন করে, "মিলানের মালদিনি এবং ফ্রাঙ্কো বারেসির মতো লীজেন্ড আছে। তবে এটা বলা হয়ত ন্যায্য হবে যে কাকার প্রতি সমর্থকদের ভালবাসা একই সমান বড়।"
২০০৯ এ যখন কাকার ম্যান সিটি যাওয়ার সম্ভাবনা তৈরি হয় তখন সেই মিলান সমর্থকরা রাজপথে নেমেছিল সেই ট্রান্সফার বন্ধ করতে। কাকা শুনেছিলেন তাদের প্রাণের দাবি। কিন্তু ক্লাবের ইচ্ছায় শেষ পর্যন্ত গিয়েছিলেন ইতিহাসের সেরা ক্লাবে। এরপরের গল্পটা যদিও ভিন্ন, তারপরও সেখানে পেয়েছিলেন সমর্থকদের শ্রদ্ধা। ফিটনেস সমস্যার সাথে দলে তরুন প্লেয়ারদের ফর্ম মিলে মোরিনহোর দলে কাকার জায়গাটা কখনো নিশ্চিত ছিলনা। সেখানে ছিল উত্থান পতনের অজশ্র গল্প, কিন্তু সেটা এই গল্পের বিষয়বস্তু না।
সবশেষে কাকার LEGACY কে আরেকটু সমৃদ্ধ করতে যে উক্তিটি আমার কাছে এখনো অন্যরকম ভাল লাগা তৈরি করে - সেটা আসে খোদ মোওরিনহোর কাছ থেকে । ২০১১-১২ মৌসুমের প্রথম দিকে কাকা ফর্মে ফেরার পর মোও এর উক্তিটি ছিল এরকম -
"আমি আসল কাকাকে চিনি । যখন আমি ইতালিতে ছিল সে ছিল অসাধারণ । রিয়ালমাদ্রিদ কাকার সেই ভার্সনটা এর আগে পায়নি , অবশেষে সে ফিজিক্যাল ব্যালেন্স ফিরে পেয়েছে । FOOTBALL SHOULD REJOICE AT KAKA'S RETURN"
-ধন্যবাদ ।
(মূল লেখা ১৮ অক্টোবর ২০১৪, সামান্য পরিমার্জিত)