29/09/2020
খরস্রোতা পদ্মানদী বিধৌত জেলাশহর রাজবাড়ী। পদ্মা নদীর কোলে গড়ে ওঠা এ জেলা পরিচিতি পেয়েছে ‘পদ্মা কন্যা রাজবাড়ী’ হিসেবে। এই শহরটি রেলের শহর নামেও পরিচিত। এখানে দেশের সেরা মিষ্টিজাত খাদ্যদ্রব্য উৎপন্ন হয়। আর এই মিষ্টি তৈরিতেই রাজবাড়ীর ঐতিহ্যবাহী ও স্বণামধন্য একটি প্রতিষ্ঠান হলো নির্মল মিষ্টান্ন ভান্ডার। প্রায় শত বর্ষের ইতিহাস নিয়ে এই প্রতিষ্ঠানটি রাজবাড়ী জেলাসহ দেশের বিভিন্ন প্রান্তে সুনাম কুড়িয়েছে। ১৯৫৩ সালে এটি প্রতিষ্ঠা করেন নির্মল কুমার সাহা।