Smile.Com

Smile.Com Just Smile...

20/08/2024

দেখে মনে হচ্ছে, সে নিজেই একজন হাসিনা...
আবার বলে যা করেছে উপর মহলের আদেশে করেছে, ওরা নাকি নির্দোষ...

#কোটাআন্দোলন #বৈষম্যবিরোধীছাত্রআন্দোলন #পুলিশ

20/08/2024

লোক ভাড়া করে আনলে যা হয় আরকি!...😂😂😂



©: Ariyan.Arafat

মেনশন করুন আব্দুল্লাহ্'কে!চিনিয়ে দিন আসল পুরুষের হাতিয়ার...
18/06/2024

মেনশন করুন আব্দুল্লাহ্'কে!
চিনিয়ে দিন আসল পুরুষের হাতিয়ার...

পুলিশের এসআই পদে নিয়োগের মৌখিক পরীক্ষা নিচ্ছেন এসপি সাহেব।শেষ প্রার্থীকে কয়েকটি প্রশ্ন করার পর এসপি জিজ্ঞেস করলেন, ‘...
11/06/2024

পুলিশের এসআই পদে নিয়োগের মৌখিক পরীক্ষা নিচ্ছেন এসপি সাহেব।
শেষ প্রার্থীকে কয়েকটি প্রশ্ন করার পর এসপি জিজ্ঞেস করলেন, ‘বলুন তো গীতাঞ্জলি কে লিখেছে?’
লোকটি উত্তর দেয়ার আগেই এসপির ফোন বেজে উঠল। তিনি ফোন ধরে ‌’স্যার স্যার’ বলে সম্বোধন করলেন। তারপর বললেন, ‘স্যার আমি এখনই অ্যাকশন নিচ্ছি।’
ফোন রেখে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এসে সামনে পেলেন এক ওসিকে। তাকে বললেন, ‘আমার রুমে একজনকে রেখে এসেছি, ওকে জিজ্ঞেস করবে গীতাঞ্জলি কে লিখেছে এবং উত্তরটা আমাকে জানাবে।’
ওসি বলল, ‘স্যার কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি জেনে নিচ্ছি।’
দুইঘন্টা পর এসপি ফিরে এসে তার রুমের ভেতর থেকে কান্নাকাটি, চিৎকার-চেঁচামেচি শুনতে পেলেন। অবাক হয়ে রুমে ঢুকে দেখেন চাকরিপ্রার্থী হাত-পা বাঁধা অবস্থায় মেঝেতে শুয়ে কাতরাচ্ছে, নাক-মুখ থেকে ঝরছে রক্ত।
এসপি বিস্মিত হয়ে ওসিকে বললেন, ‘আমি তোমাকে একটা প্রশ্নের উত্তর জানতে বলেছি, আর তুমি এর কী হাল করেছো!’
ওসি উত্তর দিল, ‘স্যার, এই ব্যাটা তো মহা বদমায়েশ। আমি বললাম গীতাঞ্জলি কে লিখেছে সত্যি করে বল। সে রবীন্দ্রনাথ ঠাকুর নামে একজনের নাম বলে। আমি তাকে সতর্ক করে বললাম, সত্য কথা বল নাহলে তোর খবর করে দেব। তাও সে কিছুতেই নিজের সম্পৃক্ততা স্বীকার করে না। পরে বললাম, তোর বাসায় তল্লাশি করলে কিন্তু মদের বোতল ও ইয়াবা পাওয়া যাবে, তাও শয়তানটা ভয় পায় না। বারবার ওই একই নাম বলে। আর কী করার থাকে স্যার বলুন, দিলাম থার্ড ডিগ্রি।
অবশেষে এইমাত্র ব্যাটা স্বীকার করছে যে, কোনো রবীন্দ্রনাথ না, ও নিজে গীতাঞ্জলি লিখেছে এবং ওর ছোটো ভাইও এর সাথে জড়িত ছিলো।
©

One day my story highlights will look like this.
23/08/2023

One day my story highlights will look like this.

21/08/2023

লেওয়া টা কি?...

#হিরোআলম

01/08/2023

ও খায় ড্যান্ডি, আমি না, আমি খাই গাঞ্জা!...

13/05/2023

Manners...Maketh...Man...
You remember the scene!!??...

13/05/2023

"Saturday vibes with The MohiVenture! Embrace the weekend with open arms, relax, and let the adventures unfold. Whether it's exploring new places, trying exciting activities, or simply indulging in some self-care, make this Saturday a memorable one. Share your weekend plans in the comments below and let's inspire each other to make the most of this beautiful day! 🌞✨

বি.দ্র: আমি যেদিন Sultan's Dine এ খেয়েছিলাম সেদিন কিন্তু কুত্তার মাংস নয় মাটনই খেয়েছিলাম মনে হয়... আপনার কি মনে হয়?এক ভু...
09/03/2023

বি.দ্র: আমি যেদিন Sultan's Dine এ খেয়েছিলাম সেদিন কিন্তু কুত্তার মাংস নয় মাটনই খেয়েছিলাম মনে হয়... আপনার কি মনে হয়?

এক ভুক্তভোগীর লেখা:
বৃহস্পতিবার সুলতানস ডাইনে কাচ্চি আনা হয়েছিল ৭টা।

খাবার সময় মাংসের হাড় দেখে সন্দেহ হল যে, এটাতো মাটন না অবশ্য ই।

মাটনের হাড় এমন চিকন হয়না‌

তখন সুনতানস ডাইনের গুলশান ২ এর নম্বরে কল দেই।
জিগ্যেস করি এটা কি মাংস ছিল?

ওনারা ২জন সহ আবার খাবার পাঠায়
সাথে ওনাদের এজিএম আশরাফ সহ আসে ।

নতুন খাবারের সাথে
আগের প্যাকের খাবারের হাড়ের সাথে এবাবের মাংসের তুলনা করতে বলি।

এ জি এম আশরাফ মানতেই নারাজ,
জেনেশুনে এমন মাংস দেয়না।

তারাবলে, তাদের কে যে ভেন্ডর মাংস দেয়, তারা আসলে কোন কিছু করতে পারে।

প্রশ্ন করা হল:- তাহলে ভেন্ডরের কাছ থেকে মাংস নেয়ার সময় কি আপনাদের মত এত বড় ব্রান্ডের কোনো কোয়ালিটি কন্ট্রোল অফিসার নেই?

(Picture er loktai manager)
Khaite gele dekte paben)

আপনিকি ২টা মাংস সেইম দেখতে পাচ্ছেন?

ওনারা উল্টা প্রশ্নকরে তাহলে আপনারা কি দিয়ে মিটাতে চান?
ইন্ডিরেক্টলী টাকা অফার করে এবং বলে আপনারা ঝামেলা করলে আমরাও জানি কি করতে হয়।

এরপর ৯৯৯এ কল দেই
৯৯৯বলে bsti এর নম্বরে অভিযোগ করতে।
আপনাদের ফোন করে ই-মেইল নেয়া হয়।

সুলতানস ডাইনের ম্যানেজার মালিকের সাথে কথা বলে
চলে যায়,
যাবার সময় বলে, আপনারা অভিযোগ করলে আমরা কিন্তু টাকা দিয়ে সলভ্ করব সাংবাদিক কে বলে।
আপনারা বিপদে পরবেন।
৯৯৯থেকে গুনসানের ডিএমডি পুলিশের নম্বর দেয়া হয়।
অভিযোগ জানাতে।
এটাও করি।

এখন কাল এক সাংবাদিক যুগান্তর এর আলী নাম ফোন‌করে আমায় থ্রেট করে।

আসলে দেশে কি টাকা দিয়ে কুকুর বিড়াল খাওয়ালেই তারাই জিতে?

Where is human rights and food security???

Plz action about that type brand , and destroy their evil acts

©Konok Rahman Khan

28/11/2022

মাতাল প্যারেড.....

ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল চোর!
20/10/2022

ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল চোর!

জ্বিন তাড়াতে যাবেন না!
13/10/2022

জ্বিন তাড়াতে যাবেন না!

11/10/2022

Do you understand?

23/08/2022

কাজে বিরতি দিচ্ছেন দিঘী, ফিরবেন সাংবাদিক হয়ে?
এখনই ভর্তি হয়ে যান সাংবাদিকতা বিভাগে
সবকিছু হতে পারবেন এখান থেকেই!
| Dighi
Dighi Moni

ট্রেনের কামরায় গাদাগাদি ভিড়। এক ভদ্রলোক একটি অ্যাটাচি নিয়ে উঠলেন। তিনি হকার নন। অধ্যাপক টাইপ চেহারা।   প্রশ্ন করলেন -...
26/07/2022

ট্রেনের কামরায় গাদাগাদি ভিড়। এক ভদ্রলোক একটি অ্যাটাচি নিয়ে উঠলেন। তিনি হকার নন। অধ্যাপক টাইপ চেহারা।

প্রশ্ন করলেন -- আচ্ছা পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌলার পরাজয়ের কারণ কি?

সকলেই চুপ করে শুনতে থাকলেন তার কথা। কেউ কোনও কথা বলছেন না দেখে তিনি আবার শুরু করলেন --

পলাশীর প্রান্তরে সেদিন নবাব সিরাজদৌলার সৈন্য ছিল অনেক। লর্ড ক্লাইভের সৈন্য অল্পসংখ্যক থাকা সত্বেও নবাব পরাজিত হয়েছিলেন। আপনারা বলবেন যে জগৎ শেঠ, মীর জাফরদের গাদ্দারির কারণে নবাব পরাজিত হয়েছিলেন। কিন্তু এই ইতিহাস সবটাই সত্য নয়। সত্য ইতিহাস জানতে হবে।

একজন কৌতূহলী যাত্রী জানতে চাইলেন -- তবে সত্য ইতিহাসটা কি?
সত্য ইতিহাস আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই। ক্লাইভ দূরবীন দিয়ে নবাবের সৈন্যদের গতিবিধি লক্ষ্য করলেন। পলাশীর আমবাগান তখন শূন্য। মীর জাফর তার আয়ত্তাধীন সৈন্য নিয়ে কেটে পড়েছে। ক্লাইভ তো অবাক। নবাবের সৈন্যরা তবে গেলো কোথায়? নিশ্চয়ই কোনও চাল খেলেছে।

হঠাৎই নজর পড়লো আমগাছের দিকে। একটি ডাল নড়ে উঠল। ক্লাইভ এবার দেখল যে নবাবের সৈন্যরা আমগাছের ডালে ডালে বসে আছে। নিচ দিয়ে যেতে গেলেই তারা গেরিলা আক্রমণ করবে বলে প্রস্তুত।

ক্লাইভ কাছাকাছি না গিয়ে দূর থেকে কামান আর বন্দুক তাক করলো। ফলন্ত গাছ থেকে আমের সাথে সাথে টুপটুপ করে ঝরে পড়তে লাগল নবাবের সৈন্য। আহ!

ভদ্রলোকের বলার ভঙ্গিতে যাদু ছিল। সকলেই মন দিয়ে শুনছিলেন তার কথা। তিনি আবার বলে উঠলেন --

নবাবের সৈন্যরা সকলেই ইংরেজদের হাতে মারা পড়লেন, কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে। আমগাছের ডাল সেদিন নড়ে উঠল কেন? কি ছিল ষড়যন্ত্র?

যাত্রীদের সকলের মনে প্রশ্ন জেগে উঠল। তাই তো, আমগাছের ডাল নড়ে উঠল কেন? গাছের ডাল না নড়লে তো ক্লাইভের নজরে আসত না সৈন্যদের অবস্থান!

ভদ্রলোক বললেন --
কেন নড়ে উঠেছিল গাছের ডাল? কে বলতে পারবেন?

যথারীতি সকলেই চুপ করে থাকলেন। ভাবগতিক এমন যে; আমরা জানি না, আপনিই বরং বলে দিন।

তিনি তখন এটার্চি খুললেন। একটি জিনিস বার করে সকলকে দেখিয়ে বললেন --

ডাল নড়ে ওঠার কারণ ছিল -- চুলকানি। দাদ। চর্মরোগ। বড় মারাত্মক এই রোগ, বুঝলেন? নবাবের এক সৈন্যের ছিল চুলকানি। এই চুলকানির জন্যই সেদিন ডাল নড়ে উঠেছিল। ডাল না নড়লে ক্লাইভ নিশ্চিহ্ন হয়ে যেত।

আর তাই আমি এনেছি চুলকানির মলম। মাত্র ত্রিশ টাকা দাম। ব্যস তার সব মলম বেচা শেষ।

24/07/2022

কার কার এমন অভিজ্ঞতা আছে? 😄

09/07/2022

বাঁশি বাজালেই বিপদ!
খেলতে চান এমন খেলা?

A fully naked British woman goes up in a taxi whose driver is a Chinese. He looked at her from top to bottom and several...
11/05/2022

A fully naked British woman goes up in a taxi whose driver is a Chinese. He looked at her from top to bottom and several times.

The worried woman asks:
Have you never seen a naked woman before?

Chinese taxi driver answers:
I don’t look at you because you’re naked. I’m worried because I’m watching and watching and I don’t see where you have the money to pay me.

MORAL LESSON:
You have to be like the Chinese!
Focus on your business and not distractions!!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Smile.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share