ONS Music Productions BD

  • Home
  • ONS Music Productions BD

ONS Music Productions BD Omar Nasif Sohan, shortly known as Nasif Sohan, is a Bangladeshi Music Composer, Producer and Stage Performer. He learned eastern & western classical music.

And also have developed Knowledge of Music Direction, Studio Mixing.

17/04/2021

You will be missed Kabori Sarwar

11/04/2021

Holly Hendrix!

15/12/2020

Happy Victory Day!
Long Live Bangladesh.

25/11/2020

Diego Maradona, you will be missed!

16/08/2020
12/11/2013

উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ,
ফ্যানের অভাবে কাঁদছে পেজ!

হয়ে গেল সুন্দর মিল! :P

01/07/2013

সব কষ্ট ভুলে গেলে হয়না । কিছু কষ্ট মনে পুষেই রাখতে হয় ।
বলছিলাম দেশ প্রেম বিষয়ে ।
কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো,
‘বাংলাদেশে বসবাস করে পাকিস্তানের প্রতি এতো ভালবাসা আসে কোত্থেকে?’

তবে কী এসকল লোকের দেহে ঊর্দু ভাষী পাকিস্তানি রক্তই প্রবাহমান?
রাজনীতিবিদরা কী __ল ছিড়ছে, এসব বিবেচনা না করে নতুনদের উচিত দেশের সম্মান অক্ষুণ্ণ রাখতে সচেষ্ট থাকা । রাজনীতিবিদরা দেশের পাশাপাশি ব্যক্তিস্বার্থও বড় করে দেখবে এটাই ‘Universal Truth’-এ পরিণত হয়েছে ।

15/05/2013

আবহাওয়ায় বিপদ সংকেতের এর অর্থ জেনে নিন....

১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত :- এর অর্থ বঙ্গোপসাগরের কোন একটা অঞ্চলে ঝড়ো হাওয়া বইছে এবং সেখানে ঝড় সৃষ্টি হতে পারে৷(একটি লাল পতাকা )

২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত :- সমুদ্রে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে৷

৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত :- এর অর্থ বন্দর দমকা হাওয়ার সম্মুখীন ৷(দুইটি লাল পতাকা)

৪ নম্বর হুঁশিয়ারি সংকেত :- এর অর্থ বন্দর ঝড়ের সম্মুখীন হচ্ছে, তবে বিপদের আশঙ্কা এমন নয় যে চরম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে৷

৫ নম্বর বিপদ সংকেত :- এর অর্থ হচ্ছে অল্প বা মাঝারী ধরনের ঘূর্ণিঝড়ের কারণে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে এবং ঝড়টি চট্টগ্রাম বন্দরের দক্ষিণ দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে (মংলা বন্দরের বেলায় পূর্ব দিক দিয়ে)৷

৬ নম্বর বিপদ সংকেত :- এর অর্থ হচ্ছে অল্প বা মাঝারী ধরনের ঝড় হবে এবং আবহাওয়া দুযোগপূর্ণ থাকবে৷ ঝড়টি চট্টগ্রাম বন্দরের উত্তর দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে৷ (মংলা বন্দরের বেলায় পশ্চিম দিক দিয়ে)৷

৭নং বিপদ সংকেত :- এর অর্থ অল্প অথবা মাঝারী ধরনের ঘূর্ণিঝড় হবে এবং এজন্য আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে৷ ঘূর্ণিঝড়টি সমুদ্রবন্দরের খুব কাছ দিয়ে অথবা উপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে৷(তিনটি লাল পতাকা)

৮ নং মহাবিপদ সংকেত :- এর অর্থ প্রচণ্ড ঘূর্ণিঝড় হবে এবং বন্দরের আবহাওয়া খুবই দুর্যোগপূর্ণ থাকবে৷ ঝড়টি চট্টগ্রাম বন্দরের দক্ষিণ দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে (মংলা বন্দরের বেলায় পূর্ব দিক দিয়ে)৷

৯ নম্বর মহাবিপদ সংকেত :- এর অর্থ প্রচণ্ড ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে৷ ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দরের উত্তর দিক দিয়ে উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে (মংলা বন্দরের বেলায় পশ্চিম দিক দিয়ে)৷

১০ নম্বর মহাবিপদ সংকেত :- এর অর্থ প্রচণ্ড ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে এবং ঘূর্ণিঝড়টির বন্দরের খুব কাছ দিয়ে অথবা উপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে৷

১১ নম্বর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার সংকেত :- এর অর্থ ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সাথে সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েগিয়েছে এবং স্থানীয় অধিকর্তার বিবেচনায় চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা রয়েছে৷

- সংগৃহীত

05/05/2013

কথন ১. অবশেষে অর্থমন্ত্রী মহোদয় মুহিত সাভার ট্র্যাজেডি প্রসঙ্গে মুখ খুলেছেন ।
তিনি বলেছেন, "সাভার দুর্ঘটনা বড় কোনও ভয়াবহ ব্যাপার নয়; এটি নিছক একটি দুর্ঘটনা... সব দেশেই এরকম টুকটাক হয়"

কথন ২. এদিকে আজ বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠায় বড় করে লেখা দেখলাম,
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া গতকালের সমাবেশে সরকারের উদ্দেশ্যে বলেছেন, "যে কয়দিন আছেন, পাগল-ছাগল মন্ত্রীদের বাদ দিন ।"

দয়া করে কথন এক আর দুইয়ের মধ্যে কোন সামঞ্জস্যতা খুঁজতে যাবেন না। যদিও বিরোধীদলীয় নেতার বেশীরভাগ দাবীই সময় উপযোগী হয়না, কিন্ত এইটা মনে হয় উনি আমজনতার মনের কথাই বলেছেন ।

~ স্পর্শ

26/04/2013

বিশ্বের সর্ব কালের
সেরা আলোচিত জোকসের
কয়েকটি দেখুন...!!!!

১. জামায়াত-শিবির
ভবনের গেট এবং স্তম্ব
ধরে নাড়াচাড়া করায়
ওই ভবনটি ধসে পড়েছে।
(মখা)

২. ভবনের মালিক
সরকার দলের কেউ নয়।
(প্রধানমন্ত্রী )

৩. ভবন থেকে আগেই লোকজন
সরিয়ে ফেলা হয়েছে।
(প্রধানমন্ত্রী) ­

৪. ভবনের মালিক রানা আর যুবলীগ
নেতা রানা এক ব্যক্তি নয়।
(যুবলীগ সভাপতি)

৫. বিরোধীদলের
নেত্রী দুর্ঘটনাস্থলে যাওয়ায়
উদ্ধারকাজ ব্যাহত হয়েছে।
(প্রধানমন্ত্রী) ­

৬. বিরোধীদল পরিকল্পিতভাবে এই
ঘটনা ঘটিয়েছে।(টুকু)

৭. কেউ প্রমান দিতে পারবেনা যে,
রান যুবলীগ (মুরাদ জং)

৮. রাস্তায় ঝুলানো পোস্টারের
ছবি আর প্রথম
আলোতে দেওয়া পোস্টার এক নয়।
(যুবলীগ সভাপতি)

৯.আল্লাহ'র মাল আল্লাহ নিসে…
সাবেক স্বরাস্ট্র মন্ত্রি-আলতাফ।

এবার শুধু "অস্কার" পাবার
অপেক্ষা........!!!
সংগ্রহিত...

11/03/2013

বাংলাদেশী ক্রিকেটাররা একের পর এক রেকর্ড করেই চলেছে!
এক ইনিংসেই...
মুশিফিকের ২০০!
আশরাফুলের ১৯০!
নাসিরের ১০০!
বাংলাদেশের ৬০০+
সাবাস বাঙালী সাবাস!

~স্পর্শ~

12/02/2013

বলদেরা পাইছে একটা কথা 'ছাগু' |
কথাবার্তা শুনে মনে হয়, ছাগলের সাথে এদের আত্মার সম্পর্ক |
ধর্মের ব্যাপারে বাঙালি এত উদাসীন বলেই রাস্তাঘাটে মশারী পরা মেয়ে দেখতে পাই |
ভালই লাগে দেখতে |
বাংলার মাটিতে মিনি স্কার্ট পরা মেয়েও দেখতে চাই... :/

17/02/2012

জোকস ১২৪ ::
আমাদের সর্বশেষ ক্লাসটি করতে হতো পাঁচ তলায়...
সেদিন স্যার এসেই বললেন : আজ শরীরটা ভালো নেই | আমি বলি তোমরা কর..এই বলে স্যার নিচের দিকে চোখ রেখে, টেবিলে মাথা রাখলেন...
তারপর বললেন : ছাত্র-ছাত্রীরা বুক খোলো...
হঠাত্‍ এক ছেলে বলে উঠলো : স্যার মেয়েরা খোলে না! স্যার : এই খোলো :@ (মাথা না উঠিয়েই) স্যার আবার বললেন : এবার পেন খোলো |
আরেক ছেলে : স্যার মেয়েরা খোলে না! স্যার : এই খোলো... খুলেছো? এইবার শুরু করো...
এই কথা বলা মাত্র 'পেন' কে 'পেন্ট' ধরে যা করার শুরু করে দিয়েছে শিক্ষার্থীরা...
সারা রুমে ধুপধাপ শব্দ...!!
স্যার চোখ খুলে দেখেন সেকি কান্ড... প্রত্যেকটি বেঞ্চে জোড়ায় জোড়ায় শুরু করে দিয়েছে...:-P

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ONS Music Productions BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share