All in One News

  • Home
  • All in One News

All in One News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from All in One News, Magazine, .

২০ হাজার করোনা টেস্টিং কিট ও পিপিই পাঠাচ্ছে চীন: পররাষ্ট্রমন্ত্রীপররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, করোনাভা...
21/03/2020

২০ হাজার করোনা টেস্টিং কিট ও পিপিই পাঠাচ্ছে চীন: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, করোনাভাইরাস পরীক্ষার জন্য ১০ হাজার টেস্টিং কিট ও ১০ হাজার পার্সোনাল প্রটেক্ট ইকুইপমেন্ট (পিপিই) পাঠাচ্ছে চীন।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

এ কে আবদুল মোমেন বলেন, শুধু আমাদের দেশেই নয়, সারা দেশেই ইমারজেন্সি সিচ্যুয়েশন (জরুরি অবস্থা)। আমাদের দেশে যে ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন,তারা প্রত্যেকেই বিদেশফেরত লোকদের সান্নিধ্যে আসার পরই এই দুর্ঘটনায় পড়েছেন।

তিনি বলেন, আমরা সে জন্য সিদ্ধান্ত নিয়েছি, ইতিমধ্যেই অনেকগুলো ফ্লাইট আমরা বন্ধ করেছিলাম। এবার আরও কয়েকটি ফ্ল্যাইট বন্ধ করব। কমার্শিয়াল ফ্ল্যাইট কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, ইউএই, টার্কি. মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত- এ ১০টি দেশ থেকে আসা ফ্ল্যাইটগুলো আগামী ৩১ মার্চ পর্যন্ত রহিত করা হয়েছে।

তবে চারটি রুট এখনও চালু রাখা হয়েছে। এগুলো হচ্ছে- যুক্তরাজ্য, থাইল্যান্ড, হংকং এবং চায়না। সুতরাং যাদের বিশেষ প্রয়োজন তারা এ সব রুট ব্যবহার করতে পারবেন বলে জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন,জনগণের মঙ্গলের জন্য প্রয়োজনীয় সেবা প্রতিষ্ঠানের সব ছুটি বন্ধ করে দিয়েছে সরকার। সবাইকে এ কাজে তৎপর হতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণায়ের সব কর্মকর্তা-কর্মচারী, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাঠ পর্যায়ে যারা কাজ করেন- তাদের প্রত্যেকেরই ছুটি বাতিল করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোনো কেনো ক্ষেত্রে প্রশ্ন উঠেছে- অনেক কিট নেই কিংবা প্রটেকটিভ ইকুইপমেন্ট নেই। আমরা ইতিমধ্যেই এগুলো আনার ব্যবস্থা করছি। চীন রেডি রেখেছে। তারা ইতিমধ্যেই ১০ হাজার টেস্টিং কিটস এবং ১০ হাজার প্রটেকটিভ ইকুইপমেন্ট রেডি রেখেছে। যে কোনো সময় এগুলো দেশে চলে আসবে। এই ভাইরাস মোকাবেলায় সরকার ও জনগণের যৌথ উদ্যোগ নেয়া দরকার। জনগণ সজাগ হলে নিশ্চয়ই এই চ্যালেন্স মোবাবেলা করতে পারব।

কোয়ারেন্টাইনের ওপর গুরুত্বারোপ করে এ কে আবদুল মোমেন বলেন, সরকারের স্থির সিদ্ধান্ত, যেই প্রবাস থেকে আসুক না কেন, তার ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিন। সেটা হোম কোয়ারেন্টাইন হোক আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হোক। কেউ এ আদেশ অমান্য করলে দেশবাসী যেন স্থানীয় প্রশাসনকে তা জানিয়ে দেন। যারা বিদেশ থেকে ফিরছেন, তাদের হাতে আমরা কালি দিয়ে একটি অমোচনীয় দাগ দিয়ে দিচ্ছি। যাতে তাদের সহজেই চিহ্নিত করা যায়। কোয়ারেন্টাইন করার ফলে চীন সাকসেসফুল হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে প্রবাসী যারা বিদেশে আছেন, তারা এ ব্যাপারে সজাগ হোন। আপাতত বাংলাদেশ সফর থেকে বিরত থাকুন। যদি ভিসার মেয়াদ শেষও হয়ে যায়, তারা (বিদেশি কর্তৃপক্ষ) সেটা এক্সটেনশন করবে- এ বিষয়ে আমাদের সঙ্গে আলাপও হয়েছে। এ জন্য তাদের ভয়ের কোনো কারণ নেই।

করোনায় বিচ্ছিন্ন কাতারের সানাইয়া, কোয়ারেন্টিনে দেড় হাজার বাংলাদেশিকাতারসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে এই সপ্তাহের শুক্রব...
21/03/2020

করোনায় বিচ্ছিন্ন কাতারের সানাইয়া, কোয়ারেন্টিনে দেড় হাজার বাংলাদেশি

কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে এই সপ্তাহের শুক্রবার জুমার নামাজ অনুষ্ঠিত হয়নি। এই অঞ্চলের প্রবীণ ও মধ্যবয়সীরা বলছেন, স্মরণকালে যুদ্ধাবস্থায়ও এই অঞ্চলে তাঁরা এমন নিস্তব্ধ সময় পার করেননি।

কাতার কর্তৃপক্ষ বলছে, ‘আমরা ২০১৭ সালে প্রতিবেশী দেশগুলোর আকস্মিক চাপিয়ে দেওয়া অবরোধের দুঃসময় মোকাবিলা করতে পেরেছি, বর্তমানের এই সাময়িক দুর্যোগও আমরা ঐক্যবদ্ধভাবে কাটিয়ে উঠব।’

এই অঞ্চলে ইরানের পর করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতার। ২০ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এদিন নতুন করে আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭০। এ পর্যন্ত কাতারে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ১০ জন। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজারের বেশি মানুষের।

প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা। ফলে করোনাভাইরাসের সম্ভাব্য বিস্তার ও সংক্রমণ ঠেকাতে কাতারজুড়ে প্রতিনিয়ত নানা রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। ১৮ মার্চ থেকে কাতারে কেবল কাতারের নাগরিক ছাড়া সবার প্রবেশ বন্ধ রাখা হয়েছে। তবে পণ্যবাহী ও ট্রানজিটের ফ্লাইট আগমন অব্যাহত রয়েছে।

21/03/2020

নিজে সতর্ক থাকুন অন্যকে সতর্ক করুন...

02/05/2017

আসন্ন রমজান উপলক্ষে নিত্য পণ্যের দাম বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না বলে ব্যবসায়ীরা কথা দিয়েছেন। তারা ১৬ কোটি মানুষের পাশে থেকে সেবা করবেন।

আজ রোববার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবি সারা দেশ থেকে চাহিদা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় পণ্য সংরক্ষণ করেছে। রমজানে সরবরাহে কোনো সমস্যা হবে না। ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না।

তিনি আরো বলেন, আসন্ন রমজান উপলক্ষে সয়াবিন তেল, ডাল, চিনিসহ সব পণ্যের মজুদ যথেষ্ট রয়েছে। কোনো পণ্যের সংকট কিংবা সরবরাহের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ব্যবসায়ীরা আমাকে আশ্বাস দিয়েছেন, তারা দাম বাড়বে না।

তোফায়েল আহমেদ বলেন, টিসিবির মাধ্যমে সারা দেশে পণ্য সরবরাহ সম্ভব নয়। টিসিবি হচ্ছে আপদকালীন মজুদের জন্য, যাতে বাজারে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে।

তিনি বলেন, এবার টিসিবি ডাল ও ছোলা অস্ট্রেলিয়া থেকে আমদানি করেছে। রমজানে সাধারণ মানুষের জন্য স্বল্প মূল্যে পণ্য দিতে কয়েক কোটি টাকা ভর্তুকি দিবে টিসিবি বলে জানান তিনি।

তিনি আরো বলেন, সারা দেশে সর্বমোট ১৮৫টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকায় ৩৩টি, চট্টগ্রামে থাকবে ১০টি, অন্য বিভাগীয় শহরে ৫টি করে এবং অন্য জেলা শহরগুলোতে ২টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি হবে।

হাওর অঞ্চলে বন্যার কারণে চালের সরবরাহে কোনো ঘাটতি পড়বে না জানিয়ে তিনি বলেন, আড়তদাররা কারসাজি করার চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু, অতিরিক্ত সচিব মুন্সী সফিউল হক, অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শফিকুল ইসলাম, টিসিবির চেয়ারম্যান ব্রি. জে. সালেহ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর, বিভিন্ন বিভাগের প্রধান, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, টিকে গ্রুপের জেনারেল ম্যানেজার শফিউল আক্তার তাসলিম, এস আলম গ্রুপের সিনিয়র মহাব্যবস্থাপক কাজী সালাহউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

02/05/2017

কিম জং উনের সঙ্গে দেখা করতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে দেখা করতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, উপযুক্ত সময়ে কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে পারলে তিনি গর্ববোধ করবেন। সোমবার ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

ট্রাম্প বলেন, ‘যদি তার সঙ্গে সাক্ষাৎ করাটা উপযুক্ত কাজ হয় তাহলে অবশ্যই আমি তা করব। সেটা হবে আমার জন্য গর্বের বিষয়।’

মার্কিন প্রেসিডেন্ট এমন সময় এ মন্তব্য করলেন যখন উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে ওয়াশিংটন-পিয়ংইয়ং উত্তেজনা বেড়ে চলেছে।

একদিন আগে ট্রাম্প কিমকে ‘বেশ স্মার্ট ছেলে’ বলে অভিহিত করেছিলেন। তিনি সিএসবিকে দেয়া সাক্ষাৎকারে বলেন, কিম জং-উন অতি অল্প বয়সে বেশ কঠিন কিছু ব্যক্তির বিরুদ্ধে লড়াই করে নেতা হয়েছেন। তবে মানসিক দিক দিয়ে কিম সম্পূর্ণ সুস্থ কিনা তা তিনি জানেন না।

কিমের সঙ্গে ট্রাম্পের দেখা করার আগ্রহ প্রকাশ করার পর এ বিষয়ে এক বিবৃতি দিয়েছে হোয়াইট হাউজ। এতে বলা হয়েছে, দুই নেতার বৈঠকের আগে উত্তর কোরিয়াকে অনেক শর্ত পূরণ করতে হবে।

হোয়াইট হাউজের মুখপাত্র শন স্পাইসার বলেছেন, অবিলম্বে উত্তর কোরিয়াকে উস্কানিমূলক তৎপরতা বন্ধ করতে হবে। কিমের সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের আগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, ‘বোঝাই যাচ্ছে, এটা উপযুক্ত সময় নয়।’

27/04/2017

মুক্তি পেল ‘বস ২’-এর টিজার, দেখুন ভিডিও

২০১৩ সালে মুক্তি পেয়েছিল জিৎ ও শুভশ্রী অভিনীত ছবি ‘বস’। সুপারহিট এই ছবিটি তেলুগু ছবি ‘বিজনেসম্যান’-এর রিমেক। তেলুগু ছবিটিতে নায়ক-নায়িকার ভূমিকায় ছিলেন মহেশ বাবু ও কাজল অগ্রবাল। রিমেক ছবি হওয়া সত্ত্বেও কিন্তু ‘বস’-কে ঠিক রিমেক শ্রেণিভুক্ত করা যায় না একটাই কারণে— ‘জিৎ’ ও ‘শুভশ্রী’। চিত্রনাট্যের রিমেক সম্ভব কিন্তু অভিনেতা-অভিনেত্রীর স্টাইল বা ক্যারিশ্মার নয়।

বহু রিমেক ছবিই তৈরি হয় বাংলায় কিন্তু তার মধ্যে হাতেগোনা তুমুল বাণিজ্যিক সাফল্যের মুখ দেখে। ‘বস’ এতটা সফল কিন্তু ‘জিৎ’-এর কারণেই। তাঁর ইমেজের সঙ্গে ওই শব্দটি যাকে বলে ‘অ্যাপ্ট’। ‘বস’ ছবির যে সিকুয়েল হবে, সেটা অনেক দিন আগে থেকেই পরিকল্পনা ছিল। এবছরের গোড়া থেকেই ‘বস ২’ ছবির শ্যুটিং শুরু হয়। প্রথম ছবিতে নায়িকা ছিলেন শুভশ্রী, সিকুয়েলে রয়েছেন দুই নায়িকা শুভশ্রী এবং বাংলাদেশের নুসরত ফারিয়া।

01/01/2017

Timeline Photos

01/01/2017

01-01-2017

30/11/2016

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আজ
সিলেট সংবাদদাতা : সিলেটে আজ শুরু হচ্ছে মাসব্যাপী ৩য় আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নগরীর শাহী ঈদগাহ খেলার মাঠে রাত ৮টায় মেলার উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সদ্য সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি পদে বদলি হওয়া কামরুল আহসান। মেলার আয়োজন করেছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স লিমিটেড।

30/11/2016

বেগম খালেদা জিয়া আগামীকাল আদালতে যাচ্ছেন : আইনজীবী
স্টাফ রিপোর্টার : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট র্দুনীতি মামলায় আগামীকাল ধার্য তারিখে আদালতে যাবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ।
বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিককে আজ একথা জানান।
তিনি বলেন এ মামলায় আগামীকাল খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে।
রাজধানী ঢাকার বকশী বাজারে আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে এই মামলার বিচার কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে বেগম খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় এই মামলাটি দায়ের করা হয়।

30/11/2016

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস চাপায় নিহত ৪
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া জেলায় আজ ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরে যাত্রীবাহী বাসচাপায় ব্যাটারীচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন।
দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন এক নারী। মাধবপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আরশাদ জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহি বাস বিজয়নগর উপজেলার শশই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই অটোরিকশার চালক ও দুই আরোহী নিহত হন।
এ ঘটনায় অটোরিকশার এক নারী আরোহী গুরুতর আহত অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

04/09/2016

কিরগিজস্তানরে জালে ১০-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশরে মেয়রো

All in One News : কিরগিজস্তানের জালে ১০ গোল বাংলাদেশের মেয়েদের
শুরুতে গোল না পাওয়ার দুঃশ্চিন্তা কী দারুণভাবেই না কাটল! এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে কিরগিজস্তানকে ১০-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

অধিনায়ক কৃষ্ণা রানী সরকার করেছেন হ্যাটট্রিক। জোড়া গোল অনুচিং মোগিনী, শামসুন্নাহারের। একটি করে গোল নার্গিস আক্তার, মার্জিয়া ও মারিয়ার। এর আগে ইরানকে ৩-০ গোলে হারিয়ে শুরু করা গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল। টানা দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার প্রথমার্ধেই চার গোল করে কৃষ্ণা-সানজিদারা। প্রথম গোলের জন্য অবশ্য ২১তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়।
একাদশ মিনিটে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। কিন্তু অনুচিংয়ের শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে প্রতিহত হয়। তবে গোলের অপেক্ষার অবসান অনুচিংই করে দেন ২১তম মিনিটে বক্সের জটলার মধ্যে থেকে লক্ষ্যভেদ করে। ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। ডান দিক থেকে একটি ক্রস কিরগিজস্তানের ডিফেন্ডার বিপদমুক্ত করতে না পারলে ফাঁকায় বল পেয়ে যান মার্জিয়া। বাঁ পায়ের জোরালো শটে বল ঠিকানায় পৌঁছে দেন এই ফরোয়ার্ড। প্রতিপক্ষের রক্ষণে আধিপত্য ধরে রেখে প্রথমার্ধে শেষ দিকে দুই গোল করে গত বাছাইয়ে তৃতীয় হওয়া বাংলাদেশ। ৪২তম মিনিটে অধিনায়ক কৃষ্ণা রানী ও প্রথমার্ধে যোগ করা সময়ে কর্নার থেকে নিখুঁত হেডে গোল করেন অনুচিং।
দ্বিতীয়ার্ধের শুরুতে কৃষ্ণার দৃষ্টিনন্দন গোলে কিরগিজস্তানের ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায়। অধিনায়কের জোরালো বাঁকানো শট ঠিকানা খুঁজে পায়।
৬৭তম মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত করে দেন শামসুন্নাহার। বক্সের মধ্যে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
৭৫তম মিনিটে নার্গিসের অসাধারণ গোলে বড় জয়ের পথে ছুটতে থাকে বাংলাদেশ। প্রায় ৩৫ গজ দূর থেকে নেওয়া এই ডিফেন্ডারের ফ্রি-কিক কিরগিজস্তানের গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়ে জালে জড়ায়।
পাঁচ মিনিট পর অধিনায়ক কৃষ্ণা হ্যাটট্রিক পূরণ করেন। বক্সের মধ্যে অধিনায়কের বাঁ পায়ের জোরালো শটে স্কোরলাইন ৮-০ করে নেয় বাংলাদেশ। ৮৪তম মিনিটে মারিয়া মান্ডা ও ৮৫তম মিনিটে শামসুন্নাহারের লক্ষ্যভেদে ১০-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আগামী শনিবার সি গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

04/09/2016

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন বোলিং কোচ ওয়ালশ ঢাকায়

All in One News : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন বোলিং কোচ এখন ঢাকায়। দীর্ঘ প্রতীক্ষার পর আবারো একজন হাই প্রোফাইল কোচ বাংলাদেশ ক্রিকেট দলে যুক্ত হলো। আবারও ক্যারিবিয়ান স্বর্ণযুগের এক নায়কের ছোঁয়ায় বিকশিত হতে চলেছে বাংলাদেশ ক্রিকেট। ১৯৯৭ সালে বিশ্বসেরা ব্যাটসম্যান গর্ডন গ্রিনিজ যখন বাংলাদেশের কোচ হন, তখন আরেকবার এ আলোয় আলোকিত হয়েছিল দেশের ক্রিকেট। বলাই বাহুল্য বাংলাদেশের ক্রিকেট উত্তরণের মূল ভিত্তি তো ১৯৯৭ সালের আইসিসি ট্রফির সাফল্য। যার নেপথ্যের কারিগর ছিলেন গ্রিনিজ। বাংলাদেশের কোচ হিসেবে তিনিই ছিলেন সবচেয়ে হাই-প্রোফাইল। কারণ তিনি সর্বকালের সেরা ত্রিকেটারদের একজন। ডেভ হোয়াটমোর কোচ হিসেবে হাই-প্রোফাইল হতে পারেন তবে খেলোয়াড়ি জীবনে তিনি নিতান্তই সাধারণ। অবশ্য গ্রিনিজের সমকক্ষতা অর্জন করেতে পারেন কোর্টনি ওয়ালশ। কারণ নিশ্চিতভাবে তিনিও আছেন সর্বকালের সেরাদের কাতারে।

মাশরাফিদের হাল ধরতে গতকাল ঢাকায় এসেছেন টেস্ট ও ওয়ানডে মিলিয়ে (টেস্টে ৫১৯ ও ওয়ানডেতে ২২৭) ৭২৬ উইকেট নেয়া এই ক্যারিবিয়ান কিংবদন্তী। ওয়ালশের সংস্পর্শে এসে কী কী পাবে বাংলাদেশের ক্রিকেটাররা? মাশরাফি বিন মুর্তজা উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, তিনি পাবেন তার স্বপ্নের নায়কের সান্নিধ্য।

১৯৮৪ সালে ওয়ালশ শুরু করেন তার আন্তর্জাতিক ক্যারিয়র। শেষ করেন ২০০১ সালে। ইনজুরি বা শৃঙ্খলাভঙ্গের কারণে ওয়ালশ কখনই দল থেকে ছিটকে যাননি। ছোটখাটো ইনজুরির কথা আলাদা। এটি এড়াতে পারেন না কেউই, তবে বড় কোনও ইনজুরির পাল্লায় কখনও পড়েননি ওয়ালশ। তিনি ছিলেন সুপার ফিট। ৩৮ বছর বয়সে নিজের শেষ টেস্টে ছয় উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেন তিনি। তখনকার সময়ে ক্যারাবিয়ানদের আলাদাভাবে সবাই চিনতো গতি তারকা হিসেবে। তাদের স্পিড বোলিং সারা বিশ্বে আলোড়ন তুলেছিলো। ভীতিকর বাউন্সার বিশ্বসেরা পেসারদের মূল অস্ত্র কিন্তু এখানে ওয়ালশ ভিন্ন বৈশিষ্ট্যে বিশেষায়িত। শর্ট পিচ ডেলিভারির মধ্যে তিনি এনেছিলেন বৈচিত্র্য। ব্যাটসম্যানদের পাঁজরে বল লাগানোর জন্য গতির বৈচিত্র্য বলা যায় তিনিই প্রচলন করেন। বর্তমান সময়ে যা স্লো বাউন্সার হিসেবে পরিচিত। তাতে ওয়ালশ ছিলেন সিদ্ধহস্ত। স্লো ইয়র্কারেও তিনি বধ করেছেন বাঘা-বাঘা ব্যাটসম্যানদের। তবে মাঠে তিনি ছিলেন শান্ত ও ভদ্র। তবে বল হাতে নয়। মাঝে এক যুগ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ক্রিকেটে সিরিজ হারেনি। ওয়ালশ তার দীর্ঘদিনের স্ট্রাইকিং পার্টনার কার্টলি অ্যামব্রোস মিলে ৯৪ টি টেস্ট খেলেন। আর তাদের এ জুটি বারবার ওয়েস্ট উন্ডিজকে বাঁচায়। ১৯৯১-৯২ মৌসুমে সিরিজ জিততে শেষ দিনে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ২০১ রান। এক পর্যায়ে তারা ২ উইকেটে ১২৩ রান করে জয়ের কাছাকাছি গিয়েছিল। ওয়ালশ ও অ্যামব্রোস মিলে ২৫ রানে বাকি আটটি উইকেকটের পতন ঘটান। ওয়ালশ নিয়েছিলেন চারটি উইকটে।

১৯৯২-৯৩ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে অ্যাডিলেডে সিরিজ জেতার জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল দুই রান, হাতে এক উইকেট, ক্রেগ ম্যাকডার্মটকে কট বিহাইন্ড করে তিনি ওয়েস্ট উন্ডিজকে জেতান। ১৯৯৪-৯৫ মৌসুমে তার নৈপুণ্যেই ভারতকে সিরিজ জয় থেকে বঞ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।

১৯৮৭ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের শেষ জুটি আবদুল কাদির ও সেলিম জাফর ব্যাট করছিলেন। ওভারের চতুর্থ বলে সেলিম জাফর ক্রিজের বাইরে চলে এসেছিলেন। তাকে ম্যানকাড আউট করতে পারতেন ওয়ালশ। কিন্ত তা না করে জাফরকে সতর্ক করেন তিনি। পরে কাদির করেন জয়সূচক রান। ওয়েস্ট উন্ডিজ বিদায় নেয় বিশ্বকাপ থেকে। কিন্তু সারাবিশ্বে ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে স্থান করে নেন ওয়ালশ। এর আগে আরেক ওয়েস্ট ইন্ডিজ পেস সেনসেশন অ্যন্ডি রবার্টস বাংলাদেশে এসেছিলেন সংক্ষিপ্ত সময়ের জন্য। এখনো রবার্টসের কথা মুখে মুখে ফিরে মাশরাফিদের। ক্যারাবিয়ানদের বৈশিষ্টই বুঝি সেটা তারা যা করে মনপ্রাণ দিয়ে করে। শিষ্যদের শেখায়। ঠিক তেমনি গর্ডন গ্রিনিজ, যার হাত ধরে আজকের বাংলাদেশের ক্রিকেটের এই অবস্থা। তবে ওয়ালশ থাকছেন তিন বছর। বাংলাদেশ পেসাররা তার কাছে শিখবে জানবে আর বিকশিত হবে এটি তো স্বাভাবিক প্রত্যাশা।

04/09/2016

অভিনয় করবনে না ক্যাট!
All in One News : ক্যাটরিনা কাইফ অভিনয়টা তাঁর পেশা শুধু নয়, নেশাও। এই কাজটার সঙ্গে জড়িয়ে আছে ভালোবাসা। কিন্তু যদি জীবনের সত্যিকারের ভালোবাসার স্বার্থে অভিনয় ছাড়ার প্রয়োজন পড়ে? তাহলে অভিনয়টাকেই উত্সর্গ করতে রাজি আছেন ক্যাটরিনা কাইফ। এই বলিউড তারকা বলেছেন, ক্যারিয়ার বনাম ভালোবাসা বা সংসার যদি পরস্পর মুখোমুখি অবস্থানে থাকে; একটাকে বেছে নিতে হলে বেছে নেবেন ভালোবাসাকেই। ছেড়ে দেবেন অভিনয়।
ক্যাট বলেছেন, ‘জোর করা বা বাধ্য করা নয়; নিজেই যদি অনুভব করি, মন যদি বলে আমাকে বাড়িতে থেকে সন্তানদের বড় করা উচিত, তাহলে অবশ্যই তা আমি করব। প্রত্যেক নারীরই উচিত সহজাতভাবে ভেতর থেকে যা আসে সেটিকেই অনুসরণ করা।’
ক্যাটরিনার নতুন ছবি বারবার দেখোতে ক্যারিয়ার বনাম জীবনের এই সংঘাত দেখা যাবে। যেখানে ক্যাটরিনার জুটি হিসেবে কাজ করা সিদ্ধার্থ মালহোত্রা ক্যারিয়ারকেই দিচ্ছেন সবচেয়ে বেশি গুরুত্ব।
একজন নারী ক্যারিয়ারকে যেভাবে উত্সর্গ করে দিতে পারেন সংসারের জন্য, পুরুষেরা কি তা পারেন না? ক্যাটরিনা অসাধারণ এক উত্তর দিয়েছেন, ‘এটাকে আমি নারী-পুরুষ এভাবে আলাদা করতে চাই না। আমি বরং বলব, এটা অনেক বেশি ব্যক্তিগত সিদ্ধান্ত। এমন অনেক নারীও আছেন, যাঁরা সংসারে থিতু না হয়ে ক্যারিয়ারকেই গুরুত্ব দেন; এমন অনেক পুরুষও আছেন। তবে সাধারণত দেখা যায়, নারীরাই একটু বেশি সংসারমুখী হন।’
এখন পর্যন্ত ক্যাটরিনার জীবনে এই দুইয়ের যেকোনো একটিকে বেছে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তিনি আশা করেন, হবেও না। তবে যদি হয়? উত্তরটা তো দিয়েছেন শুরুতেই। ইন্ডিয়ান এক্সপ্রেস।

04/09/2016

বলিউড নাইকাদের মেধ্যে ৩০ বছর বয়সেও যারা অবিবাহিত!

All in One News : অভিনেতা-অভিনেত্রীদের বিবাহ-সংসার নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। তাদের জন্য বিশেষ খবর হচ্ছে- সবার প্রিয় বলিউডের ১০ অভিনেত্রী এখনো বিয়ের পিঁড়িতে বসেননি। অথচ তাদের বয়স ত্রিশ পার হয়ে গেছে। ত্রিশোর্ধ্ব এই অবিবাহিতা ১০ বলিউড অভিনেত্রী নিয়ে আজকের প্রতিবেদন।

প্রিয়াঙ্কা চোপড়া
বলিউডের সফল অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন প্রিয়াঙ্কা চোপড়া। তার বর্তমান বয়স ৩৪ বছর। কিন্তু এখনো তিনি বিয়ের কথা ভাবছেন না।

নার্গিস ফখরি
বলিউডের অভিনেত্রী নার্গিস ফখরির বর্তমান বয়স ৩৬ বছর। মাঝখানে প্রেমের গুঞ্জন শোনা গেলেও তার বিয়ের কোনো নামগন্ধ নেই।

টাবু
পদ্মশ্রী পদকপ্রাপ্ত এই অভিনেত্রী বলিউডের অন্যতম সেরা। কিন্তু ৪৪ বছর বয়সে এসেও তিনি অবিবাহিত। এমনকি কখনো প্রেম করার কথাও শোনা যায়নি।

সুস্মিতা সেন
এক সময়ের মিস ইউনিভার্স সুস্মিতা সেন আজও ‘সিঙ্গল ওম্যান’। বয়স এখন ৪০। তিনি কি আসলেই বিয়ে করছেন না? এমন প্রশ্ন তার ভক্তদের মাঝে।

রাইমা সেন
রাইমা সেনের বয়স বর্তমানে ৩৬ বছর। এখনো তিনি তার জীবনসঙ্গীকে খুঁজে পাননি।

নেহা ধুপিয়া
৩৬ বছর বয়সি বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া নিজের ক্যারিয়ারে তেমন একটা সফলতা পাননি। সেই সঙ্গে খুঁজে পাননি নিজের মনের মানুষকেও।

অমৃতা রাও
বলিউড অভিনেত্রী অমৃতা রাওয়ের অভিষেক ঘটে ‘শিকার’ ছবিতে শহিদ কাপুরের বিপরীতে। বর্তমানে তার বয়স ৩৫ বছর। এখনো তিনি অবিবাহিতা।

আমিশা প্যাটেল
‘কহো না পেয়ার হ্যায়’ ছবিতে প্রথম দেখা যায় অভিনেত্রী আমিশা প্যাটেলকে। ছবিটি তাকে চূড়ান্ত সাফল্য এনে দিয়েছিল। বর্তমানে বয়স ৪০। এখনো অবিবাহিত এই অভিনেত্রী।

দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোনের বর্তমান বয়স ৩০। কিন্তু এখনো বিয়ের কোনো পরিকল্পনা নেই তার।

ক্যাটরিনা কাইফ
৩৩ বছর বয়সি ক্যাটরিনা কাইফ বলিউডের ‘মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর’ সালমান খানের সঙ্গে সম্পর্কের কথা শোনা গেলেও তিনি এখনো অবিবাহিতা।

04/09/2016

‘বসগিরি’-তে শাকিব-বুবলির ফার্স্ট লুক

All in One News : ‘বসগিরি’-তে শাকিব-বুবলির ফার্স্ট লুক রিলিজ হলো ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং সংবাদ পাঠিকা থেকে নায়িকা হওয়া নবাগতা বুবলি অভিনীত ‘বসগিরি’ মুভিটির ফার্স্ট লুক। আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির অফিসিয়াল ফার্স্ট লুক ইউটিউবে প্রকাশিত হয় গতকাল শুক্রবার রাতে।
১ মিনিট ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে এক ঝলকে দেখে নিতে পারবেন পুরো মুভিটিতে কেমন রুপে দেখা যাবে ‘বসগিরি’র অভিনয়শিল্পীদের। ফার্স্ট লুকে শাকিব-বুবলির রোমান্স আর অ্যাকশন দৃশ্যে বেশ জমজমাট আবহের সৃষ্টি হয়েছে। বাকীটুকু এখন পর্দায় দেখার পালা। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রজতাভ দত্ত, অমিত হাসান, সাদেক বাচ্চু, মিজু আহমেদ প্রমুখ।

04/09/2016

জঙ্গি দমনে পুলিশকে সহযোগিতা করার আহবান

All in One News : জঙ্গি দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবানস্টাফ রিপোর্টার: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক জঙ্গি দমনে সমাজের সকলকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আরএমপি পুলিশ লাইন্স মাঠে কমিউনিটি পুলিশিং ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে আইজিপি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
আইজিপি বলেন, সমাজে অপরাধ দমনে ও পুলিশ জনতার সুসম্পর্ক গড়ে তুলতে কমিউনিটি পুলিশিং এর ভূমিকা রয়েছে। বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা এর মাধ্যমে নিরসন করা যায়।
তিনি জঙ্গি দমনে পুলিশের ভূমিকা ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন। তিনি রাজশাহী মহানগরীতে বিট পুলিশিং এর কার্যক্রম সম্পর্কেও আলোচনা করেন।
উল্লেখ্য যে, ১৯৯২ সালের পয়লা জুলাই থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু হয়।
বিভিন্ন ওয়ার্ড থেকে কমিউনিটি পুলিশিং এর কমিটির সদস্যরা ব্যানার নিয়ে উৎসবের আমেজ নিয়ে সমাবেশে যোগদান করেন। কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল করার ব্যাপারে বক্তারা বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন এবং দেশ থেকে জঙ্গি দমনে সবাই একাত্মতা প্রকাশ করেন।
সমাবেশে রাজশাহী মহানগরীর ৪ টি থানার ওয়ার্ডভিত্তিক কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর মধ্যে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডঃ মোঃ আব্দুল খালেক রাজশাহী বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলাল উদ্দিন, রাজশাহী রেঞ্জ ডিআইজি এম খুরশিদ হোসেন, রাজশাহী জেলা প্রশাসক, রাজশাহী জেলা পুলিশ সুপার, রাজশাহী মহানগরীর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজাম্মান লিটন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ উল্লেখযোগ্য।

04/09/2016

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে অান্তর্জাতিক মিডিয়ায় মীর কাসেমের ফাঁসি কার্যকর


অান্তর্জাতিক মিডিয়ায় মীর কাসেমের ফাঁসি শনিবার রাত ১০টা ৩০মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধী মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকরের সঙ্গে সঙ্গেই বিশ্ব সংবাদমাধ্যম ব্রেকিং আকারে তা গুরুত্বের সঙ্গে এ খবর প্রচার করতে থাকে। খবর আসে বিবিসি, আল জাজিরা, রয়টার্স, গার্ডিয়ান, দ্য হিন্দু, এনডিটিভি, দ্য ডনসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। আল জাজিরা তাদের প্রতিবেদনের শিরোনামে মীর কাসেমের পরিচয় প্রসিদ্ধ নেতা উল্লেখ করে জানায়, বাংলাদেশে সম্পদশালী ধনকুবের ও সবচেয়ে বৃহৎ ইসলামী দলের অর্থ যোগানদাতাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। তবে তার যুদ্ধাপরাধের দায় উল্লেখ করা হলেও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এ দায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে বিতর্কিত ট্রাইব্যুনাল।
অপরদিকে বিবিসির খবরে মীর কাসেম আলীকে টাইকুন বা ধনকুবের আখ্যা দিয়ে বলা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থি দলের অর্থদাতা ও নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়, মুক্তিযুদ্ধের সময়, হত্যা, নির্যাতন ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানো সহ অন্যান্য জঘন্য অপরাধ সংঘটনের দায়ে জামায়াতে ইসলামী দলের মূল আর্থিক পৃষ্ঠপোষকতাকারী মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সেখানে আরও বলা হয়, ফাঁসি কার্যকর হওয়ার খবরের পর শত শত উল্লসিত মানুষ রাজপথে নেমে আসে। তারা ফাঁসি কার্যকর হওয়ায় আনন্দ প্রকাশ করেন। ব্রিটেনের দি গার্ডিয়ান পত্রিকায় বলা হয়, ইসলামিস্ট হ্যাংগড ফর অ্যাটরোসিটিস কমিটেড ইন বাংলাদেশ ওয়ার। এতে বলা হয়, মীর কাসেম আলীকে ১৯৭১ সালে সংঘটিত হত্যা, নির্যাতনসহ অন্যান্য অপকর্ম সংঘটনের অপরাধে ফাঁসি দেয়া হয়।
ভারতের দি হিন্দুর খবরে বলা হয়, বাংলাদেশ এক্সিকিউটস জামায়াত লিডার মীর কাসেম আলী। সেখানে আরো বলা হয়, মীর কাসেম কুখ্যাত মিলিশিয়া আল বদর বাহিনীর নেতা ছিলেন। তার নেতৃত্বাধীন আল বদর বাহিনী বন্দর নগরী চট্টগ্রামে আল বদর বাহিনীর সহযোগী হিসেবে কাজ করে। এনডিটিভির খবরে বলা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা, নির্যাতনসহ অন্যান্য অপকর্ম সংঘটনের অপরাধে জামায়াতে ইসলামীর প্রধান অর্থদাতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
পাকিস্তানের ডন পত্রিকাতেও গুরুত্বের সঙ্গে ছাপা হয় মীর কাসেম আলীর ফাঁসির খবর। সেখানে বলা হয়, একাত্তর সালে সংঘটিত অপরাধের দায়ে প্রধান পৃষ্ঠপোষক মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হয়েছে। সেখানে আরো বলা হয়, মীর কাসেম আলী ১৯৭১ সালের মীর কাসেম ছিলেন বন্দর নগরী চট্টগ্রামে আল বদর বাহিনীর অন্যতম প্রধান নেতা, পরবর্তীতে তিনি শিপিং এবং রিয়েলস এস্টেট টাইকুনে পরিণত হন।

24/08/2016

হল চাই দাবিতে জগন্নাথ শিক্ষার্থীরা : পরবর্তী কর্মসূচি দিয়ে পল্টন ত্যাগ

All in One News : পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গায় আবাসিক হল নির্মাণের দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশ এবং শনিবার সারাদেশের সব বিশ্ববিদ্যালয়ে মানবন্ধনের কর্মসূচি দিয়ে দুপুর দেড়টার দিকে বুধবারের কর্মসূচি শেষ করে তারা।
এর আগে সকালে দ্বিতীয় দিনের ধর্মঘট কর্মসূচি হিসেবে রাজধানীর পুরানা পল্টন মোড়ে অবস্থান নিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। ফলে অচল হয়ে পড়ে ব্যস্ততম পল্টন মোড়। একই সঙ্গে আশপাশের এলাকায় প্রচন্ড যানজটের সৃষ্টি হয়।
বুধবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে প্রেসক্লাব ও আশপাশের এলাকায় দায়িত্বরত শাহাবাগ থানার ভ্রাম্যমাণ পরিদর্শক শেখ আবুল বাশার বলেন, হলের দাবি আদায়ের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা পুরানা পল্টন মোড়ে অবস্থান নিয়েছে। ফলে ওই এলাকায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমরা শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পর্যবেক্ষণ করছি।
গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল থেকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গায় আবাসিক হল নির্মাণের দাবিতে প্রথম দিনের কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। জবি’র সামনে রায়সাহেব বাজার মোড়ের রাস্তা অবরোধ করে শিক্ষার্থীদের কর্মসূচি পালন করে। আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তায় সাত থেকে আটটি টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। ফলে এলাকার আশপাশের অনেক দোকান বন্ধ হয়ে যায়।
গত সোমবার (২২ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীয় কার্যালয়ে স্মারকলিপি প্রদানের জন্য যাত্রা শুরু করলে পুলিশি বাধার মুখে পড়ে জবি শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। তারপর ওই দিন দুপুরে নতুন করে আরও দুই দিন (মঙ্গলবার ও বুধবার) ধর্মঘটের ডাক দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

24/08/2016

সারা দেশে হাড় কাপানো ভূমিকম্প

All in One News : রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানেভূমিকম্প অনুভূত হয়েছে। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারে।
বুধবার (২৪ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪০ মিনিটে এ ভূমিকম্প আঘাত আনে। প্রায় ১০ থেকে ১২ সেকেন্ড এ কম্পন অনুভূত হয়।
তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮।
এ সময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে এবং ভয়ে রাস্তায় নেমে আসতে দেখা গেছে।

24/08/2016

সারা দেশে হাড় কাপানো ভূমিকম্প

সারা দেশে হাড় কাপানো ভূমিকম্প রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ২৪ আগস্ট বুধবার বিকেল ৪টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। আবহওয়া অধিদফতরের ভূমিকম্প পরিমাপক কেন্দ্রের আবহওয়াবীদ জাকির হোসেন বলেন, ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা এটার মাত্রা পরিমাপ করছি। পরে বিস্তারিত বলা যাবে।

09/08/2016

বাংলাদেশ অলিম্পিকের সোনিয়ার দিকে তাকিয়ে আছে
ঝিনাইদহ সংবাদদাতাঃ অলিম্পিকের ৩১তম আসরে ব্রাজিলের রিও ডি জেনিরোতে বাংলাদেশের হয়ে সাঁতার প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ঝিনাইদহের মেয়ে সোনিয়া আক্তার। আর তাই সারা বাংলাদেশ দিকে তাকিয়ে আছে তার দিকে।
সোনিয়ার বাড়ি ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি গ্রামে। পিতা এক সময়ের পান বিক্রেতা আনিসুর রহমান। মেয়ের কারণে ভাগ্য বদলেছে বাবা আনিসের। পানের দোকানের পরিবর্তে ঝিনাইদহ শহরের হাটখোলা বাজারে এখন মুদিখানা, বাড়িতে উঠেছে পাকা ঘর। দুঃখ ঘুচেছে পরিবারটির।
বাংলাদেশ অলিম্পিকের সোনিয়ার দিকে তাকিয়ে আছে

সোনিয়ার বাবা আনিসুর রহমান গর্বের সঙ্গে জানান, অলিম্পিকে চান্স পাওয়ার খবরটি সোনিয়া প্রথম শোনে গ্রামের বাড়িতে গত ঈদের ছুটি কাটাতে এসে। সোনিয়ার মূল ইভেন্ট ৫০ মিটার ফ্রি-স্টাইল, আর তাতে তার ক্যারিয়ার-সেরা টাইমিং ৩০.৮৬ সেকেন্ড। যেটি করেছেন গত বছর রাশিয়ার কাজানে অনুষ্ঠিত বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে।

তিনি আরও জানান, বাড়ির পাশে নবগঙ্গা নদীতেই সাঁতার শিখেছে মেয়েটি। বড় ভাই সাঁতার শিখতো ‘জাহিদ স্যারের’ কাছে। ছোট বোন সোনিয়া বায়না ধরে সাঁতার শেখার। বায়না মেটাতে ভাই বোনকে নিয়ে যায় কোচের কাছে।

তিনি আরও জানান, ২০০৩ সালে যশোর শিক্ষা বোর্ডের হয়ে বয়সভিত্তিক সাঁতার দিয়ে শুরু সোনিয়ার ক্যারিয়ার। জুনিয়ারভিত্তিক সাঁতারে ২০০৬ সালে জেতেন ১১টি স্বর্ণ, দুটি ব্রোঞ্জ। আর ২০১০ সালে ১১টি ইভেন্টে অংশ নিয়ে ১০টিতেই জেতেন স্বর্ণ। এর মধ্যে ৯টিতে ছিল জাতীয় রেকর্ড।

তিনি বাংলাদেশ আনসারের হয়ে প্রতিদ্বন্দিতা করেছেন, এ বছর স্থায়ী চাকরি হয়েছে নৌবাহিনীতে। সোনিয়া প্রথম আন্তর্জাতিক খেলায় অংশ নেন সিঙ্গাপুরে ২০১০ যুব অলিম্পিক গেমসে, ২০১১-তে যুক্তরাজ্যের আইল অব ম্যানে অংশ নেন কমনওয়েলথ যুব গেমসে। এরপর ২০১৪ সালে কাতার বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ২০১৫ কাজান বিশ্ব চ্যাম্পিয়নশিপেও অংশ নিয়েছেন। সবার কাছে মেয়ের জন্য দোয়া প্রার্থী তার বাবা।

09/08/2016

১৭ আগস্ট ঢাকা আসছে ইংল্যান্ড নিরাপত্তা দল

খেলাধুলা ডেস্কঃ আগামী ৩০ সেপ্টেম্বর দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড জাতীয় দল। তবে এর আগে দেশের নিরাপত্তা পর্যবেক্ষণ করতে আগামী ১৭ আগস্ট তিন সদস্যের একটি দল পাঠাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। মূলত রিপোর্টের ওপরই নির্ভর করছে লাল-সবুজদের দেশে ইংল্যান্ড ক্রিকেট দলের আসা না আসা।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নিরাপত্তা সমন্বয়ক মোহাম্মদ আলি সোমবার সাংবাদিকদের বলেন, `দিল্লি হয়ে আগামী ১৭ আগস্ট ৪ দিনের সফরে তিন সদস্যের ইংল্যান্ড নিরাপত্তা দল ঢাকায় আসবেন। এ সময় তারা ক্রিকেটারদের থাকার হোটেল, হোটেল থেকে মাঠে যাওয়ার রাস্তা, মাঠ ইত্যাদি স্থানের নিরাপত্তা পর্যবেক্ষণ করবে।

সম্প্রতি গুলশান ট্র্যাজেডি ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পর পাল্টে যায় দৃশ্যপট। তারই ছোঁয়া লাগে এ দেশের ক্রিকেটে। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সফরে ইংল্যান্ড আসবে কি না? তা নিয়ে দেখা দেয় চরম অনিশ্চয়তা। তবে এখন পর্যন্ত এ সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি।

09/08/2016

১০ কোটি টাকা মূল্যের ষাঁড়!

অর্থ ও বাণিজ্য রিপোর্টার – বিশ্বের সবচেয়ে উন্নত গরুর জাতগুলোর একটি মুররাহ’। এটি মূলত হরিয়ানা রাজ্যের রোথক ও জিন্দ জেলার প্রাণী। তবে উত্তরপ্রদেশের পশ্চিমেও এর দেখা পাওয়া যায়। আকারে বড় ও উন্নত হওয়ার কারণে পশুপালনকারীদের কাছে মুররাহ জনপ্রিয়। সেই মুররাহ জাতের এক অতিকায় ষাঁড়ের নাম রাখা হয়েছে যুবরাজ।
২০১৪ সালে এক পশু প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়ে ‘যুবরাজ’ ও তার মালিক দুজনই আলোচনায় চলে আসে। বিশালাকার এই ষাঁড়ের মা (গাভী) প্রায় ২৫ লিটার করে দুধ দিত। ভারতের ‘সর্ব ভারতীয় গবাদি পশুমেলার’ সেরা পশুর খেতাব পাওয়া যুবরাজের ওজন এক হাজার ৪০০ কেজি। গড়পরতা ষাঁড়ের তুলনায় যুবরাজ দেখতে ছোটখাটো পাহাড়। তাকে নিয়ে বিভিন্ন পত্রিকায় মজাদার সব খবর প্রকাশ হতে শুরু করে। স্থানীয় টেলিভিশন প্রচার করে তাকে নিয়ে বিশেষ ডকুমেন্টারি। অতিকায় যুবরাজ প্রতিদিন প্রায় ২৫ হাজার টাকার খাবার খায়। তার রক্ষণাবেক্ষণে আরও প্রায় ১০ হাজার টাকা ব্যয় হয়। দুধ, আপেল আর মাংস যুবরাজের পছন্দের খাবার। স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত ব্যায়াম করানো হয় যুবরাজকে। প্রতি সকালে প্রায় চার কিলোমিটার রাস্তা হাঁটানো হয় তাকে। ষাঁড় দুধ দেয় না, সরাসরি কৃষি কাজেও লাগানো হয় না। তবু যুবরাজের মাধ্যমে তার মালিকের বছরে আয় প্রায় ৫০ লাখ টাকা। এই টাকা আসে যুবরাজের সিমেন বা বীর্য বিক্রি করে। দক্ষিণ ভারতে এর প্রচুর চাহিদা। ২০১৪ সালের এক হিসাব মতে, যুবরাজ প্রায় এক লাখ ৫০ হাজার বাছুরের জনক। বর্তমানে সেটি নিঃসন্দেহে আরও বেড়েছে। এই সেলিব্রেটি ষাঁড়টির দিকে ধনকুবেরদেরও নজর। ভারতের এক কৃষক তো নগদ সাত কোটি রুপিতে কিনে নেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু যুবরাজের মালিক করমভির সিং তাতে রাজি হননি। যুবরাজ তার সন্তানতুল্য। উল্টো বললেন, জীবনের সবকিছুর মূল্য তো আর টাকা দিয়ে হয় না!

09/08/2016

ব্ল্যাক হোলে পড়ে গেলে কী হতে পারে ?

বিজ্ঞান ডেস্ক : এতকাল তেমন মাথা ঘামায়নি বিষয়টা নিয়ে। সেই ‘পড়ে যাওয়া’র ব্যাপারটাকে নিয়েই সম্প্রতি ভাবতে বসেছেন হার্ডকোর বিজ্ঞানীর দল।
কল্পবিজ্ঞানের পাঠকরা আগে থেকেই জানতেন। ব্ল্যাক হোলে পড়ে গেলে কী হবে— এ নিয়ে রসিকতাও কিছু কম ছিল না। কিন্তু বিজ্ঞান এতকাল তেমন মাথা ঘামায়নি বিষয়টা নিয়ে। সেই ‘পড়ে যাওয়া’র ব্যাপারটাকে নিয়েই সম্প্রতি ভাবতে বসেছেন হার্ডকোর বিজ্ঞানীর দল।
স্পেনের ইনস্টিটিউট অফ কর্পাস্কুলার ফিজিক্স-এর এক গবেষকদল কাজ করছিলেন কৃষ্ণগহ্বরের চরিত্র নিয়ে। সার্বিকভাবে এমন ধারণাই রয়েছে, কোনও বস্তু যদি ব্ল্যাক হোলে প্রবেশ করে, তবে কাল ও পরিসরের ঘোটালায় তার বিলয় ঘটতে বাধ্য। কিন্তু এই গবেষণা জানাচ্ছে, কৃষ্ণগহ্বরে প্রবিষ্ট বস্তু বা পদার্থের বিলয় না-ও ঘটতে পারে। তাঁদের মতে, স্ফটিকের আণবিক কাঠামোর মতোই ব্ল্যাক হোলের কেন্দ্রীয় পরিসরটি অসম। সেখানে টাইম অ্যান্ড স্পেস ধারণাগতভাবে একেবারেই আলাদা। তাত্ত্বিকভাবে, ব্ল্যাক হোলে যদি কেউ প্রবেশ করেন, তাঁর আকার দাঁড়াবে স্প্যাগেটির মতো। কিন্তু পরে তা ‘ওয়র্ম হোল’-এ বেরিয়ে আসবে এবং পূর্বের চেহারা প্রাপ্ত হবে। ‘ওয়র্ম হোল’ হল বিভিন্ন কাল ও পরিসরের সংযুক্তির স্থান।
সেদিক থেকে দেখলে ব্ল্যাক হোল একটা পোর্টাল। তার মধ্যে কেউ পড়ে গেলে অন্য কোনও টাইম ও ডাইমেনশনে তা বেরিয়ে আসতে পারে। কৃষ্ণগহ্বরে তা মোটেই হারিয়ে যাবে না। মহাজগতের কোথাও না কোথাও তার পুনরুদ্ধার ঘটবেই।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when All in One News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share