04/05/2014
মাস দুয়েক আগে, আমি আমার
কোচিং এর
কয়েকটা মেয়েকে বললাম,
আমি সিদ্ধান্ত
নিছি আমি হিন্দি মুভি দেখবো।
তোমরা আমাকে কয়েকটা হিন্দি মুভি সাজেস্ট
করো। একটা কথা বলে রাখি,
মেয়েরা আমাকে এড়িয়ে চলতে চায়।
মেয়েদের কাছে আমি যথেষ্ঠ
বিরক্তিকর।
কিন্তু আমি যখন
তাদেরকে হিন্দি মুভি সাজেস্ট
করার কথা বললাম, তারা বেশ
উছ্বাসিত হয়ে পড়লো। কে কার
আগে নাম
বলবে দিশা খুঁইজা পাইতাছে না।
একজন কয় রাওডি রাথোড়, ধুম
থ্রী, দাবাং। হ্যান ত্যান।
কইলাম থামো,
সবাইরে ৭টা কইরা মুভির নাম
কইতে কইলাম নায়ক নায়িকার
নাম সহ। ২১টা মুভির নাম ও
তাদের নায়ক নায়িকার নাম
শুনলাম।
পারলে তারা আমারে মুভিটা মুখে বইল্যাই
দেখাইয়া দেয়। উফ এই
মুভিটা দেইখো এতো চরম!
এত্তো অসাম! মুভি ট্রেইলার ও
বইলা দেয় পারলে।
তার পরে জিজ্ঞেস করলাম,
আচ্ছা তোমরা তিনজন
মিল্যা বাংলাদেশের সাত
জন বীরশ্রেষ্ঠর নাম বল।
ভ্রু কুঁচকাইয়া আমার
দিকে কতক্ষণ তাকাইয়া একজন
বললো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ।
এইটা বলতে পারছে কারণ
আমি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ
কলেজে পড়ি। আরেকজন
জিগায় আচ্ছা তোমাদের
না আরেকটা রাইফেলস কলেজ
আছে, ঐটার নাম যেন কী?
আমি বললাম
আচ্ছা আরেকটা বীরশ্রেষ্ঠর
নাম বইলা দেই “বীরশ্রেষ্ঠ
মুন্সি আব্দুর রউফ” । এবার
বাকি পাঁচটার নাম বল।
তারা তো বলতে পারলোই
না, উল্টা আমারে কয়,
“তুমি তো ঐ কলেজে পড়, তাই
জানো”
আমরা তো পড়িনা তাই
জানিওনা”
আমি কইলাম,
তুমি তো ইন্ডিয়া থাকো তাই
মুভির নাম, নায়ক নায়িকা,
গান, ট্রেইলার সব মুখস্থ। তাই
না? মাইয়া আর কথা কয় না।
যাদের জন্য আমরা নিজেদের
বাংলাদেশী পরিচয়
দিতে পারছি তাদের নাম
আমাদের মনে নাই। কিন্তু
যারা আমাদের দেশকে দখল
করতে চাইতেছে, তাদের
দেশের আগা গোড়া সব
আমাদের মুখস্থ। সময় সময়ে,
তাদের
হ্যাপি বার্থডে জানাইয়া স্ট্যাটাস
মারি। আমাদের
আসলে বাংলাদেশে থাকার
কোন অধিকারই নাই।
ফেসবুকে আইসা মোদিরে গালি দিয়া কি লাভ।
মোদি হ্যান মোদি ত্যান।
মোদি , তার জায়গায় ঠিক
আছে। আমরা তো আমাদের
জায়গায় ঠিক নাই।
ভারতের এতো মুভি-
সিরিয়াল
দেইখা আমরা দেশপ্রেমটাই
শিখতে পারলামনা।
শিখসি খালি জয় হিন্দ আর
বান্দে মাতারাম। জয়
বাংলা আর বাংলাদেশ
জিন্দাবাদ
শিখতে পারিনাই।
খালি মুখস্থ করছি।
#আফসোস
লিখাঃ তানভীর