16/01/2018
সাগর কন্যা কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি অসাধারণ সুন্দর স্থান । পৃথিবীর অন্যতম বিরল সমুদ্র সৈকত এখানে অবস্থিত । এখানে থেকে একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় ।
প্রায় ৩০ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক রুপময় স্থান । শুধু সৈকত নয়,এখানে দেখার আর অনুভব করার আছে অনেক কিছুই ।
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নে কুয়াকাটা অবস্থিত।
ঢাকা থেকে সড়কপথে এর দূরত্ব ৩৮০ কিলোমিটার । তবে সবসময়ের মতই আমার পরামর্শ থাকবে লঞ্চে আসার জন্য । বাসের বিরক্তিকর জার্নির থেকে লঞ্চে প্রকৃতি দেখতে বেশি ভাল লাগবে। মুক্ত খোলা বাতাসে রাতের আকাশে চাঁদ আর দিনের সূরযদয় দেখতে দেখতে আসা হাজার গুনে ভাল।
দর্শনীয় স্থান -
১। কুয়াকাটার যে কুয়ার জন্য এই কুয়াকাটা নামকরণ, সেটা দেখতে পারবেন জিরো পয়েন্টের কাছেই । কিছুটা সামনে দেখতে পারবেন প্রাচীন একটি পাল তোলা জাহাজের অবশেষ ।অন্যদিকে, প্রাচীন কুয়াটির সামনেই রয়েছে প্রাচীন শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার।
২। মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ মন্দিরে রয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি । সীমা বৌদ্ধ মন্দিরের সামনে থেকেই শুরু হয়েছে রাখাইন আদিবাসীদের পল্লী কেরানিপাড়া ।
৩। ফাতরার বন হল আর একটি মন্মুগ্ধকর জায়গা । যেখানে পশ্চিমে নদী পেরিয়ে যেতে হয়,এটা মূলত সুন্দরবনের অংশবিশেষ ।
পশ্চিমদিকের সৈকতে যেতে চোখে পড়বে লেবুর বন, শুঁটকি পল্লী, তিন নদীর মোহনা ।
অন্যদিকে, গঙ্গামতির জঙ্গল অবস্থিত পূর্বদিকে ,ছোট নদী পেরিয়ে যেতে হয় সেখানে । সামনে পরবে ঝাউবন, লাল কাকড়ার চর।
https://youtu.be/I2mJ7vss4sI
সাগর কন্যা কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি অসাধারণ সুন্দর স্থান । পৃথিবীর অন্যতম বিরল সমুদ্র সৈ...