Travel with Bhaijaan

  • Home
  • Travel with Bhaijaan

Travel with Bhaijaan This is the official page for Travel With Bhaijaan -Youtube channel

This is the official page for Travel with Bhaijaan https://www.youtube.com/channel/UC9QK6sdT9v5W6jr3MXIJrOg

04/08/2022
27/03/2018

Al Shariar Mugdho

#ভ্রমন_পিপাসু

ছোটবেলা থেকেই আমার অনেক বাস/ট্রেন জার্নির সুযোগ হয়েছে রংপুর থেকে নানি/দাদি বাড়ি দূরে থাকার সুবাদে।এই রাজশাহী /কুষ্টিয়া রুটে বারবার জার্নি করেও এতটুকু বোর হইনি,আর জার্নিতে একা হলে তো কথাই নেই।কেমন যেন ট্রাভেলার ট্রাভেলার ভাব চলে আসে নিজের মধ্যে 😊😊। ..
ভ্রমন করাটা আসলেই অনেক মজার বিষয়। বিশেষ করে যদি বাইক নিয়ে টুর দেয়া যায় তাহলে তো কথাই নেই।
অনেক ইচ্ছা সত্তেও আমাদের এই বাংলাদেশের অনেকাংশের সাথেই এখনো পরিচিত হয়ে উঠতে পারিনি তবুও ভ্রমনের যতটুকু সু্যোগ ছিল তার সবটাই কাজে লাগাতে চেষ্টা করেছি।✌😊

রাজশাহী,নাটোর,পাবনা, কুষ্টিয়া,নীলফামারী,কুড়িগ্রাম সহ বেশ কিছু অঞ্চলে গিয়েছি এই পর্যন্ত। এই অঞ্চল গুলোর দর্শনীয় স্থান সমুহ গুলো ঘুরে দেখেছি,পেয়েছি আন্তরিকতার ছোয়া।

আমার এই পর্যন্ত সবচেয়ে মেমোরেবল টুর হচ্ছে তেতুলিয়া,বাংলাবান্ধা। ৫ জনের টিম ছিল আমাদের এবং লিডার ছিলেন মুশফিক ভাই।অন্তত আমার চোখে তিনি অত্যন্ত ভ্রমন পিপাসু একজন মানুষ এবং চৌকস টিম লিডার।💜

মুশফিক ভাই সহ আরও অনেক যায়গায় গিয়েছি আমি। সু্যোগ পেলেই বাইক নিয়ে চলে গিয়েছি ঘুরতে এবং এখনো যাই 😁।

ইচ্ছে আছে বাংলাদেশটাকে খুব কাছ থেকে পুরোটা ঘুরে দেখার আর সেই সব স্মৃতি গুলোকে ভিডিও আকারে রেখে দেয়ার। এরই ধারাবাহিকতায় আমরা ইউটিউবে "ট্রাভেলিং বাইকিং এন্ড মোর " নামে একটি চ্যানেল খুলেছে এবং আমাদের বিভিন্ন যায়গা ভ্রমনের অভিজ্ঞাতা শেয়ার করেছি। অবশ্যই আমাদের এই চ্যানলটি একবার হলেও ঘুরে আসবেন,দেখবেন ভিডিও গুলো।আশা করি ভাল লাগবে আপনাদের।

https://m.youtube.com/channel/UCEMyZZP8yjVYFd4WUREHQYA/

ঘুরতে চাই আরো, প্রকৃতিরর রস আস্বাদন করতে চাই।বাংলাদেশ পেরিয়ে ঘুরে দেখতে চাই সুন্দর পৃথিবীটাকে।😊👌♥

23/03/2018
অপরূপ চন্দ্রনাথ পাহাড় । chandranath peak A to Z । beautiful sitakunda । সীতাকুণ্ড পর্ব ১ - YouTube

সীতাকুণ্ড অপরূপ প্রাকৃতিক সৌর্ন্দয্যের লীলাভূমি । আমরা ঘুরেছি সীতাকুণ্ড, মিরসরাই ও এর আশেপাশের সব দর্শনীয় স্থান । তাই ভিডিওর সাথে শেয়ার করব আমাদের অভিজ্ঞতা যা আপনার ভ্রমণকে করবে আরও সহজ ।

সীতাকুণ্ড অপরূপ প্রাকৃতিক সৌর্ন্দয্যের লীলাভূমি । আমরা ঘুরেছি সীতাকুণ্ড, মিরসরাই ও এর আশেপাশের সব দর্শনীয় স্থা.....

02/02/2018
Tetulia Panchagarh | তেতুলিয়া | Kanchonjongha | হিমালয় দেখুন দেশে দাড়িয়ে | tatulia | travel guide

Tetulia or Tentulia also known as "The City of Dream" is an Upazila of Panchagarh District in the Division of Rangpur, Bangladesh.
বাংলাদেশের ভৌগলিক সীমানার উত্তর-পশ্চিমাঞ্চলের শেষ প্রান্তের জনপদ পঞ্চগড় জেলা। হিমালয়ের পাদদেশে অবস্থিত রাজনগড়, মিরগড়, ভিতরগড়, দেবেনগড় ও হোসেনগড় নামক পাঁচটি গড়ের (দূর্গ) সমন্বয়ে গঠিত পঞ্চগড় জেলা। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পঞ্চগড় জেলার তিন দিকেই ভারতীয় সীমান্ত দ্বারা বেষ্টিত।
অসাধারণ সৌন্দর্যের এই লীলাভূমি দেখে নিন এক নজরে ।

https://youtu.be/N6jHxpzkHnc

Tetulia Panchagarh | তেতুলিয়া | Kanchonjongha | হিমালয় দেখুন দেশে দাড়িয়ে | tatulia | travel guide is a travel guide and documentary about Tetulia, Pancha...

16/01/2018
কুয়াকাটা অসাধারণ দৃশ্য | kuakata sea beach | Places to Visit | Tour diary | travel guide

সাগর কন্যা কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি অসাধারণ সুন্দর স্থান । পৃথিবীর অন্যতম বিরল সমুদ্র সৈকত এখানে অবস্থিত । এখানে থেকে একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় ।

প্রায় ৩০ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক রুপময় স্থান । শুধু সৈকত নয়,এখানে দেখার আর অনুভব করার আছে অনেক কিছুই ।
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নে কুয়াকাটা অবস্থিত।
ঢাকা থেকে সড়কপথে এর দূরত্ব ৩৮০ কিলোমিটার । তবে সবসময়ের মতই আমার পরামর্শ থাকবে লঞ্চে আসার জন্য । বাসের বিরক্তিকর জার্নির থেকে লঞ্চে প্রকৃতি দেখতে বেশি ভাল লাগবে। মুক্ত খোলা বাতাসে রাতের আকাশে চাঁদ আর দিনের সূরযদয় দেখতে দেখতে আসা হাজার গুনে ভাল।

দর্শনীয় স্থান -

১। কুয়াকাটার যে কুয়ার জন্য এই কুয়াকাটা নামকরণ, সেটা দেখতে পারবেন জিরো পয়েন্টের কাছেই । কিছুটা সামনে দেখতে পারবেন প্রাচীন একটি পাল তোলা জাহাজের অবশেষ ।অন্যদিকে, প্রাচীন কুয়াটির সামনেই রয়েছে প্রাচীন শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার।

২। মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ মন্দিরে রয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি । সীমা বৌদ্ধ মন্দিরের সামনে থেকেই শুরু হয়েছে রাখাইন আদিবাসীদের পল্লী কেরানিপাড়া ।

৩। ফাতরার বন হল আর একটি মন্মুগ্ধকর জায়গা । যেখানে পশ্চিমে নদী পেরিয়ে যেতে হয়,এটা মূলত সুন্দরবনের অংশবিশেষ ।
পশ্চিমদিকের সৈকতে যেতে চোখে পড়বে লেবুর বন, শুঁটকি পল্লী, তিন নদীর মোহনা ।
অন্যদিকে, গঙ্গামতির জঙ্গল অবস্থিত পূর্বদিকে ,ছোট নদী পেরিয়ে যেতে হয় সেখানে । সামনে পরবে ঝাউবন, লাল কাকড়ার চর।

https://youtu.be/I2mJ7vss4sI

সাগর কন্যা কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি অসাধারণ সুন্দর স্থান । পৃথিবীর অন্যতম বিরল সমুদ্র সৈ...

26/11/2017

Travelling Biking and More TBM's cover photo

Address


Alerts

Be the first to know and let us send you an email when Travel with Bhaijaan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share