Info Hubb

Info Hubb This page is only for fun, entertainment, and news cover-up. Follow this page to get update.
(24)

15/04/2024

শিক্ষা গুরুর মর্যাদা 🥴
🤣🤣🤣🤣🤣🤣🤣

07/07/2023

সহমত ভাই পাশে আছি। 😁😁

12/06/2023

কন্যা রাশির কিং খান আমাদের জায়েদ ভাই

08/06/2023

বিদ্যুৎ এর জন্য মমতাজ এর বাড়ি ঘেরাও

মমতাজ নানা কারনে সংসদে বির্তকিত বক্তব্য দিতে পটু একজন সংসদ সদস্য।
সাম্প্রতিক সময়ে সরকার যখন লোডশেন্ডিং নিয়ে চিন্তিত ঠিক তখনই আগে সংসদে কারেন্ট নিয়ে একটি বক্তব্য যা বর্তমানে ব্যাপক হাস্যরসের সৃষ্টি করেছে।
এদের বোকামি দেখলে হাসতে হাসতে পাগল হয়ে যাবেন

06/06/2023

গরমে শান্তি পাইতাছি না

তীব্র গরমের মাঝে লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ


#অস্থির



03/06/2023

বিদ্যুৎ বিভ্রাট

মমতাজ নানা কারনে সংসদে বির্তকিত বক্তব্য দিতে পটু একজন সংসদ সদস্য।
সাম্প্রতিক সময়ে সরকার যখন লোডশেন্ডিং নিয়ে চিন্তিত ঠিক তখনই আগে সংসদে কারেন্ট নিয়ে একটি বক্তব্য যা বর্তমানে ব্যাপক হাস্যরসের সৃষ্টি করেছে।




Invest x Exam x Success
02/06/2023

Invest x Exam x Success

26/05/2023

🅱🅰🆁🅸🆂🅷🅰🅻
🌳🌲🌴🌺💦🎬

এটা করা সত্যি জরুরি
25/05/2023

এটা করা সত্যি জরুরি

22/05/2023

তাদের গায়ে যে পোষাক ছিল তা ইউরোপিয়ানদের কাছে ভাবনারও অতীত।

নবাবের পতনের পর তিন দফা নতুন নবাব প্রতিস্থাপনের পর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও ওড়িশার খাজনা উঠানোর বিষয়টি মাত্র লাখ দেড়েক রূপিতে কিনে নেন রবার্ট ক্লাইভ।

তো, এরপর থেকে ফসলে, পন্য উদ্বৃত্ত একটি জনপদ রাতারাতি শশ্মান হয়ে যায়। সব থেকে বেশি সংকটে পড়ে ঢাকা। একটা বাণিজ্যিক শহর গোরস্তানে পরিণত হয় c।

এরপর মাত্র ৬ বছরের মাথায় ১৭৭০ সালে বা বাংলা ১১৭৬ সনে দুর্ভিক্ষ হয় যাতে মারা যায় ১ কোটি মানুষ। এটা নির্মম, ভয়াবহ উপনিবেশিক শোষনের ফল।

আমাদের পূর্বপুরুষ তাদের জীবন বাজি রেখে,ভয়াবহ ইন্টারোগেশনের সামনে দাঁড়িয়ে স্বাধীনতার জন্য লড়াই করেছে। আর আমরা আজ সেই ঔপনিবেশিক শোষনের চিহ্নের জন্য কাঁদছি। কী ভয়াবহ! কি বিশ্বাসঘাতকতা।

18/05/2023

শীর্ষ সংবাদ
সন্ধ্যা, 18May 2023
Latest Bangladeshi News
Info Hub Bulletin
Info Hub Headline
#শীর্ষ_সংবাদ

17/05/2023

আজকের পত্রিকা; ১৭ মে ২০২৩ Today's News | Newspaper | Info Hub #আজকের_পত্রিকা

15/05/2023

মানুষ বলে টাকা দিয়ে নাকি সুখ কেনা যায় না অথচ আমি টাকার অভাবে সুখগুলো পেয়েও কিনতে পারছিনা।
অনেক মানুষকেই বলতে শুনেছি যে টাকা দিয়ে সুখ কেনা যায় না। হয়তো তারা কিনতে পারে না। আমি পারি।

এইযে গরম এক কাপ কফি কিনে খেলাম; সাথে স্ট্রবেরি টর্টে; টাকা না থাকলে এটা আমি কীভাবে কিনতাম!

ছোটবেলায় একটা বই পড়ে আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছিলাম। ভেবেছিলাম জীবনে আর কোনোদিন এই বইটা আমি পড়ব না। বলা বাহুল্য, সেই বইটা এখন আমার সামনে।

অ্যামাজন আজকেই ডেলিভারি দিয়েছে। ঘর থেকে বের হবার সময় বইটা হাতে করে নিয়ে এসেছি।

টাকায় হিসেব করলে বইটার দাম হাজার টাকার বেশি। টাকা ছাড়া এই বইটা আমি কীভাবে কিনতাম!

আজ সারাদিন আমি বাইরে বাইরে ঘুরছি। এই মুহূর্তে বসে আছি আমার প্রিয় কফি শপে।

হাতের বই শেষ হলেই ঘরে ফিরে যাব। আমি যেখানে বসে আছি সেখান থেকে রাস্তা দেখা যাচ্ছে।

যাদের ঘর নেই, তারা এই ঠান্ডায় কম্বল জড়িয়ে রাস্তায় বসে ভিক্ষা করছে। কী নির্মম!

আমার মনে হয়, যাদের প্রচুর টাকা আছে কেবল তারাই বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না। সম্ভবত সুখ কী সেটা সম্পর্কে এদের ধারণাই নেই।

আমার কাছে সুখ হচ্ছে, আমি যখন যা করতে চাই টাকা যেন সেটার মধ্যে বাঁধা না হয়ে দাঁড়ায় সেটা নিশ্চিত করা।

আমি বিশ্বাস করি, জীবনে ভালোবাসার চেয়েও অর্থনৈতিক নিশ্চয়তা বড় জিনিস।

আমি জানি, সবাই একমত হবে না। কিন্তু আমার কাছে তাই। পকেট খালি মানে হচ্ছে পুরো দুনিয়া খালি।

সুতরাং, যার যেই লক্ষ্যই থাকুক না কেন, আগে নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে।

নিজের, পরিবারের, বন্ধু এবং আত্মীয়ের অর্থনৈতিক প্রয়োজনে নিজেকে প্রয়োজনীয় করে তুলতে পারা গৌরবের; সুখের।

সুখ কেনা যায়। টাকা দিয়েই কেনা যায়৷ এইযে একটু পরে ফুল কিনে বাসায় ফিরে যাব। এটা যদি সুখ না হয়; তো সুখ কী!

15/05/2023

সুবহানাল্লাহ, মহান রবের কুদরত অপরিসীম।

https://youtu.be/hLLai1y4Dlw

#বাজপাখি

14/05/2023

কর্ণাটকে কাজ করেনি ‘মোদী ম্যাজিক’, বিজেপির হার স্বীকার

ভারতের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বিধানসভার নির্বাচনে বড় ধরনের জয় পেতে যাচ্ছে দেশটির সবচেয়ে প্রাচীন দল কংগ্রেস,

ইতোমধ্যেই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বিজেপি দলীয় বাসবরাজ এস বোম্মাই পরাজয় স্বীকার করে নিয়েছেন।

স্থানীয় সময় দুপুর পর্যন্ত প্রাপ্ত ফলে রাজ্য বিধানসভার ২২৪টি আসনের মধ্যে কংগ্রেস ১৩৪ আসনে এগিয়ে।

রাজ্যে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে আছে মাত্র ৬৫টি আসনে।

সাবেক মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর জনতা দল (সেক্যুলার) এগিয়ে আছে ২২ আসনে।

এ রাজ্যে সরকার গড়তে প্রয়োজন ১১৩ আসন,

যা স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হওয়ার পর সকাল ১০টার মধ্যেই পেয়ে যায় কংগ্রেস।

শনিবার হার স্বীকার করে মুখ্যমন্ত্রী বোম্মাই বলেন, “প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী) ও

বিজেপি কর্মীদের ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারিনি।

পূর্ণ ফলাফল পাওয়ার পর আমরা বিস্তারিত পর্যালোচনা করে দেখবো।”

কর্ণাটকের নির্বাচনী প্রচারের শেষ ১০ দিনে মোদী সেখানে ১৭টি সভা করেছিলেন, রোড শো করেছেন অন্তত ১০টি।

মোদীর পাশাপাশি বিজেপি দলীয় কেন্দ্রীয় নেতা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্ণাটকে ঘাঁটি গেড়ে সাতদিন সেখানে ছিলেন।

পাঁচ বছর আগে ২০১৮ সালের নির্বাচনে বিজেপি ১০৪ আসন পেয়ে রাজ্যের সবচেয়ে বড় দল হয়ে দাঁড়িয়েছিল,

কিন্তু এবার পুরো চিত্রটাই বদলে গেছে। ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি মোদী হিন্দু দেবতা হনুমানকে (বজরঙ্গবলী) নিয়ে ধর্মীয় কার্ড খেললেও তা কাজে দেয়নি।

13/05/2023

সিডরের চেয়েও ভয়াবহ গতিবেগ নিয়ে ধেয়ে আসছে ‘মোখা’। ১০ নম্বর মহাবিপদ সংকেত

সিডরের চেয়েও ভয়াবহ গতিবেগ নিয়ে ধেয়ে আসছে ‘মোখা’।
২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশে আঘাত হানে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর। এতে উপকূলের জেলাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এবার সিডরের মতো সমতুল্য গতিবেগ নিয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা।

শনিবার (১৩ মে) সকালে ঘূর্ণিঝড় মোখার সর্বশেষ অবস্থা জানাতে আবহাওয়া অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় মোখা ক্রমশ উপকুলের দিকে এগিয়ে আসতে থাকায় এবং এর তীব্রতা বাড়তে থাকায় কক্সবাজারে দশ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শনিবার দুপুর ২টায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের কেন্দ্র রবিবার বিকালে টেকনাফ এবং সেন্ট মার্টিনের আশপাশ দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। সেজন্য কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরে দশ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে।
এই সতর্ক সংকেতের মানে হল বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। বাতাসের গতিবেগ ১৭০ থেকে ১৯০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান।

তিনি জানান, ঘূর্ণিঝড় 'মোখা' এখন ঘণ্টায় আট থেকে ১০ কিলোমিটার গতিতে অগ্রসর হচ্ছে। সেই হিসাবে রবিবার বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে বাংলাদেশের উপকূলে আঘাত করার সম্ভাবনা রয়েছে।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ঝড়টি আঘাত করতে পারে।

সেই সময় উপকূলীয় এলাকায় আট থেকে ১২ ফুট উচুঁ জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। সেই সঙ্গে দক্ষিণাঞ্চলের জেলাগুলোয় ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, শনিবার রাত থেকে কক্সবাজার, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব পড়তে শুরু করবে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। যার প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে।

#মোখা’ #ঘূর্ণিঝড়

26/04/2023

The Night of the Northern Lights: A Spectacular Display of Nature's Light Show

The Northern Lights, also known as the Aurora Borealis, are a stunning natural phenomenon that occurs in the polar regions of the Earth. These lights are caused by the interaction of charged particles from the sun with the Earth's magnetic field, resulting in a colorful and mesmerizing display of lights in the sky. The night of the Northern Lights is a special event that allows people to witness this breathtaking spectacle of nature.

The Northern Lights are visible from late September to early April in areas close to the Arctic Circle. During this time, the sky is often clear and dark, providing the perfect conditions for viewing the lights. The best time to witness the Northern Lights is during the winter months when the nights are longest and the skies are the darkest.

The night of the Northern Lights is an experience unlike any other. It begins with a trip to a remote location away from light pollution, where the skies are dark enough to see the stars. As the night progresses, the Northern Lights start to appear in the sky. The lights can be seen in a variety of colors, including green, pink, blue, and purple. They dance across the sky in an ethereal display that is both mesmerizing and awe-inspiring.

Many people choose to view the Northern Lights from the comfort of a heated igloo, which provides a cozy and warm atmosphere while still allowing for a clear view of the sky. Others prefer to bundle up in warm clothing and venture outside, braving the cold temperatures to witness this incredible display of nature.

The night of the Northern Lights is not just about the lights themselves. It's also a chance to experience the natural beauty of the Arctic region. Many tours offer activities such as snowmobiling, dog sledding, and ice fishing during the day, allowing visitors to experience the full range of what the Arctic has to offer.

Overall, the night of the Northern Lights is an unforgettable experience that should be on everyone's bucket list. It's a chance to witness one of the most spectacular displays of nature, while also experiencing the natural beauty and wonder of the Arctic region. So, grab your warmest clothing and head out into the dark, clear skies to witness the magic of the Northern Lights for yourself.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Info Hubb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share